প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ বা মাস্টার্স ১ম পর্ব প্রাইভেট প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি ২০২৩

প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে হলে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করলেই চান্স প্রায় নিশ্চিত। কেননা প্রতিটি কলেজের প্রতিটি বিষয়ে সর্বোচ্চ ১০০০ টি আবেদন নিবে। আবেদন শুধুমাত্র একটি কলেজের একটি বিষয়ে করা যাবে।

তাই উক্ত প্রোগ্রামে ভর্তি হতে কোনো মেধাতালিকা প্রণয়ন করা হবে না। শুধু আবেদন করার সময় ভালো করে বুঝে শুনে বিষয় চয়েজ করতে হবে। এছাড়া আবেদন করার পর ১১০০/- টাকা সহ আবেদন ফরম কলেজে জমা দিতে হবে নতুবা নিশ্চায়ন হবে। আর নিশ্চায়ন না হলে আবেদন বাতিল হয়ে যাবে।

নিম্নে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) / মাস্টার্স ১ম  পর্ব (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির যোগ্যতা, ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে, আবেদন করার নিয়ম সহ, মাস্টার্স ১ম পর্বের সিলেবাস সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে দেখুন :

প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তির যোগ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী স্নাতক (পাস) নিয়মিত বা প্রাইভেট পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) / মাস্টার্স ১ম পর্ব (প্রাইভেট) ভর্তি প্রোগ্রামে আবেদন করতে পারবে।

আবেদনকারীকে স্নাতক (পাস) নিয়মিত / প্রাইভেট পরীক্ষার পঠিত বিষয়সমূহ থেকে মাস্টার্স ১ম পর্ব প্রাইভেট পরীক্ষার বিষয় নির্ধারণ করতে হবে। উক্ত বিষয়ে কমপক্ষে ২.০০ বা ৪০% নম্বর পেতে হবে।

আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত সার্টিফিকেট কোর্স পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ % নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স ১ম পর্ব (প্রাইভেট) ভর্তি ২০২৩ প্রোগ্রামে আবেদন করতে পারবে না। তবে এসব শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ % নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আবেদনের যােগ্যতা থাকা সাপেক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংশ্লিষ্ট দপ্তর হতে অনুমতি গ্রহণ ও উত্তম আচরণের প্রত্যয়নপত্র দাখিল করে কারাবন্দীগণও আবেদন করতে পারবে। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ প্রয়ােজনীয় যােগ্যতা থাকা সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে।

প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২২ জুন ২০২৩ হতে
আবেদন শেষ১৩ জুলাই ২০২৩ পর্যন্ত
কাগজপত্র জমা১৭ জুলাই ২০২৩ পর্যন্ত
আবেদন + রেজি ফি৩০০+৮০০ = ১১০০/-

প্রাথমিক আবেদন করতে যা লাগবে

  1. স্নাতক (পাস) বা সার্টিফিকেট কোর্স পরীক্ষার রেজিঃ নং
  2. রোল নং এবং পাসের সন 
  3. ছবি এবং একটি মোবাইল ও ইমেইল নম্বর।

আবেদন করার পর যা জমা দিতে হবে

  1. আবেদন ফরমের মূল কপি
  2. স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র এর ফটোকপি (সত্যায়িত)
  3. স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি (সত্যায়িত)
  4. অঙ্গিকারনামা (সত্যায়িত)
  5. আবেদন ও রেজিঃ ফি ৩০০ + ৮০০ =১১০০ টাকা দিতে হবে।
  1. মাস্টার্স ভর্তি
  2. অনার্স ভর্তি
  3. ডিগ্রি ভর্তি

আবেদনের সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

  • কম্পিউটারে আবেদনপত্র ফরম পূরণ করার সময় সঠিক তথ্য দিতে হবে।
  • ত্রুটিপূর্ণ ছবি দেওয়া যাবে না।
  • রেজিঃকার্ড ইস্যু করার সময় ২০১৮-১৯ মাস্টার্স নিয়মিত সিলেবাস থেকে পত্রকোর্ড এন্টি দিতে হবে।
  • রেজিঃ আবেদন করার পর পরবর্তীতে কলেজ পরিবর্তনে অনুমতি দেওয়া হবে না।

