জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) বা মাস্টার্স ১ম পর্ব ভর্তি কার্যক্রমের ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা চলতি মাসের ১৪ জুন ২০২২ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ করা হবে। নিম্নে ২০১৯-২০ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব ভর্তির ১ম রিলিজ স্লিপের মেধা তালিকার ফলাফল জানার পদ্ধতি সহ ফলাফল পরবর্তী করনীয় দেওয়া হলো:
প্রিলিমিনারি টু মাস্টার্স ১ম রিলিজ স্লিপ ফলাফল ২০২২
মেধা তালিকার ফলাফল দুইভাবে দেখা/জানা যায়। যথা: এসএমএস এবং অনলাইন। তবে, SMS -এর মাধ্যমে ১ তারিখ বিকাল ৪:০০ টার পর এবং অনলাইন এর মাধ্যমে রাত ৯:০০ টার পর থেকে ফলাফল জানা যাবে।
- এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
nu<space>atmp<space>roll number এবং তা ১৬২২২ নম্বরে সেন্ড করুন
উদাহরণ: nu atmp 234567 send to 16222
- অনলাইন: অনলাইন এর মাধ্যমে ফলাফল দেখতে নিম্নোক্ত লিংকে গিয়ে, প্রথমে আপনার রোল নম্বর এবং পরে পিন নম্বর দিয়ে submit করুন।
উল্লেখ্য যে, কোনো শিক্ষার্থী অন্য যে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত থাকলে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তি হতে পারবে না। এ জন্য তাকে ১৯ জুন ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী বর্ষের ভর্তি বাতিল করতে হবে নতুনা পুরাতন এবং নতুন উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ভর্তির শুরু | ১৪ জুন ২০২২ হতে |
ভর্তি চলবে | ২১ জুন ২০২২ পর্যন্ত |
কাগজপত্র জমা দেয়ার সময় | ২২ জুন ২০২২ পর্যন্ত |
প্রিলিমিনারি টু মাস্টার্স ১ম রিলিজ স্লিপ বিজ্ঞপ্তি ২০২২

