অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি (সময় বর্ধিত)

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৪অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪ | অনার্স ৪র্থ বর্ষ ফরম ফিলাপ ২০২৪ | অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ 2024 | honours 4th year form fillup 2024 আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফরম পূরণের তথ্যবলি জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। চলুন অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ কবে শুরু হবে এবং ফরম পূরণ করার পদ্ধতি সহ বিস্তারিত জেনে নেওয়া যাক :

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৪

প্রিয় পাঠকবৃন্দ! আপনারা এডু মাসাইল (Edu Masail) ওয়েবসাইটের এই পোষ্ট থেকে জানতে পারবেন, ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে অনলাইনে আবেদন করতে পারবে ও ফরম ফিলাপের তারিখ সহ বিস্তারিত তথ্যবলি। চলুন শুরু করি :

অনার্স ৪র্থ বর্ষেরফরম ফিলাপের সময়
ফরম পূরণ শুরু১৫ ফেব্রুয়ারি ২০২৪ হতে
ফরম পূরণ শেষ14 March 2024 পর্যন্ত
ডাটা নিশ্চায়ন16 March 2024 পর্যন্ত

আরও দেখুন : অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন ২০২৪

অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ যারা করতে পারবে

নিয়মিতঃ  ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২১ সালের ৩য় বর্ষ অনার্স পরীক্ষায় প্রমােটেড হয়েছেন। কেবলমাত্র সে সকল শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন।

অনিয়মিতঃ  ২০১৭-২০১৮, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা অনার্স ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে F প্রাপ্ত হয়েছে অথবা অনুপস্থিত রয়েছে সে সকল শিক্ষার্থীরা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ঐ সকল কোর্সে ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে্ন।

এভাবে ২০১৭-২০১৮, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় promoted হয়েছে, সে সকল শিক্ষার্থীরাও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন।

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ যেভাবে করবেন

অনলাইনে ফরম পূরণ করুন  এখান থেকে অনলাইনে ফরম করার জন্য উপরে দেওয়া “ফরম পূরণের লিংক” এ প্রবেশ করুন।

তারপর যে পেজ আসবে, তাতে অনার্স ৪র্থ বর্ষের অপশন থেকে students for apply অপশনে ক্লিক করুন।

তারপর যে পেজ আসবে, তাতে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন। এবং next/submit বাটনে ক্লিক করুন।

তারপর আবেদনকারীর নাম, পিতার নাম, কলেজের নাম এবং সাবজেক্ট এর নাম সহ অনার্স ৪র্থ বর্ষের সাবজেক্টের তালিকা আসবে।

তো, এই পেযে শুধু আপনাকে নির্দিষ্ট স্থানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তাছাড়া আরকিছু করা লাগবে না। মোবাইল নম্বর ও অপশনাল বিষয় সঠিক থাকলে, submit অপশনে ক্লিক করুন। তারপর একটি ফরম প্রদর্শিত হবে। সেটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করুন।

অনলাইনে ফরম পূরণ করা শেষ হলে ফরম ফিলাপের ফি নিজ নিজ কলেজ কর্তৃক নির্ধারিত টাকা পে করার মাধ্যমে ফি জমা দিতে হবে। টাকা পে করার মাধ্যম শিওর-ক্যাশ, বিকাশ রকেট হতে পারে। যাইহোক টাকা জমা দেওয়ার পর একটি RB নম্বর আসবে, সেটি ফরমের উপর লিখে ফরমটিসহ নিম্নোক্ত কাগজপত্র ও ছবি নিয়ে সংশ্লিষ্ট কলেজে নিয়ে যান এবং সেগুলো জমা দিন।

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ফি ২০২৪ কত টাকা

নিয়মিত প্রতি শিক্ষার্থী৬৮৫০/- টাকা
অনিয়মিত প্রতি শিক্ষার্থী৩৩৭৫/- টাকা
মানউন্নয়ন প্রতি ১ বিষয়১০০০/- টাকা
মানউন্নয়ন প্রতি ২ বিষয়১২৫০/- টাকা

বি. দ্র. যেসব শিক্ষার্থীদের ব্যবহারিক ও তত্ত্বীয় অর্ধ কোর্স আছে, তাদের ক্ষেত্রে প্রতি তত্ত্বীয় অর্ধ কোর্সে ২০০/- টাকা হারে এবং প্রতি ব্যাবহারিক পত্রে ২৫০/- টাকা হারে অতিরিক্ত ফি দিতে হবে। তাছাড়া ব্যবহারিক কেন্দ্র ফি বাবত ১২০/- টাকা দিতে হবে। এছাড়াও মনোবিজ্ঞান বিষয়ের প্রাকটিক্যাল রিসার্স ফি বাবত ১২০০/- টাকা এবং সমাজকর্ম বিষয়ের মাঠকর্ম ফি বাবদ ১১০০/- টাকা অতিরিক্ত ফি দিতে হবে।

