অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন ২০২৩ । জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ ২০২২-২০২৩ : আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির কোনো মেধাতালিকায় চান্স পান নি? যদি তাই হয় তাহলে আপনার জন্য রয়েছে রিলিজ স্লিপে আবেদন করার সূবর্ণ সুযোগ। কেননা রিলিজ স্লিপে আপনি আবার নতুন করে দেশের যেকোনো ৫টি কলেজে (আসন খালি থাকা সাপেক্ষে) আবেদন করতে পারবেন। তো কোন কোন কলেজে আবেদন করতে পারবেন বা কিভাবে রিলিজ স্লিপে আবেদন করবেন তা সহ জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে আমরা আলোচনা করবো।
অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন ২০২৩
১ম রিলিজ স্লিপে | আবেদনের সময় ২০২৩ |
---|---|
আবেদন শুরু | ১৩ জুলাই ২০২৩ হতে |
আবেদন শুরু শেষ | ২৩ জুলাই ২০২৩ পর্যন্ত |
১ম রিলিজ স্লিপের ফলাফল ও ভর্তি | সংক্রান্ত বিস্তারিত এখানে দেখুন |
আবেদন করার যোগ্যতা
- যারা ১ম মেধাতালিকা ও ২য় মেধাতালিকায় স্থান পায়নি।
- যারা ১ম ও ২য় মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি।
- যারা মেধাতালিকায় স্থান পেয়ে ভর্তি হয়ে ভর্তি বাতিল করেছে।
- তবে কলেজ কারোর প্রাথমিক আবেদন নিশ্চায়ন করা না করলে সে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
যেভাবে রিলিজ স্লিপে আবেদন করলে চান্স হবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে চান্স পাওয়ার বিষয়টা অনেক কিছুর উপর নির্ভর করে। তাই আবেদনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। রিলিজ স্লিপে আবেদন করার আগে আপনাকে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে নিম্নরুপ :
- ১) আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজে খালি আসন কত?
- ২) শহর কেন্দ্রিক কলেজে আবেদন করবেন নাকি উপশহর (উপজেলা) কেন্দ্রিক কলেজে আবেদন করবেন?
- ৩) আবার আপনার পয়েন্ট ও বয়স কত?
- ৪) আর আপনি গ্রুপ চেঞ্জ করে আবেদন করবেন কিনা?
এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আবেদন করলে রিলিজ স্লিপে চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং অন্যান্যদের তুলনায় আপনি এগিয়ে থাকবেন। এখন আপনি কিভাবে নির্ণয় করবেন কোন কলেজে আবেদন করবেন আর কোন কলেজে আবেদন করবেন না। চলুন জেনে নেই
১) আপনার পয়েন্ট যদি ৯.৫০ বা এর উপরে হয়, তাহলে আপনি শহর কেন্দ্রিক সরকারি কলেজে আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, উক্ত কলেজে কমপক্ষে ১০-১৫ সিট খালি আছে কিনা। অর্থাৎ আপনি যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ে পর্যাপ্ত সিট খালি থাকা। যদি ৫ সিটের কম খালি থাকে তাহলে আবেদন না করাই ভালো।
আর যদি বেসরকারি কলেজ হয় এবং ৫ সিটের কম খালি থাকে, তাহলে ৮.৫০ পয়েন্ট হলেও শহর কেন্দ্রিক বেসরকারি আবেদন করা যাবে। তবে ২-১ টি সিট আবেদন করা যাবে না।
