ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ (বিজ্ঞপ্তি)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি প্রকাশিত। ২০২৩ সালের ডিগ্রী ও সার্টিফিকেট ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে ০৩ নভেম্বর ২০২৪ হতে এবং চলবে ২৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ কত টাকা

নিচে ৫ ধরণের পরীক্ষার্থীদের আলাদা আলাদা ভাবে ডিগ্রি ১ম বর্ষের ফরম পূরণের ফি ২০২৪ দেয়া হলো।

ডিগ্রি ১ম বর্ষের ফরমফিলাপ ফি
নিয়মিত প্রতি শিক্ষার্থী১৩০০ টাকা
প্রাইভেট প্রতি শিক্ষার্থী ১৩০০ টাকা
সার্টিফিকেট কোর্স প্রতি শিক্ষার্থী ৭৫০ টাকা
মানউন্নয়ন প্রতি ১ বিষয়৮৫০ টাকা
অনিয়মিত প্রতি ১ বিষয় ৮৫০ টাকা

আবেদন করার নিয়ম

অনলাইনে ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপের জন্য কারও কাছে যেতে হবে না। বরং আপনি নিজেই করতে পারবেন।

এ জন্য প্রথমে অনলাইনে আবেদন করবেন। এরপর আবেদন ফরম (pdf) ডাউনলোড করে রাখবেন।

এখন একেক কলেজ একেক ভাবে টাকা জমা নিবে। সেটা জানার জন্য নিজ নিজ কলেজের বিজ্ঞপ্তি দেখতে হবে।

অনলাইনে ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ করার জন্য “এই লিংকে” প্রবেশ করুন। যে পেজ আসবে, তাতে ডিগ্রী ১ম বর্ষের students for apply অপশন খুজে বের করে সেটাতে ক্লিক করুন।

তারপর যে পেজ আসবে, তাতে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে next/submit বাটনে ক্লিক করুন।

তারপর আবেদনকারীর নাম, পিতার নাম, কলেজের নাম এবং সাবজেক্ট এর নাম সহ ডিগ্রি ১ম বর্ষের সাবজেক্টের তালিকা আসবে।

তো, ১) এই পেযে শুধু আপনাকে নির্দিষ্ট স্থানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং ২) আপনার অপশনাল যে বিষয় সেটা (খুভ সতর্কতার সাথে) সেলেক্ট করবেন। তাছাড়া আরকিছু করা লাগবে না। মোবাইল নম্বর ও অপশনাল বিষয় সঠিক থাকলে, submit অপশনে ক্লিক করুন।

তারপর একটি ফরম প্রদর্শিত হবে। সেটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করুন। এরপর ফরম পূরণের ফি জমা দিয়ে, RB নম্বর ফরমের উপর লিখে ফরমটিসহ নিম্নোক্ত কাগজপত্রসহ ছবি নিয়ে সংশ্লিষ্ট কলেজে নিয়ে যান এবং সেগুলো জমা দিন।

ফরম জমা দিতে যা যা লাগবে

১) অনলাইনের আবেদন ফরম।

২) পাসপোর্ট সাইয এক কপি ছবি।

৩) কোনো কলেজ কলেজ ১০০ টাকা রাখে।

ডিগ্রি ১ম বর্ষেরফরম ফিলাপ সময়
ফরম ফিলাপ শুরু০৩ নভেম্বর ২০২৪ হতে
ফরম ফিলাপ শেষ২৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত
ফরম জমার শেষ সময়০১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত

ডিগ্রি ১ম বর্ষের রুটিন

ডিগ্রি ১ম বর্ষের প্রমোশনের নিয়ম

১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য ০৭ টি পত্রের মধ্যে কমপক্ষে ০৩ টি পত্রে D গ্রেড বা তার চেয়ে বেশী পেতে হবে। তবে সকল পত্রের পরীক্ষায় উপস্থিত থাকতে হবে। লিখিত ও ইন-কোর্স পরীক্ষার নম্বর যোগ করে ফলাফল নির্ধারণ করা হবে।

