এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ । এইচ এস সি ফরম ফিলাপ ফি ২০২৩ । Hsc ফরম ফিলাপ ২০২৩ । Hsc ফরম ফিলাপ কত টাকা । এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ কত টাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড এর অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম ফিলাপ ও প্রয়ােজনীয় ফি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকায় জমা দেয়ার তারিখ, কি এর হার ও নিয়মাবলি আমাদের এই পোষ্ট থেকেই জানতে পারবেন।
এইচএসসি ফরম ফিলাপ ২০২৩
সুপ্রিয় বন্ধুরা! আপনারা এই আর্টিকেল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালের এইচএসসি ফরম ফিলাপের নিয়ম, ফরম ফিলাপ ফি, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস, যারা ফরম ফিলাপ করতে পারবে, ফরম ফিলাপের বিজ্ঞপ্তি সহ ফরম ফিলাপ পদ্ধতি বিস্তারিতভাবে জানতে পারবেন। চলুন শুরু করা যাক!
এইচএসসি ফরম ফিলাপ শুরু | ০৯/০৭/২০২৩ হতে |
ফরম ফিলাপ চলবে | ১৭/০৭/২০২৩ পর্যন্ত |
ফি দেয়ার সময় | ১৭/০৭/২০২৩ পর্যন্ত |
আরও দেখুন : এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf সহ
এইচএসসি ফরম ফিলাপ নিয়ম ২০২৩
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে শিক্ষার্থী কর্তৃক এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিন্তু এবার (২০২৩) পুরোনো নিয়মেই শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের ফি গ্রহণ করবে শিক্ষাপ্রতিষ্ঠান। অর্থাৎ শিক্ষার্থী ফরম ফিলাপের নির্ধারীত সময়ের মধ্যে নিজ নিজ কলেজে গিয়ে টাকা দিয়ে আসতে হবে। তবে কিছু কিছু কলেজ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফরম ফিলাপের ফি জমা নিতে পারে।
এইচএসসি ফরম ফিলাপ ফি ২০২৩
এইচএসসি ফরম ফিলাপ ফি কত ২০২৩? এবার যেহেতু সব বিষয়ে পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে সেহেতু সব পত্রের ফি আসবে (একত্রে) ১৩০০ টাকা। তাছাড়া আনুষঙ্গিক ১৭৫/- টাকা সহ মোট বোর্ড ফি ও কেন্দ্র ফি মিলে টোটাল আরও বেশি আসবে। নিম্নে গ্রুপ ভিত্তিক ছক আকারে ফি’র বিবরণ দেয়া হলো :
বিবরণ (নিয়মিত) | বোর্ড ফি | কেন্দ্র ফি (ব্যবহারিক সহ) | সর্বমোট |
---|---|---|---|
মানবিক শাখা | ১৬২৫ টাকা | ৪৯৫ টাকা | ২১২০ টাকা |
কমার্স শাখা | ১৬২৫ টাকা | ৪৯৫ টাকা | ২১২০ টাকা |
বিজ্ঞান শাখা | ১৮২৫ টাকা | ৮৫৫ টাকা | ২৬৮০ টাকা |
অন্যান্য শিক্ষার্থীর বিবরণ | ফি’র হার |
---|---|
এক বিষয় (অনিয়মিত) | ৭৯৫/- টাকা |
দুই বিষয় (অনিয়মিত) | ৮৯৫/- টাকা |
প্রাইভেট (মানবিক/কমার্স) | ২১২০ টাকা |
প্রাইভেট (বিজ্ঞান) | ২৬৮০ টাকা |
মান উন্নয়ন (১ বিষয়) | ৮৯৫/- টাকা |
তবে নিজ নিজ প্রতিষ্ঠানের বেতন এতে সম্পৃক্ত হবে। অর্থাৎ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ মাসের বেতন মিলে আরও দ্বিগুণ বা তার বেশি টাকা আসতে পারে। তাই বেতন গুলো আলাদা বিষয়। তবে ফরম ফিলাপের টাকার সাথে বেতনও নেয়া হবে। তাই উপরে উল্লোখিত পরিমাণের চেয়ে অবশ্যই টাকা বেশি আসবে।
বিশেষ দ্রষ্টব্য : মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোন পরীক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বর্ণিত ফি এর সাথে অতিরিক্ত ৩০/- টাকা যােগ হবে। রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত সেশন প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে সর্বমােট ২৪ মাস (অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত) এর বাইরে বেতন / ফি / সেশনচার্জ বা অন্য কিছু আদায় করা যাবে না। কোন অবস্থাতেই নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে। এ সংক্রান্ত কোন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম ফিলাপ প্যানেল বন্ধ করা করা সহ প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচএসসি পরীক্ষা পদ্ধতি ২০২৩
২০২৩ সালের এইচএসসি পরীক্ষা সিলেবাস কমিয়ে সকল বিষয়ে নেওয়া হবে। পরীক্ষার সময় ৩ ঘন্টা এবং ১০০ নম্বরের পরীক্ষা হবে। নিম্নে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস দেখুন :
এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ PDF
এক / দুই বিষয়ে পরীক্ষা দেয়ার যোগ্যতা
ক) যে সকল পরীক্ষার্থী ২০২১/২০২২২ সালের এইচএসসি পরীক্ষায় এক / দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য / অনুপস্থিত হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য / অনুপস্থিত বিষয় / বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
আংশিক বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ কখনই চতুর্থ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে পরীক্ষার্থীগণ ইচ্ছা করলে এক / দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ না করে চতুর্থ বিষয়সহ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
