উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি তথ্য ২০২৩-২০২৪ (সময় বর্ধিত)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি তথ্য ২০২৩-২০২৪ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত ৩ বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রােগ্রামে ২০২৪ ব্যাচে ভর্তির সময় বর্ধিত করা হয়েছে। নিম্নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে ডিগ্রি বিএ এবং বিএসএস প্রােগ্রামে ভর্তির বিস্তারিত তথ্যবলি দেখুন-

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : Bangladesh Open University Helpline

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি তথ্য ২০২৩-২০২৪

ভর্তির ন্যূনতম যােগ্যতা : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছর মেয়াদী বিএ (BA) ও বিএসএস (BSS) প্রোগ্রামে ভর্তির ন্যূনতম যোগ্যতা যেকোনো সালে এইচএসসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তির তারিখ

ডিগ্রি ভর্তি শুরু০১ ফেব্রুয়ারি ২০২৪ হতে
ডিগ্রি ভর্তি চলবে৩১ মার্চ ২০২৪ পর্যন্ত
টিউটোরিয়াল ক্লাস২৩ মার্চ ২০২৪ হতে

বি.দ্র. অনলাইনে আবেদন সম্পন্ন করার ১ সপ্তাহ অথবা ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে Online -এ আবেদনের কপিসহ, শিক্ষাগত যােগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি সহ সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র বা উপআঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। আর তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফি’র শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি ডিগ্রি আবেদন নিয়ম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছর মেয়াদী বিএ (BA) ও বিএসএস (BSS) প্রোগ্রামে ভর্তির জন্য শুধুমাত্র Online এ আবেদন করা যাবে। এই আবেদন প্রক্রিয়া ৪ টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে এবং আবেদন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফি প্রদান করে কলেজে কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পম্ন করতে হবে। তবে ভর্তি ফি প্রদান করার সাত (৭) কার্যদিবসের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে। আপনারা এই আবেদন মোবাইল দিয়েও করতে পারবেন। যাইহোক নিম্নে আবেদন করার পদ্ধতি দেখুন :

প্রথম পর্যায় (General Info) : অনলাইনে আবেদন করার জন্য এখান থেকে ক্লিক করে SSHL অপশনে গিয়ে BA/BSS কোর্স থেকে Apply তে ক্লিক করুন। এরপর General Info নামে একটি মেনু প্রদর্শিত হবে, সেখানে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি কোন জেলার কোন কলজের কোর্সে ভর্তি হতে চান? তাহলে দেখে নেই এই ম্যানুতে কি কি পূরণ করতে হবে?

  • প্রথমে Admission থেকে 1st semester নির্বাচন করুন। তারপর Group Name থেকে Ba/Bss-2022 নির্বাচন করুন। তারপর Regional Center থেকে আপনি কোন আঞ্চলিক কেন্দ্রের কলেজে ভর্তি হতে চান তা সিলেক্ট করুন। সহজ কথায় আপনি যে জেলা বা বিভাগে আছেন তা নির্বাচন করুন।
  • তারপর আপনাকে Sub-Regional Center থেকে আপনি যে কলেজ বা স্টাডি সেন্টারে ভর্তি হতে চান, তা কোন উপজেলায় আছেন তা নির্বাচন।
  • এবার Study Center থেকে আপনার কাঙ্খিত (অর্থাৎ যে কলেজে ভর্তি হতে চান) কলেজ নির্বাচন করুন। সবশেষে Next বাটনে ক্লিক করুন।

দ্বিতীয় পর্যায় (Personal Information) : প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেলে এবার আপনাকে আপনার ব্যক্তিগত তথ্যাবলি দিতে হবে যে আপনি কোন জেলার কোন কোন গ্রামে জন্ম গ্রহণ করেছেন ইত্যাদি, তাহলে দেখে নেই এই ম্যানুতে কি কি পূরণ করতে হবে?