আরও পড়ুন : ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৩

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৩ (১)
ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৩ (২)

ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ 2022
ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ 2022

59 thoughts on “ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৪ (বিজ্ঞপ্তি)”

  1. পিলিমিনারি টু মাস্টার্স সেশন 2017-19 পরীক্ষা কবে হবে জানতে পারি , কারো জানা থাকলে দয়া করে জানাবেন ,

    1. ভাই আমি ডিগ্রি প্রথম বর্ষের দুই সাবজেক্টে F আছে আমি ২০১৩/২০১৪ শিক্ষাবর্ষে কিন্তু আমার রেজিস্ট্রেশন মেয়েদের শেষ হওয়ার কারণে আমি এখন ফরম ফিলাপ করতে পারতাছিনা এখন কি করনীয় আমার কিভাবে আমি পরীক্ষায় অংশগ্রহণ করব একটু বিস্তারিত বলেন প্লিজ রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে কি এখন

      1. আমার জানামতে নবায়ন করার সূযোগ নেই। কারন এই সুযোগ থাকতো তাহলে ফরম পূরণের বিজ্ঞপ্তিতেই বলে দিত।

      2. Fatema akter

        ভাইয়া আপনি কি রেজিষ্ট্রেশন কার্ড নবায়ন করতে পেরেছেন?

  2. ভাই, অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা কবে হবে তা এখনও নিশ্চিত নয়। তবে হ্যা, এটা হয়ে গেলে ধীরে ধীরে বাকি পরীক্ষা নিবে এনইউ।

    1. আশাকরি ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর পরই ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ শুরু হবে।

  3. জাহিদুল ইসলাম

    19-20 সালের দ্বিতীয় বর্ষের ডিগ্রী ফরম ফিলাপ কবে হবে এবং 19 সালের একটা সাবজেক্ট অকৃতকার্য হয়েছে

    1. ২০১৯ সালের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা তো এই মাসে হবে। তাহলে আপনি ১৯ সালের একটা সাবজেক্টে কিভাবে অকৃতকার্য হলেন? আর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ডিগ্রি ২য় বর্ষের ফরম ফিলাপের খবর জানতে চাচ্ছেন কি?

          1. আমি ডিগ্রি প্রথম বর্ষ সেশন ২০১৮-২০১৯ সালের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র খারাপ হয়েছে তাহলে কী আমার পরীক্ষা প্রথম ও দ্বিতীয়টা দুই সাবজেক্ট দেওয়া লাগবে?
            আর দুই সাবজেক্ট ফরম ফিলাপ করতে কতো লাগবে?

            1. না, যেটাতে ফেইল করেছেন সেটাতে দিলেই হবে। তবে চাইলে দিতে পারবেন যদি c, d পেয়ে থাকেন। আর দুপত্র মিলে ৯৫০ টাকা আসবে।

  4. md.habibur rahaman

    আমি ২০১৭-১৮ ব্যাচ। ডিগ্রি ১ম বর্ষের ২ টা বিষয় অকৃতকার্য আছে। ফরম পুরুন করতে ২ টা বিষয় কত টাকা লাগবে?

    1. ৯৫০/- টাকা। তবে ইনকোর্স ফি পূর্বে না দিলে ১০৫০/- টাকা দিতে হবে।

    2. Masum Al Razu

      আমি ২০১৩-১৪ সেশনের ছাত্র। ডিগ্রি ১ম বর্ষের ১ টা বিষয় অকৃতকার্য আছে এবং আমার রেজিষ্ট্রেশন এর মেয়াদ শেষ হয়ে গেছে এখন আমি কি করতে পারি।

  5. আমিতো 2020 সালে ডিগ্রী প্রথম বর্ষ ভর্তি হয়েছিলাম করোনার পরে কি হলো সেটা বলতে পারতেছি না একটু জানাবেন দয়া করে

    1. এখন তোমাদের ফরম ফিলাপ চলছে। অর্থাৎ যারা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হয়েছে তাদের জন্য এই ফরম ফিলাপ। আর ২০১৯-২০২০ হচ্ছে তোমাদের শিক্ষাবর্ষ।

      1. vi ami 19/20 er from fill up korte pareini. Last date ses. Ahkon ki korte vi. hkub tanshone asi.

