জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদনের পর সংশ্লিষ্ট কলেজে আবেদন ফি বা আবেদন ফরম জমা হয়েছে কিনা অথবা কলেজ কর্তৃপক্ষ প্রাথমিক আবেদন নিশ্চায়ন করেছে কিনা চেক করার নিয়ম জানতে পারবেন আপনারা এই পোস্ট থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদনের পর সংশ্লিষ্ট কলেজে আবেদন ফি বা ফরম জমা দিলে, কলেজ কর্তৃক রিসিভ হয়েছে বলে এমন একটা SMS সবার ফোনে আসে কিন্তু কোন কারণে যদি SMS না আসে তাহলে আপনি নিজেই চেক করে নিতে পারবেন ভর্তির প্রাথমিক আবেদন ফরম কলেজে জমা হয়েছে কি না। চলুন তা জেনে নেওয়া যাক:
আবেদন ফি বা ফরম কলেজে জমা হয়েছে কিনা জানার নিয়ম
প্রার্থীকে আবেদন করার ২-১ দিন পর প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে যেতে হবে। তারপর অনার্স বা ডিগ্রি বা মাস্টার্সের applicant login এ ক্লিক করে ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর (আবেদনের) রােল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্সে আবেদন করেন তাহলে এখানে ক্লিক করে আর যদি ডিগ্রি তে আবেদন করে তাহলে এখানে ক্লিক করে আর যদি মাস্টার্স (নিয়মিত) আবেদন করেন তাহলে এখানে ক্লিক করে রােল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।
তারপর যে পেইজ আসবে, সে পেইজের বাম পাশ থেকে View Application বাটনে ক্লিক করুন। তারপর নিম্নোক্ত ছবির মত একটি পেইজ আসবে।
এভাবে ছবির মত যদি লাল কালারের Submitted লেখা আসে তাহলে বুঝতে হবে আবেদন ফরম কলেজে জমা হয়েছে কিন্তু কলেজ কর্তৃক নিশ্চায়ন বা আবেদন ফি কলেজে জমা হয়নি।
আর যদি সবুজ কালারের Received লেখা আসে তাহলে বুঝতে হবে আবেদন ফরম কলেজে জমা হয়েছে এবং কলেজ কর্তৃক নিশ্চায়ন সহ আবেদন ফিও কলেজে জমা হয়েছে।
তারপর যে পেইজ আসবে, সে পেইজের বাম পাশ থেকে Cancel form or photo change -এ ক্লিক করুন।
এরপর যে পেইজ আসবে তাতে যদি “Sorry! Your application has already been received by college authority” -এই লেখাটি আসে, তাহলে বুঝবেন আপনার ভর্তির প্রাথমিক আবেদন কলেজে জমা হয়েছে।
আর যদি “Alert!!! Please click on the below button to generate a OTP and collect the key from applicant mobile” -এই লেখাটি আসে, তাহলে বুঝবেন আপনার প্রাথমিক আবেদন ফরম কলেজে জমা হয়নি।
এ জন্য আপনাকে কলেজ কর্তৃপক্ষের কাছে শীঘ্র যোগাযোগ করতে হবে। নতুবা আপনি অনার্সে ভর্তি হতে পারবেন না।
আমি আজ সকালে টঙ্গী সরকারী কলেজে নগদের মাধ্যমে পেমেন্ট করেছি কিন্তু আমার ফোনে কোন কনফার্ম মেসেজ আসেনি। এখন কি করবো?
টাকা পেমেন্ট করার পর তো ফিরতি মেসেজ আসার কথা। কিন্তু আপনি কনফার্ম মেসেজ বলে কি বুঝিয়েছেন? ঐ ফিরতি মেসেজ নাকি কলেজ কর্তৃক নিশ্চায়ন?
ভন্ডামি করেন 😡 ছবি রিসাইজে অ্যাপ ডাউনলোডের লিংক দিয়া রাখছেন?
না, এখানে কোনো এপের ডাউনলোড লিংক দেওয়া নেই এবং যে সাইট দুটোর লিংক দিছি ঐগুলো আমার নিজস্ব কোনো সাইট নয় বরং ডিরেক্ট ওয়েবসাইটের (ডোমেইন নেইম) লিংক দেওয়া আছে। আপনি url বারে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। হয়তো আপনি সেটিং বা নিয়ম বুঝেন নি অথবা কোনো এডে ক্লিক করেছেন। কারন কোনো কোনো সময় গুগল এড আসতে পারে। তবে ব্যাক হয়ে আবার ক্লিক করলে এড আসবে না। আমি জানি না আপনি ঠিক কোন প্রোবলেমে পড়েছেন। তবে লিংক দুটো ঠিকই আছে।
লিংক কাজ করে না
আরে ভাই! মেইন জায়গায় সমস্যা বুঝলেন? লিংক ঠিক আছে। মাগরিব পর ট্রাই করবেন।
ভাইয়া আমি আবেদন করেছি, এবং পেমেন্ট ও করেছি, আমার কলেজ থেকে এখনো নিশ্চয়নের ম্যাসেজ আসে নি, আমার অন্য বন্ধুদের এসেছে, এখন আমি কি করতে পারি? আমার রেজাল্ট কিছুটা খারাপ।
যেভাবে পোষ্টে ফরম জমা হয়েছে কিনা দেখতে বলা হয়েছে ঠিক তেমনিভবে দেখো। যদি রিসিভ দেখায় তাহলে মেসেজ না আসলেও সমস্যা নেই। আর রিসিভ না দেখালে পেমেন্ট ঠিকঠাকভাবে করেছেন কিনা তা চেক করে ২-৩ দিন অপেক্ষা করে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করবেন
ভাইয়া ডিগ্রীতে আবেদনের সময় আমি মোবাইল নম্বর ভুল দিয়ে দিছি। এটাতে কি কোন প্রব্লেম হবে বা পরিবর্তনের কি কোন সুযোগ আছে?
