জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ বা মাস্টার্স ১ম পর্ব প্রাইভেট প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি ২০২৩
প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে হলে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করলেই চান্স প্রায় নিশ্চিত। কেননা প্রতিটি কলেজের প্রতিটি বিষয়ে সর্বোচ্চ ১০০০ টি আবেদন নিবে। আবেদন শুধুমাত্র একটি কলেজের একটি বিষয়ে করা যাবে।
তাই উক্ত প্রোগ্রামে ভর্তি হতে কোনো মেধাতালিকা প্রণয়ন করা হবে না। শুধু আবেদন করার সময় ভালো করে বুঝে শুনে বিষয় চয়েজ করতে হবে। এছাড়া আবেদন করার পর ১১০০/- টাকা সহ আবেদন ফরম কলেজে জমা দিতে হবে নতুবা নিশ্চায়ন হবে। আর নিশ্চায়ন না হলে আবেদন বাতিল হয়ে যাবে।
নিম্নে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) / মাস্টার্স ১ম পর্ব (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির যোগ্যতা, ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে, আবেদন করার নিয়ম সহ, মাস্টার্স ১ম পর্বের সিলেবাস সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে দেখুন :
প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তির যোগ্যতা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী স্নাতক (পাস) নিয়মিত বা প্রাইভেট পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) / মাস্টার্স ১ম পর্ব (প্রাইভেট) ভর্তি প্রোগ্রামে আবেদন করতে পারবে।
আবেদনকারীকে স্নাতক (পাস) নিয়মিত / প্রাইভেট পরীক্ষার পঠিত বিষয়সমূহ থেকে মাস্টার্স ১ম পর্ব প্রাইভেট পরীক্ষার বিষয় নির্ধারণ করতে হবে। উক্ত বিষয়ে কমপক্ষে ২.০০ বা ৪০% নম্বর পেতে হবে।
আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত সার্টিফিকেট কোর্স পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ % নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স ১ম পর্ব (প্রাইভেট) ভর্তি ২০২৩ প্রোগ্রামে আবেদন করতে পারবে না। তবে এসব শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ % নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
আবেদনের যােগ্যতা থাকা সাপেক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংশ্লিষ্ট দপ্তর হতে অনুমতি গ্রহণ ও উত্তম আচরণের প্রত্যয়নপত্র দাখিল করে কারাবন্দীগণও আবেদন করতে পারবে। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ প্রয়ােজনীয় যােগ্যতা থাকা সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে।
প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২২ জুন ২০২৩ হতে |
আবেদন শেষ | ১৩ জুলাই ২০২৩ পর্যন্ত |
কাগজপত্র জমা | ১৭ জুলাই ২০২৩ পর্যন্ত |
আবেদন + রেজি ফি | ৩০০+৮০০ = ১১০০/- |
প্রাথমিক আবেদন করতে যা লাগবে
- স্নাতক (পাস) বা সার্টিফিকেট কোর্স পরীক্ষার রেজিঃ নং
- রোল নং এবং পাসের সন
- ছবি এবং একটি মোবাইল ও ইমেইল নম্বর।
আবেদন করার পর যা জমা দিতে হবে
- আবেদন ফরমের মূল কপি
- স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র এর ফটোকপি (সত্যায়িত)
- স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি (সত্যায়িত)
- অঙ্গিকারনামা (সত্যায়িত)
- আবেদন ও রেজিঃ ফি ৩০০ + ৮০০ =১১০০ টাকা দিতে হবে।
আবেদনের সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
- কম্পিউটারে আবেদনপত্র ফরম পূরণ করার সময় সঠিক তথ্য দিতে হবে।
- ত্রুটিপূর্ণ ছবি দেওয়া যাবে না।
- রেজিঃকার্ড ইস্যু করার সময় ২০১৮-১৯ মাস্টার্স নিয়মিত সিলেবাস থেকে পত্রকোর্ড এন্টি দিতে হবে।
- রেজিঃ আবেদন করার পর পরবর্তীতে কলেজ পরিবর্তনে অনুমতি দেওয়া হবে না।
সিলেবাস : ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামের জন্য প্রণীত নতুন সিলেবাস অনুযায়ী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷
প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কলেজ ২০২৩
২০২৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এবারও ৫৮ টি কলেজে প্রাইভেট মাস্টার্স চালু আছে।
প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
বিগত সালের বিজ্ঞপ্তি
প্রিলি টু মাস্টারস আবেদন করার পর আমি সফল হলাম কিনা কিভাবে বুঝব।
এখান থেকে জেনে নিন। পদ্ধতি একই
২০১৯ বিএ/বিএসএস বাউবি থেকে পাশ, এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স (প্রাইভেট) আবেদন করতে পারবে কি?
দুঃখিত! না
মাস্টার্স প্রাইভেট পুরাতন সিলেবাস (ইরেগুলার পাসিং ইয়ার ২০১৭)
আমার রোল নং ইনভাইলিট বলছে এফরায় করতে পাছিনা
ওযেভ নাম্বার গুলি ওফ আছে।
কি করতে পারি পরামর্শ দিবেন প্লিজ।
বুঝি নাই
বাউবি থেকে তিন বছর মেয়াদী ডিগ্রী পাশ করে কি জাতীয় বা পাবলিক কোনো ভার্সিটিতে মাস্টার্স করা যাবে ?
জাতীয়তে পারবেন না। তবে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাইতে পারেন।
ঢাবি অন্তর্ভুক্ত ৭কলেজ থেকে Acccointing মাস্টার্স প্রিলি Complete করেছি। আমি কি MBA Final এ ভর্তি হতে পারবো?
দুঃখিত! না
2016 সালে ডিগ্রী প্রাইভেট এ 1 সাবজেক্ট fail আসে। 2017 সালে পরীক্ষায় অনুপস্থিত ছিল। 2018 সালে পরীক্ষা দিয়ে পাস করে। তাহলে পাসের সাল কতো হবে? এবং মাস্টার্স প্রিলিতে ভর্তি হতে পারবে কি? পারলে কতো সেশনে? জানালে উপকৃত হতাম।
অবশ্যই পারবেন। কারণ পাশের সাল ২০১৮.
আমি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রী কোর্স কমপ্লিট করছিলাম পাসিং ইয়ার 2015 আমি কি আবেদন করতে পারব
দুঃখিত! না।
ভর্তির টাইম কি বাড়ানো হবে?
দুঃখিত! শিওর জানি না।
আমি মাস্টার্স প্রথম বর্ষে পাস করছি ফাইনালে ভর্তি হতে কি কি লাগবে প্রথম আমি একবার ভর্তি হয়েছি আমার খরচ হয়েছে ১১০০ টাকা এটাই কি শেষ না আবার নতুন করে ভর্তি হবে
দ্বিতীয বা ফাইনাল বর্ষে ভর্তি হতে হবে না। শুধু ফরম ফিলাপের টাকা দিতে হবে।