  • প্রথম ৬টি বক্সে আপনাকে আপনার নিজের নাম, বাবা ও মায়ের নাম ইংরেজি ও বাংলায় লিখতে হবে। তারপর Guardian Name বক্সে (এটা না দিলেও চলবে) আপনার অভিভাবকের নাম ইংরেজিতে লিখতে হবে। তারপর Nationality অপশনে Bangladeshi দিয়ে পরের বক্সে আপনার জন্ম তারিখ দিবেন। তারপর Place of Birth অপশনে আপনার জন্মস্থান ইংরেজিতে লিখবেন।
  • এরপর Merital Status থেকে আপনি বিবাহিত হলে married নতুবা unmarried নির্বাচন করবেন। তারপর Gender থেকে আপনার লিঙ্গ নির্বাচন করে আপনার কোনো Quota থাকলে তা দিবেন। তবে না দিলেও চলবে।
  • এবার আপনাকে Present Address থেকে আপনার বর্তমান ঠিকানা (অর্থাৎ গ্রাম, জেলা, উপজেলা, পোষ্ট অফিস ও পোস্ট কোড) দিতে হবে। এরপর Permanent Address এ আপনাকে স্থায়ি ঠিকানা দিতে হবে। যদি আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে Same as Present Address এই লেখার বাম পাশের ঘরটি ঠিক চিহ্ন করে দিবেন।
  • তারপর আপনাকে Blood গ্রুপ দিতে হবে, না দিলেও সমস্যা নেই। কিন্তু এরপরের অপশনে (National ID / Birth Registration No) আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপরের দুই বক্সে আপনাকে অবশ্যই একটি মোবাইল নম্বর ও Email দিতে হবে।
  • সর্বশেষ আপনাকে দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এক : আপনার নিজের ছবি, যার প্রস্থ ও উচ্চতা 300 এবং সাইয 100KB হতে হবে। দুই : আপনার নিজের স্বাক্ষর, যার প্রস্থ 300, উচ্চতা 100 এবং সাইয 60KB হতে হবে। উল্লেখ্য, এই দুটি কাজ আপনাকে ফরম পূরণ করার আগেই করে নিতে হবে। এবার আপনি আবার Next বাটনে ক্লিক করুন।

মোবাইল দিয়ে ৩০০ বাই ৩০০ ছবি এবং ৩০০ বাই ১০০ স্বাক্ষর তৈরি করার নিয়ম এই লিংকের নিচের দিকে দেখুন ।

তৃতীয় পর্যায় (Academic Information) : দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়ে গেলে এবার আপনাকে আপনার শিক্ষাগত তথ্যাবলি দিতে হবে যে আপনি কত সালে কোন কলেজে পড়ে কত পয়েন্ট পেয়েছেন ইত্যাদি, তাহলে দেখে নেই এই ম্যানুতে কি কি পূরণ করতে হবে?

এই মেনুতে আপনাকে প্রথমে আপনার SSC এর সকল তথ্যবলি দিবেন। এরপর Add more এ ক্লিক করে আপনার HSC এর সকল তথ্যবলি দিবেন। তারপর আবার Add more এ ক্লিক করলে তা Close করে দিবেন। এবং সব শেষে Next বাটনে ক্লিক করবেন।

চতুর্থ পর্যায় (Job Information) : এটা আপনার ইচ্ছাধীন। না দিলেও কোনো সমস্যা নেই। সবশেষে আপনাকে Finish অপশনে ক্লিক করতে হবে। অবশ্যই এই বাটনে ক্লিক করার আগে দেখে নিবেন আপনার সকল তথ্য সঠিক আছে কিনা? অথবা আপনি প্রতিটি পর্যা্যের কাজ শেষ করার পর দেখতে পারেন। যাক সবকিছু ঠিকঠাক থাকলে এবার Finish অপশনে ক্লিক করুন।

এবার আপনার সামনে Payment সম্বলিত একটা পেইজ ওপেন হবে এবং সাথে সাথে আপনার মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেগুলো সতর্কতার সাথে সংরক্ষণ করে রাখবেন। তাছাড়া উক্ত পেইজেই দেখতে পাবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং কত টাকা পেমেন্ট করতে হবে তা। এখন আপনাকে টাকা পেমেন্ট করে ভর্তি সম্পূর্ণ করতে হবে। নিম্নে অনলাইনে টাকা প্রদান করার পদ্ধতি দেয়া হলো :