যদি আগামীতে আবেদন সংশোধন বা বাতিল করার প্রয়োজন হয় তাহলে সমস্যা হবে নতুবা কোনো সমস্যা হবে না। অর্থাৎ নাম্বার ভুল দিলেও চূড়ান্তভাবে ভর্তি হতে কোনো সমস্যা হবে না। আর দুঃখিত! নাম্বার পরিবর্তনের সুযোগ নেই। যদি একান্ত করতেই হয় তাহলে সরাসরি বিশ্ববিদ্যালয়ে যেতে হবে।
২৫০ টাকা কি কলেজের বিকাশ নম্বরে দিতে হবে কিন্তু বিকাশ নম্বর তো তাদের কোনো সাইডে দেওয়া নেই, তাহলে কোথায় পাব?
বিকাশ নম্বরে দিতেই হবে এমন না। আবার সব কলেজের ওয়েবসাইটে পাবেনও না। সে জন্য আপনি যে কলেজে আবেদন করবেন ঐ কলেজের ফেসবুক গ্রুপ বা পেইজ থেকে সংগ্রহ করতে হবে। অন্ততপক্ষে ফেসবুক গ্রুপ বা পেইজ থেকে উক্ত কলেজের মোবাইল নম্বর ত পাবেন। তাই প্রয়োজন হলে ফোন করে পে করার মাধ্যম ও নম্বর জানতে হবে।
ভাইয়া আমার রিসিভ মেসেজ আসছে এখন কি করতে হবে??
এখন আর কিছুই করতে হবে না।
কলেজ হতে সাবজেক্ট এর ম্যাছেজ কি মোবাইলে দিবে নাকি কলেজে যেতে হবে?
মোবাইলে মেসেজ দিবে। আর না দিলে অনলাইনে দেখতে পারবে যে মেরিট লিস্টে চান্স পাইছো কিনা। এসব নিয়ম সময়মত জানতে পারবেন অথবা “অনার্স ১ম মেধাতালিকার ফলাফল” পোষ্টে পাবেন।
আমি প্রথম একবার আবেদন করিছি টাকাও পেমেন্ট করছি কিন্তু কলেজ থেকে রিসিভ হয়নাই।এখন আমি কেনছেল দিয়ে নতুন কলেজে আবেদন করছি।এখন আমার কোন সমস্যা হবে😑
না, তাহলে কোনো সমস্যা হবে না।
টাকা জমা দেয়ার মেসেজ আসছে কিনতু নিশ্চয়ন এর কোন মেসেজ আসে নাই এখন কি করবো?
পোষ্টের মধ্যে যেভাবে বলা হয়েছে সেভাবে চেক করো। তবে টাকা জমা দেওয়ার সাথে সাথে নিশ্চায়ন নাও হতে পারে। তবে ২-১ দিনের মধ্যে হয়ে যাবে। কারন এটা সম্পূর্ণ কলেজের একটিভিটির উপর নির্ভর করে।
ভাইয়া আমি সিলেট এম সি কলেজে মাস্টার্স ভর্তির জন্য গত ৮ তারিখ অনলাইনের দোকানে গিয়ে টাকা দিয়েছি এবং আমার সব কাগজ পত্র দিয়েছি ওরা বলেছে মেসেজ আসবে কিন্তূ এখনো কোনো মেসেজ আসে নি দয়া করে একটু জানান সমস্যা কোথায় হতে পারে?
মেসেজ আসতে অনেক সময় দেরি হয় আবার অনেক সময় আসেই না। তার চেয়ে বরং তুমি নিজেই অনলাইনে চেক করে নিতে পারো ভর্তি নিশ্চায়ন হয়েছে কিনা? বিস্তারিত এই আবেদন ফি বা ফরম কলেজে জমা হয়েছে কিনা জানার নিয়ম লিংক থেকে জানতে পারবে।
ভাইয়া এমএসসি প্রথম পর্ব এপ্লিকেশন করছি গতকাল। কিন্তু মেসেজ এর জন্য অপেক্ষা করছি। কিন্তু মেসেজ আসে নাই এখন কি করব?
