ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩ । ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২২ । ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ ২০২২ : আপনি যদি ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সম্বন্ধে খুঁটিনাটি তথ্যবলি জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন।
যদিও ফরম ফিলাপটি ২০২৩ সালে প্রকাশিত হয়েছে কিন্তু একাডেমিক নিয়মানুযায়ী এটি হচ্ছে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ২০২১ সালের ডিগ্রি ২য় বর্ষের বিজ্ঞপ্তি। নিম্নে বিস্তারিত তথ্যবলি দেখুন :
Update : ২০২৩ সালের ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপের সময় ৮ দিন বর্ধিত হয়েছে।
ডিগ্রি ২য় বর্ষের | ফরম ফিলাপের সময় |
---|---|
আবেদন শুরু | ০৭ ফেব্রুয়ারি ২০২৩ হতে |
আবেদন শেষ | ০৬ জুন ২০২৩ পর্যন্ত |
নিশ্চায়নের সময় | ০৭ জুন ২০২৩ পর্যন্ত |
ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপ যারা করতে পারবে ২০২৩
২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০২০ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে বা ফরম পূরণ করতে পারবে।
২০১৮-২০১৯, ২০১৭-২০১৮ এবং ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৯, ২০১৮, ২০১৭ সালে রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীদের মধ্যে যারা ২০১৯, ২০১৮, ২০১৭, ২০১৬ সালের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু ২০১৯, ২০১৮, ২০১৭ সালের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা দেয় নি অথবা দিয়ে ফেল করেছে (Not Promoted) হয়েছে তারা এ পরীক্ষায় অনিয়মিত হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
২০১৮-২০১৯, ২০১৭-২০১৮, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী এবং ২০১৯, ২০১৮, ২০১৭, ২০১৬ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২০, ২০১৯, ২০১৮, ২০১৭ সালের ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে F গ্রেড পেয়ে ২য় বর্ষে উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী ২০২০ সালের ডিগ্রি ২য় বর্ষের অংশগ্রহণ করে কোন পত্রে বা কোর্সে C গ্রেড বা D গ্রেড পেয়েছে তারা সর্বোচ্চ দুটি কোর্সে / পত্রে মানউন্নয়ন (improvement) পরীক্ষা দিতে পারবে।
অনলাইনে যেভাবে ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপ করবেন
অনলাইনে ফরম ফিলাপ করার জন্য “এই লিংকে” প্রবেশ করুন। তারপর যে পেজ আসবে, তাতে ডিগ্রী ২য় বর্ষের students for apply অপশনে ক্লিক করুন।
তারপর যে পেজ আসবে, তাতে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন। এবং next/submit বাটনে ক্লিক করুন।
তারপর আবেদনকারীর নাম, পিতার নাম, কলেজের নাম এবং সাবজেক্ট এর নাম সহ ডিগ্রি ২য় বর্ষের সাবজেক্টের তালিকা আসবে। তো, ১) এই পেযে শুধু আপনাকে নির্দিষ্ট স্থানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং ২) আপনার অপশনাল যে বিষয় সেটা (খুভ সতর্কতার সাথে) সেলেক্ট করবেন। তাছাড়া আরকিছু করা লাগবে না। মোবাইল নম্বর ও অপশনাল বিষয় সঠিক থাকলে, submit অপশনে ক্লিক করুন।
তারপর একটি ফরম প্রদর্শিত হবে। সেটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করুন।
এরপর ফরম পূরণের ফি জমা দিয়ে, RB নম্বর ফরমের উপর লিখে ফরমটিসহ নিম্নোক্ত কাগজপত্রসহ ছবি নিয়ে সংশ্লিষ্ট কলেজে নিয়ে যান এবং সেগুলো জমা দিন।
ফরম জমা দিতে যেসব কাগজপত্র লাগবে
- অনলাইনে পুরণকৃত ফরম- ১ কপি।
- পাসপোর্ট সাইজের ছবি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত)- ১ কপি।
ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩ কত টাকা
ডিগ্রি ২য় বর্ষের | ফরম ফিলাপ ফি |
---|---|
নিয়মিত প্রতি শিক্ষার্থী | ১৩০০ টাকা |
প্রাইভেট প্রতি শিক্ষার্থী | ১৩০০ টাকা |
সার্টিফিকেট কোর্স প্রতি শিক্ষার্থী | ৭৫০ টাকা |
মানউন্নয়ন প্রতি ১ বিষয় | ৮৫০ টাকা |
অনিয়মিত প্রতি ১ বিষয় | ৮৫০ টাকা |
আরও দেখুন : ডিগ্রি ভর্তি ২০২০-২০২১
ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৩




ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২২

পূর্বের বিজ্ঞপ্তি ২০১৯

যারা ফরম ফিলাপ করতে পারেনি তাদের জন্য কি কোন অপশন আছে?
বড়জোর নিজ কলেজে যোগাযোগ কররে পার, তাহলে হয়ত মেয়াদ বাড়াতে পারে।
আমি ফরম ফিলাপ করতে পারিনি কারন আমার ১ম ইয়ারের এডমিট কার্ড ও রেজি কার্ড হারিয়ে যায়, এখন ফরম ফিলাপ টাইম ওভার এখন আমি কি করলে ঐ পেপার’স গুলো তুলতে পারবো ও ফরম ফিলাপ করতে পারবো প্লিজ কেউ জানলে বলবেন…
শুধু রেজিস্ট্রেশন নম্বর জানা থাকলেই ফরম ফিলাপ করতে পারতে। আর এখন তো সময় নাই। তবুও কলেজে যোগাযোগ করো, হয়ত মেয়াদ বাড়াতে পারে। আর রেজিস্ট্রেশন কার্ড তোলার জন্যও নিজ কলেজের স্যারদের সাথে যোগাযোগ করবে। এখানে অনেক ঝামেলা আছে। তারাই ভালো বলতে পারবে।
আমি ২য় বষ ফরম পূরন করতে পারি নাই।কি করবো? ঢাকা গাজীপুরে শিক্ষা বোর্ডে গিয়া ফরমের সামাধান করতে পারবো?
নিজ কলেজে যোগাযোগ করো। তারা গাজিপুর বোর্ডে জানাবে। এভাবে কয়েক কলেজ জানালে বোর্ড মেয়াদ বাড়াতে পারে।
আমি ২য় ফরম পূরণ করতে পারি নাই। কলেজে যোগাযোগ করেছি। তারা বলেছে শনিবার আসো। তাহলে কি আমার ফরম ফিলাপ হবে?
আশা আছে হবে। একেবারে কোনোকিছু না হলেও তারা কোনো ব্যবস্থা করবে।
আমি আমার ডিগ্রি ফরম পূরণ করতে পারিনি এখন কি করবো যদি আর কোন সুযোগ না দেয় তাহলে কি এক বছর ক্ষতি মেনে নিতে হবে😶
হ্যা, তবে নিজ কলেজে জানিয়ে রাখো।