বাউবি ডিগ্রি ভর্তি ফি জমাদানের পদ্ধতি

উক্ত পেইজের নিচে লেখা থাকবে Processed to Payment তাতে ক্লিক করুন। কত টাকা পে করতে হবে সামারি আকারে দেখাবে পুণরায় Processed to Payment অপশনে ক্লিক করুন। এবার যে মেনু আসবে সেখান থেকে আপনি যে মাধ্যমে টাকা পে করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। (এখানে বিকাশ, ডাচ-বাংলা ও শিওরক্যশ মাধ্যম থাকবে)

আমি ধরলাম আপনি বিকাশ সিলেক্ট করেছেন। এখন আপনাকে Bkash Payment পেজে নিয়ে আসবে তাতে Merchant Number দেয়া থাকবে (উক্ত নম্বরে টাকা পে করতে হবে) এবং সর্বমোট চার্জ সহ কত টাকা পে করতে হবে তা দেয়া থাকবে। চলুন বিকাশে টাকা পে করার পদ্ধতি দেখে নেই :

  • Bkash Payment পেজে থাকা অবস্থায় আপনাকে আপনার বিকাশ একাউন্ট থেকে যথানিয়মে টাকা পেমেন্ট করতে হবে।
  • বিকাশ এপ ছাড়া টাকা পে করতে হলে *২৪৭# ডায়াল করে ৩ নম্বর অপশনে ক্লিক করুন। আর বিকাশ এপ থেকে করলে এপে প্রবেশ করে পেমেন্ট অপশনে ক্লিক করুন।
  • এবার আপনি Bkash Payment পেজে যে Merchant Number পেয়েছিলেন ঐটা দিয়ে enter প্রেস করুন।
  • তারপর Bkash Payment পেজে যত টাকা পে করতে বলেছিল তা দিয়ে আবার enter প্রেস করুন।
  • এবার আপনি রেফারেন্স অপশনে আপনার নাম অথবা যেকোনো নম্বর দিয়ে enter প্রেস করুন।
  • এবার (এপ ব্যতীত) ১ প্রেস করে আপনার পিন নম্বর দিয়ে ট্যাব বা enter প্রেস করুন।

বেস! আপনার পে করা হয়ে গেলে আপনাকে সাথে সাথে আপনার মোবাইলে Transaction number সম্বলিত পেমেন্ট সাকসেসফুলি নামে একটা মেসেজ আসবে। এখন আপনাকে ঐ Bkash Payment পেজের নিচের দিকে থাকা দুটি বক্সে দুটি নাম্বার দিতে হবে। প্রথম বক্সে আপনার বিকাশ নাম্বার আর দ্বিতীয় বক্সে ঐ Transaction number টি দিতে হবে। নাম্বার গুলো সঠিকভাবে দিলে Submit অপশনে ক্লিক করুন। আপনি পারলে ঐ ট্রানসেকশন নাম্বার ডাউনলোড করে রাখতে পারেন। বেস উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনার ডিগ্রি ভর্তি সফলভাবে সম্পন্ন হয়ে গেল!

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস প্রােগ্রামে Online ভর্তি প্রক্রিয়া

  • অনলাইনে ভর্তি ফরম পূরণ করা শেষে SMS এর মাধ্যমে temporary user ID ও password পাওয়া যাবে।
  • এরপর Payment Option -এ ৩৮৯০/- টাকা ও প্রযোজ্য চার্জ কমিশনসহ বিকাশ(চার্জ ১%)/ভিবিবিএল(চার্জ ১৫ টাকা)/শিওরক্যাশ(চার্জ ১%) যেকোনটির মাধ্যমে প্রদান করা যাবে।
  • ট্রানজেকশন আইডি ও মােৰাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও e-mail এ “payment successful” Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে।
  • Temporary User ID ও Password ব্যবহার করে download PDF বাটনে ক্লিক করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যােগ্যতাসহ অন্য সকল সনদের সত্যায়িত কপি ০৫/০৩/২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
  • দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ভর্তি সম্পন্ন করতে যা প্রয়োজনঃ বাউবি’র আঞ্চলিক কেন্দ্র বা উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সনদপত্রসমূহ যাচাই-বাছাইপূর্বক সত্যায়িত করে ভর্তির জন্য মনােনীত প্রার্থীকে Online -এ Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

