ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ (বিজ্ঞপ্তি)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি প্রকাশিত। ২০২৩ সালের ডিগ্রী ও সার্টিফিকেট ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে ০৩ নভেম্বর ২০২৪ হতে এবং চলবে ২৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ কত টাকা

নিচে ৫ ধরণের পরীক্ষার্থীদের আলাদা আলাদা ভাবে ডিগ্রি ১ম বর্ষের ফরম পূরণের ফি ২০২৪ দেয়া হলো।

ডিগ্রি ১ম বর্ষের ফরমফিলাপ ফি
নিয়মিত প্রতি শিক্ষার্থী১৩০০ টাকা
প্রাইভেট প্রতি শিক্ষার্থী ১৩০০ টাকা
সার্টিফিকেট কোর্স প্রতি শিক্ষার্থী ৭৫০ টাকা
মানউন্নয়ন প্রতি ১ বিষয়৮৫০ টাকা
অনিয়মিত প্রতি ১ বিষয় ৮৫০ টাকা

আবেদন করার নিয়ম

অনলাইনে ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপের জন্য কারও কাছে যেতে হবে না। বরং আপনি নিজেই করতে পারবেন।

এ জন্য প্রথমে অনলাইনে আবেদন করবেন। এরপর আবেদন ফরম (pdf) ডাউনলোড করে রাখবেন।

এখন একেক কলেজ একেক ভাবে টাকা জমা নিবে। সেটা জানার জন্য নিজ নিজ কলেজের বিজ্ঞপ্তি দেখতে হবে।

অনলাইনে ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ করার জন্য “এই লিংকে” প্রবেশ করুন। যে পেজ আসবে, তাতে ডিগ্রী ১ম বর্ষের students for apply অপশন খুজে বের করে সেটাতে ক্লিক করুন।

তারপর যে পেজ আসবে, তাতে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে next/submit বাটনে ক্লিক করুন।

তারপর আবেদনকারীর নাম, পিতার নাম, কলেজের নাম এবং সাবজেক্ট এর নাম সহ ডিগ্রি ১ম বর্ষের সাবজেক্টের তালিকা আসবে।

তো, ১) এই পেযে শুধু আপনাকে নির্দিষ্ট স্থানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং ২) আপনার অপশনাল যে বিষয় সেটা (খুভ সতর্কতার সাথে) সেলেক্ট করবেন। তাছাড়া আরকিছু করা লাগবে না। মোবাইল নম্বর ও অপশনাল বিষয় সঠিক থাকলে, submit অপশনে ক্লিক করুন।

তারপর একটি ফরম প্রদর্শিত হবে। সেটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করুন। এরপর ফরম পূরণের ফি জমা দিয়ে, RB নম্বর ফরমের উপর লিখে ফরমটিসহ নিম্নোক্ত কাগজপত্রসহ ছবি নিয়ে সংশ্লিষ্ট কলেজে নিয়ে যান এবং সেগুলো জমা দিন।

ফরম জমা দিতে যা যা লাগবে

১) অনলাইনের আবেদন ফরম।

২) পাসপোর্ট সাইয এক কপি ছবি।

৩) কোনো কলেজ কলেজ ১০০ টাকা রাখে।

ডিগ্রি ১ম বর্ষেরফরম ফিলাপ সময়
ফরম ফিলাপ শুরু০৩ নভেম্বর ২০২৪ হতে
ফরম ফিলাপ শেষ২৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত
ফরম জমার শেষ সময়০১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত

ডিগ্রি ১ম বর্ষের রুটিন

ডিগ্রি ১ম বর্ষের প্রমোশনের নিয়ম

১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য ০৭ টি পত্রের মধ্যে কমপক্ষে ০৩ টি পত্রে D গ্রেড বা তার চেয়ে বেশী পেতে হবে। তবে সকল পত্রের পরীক্ষায় উপস্থিত থাকতে হবে। লিখিত ও ইন-কোর্স পরীক্ষার নম্বর যোগ করে ফলাফল নির্ধারণ করা হবে।

আরও পড়ুন : ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৩

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৩ (১)
ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৩ (২)

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ 2022
ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ 2022

59 thoughts on “ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ (বিজ্ঞপ্তি)”

  1. Rashed Islam

    ধন্যবাদ ভাই। কলেজে যোগাযোগ করে বিষয়টা জানিয়েছিলাম, তারা বলেছিল, বাড়াতে পারে।
    তারপরও আমি একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। (ব্যাড লাক)

  2. মাহাবুব

    স্যার ডিগ্রি ভর্তি সময় কি বারানো হবে অনেকেই ভর্তি হতে পারেনি।

  3. Nazmus soniya

    অমি ডিগ্রি ১ম বর্ষ তে আনলাইন আবেদন পেয়ে ছিলাম কোন এক কারনবশত ভর্তি হতে পরি নাই। আমার করণীয় কি? নতুন ভর্তি আবেদন এর সুযোগ দিবে? জানাবেন প্লিজ।

  4. সুজন

    ভাই আমার সেশন ২০১৪-২০১৫ এক বিষয় ফেল। কিন্তু প্রবাল লিষ্টে নাম নেই এখন কি করা যাবে?

  5. ভাই আমি ১৯/২০ এর শিক্ষার্থী এখন কি ডিগ্রি তে ভর্তি হতে পারবো এখন কি ফরম ফিলাপ করা যাবে দয়া করে জানাবেন ভাই প্লিজ

    1. দুঃখিত! এখন ফরম ফিলাপ করার সময় নাই। তবে যদি মেয়াদ বাড়ায় তাহলে পারবেন। নিজ কলেজে জানিয়ে রাখেন।

  6. Towhedul Islam

    এখনো পর্যন্ত ডিগ্রী এর ফরম ওয়েব সাইটে দেওয়া হয়নি তাহলে কি করে ২৭ তারিখ হতে ফরম ফিলাপ শুরু হলো বিষয় টা বুঝলাম না। দয়া করে জানাবেন।

    1. জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইট আপডেট করেনি, তাই।

    2. আমি 21-22 ব্যাচের ডিগ্রী প্রথমবর্ষের ছাত্রী।আমাদের ফরম ফিলাপ চলে এখন কালকে শেষ সময়।আমি যদি এই বছর ফরম ফিলাপ না করি পরীক্ষা না দেই তাহলে আমার কি কি সমস্যা হতে পারে। প্লিজ কেউ একটু বলবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!