সিলেবাস : ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামের জন্য প্রণীত নতুন সিলেবাস অনুযায়ী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কলেজ ২০২৩

২০২৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এবারও ৫৮ টি কলেজে প্রাইভেট মাস্টার্স চালু আছে।

preliminary to masters private college list 2021 - edu masail

প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (1)

বিগত সালের বিজ্ঞপ্তি

মাস্টার্স ১ম পর্ব প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি ২০২১ - part 1 - edu masail

50 thoughts on “প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩”

  1. না, সম্ভাবনা খুভই কম। কারন করোনার কারণে সবকিছু পিছিয়ে পড়েছে তাই এখন আর দেরি করবে না। যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা বা ভর্তি কার্যক্রম শেষ করার তাই করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে আমাদের সাথে থাকুন, সময় বৃদ্ধি পেলে আপডেট করে দেওয়া হবে।

    1. Kamal hossain

      আবেদন করার পর কি কি কাগজ জমা দিতে হবে। একটু জানাবেন

  2. আমি ২০২১ মাস্টার্স ( প্রাইভেট) ভর্তি সংক্রান্ত সকল কাগজপত্র, মোবাইল নং ও ভর্তি ফি নোয়াখালী কলেজে জমা দি,কিন্তু কোনো প্রকার নিশ্চিত করন এসএমএস পাইনি। একন কি করবো।আমার ভর্তিকি চুড়ান্ত হলো।নাকি বেজাল আছে।

  3. আপনি আপনার রোল নাম্বার দিয়ে অনলাইনে চেক করতে পারবেন যে আপনার ভর্তি চূড়ান্ত হয়েছে কি না। লিংক হচ্ছে সেই লিংক যা দিয়ে আপনি আবেদন করেছেন। তারপর আপনার পিন কোড বা পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই বুঝতে পারবেন।

  4. প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছি এখন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স করতে চাইছি…কিভাবে করবো বুঝতেছি না কেউ বলবেন?

  5. দুঃখিত! জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই ডিগ্রি বা অনার্স করতে হবে নতুবা ভর্তি হতে পারবেন না।

    1. স্যাঁর আমি ২০১৫ সালে প্রাইভেট থেকে ডিগ্রি পাশ করি। তারপর একাধিক বার প্রিলি মাস্টার্স ভর্তির জন্য চেষ্টা করি কিন্তু কম্পিউটার লেখা আসে অলরেডি ইউ হ্যাব রেজিস্টারেড। অথচ আমি কোথাও রেজিস্ট্রেশন করিনি,
      এ সমস্যার সমাধান কিভাবে করতে পারি অনুগ্রহ পুর্বক জানালে কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন হেল্পলাইন নাম্বার যদি জানা থাকে তা দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি.

      1. Md Salim Prodhan

        আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! স্যার আমি বাউবি থেকে ২০১৮ সালে বিএ বিএসএস প্রোগ্রাম শেষ করি এখন কি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালে প্রাইভেটে মাস্টার্স ভর্তি হতে পারবো?

  6. ২০১৮ তে যারা ড্রিগ্রি পাশ করেছে তারা কি আর মাস্টার্স প্রিলি তে আবেদন করতে পারবে? পারলে কখন করতে পারবে এই মুহুর্তে আর সুযোগ আছে কিনা?

    1. হ্যা, পারবেন তবে এখন আর সময় নেই। আপনি আর আগামী বছর আবেদন করার সুযোগ পাবেন।

    2. এনভিল

      আমি ২০১৪ সালে অনার্স পাস করেছি । কিন্তু এরপরে আর মাস্টার্স ভর্তি হয়নি । আমি কি এখন মাস্টার্স ভর্তি হতে পারব ?

  7. প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তি কবে? ২০১৭ সালে অনার্স করা শেষ হয়েছে।

    1. আগামী বছরের শুরুর দিকে প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তি ২০২২ শুরু হওয়ার কথা।

  8. ২০১৮-২০১৯ প্রিলি মাস্টার্স যারা ভর্তি হলো এদের পরীক্ষা শিক্ষাবর্ষ কত হবে?

  9. Md Lutfar Rahman

    কারমাইকেল কলেজে মানবিক বিভাগে ৯.২৭ নিয়ে ২য় মেরিট লিস্টে কি চান্স হবে?