ভর্তির সময় কোনো সমস্যা হলে যা করতে হবে

  • Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনাে রকম সমস্যা হলে, ১৫ (পনের) কার্য দিবসের মধ্যে OSAPS (Online service & payment system) -এর Helpline নম্বরে অথবা [email protected] ই-মেইলে অবহিত করতে হবে।
  • প্রয়ােজনে পরিচালক, কম্পিউটার বিভাগ , বাউবি , গাজীপুর-১৭০৫ বরাবর আবেদন করতে হবে।
  • Online -এ ভর্তি আবেদন করার ১৫ (পনের) কর্ম দিবসের পর কোনাে অভিযােগ গ্রহণযােগ্য হবে না।
  • Online -এ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনাে তথ্যের জন্য Helpline -এ উল্লেখিত ফোন নম্বরসমূহে অথবা বাউবি’র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে যােগাযােগ করার জন্য অনুরোধ করা হলাে।

বাউবি ডিগ্রি ভর্তি হতে যা যা প্রয়ােজন

  • অনলাইনে পূরণকৃত “আবেদন ফরম”
  • টাকা আদায়ের “ট্রান্সজেকশন হিস্ট্রি” এর রঙ্গিন কপি।
  • SSC পরীক্ষার সনদপত্র বা সার্টিফিকেট এবং নম্বরপত্র বা মার্কশীট।
  • HSC পরীক্ষার সনদপত্র বা সার্টিফিকেট এবং নম্বরপত্র বা মার্কশীট।
  • চারিত্রিক পত্রের ফটোকপি।
  • জন্ম সনদ / জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ফি বিবরণ

  • ভর্তি ফরম ফি ১০০/- টাকা।
  • ডিজিটাল প্লাস্টিক ID Card ফি ২০০/- টাকা।
  • রেজিস্ট্রেশন ফি ২০০/- টাকা।
  • প্রতি কোর্স ফি ৭৫/- টাকা হারে ০৪টি কোর্সের জন্য ২৯৪০/- টাকা।
  • একাডেমিক ক্যালেন্ডার ৫০/- টাকা।
  • পরীক্ষার ফি ৩০০/- টাকা।
  • এবং সিমেস্টার নম্বরপত্র ফি ১০০/- টাকাসহ সর্বমােট ৩৮৯০/- টাকা।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসএস প্রোগ্রামে পঠিত বিষয় সমূহ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছর মেয়াদী বিএ এবং বিএসএস প্রোগ্রামে যেসব বিষয় থাকবে, নিম্নে সেসব বিষয় উল্লেখ করে দেওয়া হলো। তবে বিএ (BA) ডিগ্রিধারীদের জন্য ‘মানবিক’ গ্রুপ থেকে দুটি এবং ‘সমাজবিজ্ঞান’ গ্রুপ থেকে একটি বিষয় এবং বিএসএস (BSS) ডিগ্রিধারীদের জন্য ‘সমাজবিজ্ঞান’ গ্রুপ থেকে দুটি এবং ‘মানবিক’ গ্রুপ থেকে একটি বিষয় নির্বাচন করতে হয়।

  1. মানবিক গ্রুপের বিষয় সমূহ হচ্ছে- ইতিহাস, দর্শন ও ইসলামিক স্টাডিজ।
  2. সমাজবিজ্ঞান গ্রুপের বিষয়সমূহ হচ্ছে- রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং ভূগোল ও পরিবেশ।
  3. এছাড়া বাংলা ও ইংরেজি এবং সিভিক এডুকেশন ১ ও ২ আবশ্যিক বিষয় হিসেবে রয়েছে।
  4. প্রতি বছরে পৃথক দুটি সেমিস্টার রয়েছে।

★★ বিএ / বিএসএস ১ম বর্ষ : → ১ম সেমিস্টার : বাংলা-১ (আবশ্যিক), ইংরেজি (আবশ্যিক), সিভিক এডুকেশন-১ (আবশ্যিক), সিভিক এডুকেশন-২ (আবশ্যিক) → ২য় সেমিস্টার : বাংলা-২ (আবশ্যিক), ইতিহাস-১, দর্শন-১‌, সিভিক এডুকেশন-২, ইসলামিক স্টাডিজ-১‌, রাষ্ট্রবিজ্ঞান-১‌, অর্থনীতি-১‌, সমাজতত্ত্ব-১‌, ভূগোল ও পরিবেশ-১

