বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৪-২০২৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৪-২০২৫ : বাউবি এইচএসসি ২য় বর্ষে ভর্তি শুরু হয়েছে। তবে এইচএসসি ১ম বর্ষের ভর্তির সময় শেষ। তবে বিশ্ববিদ্যালয় চাইলে আবার সময় দিতে পারে। নিম্নে আবেদন করার নিয়ম সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন।

ভর্তি শুরু (ব্যাচ ২০২৪)০১ জুন ২০২৪ হতে
ভর্তি শেষ (সময় বর্ধিত)৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত
ক্লাস শুরু (ব্যাচ ২০২৪)২৫ অক্টোবর ২০২৪ হতে
এইচএসসি ২য় বর্ষের ভর্তির সময়২০ অক্টোবর ২০২৪ হতে
২০ নভেম্বর ২০২৪ পর্যন্ত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৩-২০২৪ (১)
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৩-২০২৪ (২)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৪-২০২৫

বাউবির অধীনে এইচএসসি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করার প্রয়োজনীয় তথ্যাবলি সংগ্রহ করে রাখতে হবে। কি কি তথ্য সংগ্রহ করতে হবে তা নিম্নে বলা হয়েছে। যেহেতু যেকোনো সালে যেকোন প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করলেই উক্ত প্রোগ্রামে ভর্তি হওয়া যায়, সেহেতু বয়স যতই হোক আর স্টাডি গ্যাপ যতই হোক কোনো সমস্যা না এবং ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষাও দিতে হবে না।

তাই ডিরেক্ট অনলাইনে আবেদন করে সাথে সাথে ভর্তি হওয়া যাবে। উল্লেখ্য যে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হওয়া যাবে না। শুধুমাত্র অনলাইনে আবেদন করে ভর্তি হতে হবে। অনলাইনের আবেদন আপনি যেকোন স্থান থেকে নিজে নিজেই করতে পারবেন অথবা আমাদের বলতে পারেন। লিংক → Ask Here

আবেদন করার পর ভর্তি ফি অনলাইনে বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে দিতে পারবেন। তবে আপনি চাইলে ভর্তি ফি পরেও দিতে পারবেন। তবে অবশ্যই ভর্তির তারিখ শেষ হওয়ার পূর্বে দিতে হবে। ভর্তি ফি দেওয়ার পর আবেদন ফরম সহ অন্যান্য কাগজপত্র ৭ কার্যদিবসের মধ্যে কলেজে জমা দিতে হবে। কাগজপত্র কলেজে জমা দিলেই আপনার ভর্তি সম্পূর্ণ হয়ে যাবে।

আবেদন করতে কি কি লাগবে, ভর্তি হওয়ার নিয়ম ও আবেদন লিংক, ভর্তি ফি কত, ভর্তি হওয়ার পর কি কি কাগজপত্র কলেজে জমা দিতে হবে এবং কোর্সের মোট খরচ কত সবকিছু নিম্নে দেওয়া হয়েছে। কমেন্ট করার আগে অনুগ্রহ করে মনযোগ দিয়ে সব কিছু পড়বেন।

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : Open University Helpline

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তির যােগ্যতা

বাংলাদেশ সরকার স্বীকৃত যেকোন প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান (দাখিল, ভোকেশনাল) পরীক্ষায় কমপক্ষে পাশ করলেই যে কেউ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামে আবেদন করতে পারবে। এতে বয়স বা শিক্ষা বিরতি সংক্রান্ত কোনো বিধি নিষেধ থাকবে না।

অনলাইনে ভর্তি হতে যা যা লাগবে

অনলাইনে ভর্তি হওয়ার করার আগে আপনাকে নিম্নোক্ত তথ্য গুলো সংগ্রহ করে রাখতে হবে নতুবা সমস্যায় পড়বেন। চলুন দেখে নেই :

১) এসএসসি রেজিস্ট্রেশন কার্ড ও মার্কশিটের ছবি। মার্কশিট না থাকলে এসএসসি রেজাল্ট জানা থাকলেও হবে।
২) জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের উভয় পার্শ্বের ছবি।
৩) মা, বাবা ও অভিভাবকের ভোটার আইডি কার্ডের ছবি। তবে তাদের আইডি কার্ডের শুধু ১ম সাইটের হলেই হবে।
৪) যে গ্রুপে ভর্তি হতে চান তার নাম ও কলেজের নাম নির্ধারন করে রাখবে।

