বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) -এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত ৩ বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রােগ্রামে ২০২১ ব্যাচে ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইলে ভর্তি শুরু হবে চলবে ৩১ মে ২০২১ তারিখ পর্যন্ত। নিম্নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে বিএ এবং বিএসএস প্রােগ্রামে ভর্তির বিস্তারিত তথ্যবলি দেখুন—
আরও দেখুন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি তথ্য ২০২০-২০২১
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বিএ/বিএসএস) ডিগ্রি ভর্তি তথ্য ২০২০-২০২১
ভর্তির ন্যূনতম যােগ্যতা : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছর মেয়াদী বিএ (BA) ও বিএসএস (BSS) প্রোগ্রামে ভর্তির ন্যূনতম যোগ্যতা যেকোনো সালে এইচএসসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বিএ এবং বিএসএস ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ
- ভর্তির তারিখ: ২৭ মার্চ, ২০২১ থেকে ৩১ মে, ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
- ভর্তি ফরম জমাদানের সময় : অনলাইনে আবেদন সম্পন্ন করার ১ সপ্তাহ অথবা ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে Online -এ আবেদনের কপিসহ, শিক্ষাগত যােগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি সহ সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র বা উপআঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
- ক্লাস শুরু: ০৪ জুন, ২০২১
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস আবেদন করার পদ্ধতি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছর মেয়াদী বিএ (BA) ও বিএসএস (BSS) প্রোগ্রামে ভর্তির জন্য শুধুমাত্র Online এ আবেদন করা যাবে। এই আবেদন প্রক্রিয়া ৪ টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে এবং আবেদন করার পর নির্দিষ্ট সময়ের ভর্তি ফি প্রদান করতে হবে। অনলাইনে আবেদন করুন এখান থেকে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস প্রােগ্রামে Online ভর্তি প্রক্রিয়া
- অনলাইনে ভর্তি ফরম পূরণ করা শেষে SMS এর মাধ্যমে temporary user ID ও password পাওয়া যাবে।
- এরপর Payment Option -এ ৩৮৯০/- টাকা ও প্রযোজ্য চার্জ কমিশনসহ বিকাশ(চার্জ ১%)/ভিবিবিএল(চার্জ ১৫ টাকা)/শিওরক্যাশ(চার্জ ১%) যেকোনটির মাধ্যমে প্রদান করা যাবে।
- ট্রানজেকশন আইডি ও মােৰাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও e-mail এ “payment successful” Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে।
- Temporary User ID ও Password ব্যবহার করে download PDF বাটনে ক্লিক করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যােগ্যতাসহ অন্য সকল সনদের সত্যায়িত কপি ৩০/১২/২০২০ থেকে ২৭/০৩/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
- দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ভর্তি সম্পন্ন করতে যা প্রয়োজনঃ বাউবি’র আঞ্চলিক কেন্দ্র বা উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সনদপত্রসমূহ যাচাই-বাছাইপূর্বক সত্যায়িত করে ভর্তির জন্য মনােনীত প্রার্থীকে Online -এ Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Online -এ ভর্তির সময় কোনো সমস্যা হলে যা করতে হবে
- Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনাে রকম সমস্যা হলে, ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে OSAPS (Online service & payment system) -এর Helpline নম্বরে অথবা help.osaps@bou.edu.bd ই-মেইলে অবহিত করতে হবে।
- প্রয়ােজনে পরিচালক, কম্পিউটার বিভাগ , বাউবি , গাজীপুর-১৭০৫ বরাবর আবেদন করতে হবে।
- Online -এ ভর্তি আবেদন করার শেষ তারিখের ০৩ (তিন) কর্ম দিবসের পর কোনাে অভিযােগ গ্রহণযােগ্য হবে না।
