জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীদের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ রেজাল্ট ২০২৩ বা মাস্টার্স ১ম পর্ব ভর্তি কার্যক্রমের ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা চলতি মাসের ১২ জুন ২০২৩ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ করা হয়েছে। নিম্নে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব ভর্তির ১ম রিলিজ স্লিপের মেধা তালিকার ফলাফল জানার পদ্ধতি সহ ফলাফল পরবর্তী করনীয় দেওয়া হলো:
ফল প্রকাশ | ১২ জুন ২০২৩ |
ভর্তির শুরু | ১২ জুন ২০২৩ হতে |
ভর্তি চলবে | ১৯ জুন ২০২৩ পর্যন্ত |
কাগজপত্র জমা দেয়ার সময় | ২০ জুন ২০২৩ পর্যন্ত |
উল্লেখ্য যে, কোনো শিক্ষার্থী অন্য যে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত থাকলে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তি হতে পারবে না। এ জন্য তাকে ১৮ জুন ২০২৩ তারিখের মধ্যে পূর্ববর্তী বর্ষের ভর্তি বাতিল করতে হবে নতুনা পুরাতন এবং নতুন উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ রেজাল্ট ২০২৩
২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ রেজাল্ট ২০২৩ সাধারণত দুইভাবে দেখা যায়। যথা : অনলাইন ও এসএমএস এর মাধ্যমে। একইদিন উক্ত ফলাফল SMS -এর মাধ্যমে বিকাল ৪টা থেকে এবং ওয়েবসাইট থেকে রাত ৯ টার পর হতে পাওয়া যাবে। নিম্নে রিলিজ স্লিপ রেজাল্ট দেখার পদ্ধতি এবং চূড়ান্ত ভর্তি পদ্ধতি দেখুন।
Online এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
অনলাইনে মেধা তালিকার ফলাফল জানতে নিচের লিংকে গিয়ে রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন। আপনি ভর্তির জন্য নির্বাচিত হলে বা আপনি রিলিজ স্লিপে উত্তীর্ণ হলে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন।
বি. দ্র. রেজাল্ট প্রকাশের দিন সবাই একসাথে চেষ্টা করার কারনে সার্ভার ডাউন হয়ে যায়। ফলে লিংকে ঢুকতে সময় লাগতে পারে।
রেজাল্ট দেখার নিয়ম : লিংকে ক্লিক করার পর রোল নম্বর ও পিন নম্বর দিন। রোল নম্বরটি হচ্ছে প্রাথমিক আবেদন করার সময় ফরমের মধ্যে যে রোল নম্বর লেখা থাকে, ঐ রোল নম্বর। আর পিন নম্বর হচ্ছে অনলাইনে আবেদন করার পর সাথে সাথে মোবাইলের মধ্যে আসা মেসেজের মধ্যে তা পেয়ে যাবেন। উল্লেখ্য মেসেজের মাধ্যমে রোল ও পিন নম্বর জানিয়ে দেয়া হয়।
ভর্তি রোল ও পিন পুনরুদ্ধার করার নিয়ম
আবেদন করার পর ভর্তি রোল বা পিন হারিয়ে গেলে বা ভুলে গেলে চিন্তার কোনো কারণ নেই। আপনি খুভ সহজে ভর্তি রোল ও পিন রিকোভার (পুনরুদ্ধার) করতে পারবেন। সে জন্য আপনাকে এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে। তারপর আবেদনকারির স্নাতক শেষ বর্ষের রোল এবং স্নাতক রেজিস্ট্রেশন নাম্বার, স্নাতক পাশের সাল ও জন্মতারিখ দিয়ে Preliminary to Masters (Regular) সিলেক্ট করে Search বাটনে ক্লিক করলেই আপনার নতুন ভর্তি রোল বা পিন নম্বর এসে যাবে।
SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে দ্রুত ফলাফল জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে টাইপ করুন NU স্পেস ATMP স্পেস Roll No এবং তা সেন্ড করুন ১৬২২২ নম্বরে। এখানে NU মানে National University আর ATHN – Admission Test Masters Preli এবং Roll no হচ্ছে প্রাথমিক আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর।
অনার্স ২য় মেধাতালিকায় উত্তীর্ণ হলে যা করবেন
২য় মেধাতালিকায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হবে তাদেরকে প্রথমে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে। উক্ত ফরম প্রার্থী তার নিজের মোবাইল দিয়েও করতে পারবে। উক্ত ফরম পূরণ করার নিয়ম নিম্নে দেখুন। ফরম পুরণ করার পর উক্ত ফরমের পিডিএফ (pdf) ফাইল ডাউনলোড করতে হবে। তারপর কোনো কম্পিউটার ঘরে গিয়ে উক্ত ফাইল থেকে ফরম প্রিন্ট করে বের করতে হবে।
ফরম প্রিন্ট করার পর প্রার্থী তার নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর দিবে। এরপর প্রার্থীকে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর নম্বরে ভর্তি ফি প্রদান করতে হবে। ফি প্রদান করার পর একটি RB Number আসবে, উক্ত নম্বর ভর্তি ফরমের উপরে লিখতে হবে। এবার আবেদনকারীকে অবশ্যই ২১/০৬/২০২৩ তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
রিলিজ স্লিপে চান্স না পেলে যা করবেন
যদি কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপে চান্স না পান, তাহলে আর নিয়মিত মাস্টার্স প্রিলিতে ভর্তি হওয়ার সুযোগ নেই। তখন প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) -এ আবেদন করতে হবে।কেননা বিগত ২ বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামের জন্য ২য় রিলিজ স্লিপের সুযোগ রাখে নি। প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) এর ভর্তির বিস্তারিত তথ্য এখান থেকে দেখুন।