উল্লেখ্য যে, দ্বিতীয় সেমিস্টারে বিএ ডিগ্রির জন্য কোর (অপশনাল) কোর্সসমূহ থেকে মোট তিনটি কোর্স চয়েজ করতে হবে। যথা : মানবিক গ্রুপ থেকে দু’টি এবং সমাজবিজ্ঞান গ্রুপ থেকে একটি কোর্স নিতে হবে।  

★★ বিএ / বিএসএস ২য় বর্ষ    → ১ম সেমিস্টার : ইতিহাস-২, দর্শন-২‌, ইসলামিক স্টাডিজ-২‌, রাষ্ট্রবিজ্ঞান-২‌, অর্থনীতি-২, সমাজতত্ত্ব-২‌, ভূগোল ও পরিবেশ-২ → ২য় সেমিস্টার :  ইতিহাস-৩, দর্শন-৩‌, ইসলামিক স্টাডিজ-৩‌, রাষ্ট্রবিজ্ঞান-৩‌, অর্থনীতি-৩, সমাজতত্ত্ব-৩‌, ভূগোল ও পরিবেশ-৩  

★★বিএ / বিএসএস ৩য় বর্ষ   →১ম সেমিস্টার : ইতিহাস-৪, দর্শন-৪, ইসলামিক স্টাডিজ-৪, রাষ্ট্রবিজ্ঞান-৪, অর্থনীতি-৪, সমাজতত্ত্ব-৪, ভূগোল ও পরিবেশ-৪   → ২য় সেমিস্টার : ইতিহাস-৫, দর্শন-৫, ইসলামিক স্টাডিজ-৫, রাষ্ট্রবিজ্ঞান-৫, অর্থনীতি-৫, সমাজতত্ত্ব-৫, ভূগোল ও পরিবেশ-৫  

এভাবে বাকি ৪ সেমিস্টারের, কোর বিষয় সমূহের ৩,৪,৫ পর্যন্ত বই থাকবে। উল্লেখ্য ২য় সেমিস্টারে যা চয়েজ করবেন, বাকি সেমিস্টারে শুধু সেসব বিষয়ের পার্ট থাকবে। এভাবে বিএ ১ম বর্ষ (৮টি) ২য় বর্ষ (৬টি) এবং ৩য় বর্ষ (৬ টি) মিলে সর্বমোট ২০ টি বিষয় থাকবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি তথ্য ২০২৩-২০২৪
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি তথ্য ২০২৩-২০২৪
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ২০২২ - bou ba and bss admission 2022
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ২০২২ – bou ba and bss admission 2022

612 thoughts on “উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি তথ্য ২০২৩-২০২৪ (সময় বর্ধিত)”

      1. ভাই দুই দিন ভতির আবেদন করা যাচ্ছে না সার্ভারে বন্ধ হয়ে এটা আরো কিছু দিন বাড়ানো হবে কি,,, ডিগ্রি আবেদন

        1. আমাদের হাতে কিছু নেই। কাল অথবা পরশু জানা যাবে যদি মেয়াদ বাড়ায়

    1. Md joynul abedin

      বিএ/বি এস এস ২য় বর্ষের ভর্তির মেয়াদ কি বাড়ানো হবে। সার্ভার সমস্যার কারণে আবেদন করতে পারিনি। আবেদন কি এখন করতে পারবো।দয়াকরে জানাবেন, আমরা কয়েকজন মৌলভীবাজার জেলার উন্মুক্ত শাখার আওতাভুক্ত।

      1. আমি ২০২৩ সালে বি/ বিএসএস ভর্তি হতে চাই। ভর্তি করে থেকে শুরু?

  1. ভাই উন্মুক্ত থেকে বি এ সেকেন্ড ক্লাস পেয়ে পাস করতে কেমন পরাশোনা করতে হবে? মোটামুটি পরাশোনা করলে হবে? (সেকেন্ড ক্লাস)

  2. মোঃ জাহাঙ্গীর আলম

    প্লিজ দয়া করে কেউ আমাকে হেলপ করেন আমি ভর্তি হতে চায় প্লিজ প্লিজ প্লিজ

    1. Md Moklesur Rahman

      Ami national theke degree 1st year exam dichi, akhon উন্মুক্ত vorti hoychi. amak ki national vorti registration cancel Korte hobe?