আর আপনার পয়েন্ট যদি ৮.০০ বা তার উপরে হয় তাহলে উপজেলা কেন্দ্রিক সরকারি কলেজে আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রেও অবশ্যই লক্ষ্য রাখতে হবে, উক্ত কলেজে কমপক্ষে ১০-১৫ সিট খালি আছে কিনা। অর্থাৎ আপনি যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ে পর্যাপ্ত সিট খালি থাকা।
যদি ৫ সিটের কম খালি থাকে তাহলে আবেদন না করাই ভালো। আর যদি বেসরকারি কলেজ হয় এবং ৫ সিটের কম খালি থাকে, তাহলে ৭ পয়েন্ট হলেও উপজেলা কেন্দ্রিক বেসরকারি আবেদন করা যাবে।
২) এবার আসি গ্রুপ চেঞ্জ করে আবেদন করার বিষয়ে। আপনি চাইলে ২-৩ টি বিষয়ে গ্রুপ চেঞ্জ করে আবেদন করতে পারেন এবং কমপক্ষে ২ টি কলেজে গ্রুপ ঠিক রেখেই আবেদন করবেন।
মনে রাখবেন, রিলিজ স্লিপের সময় ভালো কলেজের আসন সংখ্যা কম থাকে, তাই ভালো পয়েন্ট নিয়ে গ্রুপ চেঞ্জ করে পিছিয়ে থাকার কোনো দরকার নেই। তবে একান্ত প্রয়োজন আবেদন করতে পারেন। আর পয়েন্ট কম হলে যে কলেজে আসন বেশি আছে এবং নরমাল সেই কলেজে গ্রুপ চেঞ্জ করে আবেদন করতে পারেন।
৩) আপনার যদি ইয়ার গ্যাপ না থাকে এবং পয়েন্ট ভালো হয় তাহলে অপেক্ষাকৃত ভালো মানের কলেজ ১ম চয়েজ দিতে পারেন আর অবশ্যই ৫ টি কলেজ চয়েজ দিবেন। এতে আপনার যদি ১ম চয়েজের কলেজ নাও আসে তাহলে পরের গুলোতে আসার সম্ভাবনা আছে।
৪) সবশেষে বলি সাবজেক্ট চয়েজ নিয়ে। যে কলেজে যে বিষয়ে সিট বেশি খালি থাকবে তা প্রথম চয়েজ দিবেন। তবে ভালো মানের বিষয়ে ১ম চয়েজ দিতে চাইলে অবশ্যই অবশ্যই অন্যান্য বিষয় সিলেক্ট করে দিতে হবে।
আর আপনি যদি নির্দিষ্ট কোনো ১টি বিষয়ে আবেদন করতে চান তাহলে প্রতিটা কলেজ সিলেক্ট করার পর ঐ একটা বিষয় চয়েজ দিতে হবে। তবে এতে রিস্ক একটু থাকবে।
তবে উপরে উল্লিখিত নিয়মের বাহিরে ২-১ টিতে আবেদন করলে সমস্যা নেই। কেননা ৫ টি কলেজে আবেদন করার সুযোগ ত আছেই। তাই বাকি গুলো নিয়ম মতই করবেন। তবেই ইন-শা-আল্লাহ ৯৯% চান্স হবে।
আর হ্যা, এখানে অনেক হিসাব নিকাশ আছে, যা আপনাকে নিজে নিজেই করতে হবে। তাই দয়াকরে একটু সময় নিয়ে বুঝে শুনে আবেদন করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ ২০২২-২০২৩
১) প্রাথমিক আবেদন না করে রিলিজ স্লিপে আবেদন করা যাবে?
উত্তর : দুঃখিত! না।
২) আবেদন করে ফরম জমা না দিলে রিলিজ স্লিপে আবেদন করা যাবে?
উত্তর : না, এমনকি আবেদন ফরম জমা দেওয়ার পর কলেজ নিশ্চায়ন না করলেও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
৩) পূর্বে যে কলেজে আবেদন করেছিলে সে কলেজে পুণরায় আবেদন করা যাবে?
উত্তর : হ্যা, অবশ্যই আসন খালি থাকা সাপেক্ষে পূর্বের কলেজে পূণরায় আবেদন করতে পারবে।
৪) কোন কলেজে কতটি আসন খালি আছে তা জানবো কিভাবে?
উত্তর : একবার প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করার সময় যতবার ইচ্ছা দেখতে পারবে। এর আগে দেখা সম্ভব নয়।
৫) কোন ধরণের কলেজে আবেদন করা যাবে?
উত্তর : সরকারি বা বেসরকারি যেকোনো ধরণের কলেজে আবেদন করা যাবে। এমনকি ভাগ করেও আবেদন করা যাবে।
৬) রিলিজ স্লিপে সর্বোচ্চ কয়টি কলেজে আবেদন করা যাবে?
