উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২৪ (সময় বর্ধিত)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২৪ : আপনি যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর “স্কুল অব বিজনেস” কর্তৃক পরিচালিত ৪ বছর মেয়াদি বিবিএ (বাংলা মাধ্যম) প্রােগ্রামে ভর্তি সম্বন্ধে জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। নিম্নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ প্রােগ্রামে ভর্তির বিস্তারিত তথ্যবলি দেখুন-

Update : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিবিএ ভর্তির সময় বর্ধিত হয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২৪ (বাংলা মাধ্যম)

প্রিয় শিক্ষার্থীগণ! আপনারা এই পোষ্ট হতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ (বাংলা মাধ্যম) ভর্তির যোগ্যতা, ভর্তি পদ্ধতি, আবেদন প্রক্রিয়া, ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে এবং যেসব প্রতিষ্ঠানে বিবিএ প্রোগ্রাম চালু আছে তা সহ বিস্তারিত তথ্যবলি জানতে পারবেন। চলুন শুরু করা যাক :

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও : Bangladesh Open University Helpline

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি যোগ্যতা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ বছর মেয়াদী বিবিএ (BBA) প্রোগ্রামে ভর্তির জন্য এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় একাডেমিক রেকর্ডে নিম্নোক্ত পয়েন্ট আকারে দেয়া বিবরণ অনুযায়ী ৮ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৫ (পাঁচ) পয়েন্ট থাকতে হবে।

এরপর প্রােগ্রামে ভর্তির পূর্বে প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করে ১০ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৬ পয়েন্ট পেতে হবে। প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে একাডেমিক রেকর্ডে ন্যূনতম ৫ পয়েন্ট ও মৌখিক সাক্ষাৎকারে ন্যূনতম ৬ পয়েন্টসহ মােট ১১ পয়েন্ট অর্জন করেই বিবিএ (বাংলা মাধ্যম) প্রােগ্রামে ভর্তি হতে হবে।

  • এসএসসি অথবা সমমান পরীক্ষায় ১ম বিভাগ / সিজিপিএ = ৪ পয়েন্ট, ২য় বিভাগ / সিজিপিএ = ৩ পয়েন্ট এবং ৩য় বিভাগ / সিজিপিএ = ২ পয়েন্ট
  • এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ১ম বিভাগ / সিজিপিএ = ৪ পয়েন্ট, ২য় বিভাগ / সিজিপিএ = ৩ পয়েন্ট এবং ৩য় বিভাগ / সিজিপিএ = ২ পয়েন্ট
  • উল্লেখ্য, জিপিএ ৫ স্কেলে ৩.৫ ও তার উর্ধ্বে পেলে ১ম বিভাগ, ২.০০ থেকে ৩.৫ এর নিচে পেলে ২য় বিভাগ এবং ১.০০ থেকে ২.০০ এর নিচে পেলে ৩য় বিভাগ। এভাবে কোনো শিক্ষার্থী উভয় পরীক্ষা মিলে কমপক্ষে ৫ পয়েন্ট ও মৌখিক সাক্ষাৎকারে ন্যূনতম ৬ পয়েন্ট মিলে মােট ১১ পয়েন্ট পেলে সে আবেদন করার যোগ্যতা অর্জন করবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তির সময়সূচি ২০২৪

  • আবেদনের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২২ আগস্ট ২০২৪ পর্যন্ত (সময় বর্ধিত)
  • আবেদন ফি : অনলাইনে প্রথমিক আবেদন ফি (চার্জ সহ) ৫০৮/- টাকা।
  • চূড়ান্ত ভর্তির তারিখ  :  ০২ জুন ২০২৪ হতে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত।
  • টিউটোরিয়াল ক্লাস  : ১০/০৮/ ২০২৪
  • ওরিয়েন্টেশন ক্লাস : ০৩/০৮/ ২০২৪

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যেসব কলেজে বিবিএ পড়া যাবে ২০২৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যেসব কলেজে বিবিএ পড়া যাবে ২০২৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ আবেদন করার পদ্ধতি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ বছর মেয়াদী বিবিএ (BBA) প্রোগ্রামে ভর্তির জন্য শুধুমাত্র Online এ আবেদন করা যাবে। এই আবেদন প্রক্রিয়া ৪ টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে এবং আবেদন করার পর নির্দিষ্ট সময়ের ভর্তি ফি প্রদান করতে হবে। অনলাইনে আবেদন করুন এখান থেক