কাগজপত্র জমা দিয়ে মেসেজের অপেক্ষা করেন। না আসলে যেভাবে বলছি সেভাবে অনলাইনে চেক করে নিবেন।
ভাই, আমি আবেদন করছি যে তার একটা মেসেজ আসসে। কিন্তুু টাকা জমা দিছি যে ওইরকম কোন টাকার মেসেজ আসে নাই। আবার আমি আমার রোল আর পিন দিয়ে ওয়েবসাইট এ ডুকলে সেইখানে You r not……… সহ কিছু লেখা আসে। কিন্তুু আমার application from টা ও ডাওনলোড ও করে দেখেছি যে সব ঠিক আছে।
ঐ ইংরেজি বাক্যের পুরো অংশ দিলে বুঝা যেত আসল সমস্যাটা কি। যাক আমার ধারণা মেরিট লিস্টে নাম আসে নাই। তাই এমন দেখাচ্ছে।
ভাইয়া! আমার টাকা দেওয়ার মেসেজ এসেছে কিন্তু এখনো রেজাল্ট দেয় নি ভর্তি নেবে কি না। আমার ৩.০৯ একটু আইডিয়া দেন এমসি কলেজে হবে কিনা। অনুমান কত তারিখ নাগাদ মেসেজ আসতে পারে লাস্ট
যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম মেধাতালিকার নোটিশ প্রকাশ করবে তখনই জানতে পারবে। আনুমানিক ২৮-৩০ তারিখের ভিতর রেজাল্ট দিয়ে দিবে। রেজাল্ট এর খবর জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ফলাফল ২০২১ | ১ম মেধাতালিকার ফলাফল ২০২১ এখানে পাবে।
আপনি যে লিংক দিয়ে রেখেছেন সেগুলোতে ক্লিক করলে ঢুকে না
লিংক ঠিক আছে। nu এর সার্ভার সমস্যা। একটু পর চেষ্টা করুন।
Assalamu alaikum bhaiya Amar online taka payment which kintu college a from 31 tarik nishchayun koro hoyney 3 tarikh ki suzuka ase please please
walaikumus salam. ha ase.
ভাইয়া, আমি যেই দোকান থেকে টাকা পে করছি উনি নিজেই ট্রানজেকশন আইডি লিখে দিছে, কিন্তু আমি যে নাম্বার দিছি সেইটাতে টাকা পে করার কনফার্মেশন মেসেজটা এখনো আসেনি, পে করেছি ২৯ তারিখে।
অনলাইনে দেখে নিন। টাকা জমা হয়েছে কিনা
আমার বন্ধুদের সবার কাছে SMS গেছে কিন্তু আমার কাছে আসে নি। পরে আপনার দেওয়া অপশনে এই গুলো পেয়েছি! যাদের SMS গেছে তাদেরও এই লেখা গুলো ছিলো।
①View Application বাটনে ক্লিক করে সবুজ কালারে Received লেখাটি আসে।
②তারপর cancel form or photo chenge ক্লিক করে আসে Sorry! Your Application has alreade been Received by college authority এটি আসে!
তারপর নিচের লাইনে আসে You are not allowed to chenge any information now.
অভিনন্দন! ধন্যবাদ মন্তব্য করার জন্য!
তাহলে আমি কি বুঝে নিবো যে আবেদন ফি কলেজে জমা হয়েছে?
হ্যা অবশ্যই!
আসসালামু আলাইকুম। ভাইয়া আমি আবেদন করেছি এবং টাকাও পে করেছি। কিন্তু কোনো মেসেজ আসে নাই। আপনারা যেভাবে অনলাইনে চেক করতে বললেন সেইভাবে চেক করে দেখি সবুজ কালারের receive লিখা আসে। cancel form/ photo change এ ক্লিক করলে sorry! your application has already been received by college authority….এগুলো লিখা আসে
কিন্তু কলেজ থেকে কোনো মেসেজ দেয় নি। এখন কি আমি কলেজের সাথে যোগাযোগ করবো না কি?
ওয়ালাইকুমুস সালাম। সমস্যা নেই। যোগাযোগ করা লাগবে না। ফরম জমা হয়েছে।
vai amar recive sms ei say kintue Result pasci na
result ekhono dey ni.
ভাইয়া ধরেন, আমি x কলেজের জন্যে আবেদন করেছি, কিন্তু আমি x কলেজে ভর্তি হওয়ার জন্য যোগ্য না। তাহলে কি অন্য কলেজের জন্য আবার আবেদন করতে পারবো? ১১/০২ last তারিখ কিন্তু সে msg এর পর্যন্ত অপেক্ষা করতে গেলে তো আর অন্য যায়গায় আবেদন করতে পারবো না। ভাইয়া বলেন একটু যেহেতু কলেজের choice একটা.
হ্যা, রিলিজ স্লিপে নতুন করে আবার ০৫ টা কলেজে আবেদন করতে পারবেন। এছাড়া ১ম মেরিটে চান্স না হলে ২য় মেরিটের জন্য অপেক্ষা করবেন।