৫) সদ্য তোলা একটা ছবি এবং স্বাক্ষর। স্বাক্ষর খাতায় লিখে ছবি তুলে দিবে।
৬) আপনার নিজের মোবাইল নম্বর। যেটা সব সময় খোলা থাকবে এমন নম্বর দিবে।
৭) স্থায়ি আর বর্তমান ঠিকানা এক না হলে, বর্তমান ঠিকানা লিখে দিবে।

৮) আপনার কোনো কোটা থাকলে সেটার নাম (তবে এটা না দিলেও চলবে) ৯) রক্তের গ্রুপের নাম এবং ১০) কোনো জব থাকলে সেটার কিছু তথ্যবলি লাগবে। (তবে এটাও না দিলে চলবে)

অনলাইন আবেদন করার নিয়ম

যে কোনো ব্রাউজার থেকে এই লিংকে ক্লিক করে প্রবেশ করুন। Open School এ ক্লিক করে এসএসসি প্রোগ্রামের (HSC) পাশে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করতে হবে।

অতঃপর General Information ধাপ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করে Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করতে হবে।

এরপর সদ্য তোলা ছবি (300×300 pixel, JPG Format) এবং আবেদনকারীর স্বাক্ষর (300×100 pixel, JPG Format) আপলোড করে Next বাটনে ক্লিক করতে হবে। মোবাইল দিয়ে ছবি ও স্বাক্ষর এডিটিং করার জন্য এই পোষ্টের নিচের দিকে থাকা নিয়মটি পড়ুন।

Academic Information ধাপে শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করা শেষে Finish বাটনে ক্লিক করে প্রদর্শিত কোর্সসমূহ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করতে হবে।

(সঠিকভাবে ফরম পূরণ শেষে শিক্ষার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এবং প্রদত্ত ইমেইলে Temporary User ID ও Password প্রেরণ করা হবে)

এরপর আপনি যদি এখনই ফি দিতে চান তাহলে Proceed to Payment বাটনে ক্লিক করবেন নতুবা বের হয়ে যাবেন।

যারা ইন্সট্যান্টলি ফি দিতে চান তারা Proceed to Payment এ ক্লিক করে প্রদর্শিত Online Payment Gateway / System সমূহ থেকে যেকোনো একটি মাধ্যমে ফি জমা দিতে হবে। সফলভাবে ফি জমাদান শেষে “Payment has been completed successfully” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS ও ইমেইলের মাধ্যমে শিক্ষার্থীকে অবহিত করা হবে।

আর যারা পরে ফি দিবেন, তারা এই লিংকে ক্লিক করে Login বাটনে ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশন থেকে যথা নিয়মে ফি পরিশোধ করলেই অনলাইনের কাজ সমাপ্ত হবে। তবে এই কাজ অবশ্যই ভর্তির সময় অতিবাহিত হওয়ার পূর্বে করতে হবে।

Online-এ আবেদন করার পর করণীয়

Online-এ ভর্তির আবেদন সম্পন্ন করার পর শিক্ষার্থীর Temporary User ID ও Password ব্যবহার করে OSAPS Login করে Print Profile বাটনে ক্লিক করে প্রদর্শিত আবেদনপত্রটি এবং Payment History থেকে Action মেনুর Print অপশনে ক্লিক করে Payment Slip-টি প্রিন্ট করতে হবে।

প্রিন্টকৃত আবেদনপত্র ও Payment Slip এর সাথে ২ কপি ছবি, এসএসসি / সমমান পাসের সনদ, জাতীয় পরিচয়পত্র / অনলাইন জন্মনিবন্ধন ফটোকপি ১০ (দশ) কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা প্রদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন এবং ID Genarate হবে। অন্যথায় ভর্তি অসমাপ্ত বলে গণ্য হব।

Online ভর্তি সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে OSAPS Helpline-এ, ইমেইলে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র অথবা সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে।

অষ্টম শ্রেণি পাসের সনদে উল্লিখিত বয়স এবং দাখিলকৃত প্রমাণপত্রের বয়স এক হতে হবে। ভবিষ্যৎ কোনো প্রয়ােজনে User ID, Passsword, Mobile Number, Transaction ID ও Payment Date সংরক্ষণ করতে হবে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে

  1. অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের প্রিন্ট কপি। এটা দুই কপি থাকবে।
  2. ট্রানজেকশন হিস্ট্রির প্রিন্ট কপি।
  3. দুই কপি পাসপোর্ট সাইযের ছবি।
  4. এসএসসি বা সমমান পাশের মূল সনদ পত্র। মূল সনদপত্র না থাকলে সাময়িক সনদপত্র অথবা মার্কশীট / নম্বরপত্র জমা দিতে হবে।
  5. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।

বি. দ্র. যদি কারোর মূল সনদপত্র না থাকে তাহলে ভর্তি হওয়ার আগে স্টাডি সেন্টার (যে কলেজে ভর্তি হবেন সে কলেজ) থেকে জেনে নিবেন যে মূল সনদপত্রের ফটোকপি বা শুধু মূল মার্কশীট দিয়ে ভর্তি হওয়া যাবে কিনা।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি তথ্য

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি ফি

ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ও পরীক্ষা ফি ৬৩৮ টাকা এবং ব্যবহারিক কোর্স প্রতি অতিরিক্ত ১২৫ টাকা হারে জমা দিতে হবে। ছক আকারে সকল বিভাগের বিকাশ চার্জ ছাড়া ভর্তি ফি দেখুন

বিভাগমোট ফির পরিমাণ
মানবিক (ঐচ্ছিক কোর্স ছাড়া)৪৫২৩/- টাকা
মানবিক (ঐচ্ছিক কোর্স সহ)৫২৩৬/- টাকা
ব্যবসায় শিক্ষা (ঐচ্ছিক সহ)৫১১১/- টাকা
ব্যবসায় শিক্ষা (ঐচ্ছি ছাড়া)৪৫২৩/- টাকা
বিজ্ঞান (ঐচ্ছিক ছাড়া)৪৮৯৮/- টাকা
বিজ্ঞান (ঐচ্ছিক সহ)৫৬১১/- টাকা

এইচএসসি ২য় বর্ষে ভর্তি ফি

বিভাগমোট ফির পরিমাণ
মানবিক (ঐচ্ছিক কোর্স ছাড়া)৩৯৯০/- টাকা
মানবিক (ঐচ্ছিক কোর্স সহ)৪৬২৮/- টাকা
ব্যবসায় শিক্ষা (ঐচ্ছিক ছাড়া)৩৯৯০/- টাকা
ব্যবসায় শিক্ষা (ঐচ্ছিক সহ)৪৬২৮/- টাকা
বিজ্ঞান (ঐচ্ছিক ছাড়া)৪৩৬৫/- টাকা
বিজ্ঞান (ঐচ্ছিক সহ)৫০০৩+ /- টাকা

বাউবি এইচএসসি প্রোগ্রামের মোট খরচ

বাউবি এর অধীনে এইচএসসি প্রোগ্রাম দুই বছরের। তাছাড়া প্রোগ্রামের ধরণ ও কোর্সের সংখ্যানুযায়ী খরচের তারতম্য হয়ে থাকে। তবে এই পার্থক্যটা তেমন বেশি না। এইচএসসি প্রোগ্রামে ভর্তি হওয়ার সময় ১ম বর্ষের সকল ফি (যথাঃ ভর্তি ফি, পরীক্ষা এবং কেন্দ্র ফি ইত্যাদি) একেবারে নিয়ে নেয়। তাই পরে আর ১ম বর্ষে কোনো ফি দিতে হয় না। ২য় বর্ষে আরও কম টাকা লাগে। তবে তা খুভ অল্প এবং একই অবস্থা। তাই সম মিলিয়ে বাউবির অধীনে এইচএসসি প্রোগ্রাম শেষ করতে কমপক্ষে ৮,৫৫০ টাকা এবং সর্বোচ্চ ১১,০০০ টাকা লাগবে।

এইচএসসি ভর্তির ফি কিস্তিতে টাকা জমাদানের বিজ্ঞপ্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামে যেসব শিক্ষার্থী কিস্তিতে ভর্তি হয়েছে তাদের ২য় কিস্তির টাকা জমাদানের শেষ সময় ০৩ অক্টোবর হতে আগামী ২৫ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত।