  • ১ম ধাপে General information -এ শিক্ষার্থী কোন বিষয়ে, কোন জায়গায়, কোন ্সটাডি সেন্টারে পড়বে তা বুঝে সিলেক্ট করে Next বাটনে ক্লিক করবে।
  • ২য় ধাপে Personal information -এ শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্যদি ইংরেজিতে দিতে হবে এবং শেষে ছবি ও স্বাক্ষর ইত্যাদি দিয়ে Next বাটনে ক্লিক করবে।
  • ৩য় ও ৪র্থ ধাপে শিক্ষার্থী যথাক্রমে তার academic ও job (যদি থাকে) তথ্যাদি দিবে। এরপর Finish অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে User id ও password দেওয়া হবে এবং সাথে সাথে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে।
  • এরপর আপনাকে পেমেন্ট আদায় করে Transaction number দিয়ে সাবমিট করবেন।
  • তারপর Menu তে থাকা student Services -এ গিয়ে user id ও password দিয়ে আবেদন ফরম ডাউনলোড করবেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ online ভর্তি নির্দেশনা

বিবিএ (বাংলা মাধ্যম) প্রােগ্রামে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। এক্ষেত্রে http://osaps.bou.edu.bd তে লগইন করে অর্থ প্রদানসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। টাকা জমা দেওয়া যাবে DBBL, বিকাশ- ০১৭৫৬-০৪৫১৬৬ এবং সিউর ক্যাশ- ০১৭৮৬-৫২৪৯১৭৫ নম্বরে। ভর্তি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ভর্তি ফি’সহ বিভিন্ন চার্জ সংশ্লিষ্ট শিক্ষার্থী বহন করবেন

  • ভর্তি ফি প্রদান করার পর এখানে ক্লিক করে User Id ও Password দিয়ে Login করুন। এরপর
  • Menu তে থাকা student Services -এ গিয়ে Course Enrollment -এ ক্লিক করে পরবর্তী ধাপসমূহ সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য যেমন : প্রােফাইল, একাউন্ট নম্বর, টাকার পরিমাণ ট্রানজেকশন হিস্ট্রি, পেমেন্ট ডেটসহ রেজিস্ট্রেশনকৃত কোর্সসমূহের প্রিন্ট কপি সংরক্ষণ করুন এবং সংশ্লিষ্ট আঞ্চলিক / উপ – আঞ্চলিক কেন্দ্রে জমা দিন।
  • কোন আবেদনকারীকে (Ok) ম্যাসেজ পাঠানাে হলেও সনদপত্র যাচাইয়ের পর যদি তা প্রমাণিত না হয়, সেক্ষেত্রে উক্ত আবেদনকারী ভর্তির যােগ্যতা হারাবেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি ফলাফল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩ ব্যাচের বিবিএ ভর্তি ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত ফলাফল কয়েক ধাপে বের হয় এবং তা পিডিএফ আকারে প্রকাশিত হয়। আপনারা খুভ সহজে আমাদের এই পোস্ট থেকে দেখতে পারবেন।

পিডিএফ (pdf) থেকে ফলাফল দেখতে হলে প্রথমে নিম্নোক্ত ফলাফল দেখার লিংকে ক্লিক করুন। তারপর ফাইলটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর পিসি থেকে control + f প্রেস করে আপনার নাম অথবা রোল লিখে সার্চ করুন। মুহুর্তের মধ্যে রেজাল্ট বের হয়ে আসবে। আর মোবাইল থেকে হলে উপরে থাকা three dot এ ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করে আপনার নাম অথবা রোল নাম্বার দিয়ে সার্চ করুন। বেস সাথে সাথে রেজাল্ট এসে যাবে।