    সাবজেক্ট চয়েস ছিল…

    ১. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
    ২. রাস্ট্রবিজ্ঞান
    ৩. ইতিহাস
    ৪. ইংরেজি

    1. চান্স হওয়ার বিষয়টা অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি যে কলেজে আবেদন করেছেন সে কলেজে অন্যান্য আবেদনকারীর জিপিএ মান আপনার চেয়ে বেশি হলে আপনার চান্স নাও হতে পারে। তবে ১ম মেরিটে যারা চান্স পেয়ে ভর্তি হবে না, তাদের আসন খালি থাকা সাপেক্ষে চান্স পেতে পারেন। আবার আপনার পয়েন্ট মন্দও নয়। তাই ৮০% আশাকরি আপনার চান্স হবে।

  10. আমি 2008 সালে ডিগ্রী পাস করে চাকুরীতে প্রবেশ করি। এখন মাস্টার্স প্রাইভেটে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক। কোন পরামর্শ থাকলে জানাবেন প্লিজ।

    1. দুঃখিত! আপনি ভর্তি হতে পারবেন না। তবে বাউবি মাস্টার্সে ভর্তি হতে পারবেন।

      1. আব্দুল লতিফ

        স্যার, আমিও ২০১১ সালের ডিগ্রি পাস করি, যা ২০১৩ সালে অনুষ্ঠিত হয়েছিল, এখন কি আমি মাস্টার্স প্রাইভেটে ভর্তি হতে পারব?

        1. এডমিট কার্ডে যে সাল থাকবে ঐটাই হিসেবে ধরতে হবে। তাই আপনি ২০১৩ সালে ডিগ্রি পরীক্ষা দিলেও পরীক্ষা পাস ২০১১ থাকবে। তাই পারবেন না।

  11. মোঃ হাছান

    আমার ডিগ্রি ফলাফল দিয়েছে ২০১৮ সালে। আমি নোয়াখালী কলেজে প্রিলিমিনারির জন্য আবেদন করি কিন্তু কারণবশত আমাকে যে বিষয় দিয়েছে আমি তার নেয়নি। তারপর থেকে আবেদন করলে ও আমার আবেদন গ্রহণ করছে না। এখন আমি কি আর মাস্টার্স করতে পারবো দয়া করে জানাবেন?

    1. অবশ্যই পারার কথা। কেননা ডিগ্রি পাশ করার পর প্রায় ৪ বছর গ্যাপ দেওয়া যায়। আপনার হয়তো অন্য কোনো সমস্যা আছে।

  12. মোঃ সোহাগ আলী

    আমার একটা বিষয় নিয়ে খুব জানার দরকার ছিলো। আমি ২০১২ সালে ডিগ্রি তে ভতি হই। নিয়মিতভাবে পড়ালেখা করতে থাকি। ৩ বছর ফাইনালে ফরম ফিলাপ করি ভুলবশত কারণে আমার এডমিন কাড আসেনি। পরবর্তিতে পরীক্ষা দিয়ে পাশও করি। ২য় বছর আমার একটা সাবজেক্ট আমার ফেইল আসে। ৪ সাবজেক্ট মিলে আমার পাশ আসে। সব মোট ১৪০০ নম্বর পরিক্ষা দেই। আমি সব মিলে সব মোট ৫৮৪ মাক পাই এখন। আমার ৩য় ডিভিশন আসছে। এটা গেডিং এ কত হবে? দয়া করে জানাবেন। আমি এখন প্রিলি টু মাস্টার্স করতে পারবো কি?

    1. আপনি যদি ২০১৫ সাল বা তার পরের কোনো সালে ডিগ্রি পাস করেন তাহলে পারবেন নতুবা না।

  13. Md. Nurul Karim

    স্যার আমি ২০১৫ সালে বা.উ.বি (B.O.U) থেকে বিএসএস ডিগ্রি পাশ করি এবং সিজিপিএ ছিল ২.৩১ । ৪/৭/২০২২-২৩/৭/২০২২ইং তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলি মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী কি আমি সামাজিক বিজ্ঞান সাবজেক্ট নিয়ে চট্টগ্রাম কলেজে ভর্তি হতে পারবো ?

  14. প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তি হতে আবেদন কারীর কি কি কাগজপত্র লাগবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!