বি.দ্র. কিস্তিতে ভর্তি হওয়ার নতুন কোনো বিজ্ঞপ্তি গতবারের মত এবারও দেয়নি।

বাউবি এইচএসসি ভর্তির ২য় কিস্তির টাকা জমাদানের সময় ২০২১.JPG

OSAPS Helpline

Online এ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০SAPS এর Helpline এ উল্লিখিত ফোন নম্বরসমূহে অথবা সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে যােগাযোগ করার অন্য অনুরোধ করা হয়েছে।

01618977237, 01907451612 (8 am to 4 pm)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি তথ্য

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

বাউবি এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

857 thoughts on “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য ২০২৪-২০২৫”

  1. আবেদন এবং পেমেন্ট শেষে স্টাডি সেন্টারে কাগজ জমা দিতে যদি শেষ তারিখ থেকেও ১ দিন বা ২ দিন দেরি হয় সেটি কি কলেজ কর্তৃপক্ষ জমা নিবে

          1. তানিয়া

            স্যার আমি ২০১৯ সালে এসএসসি পাশ করছি, সমস্যার কারণে ভর্তি হতে পারি নি। আমি কি এখন জেনারেল কলেজে ভর্তি হতে পারব?

              1. MD Munna Ahmed

                আসসালামু আলাইকুম স্যার স্যার আমি ২০১৯ এ এসএসসি পাস করেে তারপর ব্যক্তিগত কারণে পড়াশোনা হয় নাই এখন আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাই এখন কি সম্ভব এই এই বছরে কি আর ভর্তি হওয়ার সুযোগ আছে

  2. আমাদের পরিক্ষা কি রেগুলার ছাত্রদের সাথে হবে নাকি ভিন্ন ভিন্ন সময়ে হবে?

      1. Saidur rahman

        hlw sir আমি গত ১২-১২-২০২২ এ অনলাইনে ভর্তি আবেদন করি,অনলাইনে ভর্তি হয়েছি। কিন্তু আমি যে কলেজে ভর্তি হয়েছি সেখানে যিনি এই কাগজ জমা নেন উনাকে সময়মত গেলে পাওয়া যাইনা।
        এখন এই কাগজ জমা দিতে দেরি হওয়ার জন্য কি আমার কোনো প্রব্লেম হবে কি।

      2. আচ্ছা স্যার ভতির টাকা
        ২ বারে দেওয়া যায় না

        1. আমি ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমি কি ভর্তি হতে পারবো ২০১৯ সালে ইন্টার ফাইনাল ইয়ারে ছিলাম এবং ফাইনাল এক্সাম দিছিলাম কয়টা এখন আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইন্টার সেকেন্ড ইয়ার কি ভর্তি হতে পারবো?

    1. নাম আব্দুর রহমান

      স্যার আমি ক্লাস নাইনে ভর্তি হতে চাই কিভাবে হবো বলবেন

  3. স্যার, আমি ইন্টার ফাস্ট ইয়ারে ভর্তি হতে চাই কিভাবে হবো প্লিজ একটু সাজেশন দিতেন যদি।

    1. শারমিন

      এখনও কি ভর্তি হওয়া যাবে ??? বর্ধিত সময় তো 6ই ফেব্রুয়ারি!!!

  4. আমার ২ বছর গ্যাপ বা ইয়ার লস হয়েছে। বর্তমানে একটি ডিপ্লোমা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছি। অরিজিনাল ডকুমেন্টস প্রতিষ্ঠানে জমা দেয়া। এক্ষেতে কি করতে পারি?

  5. Md.Shohel Rana

    এইচএসসি ১ম বর্ষের পরীক্ষা শেষ করলাম আজ ২৯/১০/২০২২ অথচ ২য় বর্ষে ভর্তি বা রেজিষ্টেশনের তারিখ নাকি ৩০/১০/২০২২
    ব‍্যাপারটা কলেজ থেকে জানালো, দয়া করে একটু বলবেন স‍্যার আসলে কতো তারিখ পর্যন্ত সময় আছে? রেজিস্ট্রেশন এর তারিখ?

    1. হ্যা, ঠিক। কারণ এইচএসসি ২য় বর্ষে ভর্তি হওয়ার বিজ্ঞপ্তি গতমাসে দিয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

      1. স্যার আমি ১ম বর্ষ পরিক্ষা দিয়েছি কিন্তু ২য় বর্ষ ভর্তি সম্পর্কে জানতাম না।এখন আমি কি আর ভর্তি হতে পারবো না। আর আমার এখন কি করা উচিত? দয়া করে বলবেন স্যার

  6. ফাতেমা

    এখন কী নবম শ্রেণিতে ভর্তির সময়সীমা আছে?
    যদিও ৩ নভেম্বর সময় শেষ। কিন্তু এই পোস্টে ৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া আছে। তাহলে কী এখন ভর্তি হওয়া যাবে?