  3. উন্মুক্ত ডিগ্রি প্রথম বর্ষ ২০২২ সালের শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিল সাত তারিখে। কিন্তু সঠিক জানিনা কত তারিখে ক্লাস শুরু হবে প্লিজ জানাবেন কেউ।

    1. যতদিন না ভর্তি কার্যক্রম শেষ হবে ততদিন পর্যন্ত ক্লাস হবে না।

  4. মোঃ জাহাঙ্হীর ‍আলম

    amar mobile to nosto hoye gechhe sora sori phone dile ki problem plese jodi aktu bolten ba kon nombore phone dibo ei numbarei dile hobe

      1. তৃতীয় বর্ষের ফরম ফিলাপ লাস্ট ডেট কবে আর কত টাকা ফি ধরা হয়েছে একটু জানাবেন

  5. অসীম

    ২০১৯ সালে উন্মুক্ত থেকে এসএসসি এবং ২০২১ সালে বাকাশিবো থেকে এইচএসসি পাস করেছে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আবেদন করতে পারছে না। লেখা আসে এসএসসি & এইচএসসি রোল ডাজ নট ম্যাচ। এর কোনো সমাধান আছে?

  6. Prokash sinha

    ভাই কথায় কথায় উন্মুক্ত কলেজ আছে। যদি একটু বলে দিতেন তাহলে আসে পাসে ভর্তি হতাম

  7. Md Abu Sayed

    ভাই, এসএসসির সার্টিফিকেট হারিয়ে গেছে, শুধু ইন্টারমিডিয়েট এর সার্টিফিকেট ও মার্কশীট এর ফটোকপি দিয়ে কি ভর্তি হওয়া যাবে?

  8. ভাই ২১/১০/২২ এর পরে তো র্ভতির তারিখ কোন পরিবর্তন হয়নি তাহলে কি ২৮/১০/২২ থেকে কি ক্লাস শুরু হবে আমাদের কি কলেজ থেকে কোন ধরনের ইনফরমেশন দিবে ক্লাস শুরু হবে কি না এই ব্যাপার এ

    1. ক্লাস নেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ কলেজ বা স্টাডি সেন্টারের উপর নির্ভরশীল। তাই তাদের সাথে যোগাযোগ করুন কবে তারা ক্লাস নিবে?

      1. ভাই স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করবো কি ভাবে

  9. ভাই ভর্তির কার্যক্রম কি শেষ। আমি উন্মুক্ত ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছিলাম। এখন কি ভর্তি হওয়া সম্ভব.???? আন্নে পরবর্তী কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে? প্লিজ জানাবেন

  10. Ismail Hossain

    আমি BA/BSS এ ১ম বর্ষে ভর্তি হয়েছি ১১ এপ্রিল ২০২২ কক্সবাজার জেলা পরিষদের অফিসে(কক্সবাজার সরকারি কলেজের) আওতাধীন।
    তখন আমাকে বলা হয়েছে ১ম ও ২য় বর্ষের পরীক্ষা ২০২৪ সালে একসাথে হবে।এবং ২০২২ সালের শেষের দিকে ২য় বর্ষের ভর্তি শুরু হবে।
    এখন আমি জানতে চাচ্ছি ২য় বর্ষের ভর্তি কবে থেকে শুরু হবে, একটু বলবেন প্লিজ।
    অগ্রিম ধন্যবাদ।

    1. শুরু হয়ে গেছে অনেক আগে। আগামী ৩০ নভেম্বর শেষ তারিখ। অত্যন্ত দুঃখিত! ব্যস্ততার জন্য উত্তর দিতে দেরী হয়েছে।

  11. আমি ডিগ্রি ১ম সেমিস্টারে ভরতি হয়েছি। আমাকে কলেজ থেকে বলছে ৬ মাস পরে এসে ডিপার্টমেন্ট ঠিক করতে বলা হয়েছে। কবে আমাদের ক্লাশ সুরু হবে?

    1. ক্লাশ শুরু হয়ে গেছে। এটা নিজ নিজ কলেজ থেকে জেনে নিতে হবে।

  12. সার্টিফিকেট আর মার্কশীট কি অরিজিনাল গুলো জমা দিতে হয়?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!