অনার্স ২য় বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ২০২৩ – অনার্স ২য় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ : ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফলে যাদের কাঙ্ক্ষিত বা আশানুরুপ ফলাফল হয় নি, তারা তাদের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। সে লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি আজ প্রকাশ করেছে। চলুন নিম্নে জেনে নেওয়া যাক অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন নিয়ম সহ বিস্তারিত তথ্য :
অনার্স ২য় বর্ষের পুনঃনিরীক্ষণের ফলাফল
আবেদনের সময়
আবেদনের সময় : ১১/০৬/২০২৩ তারিখ, সকাল ১০.০০ থেকে ২৫/০৬/২০২৩ তারিখ বিকাল ২.০০ পর্যন্ত online এ আবেদন করা যাবে।
টাকা জমার শেষ সময় : ২৬/০৬/২০২৩ তারিখ বিকাল ৪.০০ টা পর্যন্ত।
অনার্স ২য় বর্ষের পুনঃনিরীক্ষণের আবেদন নিয়ম
পরীক্ষার্থী নিজেই নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবে। আবেদন করুন এই লিংক থেকে। নিম্নে আবেদন করার নিয়ম বর্ণনা করা হলো :
- প্রথমে উপরিউক্ত লিংকে ক্লিক করে প্রবেশ করুন। তারপর Student Fee অপশনে ক্লিক করুন। তারপর Re-scrutinyতে যান।
- তারপর কাঙ্খিত বর্ষ এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে Searchক্লিক করুন।
- এরপর রেজিঃ সঠিক আপনার নাম সহ পত্র কোড আসবে। যে যে বিষয় পুন;নিরীক্ষণ করতে চান, তা সেলেক্ট করে Submitএ ক্লিক করুন।
- এরপর Download statement এ ক্লিক করুন।
- এভাবে Pay slip টি পিডিএফ আকারে ডাউনলোড হবে। উল্লেখ্য যে, Pay slip -এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপুর্বক টাকার অংক লেখা থাকবে।
- তারপর এটি (পিডিএফ ফাইলটি) কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করবেন।
- এবার আপনার সাক্ষর এর জায়গায় সাক্ষর দিয়ে, আবেদন ফি সহ প্রিন্ট কপিটি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় যান।
- তারপর টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। এবং নাম্বার সঠিক থাকলে টাকা জমাদানের কনফার্মেশন এমসএমএস মোবাইলে আসবে।
- এই পর্যায়ে আবেদন করার কাজ শেষ।
আবেদন ফিঃ- পুনঃনিরীক্ষণের জন্য পত্র প্রতি ৮০০ টাকা।
বি.দ্র. আবেদনের সময় সঠিকভাবে মোবাইল নম্বর প্রদান করলে ব্যাংক কর্তৃক সফলভাবে টাকা জমাদানের SMS Check status option- গিয়ে আবেদনের Payment status দেখা যাবে।
আরও দেখুন
অনার্স ২য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
২য় বর্ষের ফলাফল পুনঃ নিরীক্ষনের রেজাল্ট কবে দিবে।
খুভ শীঘ্র দিয়ে দিবে অপেক্ষা করুন।