উত্তর ; সর্বোচ্চ ৫ টি কলেজে আবেদন করা যাবে। তবে চাইলে একটি কলেজেও আবেদন করতে পারবেন। তবে এমন না করাই ভালো।
৭) রিলিজ স্লিপে কোনো কাগজপত্র জমা বা ফি দিতে হবে?
উত্তর : না, রিলিজ স্লিপে কোনো প্রকার কাগজপত্র জমা বা ফি দিতে হবে না।
৮) আবেদনে ভুল হলে কয়বার সংশোধন করা যাবে?
উত্তর : রিলিজ স্লিপের আবেদনে যেকোনো ধরণের ভুল সংশোধন শুধুমাত্র একবারই করা যাবে।
৯) খালি আসন সংখ্যা কিভাবে দেখব?
উত্তর : আবেদন করার লিংকে রোল আর পিন দিয়ে লগইন করুন। এরপর যে কলেজের সিট সংখ্যা দেখতে চান, সেই কলেজ সেলেক্ট করে Next এ ক্লিক করুন। সাথে সাথে Subject লিস্ট আসবে। আর সেখানেই প্রতিটা subject এর পাশে খালি আসন সংখ্যা উল্লেখ থাকবে।
অনার্স ১ম রিলিজ স্লিপ আবেদন নিয়ম
একজন শিক্ষার্থী নিজেই ঘরে বসে ১ম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এ জন্য তাকে যেমন কোথাও যেতে হবে না, তেমনি আবেদন করার পর কলেজে কোনো কিছু জমাও দিতে হবে না। এছাড়া প্রাথমিক আবেদনের জন্য কোনো প্রকার ফি’ দেওয়াও লাগবে না এবং সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করতে হবে। নিম্নে ১ম রিলিজ স্লিপে আবেদন করার পদ্ধতি দেওয়া হলো :
১ম রিলিজ স্লিপে প্রাথমিক আবেদন করতে হলে, প্রার্থীকে প্রথমে উপরিউকে লিংকে গিয়ে প্রাথমিক আবেদন ফরমের রোল নম্বর ও পিন নম্বর দিয়ে এন্ট্রি দিতে হবে। সঠিকভাবে রোল ও পিন নম্বর এন্ট্রি দিলে নিম্নোক্ত ছবির মত একটা পেইজ ওপেন হবে।
এখন সেখান থেকে Release Slip অপশন এ ক্লিক করুন। তারপর নিম্নোক্ত ছবির মত একটি পেইজ ওপেন হবে।
এরপর College Selection থেকে প্রথমে Division দিন (অর্থাৎ আপনি যে কলেজ চয়েজ দিতে চাচ্ছেন, সেটা যে জেলায় অবস্থিত, সেই জেলা সিলেক্ট করুন) তারপর, District select করুন।
এরপর কলেজের নাম দিন। কলেজ সিলেক্ট করার সাথে সাথে নিম্নোক্ত ভাবে ডান পাশে সাবজেক্ট লিস্ট এসে উঠবে।
এখানে লক্ষ্যনীয় যে, সাবজেক্টের সাথে সিট সংখ্যা উল্লেখ থাকবে। তাই, যদি কোনো কলেজ সিলেক্ট করার পর, উক্ত কলেজের সিট কম থাকে বা উক্ত কলেজের বিষয় আপনার পছন্দ হয় নি। তাহলে, সেটা বাদ দিয়ে অন্য কলেজে সিলেক্ট করবেন। যেটাতে সিট বেশি আছে সেটা দিতে পারেন। এভাবে আপনার ইচ্ছানুযায়ী কলেজ সিলেক্ট করতে পারবেন।
তারপর পছন্দ অনুযায়ী সাবজেক্ট আসলে সাব্জেক্টটি Select করবেন। একটি সাব্জেক্ট সিলেক্ট করলে নিম্নোক্ত ভাবে ছবি আসবে। এরপর নিচের দিকে Next অপশনে ক্লিক করবেন।
এখন পর্যন্ত আপনার একটি কলেজ চয়েজ দেওয়া হলো। এভাবে উপরিউক্ত নিয়মানুযায়ী আবার কলেজ ও সাব্জেক্ট চয়েজ দিয়ে Next এ ক্লিক করবেন।
এভাবে আপনাকে সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করতে হবে। ৫ টি কলেজ চয়েজ দেওয়া হলে নিচের দিকে থাকা Next অপশন এর পাশে Preview Application এ ক্লিক করুন। এরপর তা নিম্নোক্ত ছবির মত প্রদর্শিত হবে।
