বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ওপেন স্কুল কর্তৃক পরিচালিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এইচএসসি প্রোগ্রামে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদেরকে Online এর মাধ্যমে আবেদন করার আহ্বান করা হয়েছে। নিম্নে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ওপেন স্কুল কর্তৃক পরিচালিত এইচএসসি প্রোগ্রামে ভর্তির বিস্তারিত তথ্যবলি আলোচনা করা হলোঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তির সময়সীমা
- আবেদনের তারিখ : ভর্তির সময় ৩০ সেপ্টেম্বর, ২০২০ থেকে ১১ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে কোন বিলম্ব ফি গ্রহণ করা হবে না।
- বিলম্ব ফিসহ ভর্তি : — থেকে — জুলাই, ২০২০ (বিলম্ব ফি ১০০ টাকা)।
- ওরিয়েন্টেশন : পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ জুলাই, ২০২০ হলেও এখন কোনোকিছু জানানো হয়নি।
উল্লেখ্য যে, ০৯/০৭/২০২০ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ি, যেসব শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন (ভর্তি) করবেন, তারা পেমেন্ট সংক্রান্ত এসএমএস ও ট্রানজেকশন হিস্ট্রির প্রিন্ট কপি পরব্ররতী নির্দেশ না আসা পর্যন্ত শুক্র, সোম ও বুধ বার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক/উপ-আঞ্চলিক শাখার অফিসে জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে পেমেন্ট সংক্রান্ত সকল তথ্যদি নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তির যােগ্যতা
- এসএসসি বা সরকার স্বীকৃত সমমান (দাখিল, ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া
- অনলাইনে ভর্তির জন্য এখান ক্লিক করে প্রদত্ত তথ্য পূরণ করা শেষে SMS এর মাধ্যমে Terporary User ID ও Password পাওয়া যাবে।
- এরপর Payment Option এ মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত ফি ও চার্জ কমিশন বিকাশ/ডিবিবিএল/শিওরক্যাশ এর মাধ্যমে প্রদান করতে হবে।
- ট্রানজেকশন আইডি ও মােবাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও E-mail এ “Payment successful” Message পাওয়ার মাধ্যমে Online -এ আবেদন সম্পন্ন হবে।
- Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনাে রকম সমস্যা হলে তাৎক্ষণিকভাবে OSAPS এর Helpline নম্বরে অবহিত করতে হবে।
- Temporary User ID ও Password ব্যবহার করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং ০১ কপি পাসপাের্ট সাইজের ছবি ১৬/০৩ /২০২০ থেকে ৩০/০৬ /২০২০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে।
- ভবিষ্যৎ প্রয়ােজনে ‘User ID, Password, Mobile Number, Transaction ID ও Payment Date সংরক্ষণ করতে হবে।
- Online -এ আবেদন ফি ১০০ টাকা ।
- রেজিস্ট্রেশন ফি ১৫০ টাকা ।
- কোর্স ফি (প্রতি কোর্স ৬১৭/- করে) ৩,৭০২ টাকা ।
- তথ্য ও যোগাযােগ প্রযুক্তি (আবশ্যিক) ব্যবহারিক ফি’ ১৩১ টাকা ।
- একাডেমিক ক্যালেন্ডার ফি ৫০ টাকা ।
- ডিজিটাল/প্লাস্টিক আইডি কার্ড ফি ২০০ টাকা ।
- পরীক্ষা ফি (প্রতি কোর্স ৫৩/- করে) ৩১৮ টাকা ।
- প্রথম বর্ষ নম্বরপত্র ফি ৭০ টাকা ।
—————–মােট ভর্তি ফি (ন্যূনতম) ৪,৭২১
[ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ও পরীক্ষা ফি ৬৭০ টাকা এবং ব্যবহারিক কোর্স প্রতি অতিরিক্ত ১৩১ টাকা হারে জমা দিতে হবে]
- এক কপি পাসপোর্ট সাইযের ছবি। ছবিটি প্রিন্টকৃত আবেদন পত্রের উপরে, বাম পাশে আঠা দিয়ে লাগাতে হবে। ফরমের কিছু অংশসহ ছবির উপরে স্টাডি সেন্টার সমন্বয়কারী কর্তৃক সত্যায়িত হতে হবে।
- এসএসসি বা সমমান পাশের মূল সনদ পত্রের সত্যায়িত কপি। মূল সনদপত্র না থাকলে সাময়িক সনদপত্র অথবা মার্কশীট / নম্বরপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
- জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি।
OSAPS Helpline
0163832845, 01705897988, 019074516 14 (3 am to 1 pm)
0163582846 , 01907451612 , 01705897917 ( 2 prnts 6 pm )
Online এ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০SAPS এর Helpline এ উল্লিখিত কোন নম্বরসমূহে অথবা সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে যােগাযোগ করার অন্য অনুরোধ করা হয়েছে।
ওয়ালাইকুমুস সালাম। আবেদন অক্টোবর – নভেম্বরের দিকে শুরু হবে। নিম্নের পোষ্ট থেকে এসএসসি ভর্তির খবর জানতে পারবেন।
বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি তথ্য ২০২১
না