অনার্স ২য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

২০২১ সালের অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৩ আজ ০৫ জুন ২০২৩ তারিখ রাত ০৭ টা ৪৫ মিনিটে প্রকাশিত হয়েছে। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম জানতে চান তাহলে আপনি সঠিক পেজে এসেছেন। এখানে আপনি রেজাল্ট জানার বিভিন্ন পদ্ধতি এবং কোন শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে তা সহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশদভাবে জানতে পারবেন।

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : National University Helpline

অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ২০২১ অনার্স ২য় বর্ষের পরীক্ষায় সারা দেশে ৩২৫ টি কেন্দ্রে ৮৭৮ টি কলেজে ৩১ টি বিষয়ে সর্বমোট ৪ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তন্মধ্যে ৯৫.৩৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। যা গতবারের তুলনায় ২.৭৩ শতাংশ বেশি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার রেজাল্ট আজ ০৮ টা হতে ওয়েবসাইট ও মোবাইলের মেসেজের মাধ্যমে ফলাফল দেখা যাবে। নিম্নে ২০২৩ সালের অনার্স ২য় বর্ষের ফলাফল দেখার সকল পদ্ধতি দেখুন –

অনার্স ২য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের রেজাল্ট প্রধানত দুইভাবে দেখা যায়। এক : অনলাইন দুই : এসএমএস। তবে অনলাইন মাধ্যমে আবার দুইভাবে ফলাফল দেখা যায়। তাই ১ম লিংকে ফলাফল দেখতে সমস্যা হলে দ্বিতীয় লিংকে দ্রুত এবং খুভ সহজে দেখতে পারবেন। চলুন সকল সকল পদ্ধতি জেনে নেওয়া যাক :

অনার্স ২য় বর্ষের রেজাল্ট লিংক ও দেখার নিয়ম

১ম পদ্ধতি

>> নিম্নোক্ত লিংকে ক্লিক করার পর প্রথমে Honours -এ ক্লিক করুন। 

>> তারপর 2nd year সেলেক্ট করুন।

>> তারপর বক্সের মধ্যে প্রথমে পরীক্ষার রোল। তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং এরপরে পরীক্ষার সন দিন।

>> এরপর ক্যাপচা পূরণ করে search result -এ ক্লিক করুন।

ক্যাপচা যেভাবে পূরণ করবেন

বাম পাশে একটি ছবি আসবে। ছবি না আসলে একটু অপেক্ষা করবেন। এরপর ঐ ছবির মধ্যে থাকা সংখ্যাটি ডান পাশের খালি বক্সে বসাতে হবে। যদি সংখ্যাটি না বুঝা যায় তাহলে Reload অপশনে ক্লিক করতে হবে। এভাবে যতবার ইচ্ছা রিলোড করা যাবে।

Result Link No 1

২য় পদ্ধতি : শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দ্রুত ও খুভ সহজে অনার্স ২য় বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখতে নিম্নোক্ত লিংকে ক্লিক করে চেক করুন।

>>লিংকে ক্লিক করার পর, প্রথমে ইয়ার সেলেক্ট করুন।

>>তারপর, বক্সের মধ্যে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর দিন। 

>>এবং এরপরে পরীক্ষার সন দিয়ে search result -এ ক্লিক করুন।

Result Link No 2

Result Link No 3

মোবাইলে অনার্স ২য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম

যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নোক্তভাবে টাইপ করুন। NU স্পেস H2 স্পেস Roll number এবং তা পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

প্রতি মেসেজে ২.৬৭ টাকা কেটে নিবে।

উদাহরণ : NU H2 523698 send to 16222

অনার্স ২য় বর্ষের রেজাল্ট পয়েন্ট বের করার নিয়ম

অনার্স ২য় বর্ষের রেজাল্ট পয়েন্ট বের করতে হলে প্রথমে সকল বিষয়ের গ্রেডকে পয়েন্ট আকারে রুপান্তর করতে হবে। এরপর সেগুলো যোগ করে, যোগফলকে মোট বিষয়ের সংখ্যা দ্বারা ভাগ দিলেই সিজিপিএ পয়েন্ট বের হয়ে যাবে। নিম্নে একটা উদাহরণ দেখে আরও স্পষ্ট বুঝে নিন।

মনে করুন আপনার অনার্স ২য় বর্ষের ৬ টি বিষয় রয়েছে। যথাঃ ক (a), খ (c+), গ (b+), ঘ (A+), ঙ (d) এবং চ (b-) এখন উল্লিখিত বিষয়ের গ্রেডকে পয়েন্ট আকারে রুপান্তর করুন। যদি কারোর পয়েন্ট আকারে বের করে দেয়া থাকে, তাহলে পয়েন্টে কনভার্ট করার দরকার নেই।

আমি সেগুলোর পয়েন্ট আকারে বের করে দিলাম, ক (3.75), খ (2.50), গ (3.25), ঘ (4.00), ঙ (2.00) এবং চ (2.75) এখন যোগ করলাম, যোগফল হলো 18.25 . এবার যোগফলকে ৬ দ্বারা ভাগ দিলাম। কেননা মোট বিষয় ৬ টি। ভাগফল বা সিজিপিএ বের হলো 3.04 । এভাবেই খুভ সহজে সিজিপিএ বের করা যায়। নিম্নে গ্রেড থেকে পয়েন্টে কনভার্ট করার একটা চার্ট দেখুন।

GradeMarkPoint
A+80-1004.00
A75-793.75
A-70-743.50
B+65-693.25
B60-643.00
B-55-592.75
C+50-542.50
C45-492.25
D40-442.00
F0-390.00

অনার্স ২য় বর্ষের রেজাল্ট বিজ্ঞপ্তি ২০২৩

২০২২ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ০৬/০৭/২০২২ তারিখে প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১ টি অনার্স বিষয়ে ৮৫০ টি কলেজের মোট ৪,৪৪,৭৩৫ (চার লক্ষ চুয়াল্লিশ হাজার সাত শত পঁয়ত্রিশ) জন শিক্ষার্থী ৩১১ টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ২,৩৭,১২৭ (দুই লক্ষ সাতত্রিশ হাজার একশত সাতাশ) জন ৩য় বর্ষে Promoted হয়েছে। পাশের হার ৯২.৬৬ %।

অনার্স ২য় বর্ষের ফলাফল ২০২২ – অনার্স ২য় বর্ষের রেজাল্ট 2022

উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স ২য় বর্ষের ফলাফল (০২/০৯/২০২০) তারিখ প্রকাশিত হয়েছিল। পাশের হার শতকরা ৯৪ দশমিক ৫৮ শতাংশ। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারাদেশে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩০ হাজর ২৬৯ জন পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে অংশগ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!