তারপর দেখে নিন, আপনি যে যে কলেজে চয়েজ দিয়েছেন তা সঠিক আছে কি না। যদি ভুল হয়, তাহলে সম্পূর্ণ আবেদনটি কেনসেল করে, আবার প্রথম থেকে রোল ও পিন দিয়ে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। আর, যদি সঠিক হয়, তাহলে নিচে থাকা submit অপশনে ক্লিক করুন। তারপর নিম্নোক্ত ছবির মত একটি পেইজ ওপেন হবে।
তারপর সেখান থেকে Download pdf অপশনে ক্লিক করুন। এরপর pdf ডাউনলোড হবে। একই সাথে আপনার রিলিজ স্লিপে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
রিলিজ স্লিপে আবেদন করার পর করণীয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপে আবেদন করার পর আবেদন ফরম টা ডাউনলোড করে নিজের কাছে রাখতে হবে। পরে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। তবে উক্ত ফরম কলেজে জমা দিতে হবে না এবং এই আবেদনের সময় কোনো ফি দেওয়াও লাগবে না। সবশেষে ১ম রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
রিলিজ স্লিপের আবেদন বাতিল করার নিয়ম
যদি কেউ রিলিজ স্লিপে আবেদন করার পর তার আবেদন সংশোধন বা কলেজ পরিবর্তন বা ছবি পরিবর্তন করতে চায় তাহলে সে শুধুমাত্র একবার এই সুযোগ পাবে। এই জন্য তাকে তার পূর্বের আবেদন বাতিল করতে হবে এবং নতুন করে আবার আবেদন করার সুযোগ পাবে।
রিলিজ স্লিপের আবেদন বাতিল করতে আবেদনকারীকে এই লিংকে (http://app1.nu.edu.bd/) ক্লিক করে Applicant’s Login এ ক্লিক করতে হবে। তারপর রোল নম্বর ও পিন দিয়ে লগ-ইন করতে হবে। এবার প্রার্থী তার আবেদনের ড্যাশবোর্ড দেখতে পারবে।
এখন ডিসপ্লে তে প্রদর্শিত Cancel 1st Release Slip এ ক্লিক করতে হবে। তারপর Click to generate OTP অপশনে ক্লিক করতে হবে। এবার তুমি আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছ, ঐটাতে একটা কোড যাবে। (অবশ্যই ঐ মোবাইল নম্বরটি আপনার কাছে অথবা চালু থাকতে হবে)
কোড পাওয়ার পর খালি বক্সে সেটা দিয়ে Validate অপশনে ক্লিক করতে হবে। এবার Cancel release slip এ ক্লিক করে নিশ্চিত আবেদন বাতিল করার জন্য পূণরায় Cancel release slip এ ক্লিক করতে হবে। বেস! এখন তুমি নতুন করে আবার আবেদন করতে পারবে।
১ম রিলিজ স্লিপের ফলাফল সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যবলি দেখুন
অনার্স ১ম রিলিজ স্লিপে আবেদন বিজ্ঞপ্তি ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রিলিজ স্লিপ বা ১ম রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি সাধারণত কোটা মেধা তালিকার ভর্তি কার্যক্রম সমাপ্তি হওয়ার পর প্রকাশিত হয়। এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি যে ২০২৩ সালের অনার্স ভর্তির ২য় মেধা তালিকার ফলাফল ০৬ জুন ২০২৩ তারিখ প্রকাশিত হয় এবং তার ভর্তি কার্যক্রম চলবে ২০ জুন পর্যন্ত। এরপর কোটা মেধা তালিকার ভর্তি কার্যক্রম চলবে, যা শেষ হতে হতে আনুমানিক ১০-১৫ দিন লেগে যাবে। তাহলে সবমিলিয়ে আনুমানিক আমরা বলতে পারি যে জুলাই মাসের মাঝ দিকে অর্থাৎ ১২-১৭ তারিখের মধ্যে অনার্স ১ম রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি প্রকাশিত হ
আমি ন্যাসনালেটির জায়গায় NID নাম্বার দিচ্ছি এবং সাবমিটও হয়ে গেছি. এখন কি করব বুঝতে পারছি না?