(খ) ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য / অনুপস্থিত প্রাইভেট পরীক্ষার্থীগণ ২০২৩ সালের এক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে প্রতিষ্ঠান কর্তৃক তাদের Temporary List যাচাই বাচাই করে ১৬/০৬/২৩ তারিখের মধ্যে ২৫০/ – ( একশত টাকা ) রেজিস্ট্রেশন নবায়ন ফি বোর্ডে জমা দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে।
(গ) যে সকল পরীক্ষার্থী ২০২১/২০২২২ সালের এইচএসসি পরীক্ষায় এক / দুই বিষয়ে অকৃতকার্য / অনুপস্থিত হয়ে, ২০২১/২০২২২ সালে এইচএসসি পরীক্ষায় ঐ এক / দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণকালে বহিস্কার অথবা অভিযুক্ত হয়েছে এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২১/২০২২২ সালের পরীক্ষা বাতিল হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৩ সালের সকল / এক / দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
মান উন্নয়ের জন্য আবেদন করার যোগ্যতা
(ক) রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অব্যবহিত পরের বছরেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে; সেহেতু যে সকল পরীক্ষার্থী ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ এর কম পেয়েছে তারা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ২০২৩ এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে।
(খ) জিপিএ উন্নয়নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না। আর যে সকল পরীক্ষার্থী এক / দুই বিষয়ের পরীক্ষা দিয়ে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কখনই জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
আরও দেখুন
এইচএসসি ফরম ফিলাপ ২০২৩ বিজ্ঞপ্তি
এইচএসসি ফরম ফিলাপ ২০২২ বিজ্ঞপ্তি
রেজিস্ট্রেশন নবায়ন করার নিয়মাবলি
২০১৮-২০১৯ সেশনের পূর্বের রেজিস্ট্রেশনধারী কোন পরীক্ষার্থী ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে ২০১৭-২০১৮ সেশনের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ব্রেজিস্ট্রেশন নবায়ন করে এক বিষয়ের (চতুর্থ বিষয় বাদে) পরীক্ষায় এবার (শেষবারের মত) অংশগ্রহণ করতে পারবে।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অনিয়মিত এবং প্রাইভেট পরীক্ষার্থীদের মধ্যে যারা দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোন অবস্থাতেই রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৩ সালে একাধিক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
যে সকল পরীক্ষার্থী ২০২২ সালের এইচএসসি পরীক্ষার যে কোন এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ের (চতুর্থ বিষয় বাদে) পরীক্ষায় অকৃতকার্য হয়েছে এবং যে কোন কারণে তারা ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অথচ তাদের ২০২১ সালে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তারাও ২৫০/- টাকা নবায়ন ফি জমা দিয়ে শুধু একবারের জন্য রেজিস্ট্রেশন নবায়নপূর্বক ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
(গ) ২০২৩ সালে রেজিস্ট্রেশন নবায়নকৃত পরীক্ষার্থীর নবায়ন ফি বাবদ অর্থ ফরম পূরনের (eFF) ফি এর সাথে গ্রহণ করা হবে বিধায় নবায়নকৃত পরীক্ষার্থীকে আলাদাভাবে নবায়ন ফি বাবদ অর্থ প্রদান করতে হবে না। বি.দ্র .: আংশিক বিষয়ের পরীক্ষার্থী হিসেবে কখনই চতুর্থ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এবং দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য থাকলে কখনোই রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না।
২০২২ এ এইচএসসি ব্যাচের ফরম ফিলাপের জন্য এডমিট কার্ড ছাড়া আর কোথাও কি কোন সিগনেচার দিতে হবে? জানলে খুশি হতাম
লাগতে পারে, যদি প্রতিষ্ঠান কোনো পদক্ষেপ নেয়।
আমি 2021 এ পরীক্ষা দিয়েছি এক বিষয়ে ফেল করেছি। এখন আবার পরীক্ষা দিতে চাচ্ছি। ফরম ফিলাপ করিনি। এখন কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করে ফিলাপ করতে হবে? জানালে খুব খুশি হতাম!
নতুন করে রেজিস্ট্রেশন নয়, বরং নতুন করে ফরম ফিলাপ করে পরীক্ষা দিতে হবে।
আচ্ছা জন্মনিবন্ধন অনলাইন না করা থাকলে কী ফরম ফিলাপ করা যাবে….. plz স্যার একটু জানাবেন
কোনো সমস্যা হবে না
আমাদের কলেজের স্যারেরা শুধু আমাদের ফরম ফিলাপ cancel করে দিবে বলে হুমকি দেই।
বোর্ডে জানাও, তারা বাশ দিবে স্যারকে!
আচ্ছা ফরম ফিলাপ সময় কী শিক্ষার্থী ছবি কী এন টি করা হয় আর মোবাইল number কী কারনে নেওয়া হয় আর মোবাইল number না দিলে কী কোনও সমস্যা হবে
সাধারণত লাগে না। তবে কোন প্রতিষ্ঠান চাইলে দিতে হবে।