    2. এখন তোমাদের ফরম ফিলাপ চলছে। অর্থাৎ যারা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হয়েছে তাদের জন্য এই ফরম ফিলাপ। আর ২০১৯-২০২০ হচ্ছে তোমাদের শিক্ষাবর্ষ।

      1. সৌরভ

        ভাইয়া! আমি ডিগ্রি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আমি রেজিষ্ট্রেশন করতে পারিনি এখন আমার করনীয় কি? এই দিকে এখন ফরম ফিলাপের সময় আরও ৪ দিন আছে।

        1. যত শীঘ্র সম্ভব কলেজে যোগাযোগ করো। তবে এর আগে নিজে নিজে একবার ট্রাই করে দেখো যে অনলাইনে ফরম ফিলাপ করতে পারো কিনা? যদি পারা যায় তাহলে আর কলেজে যোগাযোগ করতে হবে না। ফরম ফিলাপ ফি দিয়ে দিলেই হবে।

  6. আরিফুল

    আমি ২০১৭-২০১৮ সালে ডিগ্রীতে ভর্তী হয়েছিলাম এক দূর ঘটনাই পরিক্ষা দিতে পারিনি। এখন কি প্রথম বর্ষে ফরম ফিলাপ করতে পারব কি না? একটু জানাবেন ভাই

  7. আরিফুল

    ভাই ২০১৬-২০১৭ সালে যারা ভর্তি হয়েছিলো কিন্তু পরিক্ষা দেয়নি। তারা কি ফরম ফিলাপ করতে পারবে?

  8. আমি ২০১৮-২০১৯ বর্ষে ছাএ, কিন্তু আমি মানউন্নয়ন বিষয়ে ফরম ফিলাপ করতে চাই। কিন্তু আমি পারতেছি না কেন জানাবেন?

    1. সম্ভবত অনিয়মিত আর মান উন্নয়নদের ডাটা এন্ট্রি করা হয়নি এখনও। তাই data not found দেখাচ্ছে। কিছুদিন অপেক্ষা করুন এমনি ঠিক হবে।

  9. ভাই আমি ডিগ্রী ২০১৮-১৯ সেশনের ছাত্র। বাইরে থাকার কারণে ২০১৯ সালের পরীক্ষায় ৬ টা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। তবে ১টা বিষয়ে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সেটার রেজাল্টও খারাপ। তাহলে এখন কি আমাকে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে? নাকি ৬টা সাবজেক্টে দিতে হবে?
    আর এখন কি আবার ফরম ফিলাপ করতে হবে? নাকি পরীক্ষার সময় শুধুমাত্র কলেজে গিয়ে পরীক্ষা দিলেই হবে? এসব নিয়ে খুব কনফিউজড আমি

    1. খারাপ বলতে কি বুঝাইছো আল্লাহ জানেন। তবে খারাপ বলতে যদি ফেইল বুঝিয়ে থাকো, তাহলে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। আর আর যদি কোনোমতে পাস করা বুঝাও তাহলে ঐ বিষয় আর পরীক্ষা না দিলেও হবে এবং শুধু বাকি (অনুপস্থিত) ৬ বিষয়ে পরীক্ষা দিতে হবে। ২) আর অবশ্যই এখন আবার ফরম ফিলাপ করতে হবে।

