জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও বিষয়ভিত্তিক ২য় মেধা তালিকা ০৩ অক্টোবর ২০১৯ তারিখ প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS -এর মাধ্যমে একইদিন বিবকাল ৪টা থেকে এবং ওয়েবসাইট থেকে রাত ৯ টার পর হতে পাওয়া যাবে।
উল্লেখ্য যে , ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে, তাকে অবশ্যই ১০ অক্টোবর ২০১৯ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চুড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ (সম্মান) শ্রেণির ক্লাস ০১ অক্টোবর ২০১৯ তারিখ থেকে শুরু হবে। নিম্নে ২য় মেধাতালিকার ফলাফল দেখার পদ্ধতি এবং চূড়ান্ত ভর্তি পদ্ধতি দেখুন।
অনার্স ২য় মেধাতালিকার ফলাফল জানার পদ্ধতি:
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকার ফলাফল জানতে নিচের লিংকে গিয়ে রোল নম্বর ও পিন নম্বরটাইপ করে লগিন করুন। আপনি ভর্তির জন্য নির্বাচিত হলে বা আপনি ২য় মেধাতালিকায় স্থান পেলে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন।
—এখানে, রোল নম্বর হচ্ছে= ভর্তির জন্য প্রাথমিক আবেদন করার সময়, ফরমের মধ্যে যে রোল নম্বর লেখা থাকে, ঐ রোল নম্বর।
আর, পিন নম্বর= অনলাইনে আবেদন করার পর, সাথে সাথে মোবাইলের মধ্যে আসা মেসেজের মধ্যে তা পেয়ে যাবেন। ঐ পিন নম্বর।
ফলাফল দেখার লিংকঃ এই লিঙ্কে ক্লিক করুন
NU ATHN Roll No এবং সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
এখানে, NU – National University
ATHN – Admission Test Honours
Roll no – প্রাথমিক আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর।
ভর্তি রোল ও পিন নাম্বার পুনরুদ্ধার করুন এখান থেকে
- বিষয় পরিবর্তিতদের ফরম জমা দেওয়ার সময়সীমা: ০৩/১০/২০১৯ হতে ১৩/১০/২০১৯ তারিখ পর্যন্ত।
- ২য় মেধাতালিকায় স্থান প্রাপ্তদের ভর্তির সময়সীমা: ০৩/১০/২০১৯ হতে ১৩/১০/২০১৯ তারিখ পর্যন্ত।
- ভর্তি ফরম জমা দেওয়ার সময়: রেজিস্ট্রেশন ফি ৪৮৫/- টাকাসহ চড়ান্ত ভর্তি ফরমসহ অন্যান্য কাগজপত্র ০৫/১০/২০১৯ হতে ১৪/১০/২০১৯ পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
- কলেজ কর্তৃক নিশ্চয়নের তারিখ: ১৫/১০/২০১৯ হতে ৩০/০৯/২০১৯
বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন হলে করণীয়:
১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে ১৩/১০/২০১৯ তারিখের মধ্যে জমা দিতে হবে।
উল্লেখ্য যে, কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে।
বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না।
অনার্স ২য় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের করণীয়:
২য় মেধাতালিকায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হলে, তাকে ১৩/১০/২০১৯ তারিখের মধ্যে অনলাইন থেকে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। তারপর ভর্তি ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কলেজে যেতে হবে। ভর্তি হতে যা যা লাগবে তা সহ চূড়ান্ত ভর্তি হওয়ার পদ্ধতি নিম্নে দেখুন: