ডিগ্রি প্রাইভেট ভর্তি ২০২৪ । ডিগ্রি সার্টিফিকেট কোর্সে ভর্তি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) প্রাইভেট বা সার্টিফিকেট কোর্সের বি.এ / বি.এস.এস /বি.বি.এস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। এখান থেকে আপনি ডিগ্রি প্রাইভেট কোর্সের ভর্তি কবে শুরু হবে, ভর্তি যোগ্যতা, শর্তাবলি, আবেদন করার নিয়ম সহ ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
ডিগ্রি প্রাইভেট ভর্তি ২০২৪
ডিগ্রি প্রাইভেট ভর্তি ২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও টাইটেলে ২০২৪ সাল দেওয়া কিন্তু একাডেমিক নিয়মানুযায়ি এটি ২০২৩ সালের ডিগ্রি প্রাইভেট ভর্তির বিজ্ঞপ্তি। আবেদন শুরু হবে ২০ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ০৪ টা হতে। নিম্নে বিস্তারিত দেখুন :
আমাদের ফেসবুক গ্রুপ: National University Admission Helpline
ডিগ্রি প্রাইভেট | ভর্তির সময় |
---|---|
আবেদন শুরু | ২০ ডিসেম্বর ২০২৩ হতে |
আবেদন শেষ | ০৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত |
কাগজপত্র জমা দেয়ার সময় | ১১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত |
কলেজ কর্তৃক নিশ্চায়ন | ১৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত |
ডিগ্রি প্রাইভেট ভর্তি যোগ্যতা ২০২৪
বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষাবোর্ড বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০২১ সাল বা এর পূর্বে HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৪ সালের ডিগ্রি প্রাইভেট কোর্সের বিএ /বিএসএস / বিবিএস কোর্সে আবেদন করতে পারবেন।
তবে কারিগরি শিক্ষা বাের্ড থেকে HSC বা সমমান কোর্সসমূহ থেকে শুধুমাত্র HSC (ভােকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স এবং HSC (বিজনেস্ ম্যানেজমেন্ট) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা উপরিউক্ত শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন।
শ্রেণি | পরীক্ষায় পাশের সাল | ন্যূনতম যোগ্যতা |
SSC | ২০১৯ বা তৎপূর্ববর্তী সাল | GPA 2.00 |
HSC | ২০২১ বা তৎপূর্ববর্তী সাল | GPA 2.00 |
O-level পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ অন্তত ০৪টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২১ সাল বা তৎপূর্বে A-level পরীক্ষায় ০১টি বিষয়ে B গ্রেডসহ অন্তত ০২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে ভর্তি নির্দেশিকার অন্যান্য সকল শর্ত পূরণ করতে হবে। এ সকল প্রার্থীদের ডীন, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করতে হবে।
আরও দেখুন : যেকোনো সালে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি ভর্তি তথ্য
ডিগ্রি প্রাইভেট কোর্সে যারা আবেদন করতে পারবেন না
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও ডিগ্রি (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত (রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্ত) কোন শিক্ষার্থী ২০২৩ সালের ডিগ্রি (পাস) প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে ডিগ্রী (পাস) প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবে।
১৯৮৮ সালের পূর্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড হতে আলীম পরীক্ষায় উত্তীর্ণ কোন প্রার্থী ডিগ্রি (পাস) প্রাইভেট রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে না।
যে সকল বিষয়ে মাঠকর্ম বা ব্যবহারিক পরীক্ষা আছে সে সকল বিষয়ে ডিগ্রি (প্রাইভেট) কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে না।
এছাড়া ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিগ্রি প্রাইভেটে ভর্তি হতে পারবেন না।
ডিগ্রি প্রাইভেট কলেজ তালিকা ২০২৪
যেহেতু এ বছর কোনো নতুন কলেজে ডিগ্রি প্রাইভেট কোর্স চালু করেনি, তাই আগের বছরের তালিকাই দেয়া হয়েছে।
ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তির শর্তাবলি
ডিগ্রি (পাস) প্রাইভেট কোর্সের বিষয়সমূহঃ বাংলা (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, দর্শন, ইসলমি শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পালি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং উল্লিখিত বিষয়সমূহ সংশ্লিষ্ট কলেজে অধিভুক্ত বিষয় হিসাবে থাকতে হবে।
প্রাইভেট রেজিস্ট্রেশনের আবেদন পত্রে প্রার্থীগণ কোর্সওয়ারী যে সকল বিষয় নির্বাচন করবে কেবলমাত্র সে সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, নতুবা কোনক্রমেই বিষয় পরিবর্তন করা যাবে না। কোন কোর্স / বিষয় সংশ্লিষ্ট কলেজে অধিভুক্তি না থাকলে, সে বিষয়ে রেজিষ্ট্রেশন করা যাবে না।
একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও ডিগ্রি (পাস) নিয়মিত বা প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ডিগ্রি সার্টিফিকেট কোর্স ভর্তি ২০২৪ যোগ্যতা
বাংলাদেশে স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি (পাস) / স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা যে সকল বিষয় নিয়ে ডিগ্রী (পাস) / স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতকার্য হয়েছে সে সব বিষয় ছাড়া নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে নিয়ে ডিগ্রী (পাস) সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড হতে ফাজিল বা কামিল পরীক্ষায় উত্তীর্ণ কোন প্রার্থী সার্টিফিকেট কোর্স পরীক্ষার ডিগ্রি (পাস) প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে না।
সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রার্থীরা ২০২৩ সালের স্নাতক (পাস) প্রাইভেট পরীক্ষার্থীদের সংগে একই কোর্স ও কারিকুলাম অনুযায়ী সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
বিষয় সমূহঃ বাংলা (ঐচ্ছিক), ইংরেজী (ঐচ্ছিক), আরবী, উর্দু, ফার্সী, সংস্কৃত, দর্শন, ইসলামী শিক্ষ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃত, পালি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং।
ডিগ্রি প্রাইভেটে আবেদন করার লিংক
যেসব কাগজপত্র আবেদনপত্রের সাথে জমা দিতে হবে
- প্রাইভেট কোর্সের ক্ষেত্রে মাধ্যমিক / সমমান এবং উচ্চমাধ্যমিক / সমমান পরীক্ষা পাসের সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
- সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে মাধ্যমিক / সমমান এবং উচ্চমাধ্যমিক / সমমান পরীক্ষা পাসের সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ স্নাতক (পাস) পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি (মূল সনদপত্র ও নম্বরপত্র কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন) ।
- সামরিক বাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীতে চাকুরীরত প্রার্থীদেরকে তাদের চাকুরী ২ বছর পূর্ণ হয়েছে এ মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তাদের চাকুরীতে নিয়ােগের তারিখ, পরীক্ষায় অংশগ্রহণ পর্যন্ত ঢাকুরীতে বহাল থাকার বিবরণ এবং পরীক্ষার সময় তাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছুটি মঞ্জুর করা হবে ইত্যাদি বিষয় প্রত্যয়নপত্রে উল্লেখ থাকতে হবে।
- সরকারী / আধা-সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। পরীক্ষার সময় তাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছুটি মঞ্জুর করা হবে মর্মে প্রত্যয়ন পত্রে উল্লেখ করতে হবে।
স্যার ২০১৪ সালে ডিগ্রীতে ভর্তি হয়েছিলাম. ২০১৫ সালে ১ম বর্ষ পরীক্ষা দিয়ে ১ বিষয়ে অকৃতকার্য। ২০১৬ সালে ইমপ্রুভ দিয়ে আবার অকৃতকার্য। আর পরীক্ষা দেয়া হয় নাই। ২০২২ সালে আবার ২য় বর্ষ পরীক্ষা দিয়ে সকল বিষয়ে পাশ করেছি। এখন রেজিষ্ট্রেশনের মেয়াদ শেষ। এখন উপায় কী প্লিজ জানাবেন।
রেজিস্ট্রেশনের মেয়াদ নবায়ন করতে হবে।
এখন আমার ভর্তি হতে হলে কি করনিও
ওনলাইনে আবেদন করে কলজে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে হবে।
আমি ২০১৯ সালে এইচএসসি দিয়েছি আমি কি প্রাইভেটে ভর্তি হতে পারবো
অবশ্যই পারবে
আমি ২০২৩ আলিম পরিক্ষা উত্তির্ন হয়েছি। আমি ডিগ্রি ভর্তি হতে চাই।
এখন আমার করনীয় কি একটু যদি যানাতেন।
২০২৩ সালের ডিগ্রি ভর্তি অনেক লেট আছে। আগে অনার্সের ভর্তি সম্পন্ন হবে। এরপর ডিগ্রির ভর্তি দিবে।
এখন আর কোন সুযোগ নেই ভাই ভর্তি হবার
vortir somoy na barale r suzug nei.
২০২৩ সালে যারা ভর্তি হয়েছে তাদের পরীক্ষা কত তারিখে হবে?
আগামী বছরের শুরু দিকে।
ডিগ্রি কোর্সের মোট খরচ কত?
সরকারি কলেজে সব মিলিয়ে ৩ বছরে (আনুমানিক) ১২ থেকে ১৫ হাজার টাকার মত লাগবে।
আমি ভর্তি হতে চাই কবে থেকে ভর্তি হওয়া যাবে আমাকে একটু জানালে ভালো হতো? আমার এইচ এসসি শিক্ষাবর্ষ ২০১৪/২০১৫ সালের,
আনুমানিক ২ মাস পর শুরু হবে।