  10. ভাই আমি ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। আমি ২০১৯ সালে ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষা দিয়েছিলাম, তখন ২ বিষয়ে ফেল করি। কিন্তু 2021 সালে আমি ফরম ফিলাপ করতে পারতেছিনা। এখন কি আমার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানো যাবে? রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানোর কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তাহলে কিভাবে আমি রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়াবো? প্লিজ দয়া করে একটু বলবেন।
    এদিকে আমি ডিগ্রী ২য় বর্ষ ও ৩য় বর্ষ পরীক্ষায় পাস করেছি এবং ফলাফলও পাইছি কিন্তু ডিগ্রী ফাস্ট ইয়ারের দুইট পেপারে এখনও দিতে পারিনি। এখন রেজিস্ট্রেশন কার্ডের নবায়নের নবায়নের বিজ্ঞপ্তি ছাড়বে কোন সময় ফরম ফিলাপের সময় তো শেষ হয়ে আছে?

    1. দুঃখিত! স্নাতক লেভেলের রেজিস্ট্রেশন এর মেয়াদ আদৌ বাড়ানো যায় কিনা সেটা আমি নিশ্চিত জানি না। তবে যদি মেয়াদ বাড়ানোর নিয়ম থাকত তাহলে ফরম ফিলাপের বিজ্ঞপ্তিতেই তা বলা থাকত। কিন্তু এসব তো কিছুই বলেনি। সুতরাং আমি নিশ্চিত জানি না। তাই এখন আপনি কলেজের সাথে যোগাযোগ করুন তাছাড়া উপায় নেই।

  11. AhOna Hassan

    আমরা তো ২০১৯-২০২০ এর শিক্ষার্থী। ২০২১ সালে আমাদের ১ম ডিগ্ৰি পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা না থাকলে ডিগ্ৰি ২য় বর্ষের পরীক্ষা হতো। আর ৩য় বর্ষে‌ উঠতাম।
    আমার‌‌ প্রশ্ন. আমরা কি ২য় বর্ষে‌‌ উঠবো নাকি ৩য় বর্ষে? কারন অটো পাশ যারা করেছেন তারা তো এখন ভর্তি হয়ে যাচ্ছে,বআবার ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা ও প্রস্তুতি নিচ্ছেন। সেশন জট লাগবে নাকি আবার?

    1. যারা অটোপাস হয়ে ডিগ্রি বা অনার্সে ভর্তি হবে তাদের সেশন থাকবে ২০২০-২০২১, সুতরাং তুমাদের সাথে কোনো সমস্যা হবে না। তবে সেশন জট একটু লাগতে পারে। তবে এনইউ যেভাবে উদ্যোগ নিচ্ছে তারা খুভ শীঘ্র কাটিয়ে উঠতে পারবে। আর তুমরা অবশ্যই ২য় বর্ষে উত্তীর্ণ হবে।

  12. তাহলে কি আমি ডিগ্রির সার্টিফিকেট পাবো না?

  13. mustakim Ahmed

    ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ সময় শেষ হয়ে গেছে 3 দিন ‍আগে ‍আমি জানতে পারি নি। এখন কি কোন ভাবে করা যাবে যানা থাকলে বলবেন।

      1. md.suman mia

        ভাই আমি ১ বিষয়ে অকৃতকার্য আমি ফরম পূরণ করতে পারি নাই। এখন কোনো ভাবে ফরম পূরণ করা সম্ভব হবে কী?

  14. Rashed Islam

    আসসালামু আলাইকুম ভাই, আমারও একই অবস্থা। এখন অনলাইনে ট্রাই করেও পারছিনা, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। এখন ফরম ফিলআপের সময়সীমা আবার বাড়াতে পারে কিনা বা বাড়ানোর সম্ভাবনা আছে কিনা? ভাই অনুগ্রহ করে, এ বিষয়ে আপনার অভিজ্ঞতা থেকে একটু তথ্য জানানোর জন্য বিনীত অনুরোধ রহিল।

    1. নিজ কলেজে যোগাযোগ করে জানাও যে আমি ফরম ফিলাপ করতে পারিনি। তারা বোর্ড কে বললে মেয়াদ বাড়াতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!