১ম পর্যায়ে ২০২১ ব্যাচের বিবিএ ভর্তির ফলাফল

২য় পর্যায়ে ২০২১ ব্যাচের বিবিএ ভর্তির ফলাফল

বিবিএ প্রােগ্রামে ভর্তির সময় যা যা প্রয়ােজন

  • অনলাইনে পূরণকৃত আবেদন ফরম।
  • সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩০০*৩০০ পিক্সেল, JPG/JPEG ফরম্যাট)
  • SSC ও HSC পরীক্ষায় উত্তীর্ণের সত্যায়িত সনদপত্র
  • SSC ও HSC পরীক্ষায় উত্তীর্ণের সত্যায়িত নম্বরপত্র / মার্কশীট
  • জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের কপি।
  • চারিত্রিক সনদ পত্রের কপি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ প্রােগ্রামে ভর্তির ফির বিবরণ

  • আবেদন ফি ৫০০/- টাকা।
  • ডিজিটাল প্লাস্টিক ID Card ফি — টাকা।
  • রেজিস্ট্রেশন ফি — টাকা।
  • প্রতি কোর্স ফি — টাকা হারে ০৪টি কোর্সের জন্য — টাকা।
  • একাডেমিক ক্যালেন্ডার — টাকা।
  • পরীক্ষার ফি — টাকা।
  • এবং সিমেস্টার নম্বরপত্র ফি — টাকাসহ সর্বমােট — টাকা।

বি. দ্র. : বিজ্ঞপ্তিতে উল্লিখিত যে কোনাে তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশােধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি – বিধান সকল আবেদনকারী এবং শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২৪
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২৩
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২৩

আরও পড়ুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তি তথ্য

68 thoughts on “উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্য ২০২৪ (সময় বর্ধিত)”

  1. আমি এর আগে BBA English Medium এ ভর্তি হয়েছিলাম পরবর্তীতে আর কমপ্লিট করিনি। এখন কি আমি BBA Bangla medium এ ভর্তি হতে পারবো? (ssc-3.75 & hsc-4.30)

    1. এখন তো বাংলা মিডিয়ামে ভর্তির সময় নেই। তবে ইংলিশ মিডিয়ামে আছে। তাই ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে পারবে।

        1. বিবিএ ভর্তি কেনসেল করা লাগবে না। কারন বিবিএ তে ভর্তিই হোন নি, তাহলে কেনসেল কি করবেন? আপনি চাইলে এখনই ডিগ্রি তে ভর্তি হতে পারেন।

    2. Farhad Alom

      আমি ২০১৪ সালে ৩.২৫ পয়েন্টে এসএসসি পাশ করছি বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে। তারপর ২০২০ সালে বিএম থেকে ৪.২১ পয়েন্ট পেয়ে এইচএসসি পাশ করেছি। বিএম এ যখন আমি ভর্তি হতে যাই, তখন আমার কাছ থেকে এসএসসির মূল মার্কশিট চেয়েছিল, বাট আমি দিতে পারিনি ফটোকপি জমা দিয়েছিলাম কলেজ কতৃপক্ষ অনেকবার চেয়েছিল তবুও দিতে পারিনি শেষে পড়াশুনার আশাটাই ছেড়ে দিয়েছিলাম। ভাগ্যক্রমে বিটিইবি আমার এডমিট কার্ড দিয়েই দিয়েছিল, তখন আমি পরিক্ষা দিতে পেরেছি এবং ২০২০ সালে অটোপাশ।

      বিবিএ ভর্তি হতে গেলে মূল মার্কশীট টা দিতে পারবো না, আমাকে ভর্তি হতে দিতে বাউবি? লম্বা করার জন্য সরি। বিবিএ ইংলিশে কি রকম ভর্তি প্রশ্ন হয় যদি একটু বলতেন দয়া করে।

    3. রুহুল আমিন ভুইঁয়া রবিন

      আমি ২০১৭সালে বিবিএ তে ভর্তির পর ১ম সেমিস্টারে পরিক্ষা দেওয়ার পরে আর ক্লাস করিনাই। এখন আমি পুনরায় শুরু করতে চাই কিভাবে শুরু করব জানালে উপকৃত হবে।

      1. নতুন করে ভর্তি হতে হবে এবং আবাত ১ম সেমিস্ট্রাত থেকে শুরু করতে হবে।

      2. সাইদুল ইসলাম

        আমি বিবিএ কমপ্লিট করেছি ২০১৯ সালে। আমি কি এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব। আর কবে ভর্তি শুরু হবে একটু জানাইলে ভালো হয়।

  2. MD. Faruk Hoshen

    Sir ami toh BBA Bangla medium a application korecilam,, akhon Admission neyar somoy ace ki, BBA cancel kore BA / BSS a application kora jabe ki?