- Online -এ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনাে তথ্যের জন্য Helpline -এ উল্লেখিত ফোন নম্বরসমূহে অথবা বাউবি’র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে যােগাযােগ করার জন্য অনুরোধ করা হলাে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস প্রােগ্রামে ভর্তির সময় যা যা প্রয়ােজন
- অনলাইনে পূরণকৃত আবেদন ফরম।
- SSC ও HSC পরীক্ষার সনদপত্র
- SSC ও HSC পরীক্ষার নম্বরপত্র / মার্কশীট
- জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি
- চারিত্রিক সনদ পত্রের কপি।
- সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩০০*৩০০ পিক্সেল, JPG/JPEG ফরম্যাট)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস প্রােগ্রামে ভর্তির ফির বিবরণ
- ভর্তি ফরম ফি ১০০/- টাকা।
- ডিজিটাল প্লাস্টিক ID Card ফি ২০০/- টাকা।
- রেজিস্ট্রেশন ফি ২০০/- টাকা।
- প্রতি কোর্স ফি ৭৫/- টাকা হারে ০৪টি কোর্সের জন্য ২৯৪০/- টাকা।
- একাডেমিক ক্যালেন্ডার ৫০/- টাকা।
- পরীক্ষার ফি ৩০০/- টাকা।
- এবং সিমেস্টার নম্বরপত্র ফি ১০০/- টাকাসহ সর্বমােট ৩৮৯০/- টাকা।
বি. দ্র. : বিজ্ঞপ্তিতে উল্লিখিত যে কোনাে তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশােধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি – বিধান সকল আবেদনকারী এবং শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে।
- মানবিক গ্রুপের বিষয় সমূহ হচ্ছে- ইতিহাস, দর্শন ও ইসলামিক স্টাডিজ।
- সমাজবিজ্ঞান গ্রুপের বিষয়সমূহ হচ্ছে- রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং ভূগোল ও পরিবেশ।
- এছাড়া বাংলা ও ইংরেজি এবং সিভিক এডুকেশন ১ ও ২ আবশ্যিক বিষয় হিসেবে রয়েছে।
- প্রতি বছরে পৃথক দুটি সেমিস্টার রয়েছে।
★★ বিএ / বিএসএস ১ম বর্ষ
→ ১ম সেমিস্টার : বাংলা-১ (আবশ্যিক),ইংরেজি (আবশ্যিক), সিভিক এডুকেশন-১ (আবশ্যিক), সিভিক এডুকেশন-২ (আবশ্যিক)
→ ২য় সেমিস্টার : বাংলা-২ (আবশ্যিক), ইতিহাস-১, দর্শন-১, সিভিক এডুকেশন-২, ইসলামিক স্টাডিজ-১, রাষ্ট্রবিজ্ঞান-১, অর্থনীতি-১, সমাজতত্ত্ব-১, ভূগোল ও পরিবেশ-১
দ্বিতীয় সেমিস্টারে বিএ ডিগ্রির জন্য কোর (অপশনাল) কোর্সসমূহ থেকে মোট তিনটি কোর্স চয়েজ করতে হবে। যথা : মানবিক গ্রুপ থেকে দু’টি এবং সমাজবিজ্ঞান গ্রুপ থেকে একটি কোর্স নিতে হবে।
→ ২য় সেমিস্টার : ইতিহাস-৩, দর্শন-৩, ইসলামিক স্টাডিজ-৩, রাষ্ট্রবিজ্ঞান-৩, অর্থনীতি-৩, সমাজতত্ত্ব-৩, ভূগোল ও পরিবেশ-৩
হ্যা,
ফটোকপি দিলে হবে নাহ?
nah
আচ্ছা আমি কি এখন বা কালকে ভর্তি হতে পারবো
হবে, তবে রিস্ক হতে পারে। তাই হাতে সময় থাকলে আজই অনলাইনে আবেদন করে ফেলুন। কাল না হয় কাগজপত্র জমা দিলেন।
আমি বাউবিতে বিএ করার জন্য অনলাইনে আবেদন করেছি।আবেদন সাকসেসফুল হয়েছে।এখন পিডিএফ ডাউনলোড বাটন এ ক্লিক করে অবেদন ফর্মের কপি নিতে হবে।এই পিডিএফ ডাউনলোডের অপশন কোথায় পাবো।ধন্যবাদ
আপনার মোবাইল নম্বরে দেয়া স্টুডেন্ট আইডি নম্বর আর পাসওয়ার্ড দিয়ে বাউবি ওয়েবসাইটের student log-in অপশনে ক্লিক করলে ফরম ডাউনলোড করার ওয়ে পাবেন।
আমার Hsc সনদে নামে একটু সমস্যা আছে। আমি সনদ ঠিক করবো তাতে ৯০ দিন লাগবে। এখন আপাদত ভর্তি হওয়া যাবে কি?
আশাকরি হবে, কারণ সনদ যাই হোক তার মেইন কপি তো আপনার আছেই। তবে আপনি যখন কাগজপত্র জমা দিতে যাবেন তখন এটা জানিয়ে দিবেন।
বি.দ্র. এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আমি সরাসরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোন কর্মী নই।
পড়ে যে কেউ উপকৃত হবে এতে কোন সন্দেহ নেই, তবে সবথেকে বেশি ভাল লেগেছে কমেন্টগুলো পড়ে সাইটের কতৃপক্ষ অত্যন্ত নম্র ভাবে যতাযত মুল্যবান রিপ্লে দিয়েছেন, আশাকরি সাইটে ভবিষ্যতে আরো বেশি ভিজিটর হলেও আপনারা আপনাদের কার্যক্রম এভাবেই চালিয়ে যাবেন, ধন্যবাদ
আমি একাই পরিচালনা করতেছি ভাই। যাইহোক আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে মুগ্ধ ও উৎসাহ দেয়ার জন্য। ইন-শা-আল্লাহ! ভবিষ্যতেও এর ধারাবাহিতা বজায় থাকবে
আসসালামু ওয়ালাইকুম।অনলাইে ভর্তির আবেদনের পড়ে সাত কার্যদিবস থেকে যদি একটু দেরি হয়ে যায় তাহলে কি সমস্যা হবে? আর মূল কপি নেয়া কি বাধ্যতামূলক?