   ফরম জমা দিতে যেসব কাগজপত্র লাগবে

  • অনলাইনে পুরণকৃত ফরম- ১ কপি।
  • পাসপোর্ট সাইজের ছবি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত)- ১ কপি।

ফরম ফিলাপের সময় পরীক্ষার্থীদের জন্য করণীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে পরীক্ষার্থীগণ আবেদন ফরম সংগ্রহ করার পর নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দিবে এবং কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী ফরমে বিষয়কোড সঠিক এন্ট্রি করা হয়েছে কি না তা দেখে নিশ্চিত হয়ে স্বাক্ষর করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  থেকে আবেদন ফরম Download করার সময় ফরমের নির্দিষ্ট স্থানে সিলেবাসে উল্লিখিত বিষয়কোড (ব্যবহারিকসহ) পূরণ করতে হবে। বিষয়কোড ভুল পূরণের জন্য বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না।  

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত অনার্স বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে আবেদন ফরমপূরণ করলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে কোন প্রকার ভুল থাকলে তা প্রবেশপত্র ইস্যুর আগেই সংশােধন করে নিতে হবে। 

আবেদন ফরমে কোন প্রকার ভুল হলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফরম Cancel করে পুনরায় আবেদন ফরম Download করতে হবে। আবেদন ফরমের সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নির্ধারিত তারিখের মধ্যে স্ব স্ব কলেজের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি (1)
অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি
অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি (2)

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৩ বিজ্ঞপ্তি

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৩

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২১

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ বিজ্ঞপ্তি

9 thoughts on “অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি (সময় বর্ধিত)”

  1. Shohid Ullah

    আমি ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। আমি ২০১৭ এর ৪র্থ বর্ষের পরিক্ষায় ফরম ফিলাপ করিনি। আমি কি ২০২০ এর ৪র্থ বর্ষের সাথে ফরম ফিলাপ করতে পারবো?

    1. হ্যা পারবেন। তবে এবার আপনার জন্য শেষ সুযোগ। এবার পরীক্ষা দিয়ে পাশ না করলে এই রেজিস্ট্রেশনে আর অনার্স করতে পারবেন না।

  2. nabila khan

    ভাইয়া! আমার 2015-16 সেশন এর একজন ছাত্রী। আমার অনার্স তৃতীয় বর্ষ তে F আছে কিন্তু চতুর্থ বর্ষ তে আমি পাস করে গেছি। এমতাবস্থায় আমি চতুর্থ বর্ষের মান উন্নয়ন পরিক্ষা দিতে চাচ্ছি। এখন আমি কি ফরম পূরণ করতে পারবো বা আমি কি অনিয়মিতদের কাতারে পড়ে যাব? অনিয়মিত হয়ে যাব ইম্প্রুভ দিলে? আর অনিয়মিত দের খারাপ দিক টা কি একটু বলবেন?

    1. তুমাকে এটা (৩য় বর্ষের যে বিষয়ে f পাইছো সেটা) দিতেই হবে নতুবা cgpa রেজাল্ট পাবে না। আর হ্যা এটার জন্য ফরম ফিলাপ করতে পারবে। তবে অনিয়মিত হয়ে যাবে। তবে অনিয়মিত আর নিয়মিত এর মধ্যে তফাৎ একটাই যে তুমার এক বছর লস হবে আর কিছু না। তবে চতুর্থ বর্ষের কোনো বিষয়ে মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। কারন বিজ্ঞপ্তিতে এ সম্বন্ধ্যে কিছু বলা হয় নি।

  3. provir mitra

    2022 সালে অনার্স চতুর্থ বর্ষের ফরম ফিলাপ কখন? যারা 2013-2014 শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রী?

    1. ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবার অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ করতে পারবেন না।

      1. provir mitra

        তাহলে ২০২৩ সালে ফরম ফিলাপ করতে হবে আমাকে? আমি ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ছাত্র। স্যার একটু সাহায্য করুন কি করব বুঝতেছি না।

        1. না, আপনি ২০২৩ সালে অর্থাৎ এবার আর ফরম ফিলাপ করতে পারবেন না। কারণ আপনার সেশন শেষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!