    1. হ্যা, অবশ্যই। ৫ জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।

  7. Sabrina Preety

    HSC প্রথম বর্ষে ভর্তির সময় শেষ ১৪ ই নভেম্বর । এখনো কি ভর্তি হওয়ার কোন সুযোগ আছে?

  8. আসসালামু আলাইকুম. নমস্কার
    জনাব বা স্যার.
    আমি শুভ চন্দ্র দেব ২০২১ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষা দি কিন্তু কিছু পারিবারিক সমস্যার কারণে কলেজে ভর্তি হতে পারি নাই এখন ওপেন ইউনিভার্সিটি ভর্তি হতে চাই আমি চট্টগ্রাম থাকি তাই আমি বিশেষভাবে আপনার কাছে ভর্তির আবেদন জানাই
    ইতি
    শুভ চন্দ্র
    দেব

    1. ওয়ালাইকুম! তুমি তো এবার জেনারেলেও ভর্তি হতে পারবে। বাউবি’র এইচএসসি ভর্তি ০৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

      1. আসসালামু আলাইকুম। স্যার আমি অনেক আগেই স্কুলে পড়েছি তারপরে মাদ্রাসায় গিয়ে দাওরায় হাদিস অর্থাৎ সম মানে মাস্টার্স শেষ করেছি কিন্তু এখন একটা সরকারি চাকরির জন্য আমাদের ওই মাস্টার্স সমমানের মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে আপাতত কোন কাজ হচ্ছে না ।তাই আমি আপনাদের উন্মুক্ততে HSC পরীক্ষা দিতে চাই ভর্তি হতে চাই এখন আমি কি করতে পারি স্যার….

  9. MD.Jahid Hasan Rasel

    Sir আসসালামু আলাইকুম । আমি উন্মুক্ত কলেজে ভর্তি হতে চাই। আমি ২০১৮ সালে ssc পাস করছি আমি কি এখন আপনার কলেজে ভর্তি হতে পারি

  10. MD.Jahid Hasan Rasel

    EDU MASAIL Sir,,
    আপনি বলেছে ০৫ জানুয়ারি ২০২৩ সাল পযন্ত ভতির সময় আছে।এই সময় ভতি হলে ২০২৪ সালে Exam দিতে পারব।

  11. আমি সিয়াম। চট্টগ্রাম শাহীন পড়তাম। ওখান থেকে রেজিষ্ট্রেশন ও করা হয়েছে। কিন্তু ২০২১ ও ২০২২ সালে HSC exam দিতে পারিনি। এখন আমি কি উন্মুক্ত তে ভর্তি হতে পারব?

    1. বৃষ্টি

      ভাইয়া আমি ওপেনে ভর্তি হতে চাই কিন্ত কিছু দিন আগে জানতে পারলাম ভর্তির ডেট নাকি শেষ এখন কি কোনো ভাবে ভর্তি হওয়া সম্ভব??

  12. আমি কি এখন hsc ১ম বষে ভরতি হওয়ার জন্য apply করতে পারবো?

  13. আমি ভর্তি হয়েছি আমাদের বই কবে দেওয়া হবে এবং সিলেবাস কবে দেওয়া হবে? দয়া করে যানাবেন।

  14. Md. Jamal Hossain

    আমার এস.এস.সি পাসের সার্টিফিকেটে নাম মো: জামাল উদ্দিন কিন্তু আমার ভোটার আইডি কার্ডে নাম মোঃ জামাল হোসেন তাহলে আমি কি 2023 এইচি. এস.সি 1ম বর্ষে ভর্তি হতে পারব কি?

    1. হ্যা, পারবে। সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে দিয়ে ভর্তি হবে।

  15. Md. Jamal Hossain

    আমার মূল সার্টিফিকেট ও মার্কটিস খুজে পাচ্ছি না। এখন স্কুলের প্রশাংসা ও কলেজে ভর্তি হয়েছিলা। কলেজের প্রশংসাপত্র দিয়ে কি ভর্তি হতে পারব?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!