সমস্যা নাই।
ভাইয়া প্রথম রিলিজ স্লিপে সাবজেক্ট পছন্দ হয় নি। পরিবর্তনের সুযোগ আছে? কলেজ পছন্দ হয়েছে।
দুঃখিত! না
ভাইয়া আমার ২য় রিলিজ স্লিপেও আসেনি। এখন কি উপায়?
কিছু করার নেই। এক বছর গ্যাপ দিতে না চাইলে ডিগ্রি প্রাইভেটে আবেদন করবে নতুবা আগামী বছর অনার্সে আবেদন করবে। কারন ডিগ্রিতে আবেদন করার সময়ও শেষ।
ভাই আবার নাকি অনার্সের তৃতীয় বারের মত একটা চান্স দিবে তা কি সত্যি ভাই? একটু জানান প্লিজ
দুঃখিত! এ ব্যাপারে আমার জানা নেই।
প্রথম রিলিজ স্লিপে যদি না হয় তবে দ্বিতীয় রিলিজ স্লিপে কি কলেজ আবেদন করা যাবে?
হ্যা, যাবে।
ভাই আমি চান্স পেয়েছি কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি এখন আমি মাইগ্রেশনের জন্য আবেদন করার পরও যদি সাবজেক্ট পরিবর্তন না হয়, তখন আমি কি রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারব?
২য় মেরিটে পছন্দের সাবজেক্ট না আসলেও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তবে এ জন্য ভর্তি বাতিল করে আবেদন করতে হবে।
ভাই ,,, আমার ৭.৫ পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে কি রিলিজ স্লিপ সরকারি কলেজে অথবা, বেসরকারি কলেজে কোন টার মধ্যে আবেদন করলে চান্স পাওয়া যাবে ???
সবগুলোতেই আবেদন করবেন, যেকোন একটাতে চান্স আসবে।
ভাই আমি ১ম রিলিজ স্লীপ আবেদনে সাবজেক্ট পাইছি কিন্তু ভর্তি হবো না তবে কলেজ কনফার্ম করে পেলছি আমি কি আবার ২য় রিলিজ স্লীপে আবেদন করতে পারবো?
ভর্তির টাকা না দিলে সমস্যা নেই। ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
ami age abedon koresi 250 taka fee joma diyesi kinto collage kono kagoj joma dey ni ami ki relig slipe abedon korte parbo
দুঃখিত! না
ভাইয়া আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন আবেদন করি নাই এখন পর্যন্ত আমি এখন কি রিলিজ স্লিপ আবেদন করতে পারবো। বললে সহযোগিতা হতো অনকে?
দুঃখিত! না
যারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করেনি তারা কি ২য় রিলিজ স্লিপ এ আবেদন করতে পারবে?
পারবে
আমি প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারিনি, আমি কি ২য় রিলিজ এ আবেদন করতে পারবো?
অবশ্যই
প্রথম রিলিজ স্লিপে যদি না হয় এর পরে কি কোনো সুযোগ আছে?
হ্যা অবশ্যই
ভাই প্রথম রিলিজে যে সাবজেক্ট পাইছি ওইটা চেঞ্জ করতে চাই। কোন চেষ্টা আছে?
চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তবে ১ম রিলিজ স্লিপে ভর্তি না হয়ে ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
যারা ১ম মেধা তালিকায় আবেদন করে নাই তারা কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে?
আবার ১ম মেধা তালিকায় আবেদন করেছে কিন্তু আবেদন ফরম জমা দেয়নি তারা কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে?
আপনার উভয় প্রশ্নের উত্তর হচ্ছে না।
রিলিজ স্লিপে কতগুলো আসন সংখ্যা ফাকা আছে দেখব কিভাবে
উত্তর প্রশ্নোত্তরের ৯ এ দেখুন।
Accha 1st release slip a je sub a nam asbe ta jodi pochondo na hoy migration kora jabe?
na