ওয়ালাইকুমুস সালাম।হ্যা সমস্যা হবে। কারণ ওরা কাগজপত্র জমা নাও নিতে পারে। আর হ্যা মূল কপি দেয়া বাধ্যতামূলক।
ami 2020 sale hsc pass krechi bss admission hote cacchilam but amadr marks shit to akhn deyni sekhetre akh ki korbo ami ki admission nite parbo na pls ans help
মার্কশীট এর ব্যাপারে আপনি আপনার কলজে যোগাযোগ আর ভর্তির সময় ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাই চিন্তা না করে অপেক্ষা করুন।
সার লকডাউনের জন্যেতো ভতি হতে পারি নি ভতির তারিখ কি বারাবে??
হ্যা, ৩১ মে পর্যন্ত ভর্তির সময় আছে
sir aitate ki xm hobe?
আপনার প্রশ্ন বোঝা যায় নি। আবার স্পষ্টকরে করে বলুন
hsc ২য় বর্ষে ভর্তি হওয়ার অনলাইন লিংক বা সিস্টেম যদি জানাতেন খুব উপকার হত।
আপনি এখান থেকে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে রেজিস্ট্রেশন ফরম পূরণ করে রেজিঃ ফি টাকা প্রদান করতে পারবেন।
আমি তো এখনো আবেদন করিনি। আবেদনের শেষ তারিখ কতো? এই লকডাউনে কিভাবে আবেদন করতে পারি
দয়া করে অবশ্যই জানাবেন স্যার।
আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২১ তারিখ পর্যন্ত। এখন যেহেতু লকডাউন চলছে তাই এখন আবেদন না করাই ভালো। কারন আবেদন করার পর নির্দিষ্ট তারিখের মধ্যে কাগজপত্র কলেজে জমা দিতে হবে। তাই অপেক্ষা করুন অথবা হেল্প লাইনে ফোন করে দেখুন তারা কাগজপত্র নিতে পারবে কি না?
তার মানে আবেদন করতে পারবো,, তাইতো
হ্যা, তবে কাগজপত্র জমা নিবে কিনা তার জন্য হেল্প লাইনে ফোন দিন নতুবা সমস্যা হবে।
,sir help line number taa plz
পোষ্টের মধ্যে বিজ্ঞপ্তির ২ নং পেইজে্র নিচে দেখুন।
ডিগ্রি ২য় বর্ষ ভতির সময় চলে গেছে কিন্তু আমি ভতি হতে পারি নি। এখন কি ভর্তি হতে পারব একটু বলুন?
গত মাসের ৩১ তারিখে ভর্তির তারিখ শেষ হয়েছে। এখন বোর্ড যদি মেয়াদ আর না বাড়ায় তাহলে পারবেন না ভর্তি হতে। আপনি আপনার আঞ্চলিক অফিসে ফোন দিয়ে জানান যে ভর্তি হতে পারেন নি। এভাবে আরও কয়জন থাকলে হয়তো বোর্ড মেয়াদ বাড়াতে পারে।
আসসালামু ওয়ালাইকুম। এখন কি বাউবি ডিগ্রিতে ভর্তি হওয়া যাবে? যদি হওয়া যায় তাহলে দয়া করে আমাকে ভর্তি পদ্ধতির বিষয় গুলো সম্পর্কে একটু সহযোগিতা করবেন। আমি কুমিল্লা লাকসাম থেকে বলছি। আমি ভর্তি হতে হলে কোথায় কিভাবে যোগাযোগ করবো দয়া করে আমাকে একটু সহযোগিতা করবেন।
ওয়ালাইকুমুস সালাম। আপনি এখন ভর্তি না হয়ে লকডাউন খুলার পর ভর্তি হোন। কারন কলেজ খুলা থাকবে না। আর ভর্তির তারিখ ৩১ মে পর্যন্ত আছে। অথবা আঞ্চলিক কেন্দ্রে ফোন দিন, যদি তারা ভর্তি হতে বলে আর কাগজপত্র পরে দিলে হবে বলে তাহলে অনলাইনে আবেদন করার পর বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভর্তি হোন।