একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২২-২০২৩ | xi college transfer 2023 : আপনারা যদি একাদশ শ্রেণির কলেজ পরিবর্তন কবে শুরু হবে বা কিভাবে আবেদন করবেন বা কত টাকা লাগবে সেসব সম্পর্কে জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। শুধু তাই না আপনারা এই একই পোষ্ট হতে বাংলাদেশের সকল বোর্ডের একাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের তথ্যবলি জানতে পারবেন।
Latest Update : এখন পর্যন্ত (সিলেট সহ) ১০ টি বোর্ডের টিসি নোটিশ প্রকাশিত হয়েছে। সর্বশেষ আপডেট পেতে নিয়মিত এই পোস্ট ভিজিট করুন।
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : HSC Helpline
আরও দেখুন : একাদশ শ্রেণির বিষয় ও গ্রুপ পরিবর্তন
একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২২-২০২৩
সব কলজে একই সময়ে কলেজ পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন হয় না হলেও কলেজ ট্রান্সফারের নিয়ম প্রায় একই রকম। তবে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থী তাদের নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করার পর নিজ কলেজ অনুমতি দিলে আবেদনটি অন্য কলেজের কাছে যাবে।
অন্য কলেজ অনুমতি দিলে সেটা বোর্ডের কাছে যাবে। তখন বোর্ডও অনুমতি দিলে অর্থাৎ মোবাইলে মেসেজ আসলে টাকা পেমেন্ট করতে হবে। এরপর নিজ বোর্ডের ওয়েবসাইটে TC Order নোটিশ প্রকাশিত হবে। পরে সেটা প্রিন্ট করে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে।
তবে আমরা একাদশ শ্রেণীর সকল কলেজ পরিবর্তনের তারিখ একত্রে গুলিয়ে ফেলি। তবে আপনারা এই পোষ্ট হতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলাদেশের সকল একাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের নিয়ম ও তারিখ সহ বিস্তারিত জানতে পারবেন। আমি চেষ্টা করবো একটি পোষ্টের মাধ্যমে সব কিছু শেয়ার করার। তাহলে শুরু করা যাক :
কলেজ পরিবর্তন ২০২৩ ঢাকা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ১২/০৪/২০২৩ তারিখ হতে ৩১/০৮/২০২৩ তারিখ পর্যন্ত। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এবং ম্যানুয়ালি বিটিসি (BTC) এর জন্য আবেদন করতে পারবে।
অনলাইনে ঢাকা বোর্ডের টিসি (e-TC) এবং বিটিসি (BTC) আবেদন করার নিয়ম সহ বিস্তারিত এখানে দেখুন

কলেজ পরিবর্তন ২০২৩ চট্টগ্রাম বোর্ড
চট্টগ্রাম বোর্ডের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর অনলাইন টিসি ও বিটিসি (ভিন্ন বোর্ডে ম্যানুয়াল পদ্ধতিতে) এর কার্যক্রম ২৪/০৫/২০২৩ ইং হতে ১৫/০৬/২০২৩ তারিখ পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ও eSIF (রেজিস্ট্রেশন) -কৃত আগ্রহী শিক্ষার্থীরা কলেজ / বোর্ড পরিবর্তনের জন্য আবেদন ফরমের নিয়মাবলি গুরুত্বের সাথে অনুসরণ করে ফি ও প্রামাণ্য কাগজপত্রসহ উক্ত ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডের কলেজ শাখায় আবেদন জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না।

উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের টিসি (e-TC) এবং বিটিসি (BTC) আবেদন করার সময় ০৭/০৬/২০২২ তারিখ হতে ০৭/০৭/২০২২ তারিখ পর্যন্ত ছিল।
কলেজ পরিবর্তন ২০২৩ কুমিল্লা বোর্ড
কুমিল্লা বোর্ডের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর অনলাইন টিসি ও বিটিসি (ভিন্ন বোর্ডে ম্যানুয়াল পদ্ধতিতে) এর কার্যক্রম ১১/০৫/২০২৩ ইং হতে ১৫/০৬/২০২৩ ইং তারিখ পর্যন্ত চলবে।
বি:দ্র: কলেজের চাহিত ন্যূনতম জিপিএ এবং শিক্ষার্থীর পঠিত বিষয়ের মিল থাকা সাপেক্ষে বিভাগসমূহে (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা) আসন শূন্য থাকলে বা কোন কারনে শূন্য হলেই ছাড়পত্র প্রদানকারী অধ্যক্ষগণ APPROVE (অনুমোদন) করবেন। বিষয়ের মিল না থাকলে ছাড়পত্র পরবর্তীতে বাতিল করা হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন এবং ম্যানুয়ালি বিটিসি (BTC) করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ২৬/০৬/২০২২ তারিখ হতে ৩১/০৭/২০২২ তারিখ পর্যন্ত ছিল। অনলাইন টিসি’র আবেদন লিংক
কলেজ পরিবর্তন ২০২৩ যশোর বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ১০/০৫/২০২৩ তারিখ হতে ০৯/০৭/২০২৩ তারিখ পর্যন্ত। বিস্তারিত নিম্নে দেখুন :

কলেজ পরিবর্তন ২০২৩ ময়মনসিংহ বোর্ড
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের টিসি (e-TC), বিটিসি, গ্রুপ পরিবর্তন, বিষয় পরিবর্তন, শিফট পরিবর্তন, ভার্সন পরিবর্তন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল কার্যক্রম আগামী ০৩/০৫/২০২৩ খ্রি. হতে ২৩/০৫/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।
শিক্ষার্থীগণ স্ব স্ব কলেজে তার চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের নির্ধারিত ফি শিক্ষার্থীদের নিকট হতে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে বোর্ডে জমা দিবে৷ অতঃপর বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলী কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে
পাবেন।
বি দ্র. টিসি আবেদন অনলাইনে করতে হবে। আবেদন করার পর ফি জমা দিতে হবে৷ শিফট, ভার্সন, ছবি পরিবর্তনের জন্য কোন ফি লাগবে না। ভর্তি বাতিল ফরম বোর্ডের ওয়েবসাইট হতে সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে। ম্যানুয়ালি টিসির আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন পরিবর্তন করার অনলাইনে আবেদনের সময় ০৮/০৬/২০২২ তারিখ হতে ৩০/০৬/২০২২ তারিখ পর্যন্ত ছিল।
কলেজ পরিবর্তন ২০২৩ দিনাজপুর বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর কর্তৃক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞিপ্তি অনুযায়ী ১৫/০৬/২০২৩ তারিখ হতে ৩১/০৮/২০২৩ তারিখ পর্যন্ত (TC) কলেজ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এবং ম্যানুয়ালি বিটিসি (BTC) এর জন্য আবেদন করতে পারবে।

কলেজ পরিবর্তন ২০২৩ বরিশাল বোর্ড
এই বোর্ডের নোটিশ প্রকাশিত হয়নি কিন্তু ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত এক শিক্ষার্থীর টিসি অনুমোদন দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে কলেজ পরিবর্তন চলছে। বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এবং ম্যানুয়ালি বিটিসি (BTC) এর জন্য আবেদন করতে পারবে।
কলেজ পরিবর্তন ২০২৩ রাজশাহী বোর্ড
এই বোর্ডের নোটিশ প্রকাশিত হয়নি কিন্তু ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত একাধীক শিক্ষার্থীর টিসি অনুমোদন দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ১২/০৯/২০২২ তারিখ হতে ২৭/০৯/২০২৯ তারিখ পর্যন্ত। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC). নিম্নে বিজ্ঞপ্তি দেখুন

কলেজ পরিবর্তন ২০২৩ সিলেট বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট বোর্ড কর্তৃক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ২০/০৬/২০২৩ তারিখ হতে ১০/০৭/২০২৩ তারিখ পর্যন্ত।
সিলেট বোর্ডের টিসি (e-TC) আবেদন করার বিস্তারিত পদ্ধতি এখান থেকে জানুন।

কলেজ পরিবর্তন ২০২৩ মাদরাসা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদরাসা কর্তৃক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩০ এপ্রিল ২০২৩ হয়ে। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) করতে পারবে।

উল্লেখ্য যে, কোনো বোর্ডের ২০২২ সালের একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বা জানা গেলে পোষ্টটি আপডেট করে দেওয়া হবে। সুতরাং এডু মাসাইল (edu masail) এর সাথে থাকুন।
একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২২-২০২৩ কবে শুরু হবে?
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন শুরু হয়েছে। কবে শুরু হবে, তা জানার আগে আমাদের বুঝতে হবে কলেজ ট্রান্সফার আসলে কখন শুরু হয়? ইতোমধ্যে ২০২৩ সালের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ হয়েছে, তাই যাদের কলেজ মনমত হয়নি তারা আকুল হয়ে বসে আছে কবে কলেজ ট্রান্সফার শুরু হবে?
আমাদের বুঝতে হবে অনলাইনে যেকোনো ভর্তি সম্পন্ন হওয়ার পর কর্তৃপক্ষ / প্রতিষ্ঠান কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি ঢাকা বোর্ড কর্তৃক আজ প্রকাশিত হয়েছে, যা চলবে এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। রেজিস্ট্রেশন করা মানে আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন তা বোর্ড জানবে। তাই রেজিস্ট্রেশন করার আগে আপনি একাদশে ভর্তিই হয়েছেন বলে বোর্ড বুঝবে না। আর তা না হলে আপনি কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন না।
আশাকরি এতক্ষণে আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে একাদশ শ্রেণীর কলেজ ট্রান্সফার ২০২২-২০২৩ কবে শুরু হচ্ছে? হ্যা ঠিক তাই আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর পরই কলেজ ট্রান্সফার শুরু হবে এবং একই সাথে বিষয় ও গ্রুপ পরিবর্তনের কার্যক্রম শুরু হবে।
Vaya apni onek valo akjon.🥰sover qus. Ans.diya khov opker koren.apner proti allahr Rohmot hok🍂apner sath a kii onno kono babe jogajog kora jabe. Plz
হ্যা ফেসবুক গ্রুপে আমাকে পাবে।
Vaya ami ai year ak br tc nisi. aber ay year a clg change korer jonno abedon korsi.kinto date sas hoye jay.akon kii abedon delate korle.2 nd year a clg change korer jonno abedon korte parbo.????plz vaya. Bistarito bolban.🙏🙏🙏🥺🥺🥺
এখন আবেদন বাতিল করতে হবে না। আর দ্বিতীয় বর্ষের সময় নতুন করে আবার আবেদন করতে পারবে। কোনো সমস্যা না।
assalamualaikum apu/vaiya
Ami HSC -24 batch,,,,,, ami dcgpsc e portasi,,,,, amr jatayat osubidhar karone clg change korte chachi kintu clg er principle TC ditase na,,,,, ai khetre amr koronio ki???and abar kobe theke TC er jonno apply kora jabe? Please vaiya or apu amr cmnt Tar ektu rply dien.
Vaiya/apu next abar Kobe abedon korte parbo?