    1. হ্যা, বিবিএ ভর্তির সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে নিন।

  3. স্যার, বিবিএ (বাংলা) ভর্তি হওয়ার জন্য আবেদন কখন করতে পারব। 2021 সালে কী আর ভর্তি আবেদন করা যাবে?

  4. ২০০৮ সালে জেনারেল থেকে এইচ এস সি পাশ করেছি। এখন কি বাউবি তে আমি লেখা পড়া করার সুযোগ পাবো। যদি সুযোগ থাকে তবে সেটা কোন শ্রেণীতে। ভর্তির তারিখ ও খরচ বিস্তারিত জানিয়ে কৃতজ্ঞ করবেন।

    1. এইচএসসি পাশ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনেক প্রোগ্রামে যোগ্যতা অনুযায়ি ভর্তি হওয়া যায়। তবে গত মাসের ৩১ তারিখে ২০২১ সালের অনার্স ও ডিগ্রি এর বিভিন্ন কোর্সের ভর্তির মেয়াদ শেষ হয়েছে। তাই এ বছর আর ভর্তি হতে পারবেন না। তবে এখন শুধু বিবিএ ইংরেজি মাধ্যমে ভর্তি চলছে।

  5. Mridul Islam

    আমি বিবিএ বাংলা মিডিয়ামে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছি মানে ভর্তির টাকা ও অনলাইনে পরিশোধ করেছি। কিন্তু সব কাগজ পত্র যে আঞ্চলিক অফিসে জামা দিতে হয় তা জানতাম না, এখন কি যোগাযোগ করে জমা দেয়া যাবে বা জমা দেই নাই কোন প্রবলেম হবে?

    1. হ্যা, অবশ্যই জমা দিতে হবে এবং জমা না দিলে সমস্যা হবে। দেখেন জমা দিয়ে কি হয়।

  6. তারিফ

    আমি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ডেন্টাল করেছি যা HSC সমমানের সার্টিফিকেট। আমি কি বিবিএ কোর্সে ভর্তি হতে পারব। জানালে উপকৃত হব

  7. আমি এইছএসসি 2022 ব্যচ। মানবিক বিভাগ নিয়ে পড়ছি। আমি আপনাদের এখানে কি বিষয় নিয়ে পড়তে পারব?

    1. ভর্তি হওয়ার সময় বিষয় সেলেক্ট করে দেওয়া হয়। তাই ওয়েবসাইট থেকে ভর্তি রোল ও পিন দিয়ে দেখে নিন।

  8. 2021 ব্যাচের প্রথম সেমিষ্টারের পরীক্ষা কবে হতে পারে।

  9. Maksudur Rahman

    মানবিক বিভাগ থেকে বিবিএ ভর্তি হওয়া যাবে?

  10. আরফিম

    বিবিএ ১ম বর্ষে এর কোন সাজেশন বই নাই ভাইয়া?

  11. Md. Arab Ali

    আমি BBA Bangla version এর জন্য অনলাইনে আবেদন করেছি। কিন্তু Gread scale এ 5 এর যায়গায় 4 দিয়ে ফেলেছি। সংশোধন করার জন্য কি করতে হবে? এবং ভর্তি পরীক্ষার জন্য কি বই পড়তে হবে?
    যদি বলতেন।
    ধন্যবাদ

  12. আমি ২০১১ তে এসএসসি পাস করেছিলাম ৩.৭৫ পয়েন্ট এবং ২০১৩ সালে এইচএসসি পাস করেছিলাম ৪.৮০ পয়েন্ট নিয়ে। এরপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ ইংলিশ নিয়ে পড়েছিলাম কিন্তু সেটা কমল্পিট করতে পারিনি। আমি কি বিবিএ তে ভর্তি হতে পারব???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!