জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি ২০২৩ এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও টাইটেলে “অনার্স ভর্তি ২০২৩” সাল লেখা দেখছেন কিন্ত একাডেমিক নিয়মানুযায়ী এটি ২০২২ সালের অনার্স ভর্তির পোস্ট। ২০২২-২০২৩ হচ্ছে উক্ত ভর্তির শিক্ষাবর্ষ। যাইহোক অনার্স ভর্তির সকল খুঁটিনাটি তথ্য জানতে নিচের দিকে স্ক্রল করে সব পড়ুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তির আবেদন ০৫ এপ্রিল বিকাল ০৪ টা হতে শুরু হবে এবং তা চলবে ০৮ মে রাত ১২ টা পর্যন্ত। বি.দ্র : পোস্টটি সর্বশেষ আপডেট করা হয়েছে ০৫ এপ্রিল ২০২৩ তারিখ দুপুর ১২ টা ৩০ মিনিটে।
আবেদন শুরু | ০৫ এপ্রিল ২০২৩ হতে | |
আবেদন চলবে | ০৮ মে ২০২৩ পর্যন্ত | |
আবেদন করার লিংক | http://app1.nu.edu.bd/ | |
আবেদন করার নিয়ম | এখান থেকে দেখুন | |
১ম মেধাতালিকার ফল প্রকাশ | ১৭ মে ২০২৩ |
কোন কিছু জানতে আমাদের গ্রুপে প্রশ্ন করুন National University Helpline
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পদ্ধতি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হতে হলে প্রত্যেক যোগ্য প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে সঠিকভাবে প্রাথমিক আবেদন করতে হবে। (বি.দ্র কেউ প্রাথমিক আবেদন না করলে পরে সে রিলিজ স্লিপেও আবেদন করতে পারবে না). এরপর ১ম মেধাতালিকার ফলাফল প্রকাশিত হবে। মেধা তালিকায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে নির্দিষ্ট তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে।
আরও দেখুন : অনার্সে যেভাবে আবেদন করলে চান্স পাবেন
ফরমটি প্রিন্ট করে (সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি প্রদান করে উক্ত ফরমের উপর RB number (টাকা পাঠানোর ট্রানজেকশন নম্বর) লিখে এবং সাক্ষরের জায়গায় সাক্ষর দিয়ে সংশ্লিষ্ট কলেজে উক্ত ফরম সহ প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে।
আর যারা ১ম মেধাতালিকায় চান্স না পাবে, তাদের করণীয় কি কি এবং রিলিজ স্লিপে যারা আবেদন করবে তাদের কি কি করণীয় তা সম্বন্ধ্যে বিস্তারিত তথ্যবলি আমাদের ওয়েবসাইটে পর্যায়ক্রমে বলে দেয়া আছে। আপনারা চাইলে এখান থেকে শুরু করতে পারেন!
অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩
১) বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে মানবিক শাখায় ২০১৯/২০২০ সালের SSC বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ পয়েন্ট এবং ২০২১/২০২২ সালের HSC বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.০০ পয়েন্ট সহ মোট ৬.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২৩ সালের অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
২) বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান / ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৯/২০২০ সালের SSC বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ পয়েন্ট এবং ২০২১/২০২২ সালের HSC বা সমমান পরীক্ষায় আলাদাভাবে ৪র্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.০০ পয়েন্ট সহ মোট ৭.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২৩ সালের অনার্স ১ম বর্ষে আবেদন করতে পারবে।
৩) আবেদনকারীর HSC / সমমান শ্রেণির পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যোগ্য (Eligible) বিষয় নির্ধারন করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের মধ্যে) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ন্যূনতম যোগ্যতা ২০২৩ |
|||
শাখা | SSC (2019-2020) | HSC (2021-2022) | Total GPA |
মানবিক | 3.00 | 3.00 | 6.50 |
ব্যবসায় শিক্ষা | 3.00 | 3.00 | 7.00 |
বিজ্ঞান | 3.00 | 3.00 | 7.00 |
আরও পড়ুন : উন্মুক্ত বিশ্ববিদ্যাল্লয় ডিগ্রি ভর্তি
আরও পড়ুন : উন্মুক্ত বিশ্ববিদ্যাল্লয় অনার্স ভর্তি
৪) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শুধুমাত্র ১) HSC ভোকেশনাল ২) HSC বিজনেস ম্যানেজমেন্ট ৩) ডিপ্লোমা-ইন-কমার্স কোর্স থেকে উত্তীর্ণ প্রার্থীরা ২ নং শর্ত সাপেক্ষে এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।
৫) বিদেশী সার্টিফিকেটধারী আবেদনকারীদের ক্ষেত্রেও বাংলাদেশ -এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত SSC ও HSC পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরুপণ করা হলে, তারাও ভর্তির জন্য প্রাথমিক আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে ভর্তি নির্দেশিকার সকল শর্ত পূরণ করতে হবে।
৬) আবেদনকারীকে ২০১৯/২০২০ সালের O-level পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ অন্তত ০৪ টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২১/২০২২ সালের A-level পরীক্ষায় ০১টি বিষয়ে B গ্রেডসহ অন্তত ০২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে ভর্তি নির্দেশিকার অন্যান্য সকল শর্ত পূরণ করতে হবে। এ সকল প্রার্থীদের ডীন, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করতে হবে।
আরও দেখুন : ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য বিস্তারিত দেখুন
অনার্স ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনে শিক্ষার্থী নির্বাচিত হলে, সে অনার্স ১ম বর্ষের জন্য চূড়ান্ত ভর্তির ফরম তুলতে পারবে।
ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।
একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে, সে ক্ষেত্রে সকল আবেদনকারীকে পর্যায়ক্রমে চতুর্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% এবং প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০% এর ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।
এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।
অনার্স ভর্তির আবেদন ফি ও কলেজ চয়েজ
অনার্স ১ম বর্ষে ভর্তি কার্যক্রমের আবেদন ফি ২৫০/- টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। বি.দ্র. আবেদন ফরমে কোনো ভুল থাকলে, আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। তবে ১ বারের বেশি Cancel করা যাবেনা। আর, কলেজ কর্তৃক আবেদন ফরমটি নিশ্চিত হলে, তা আর Cancel করা যাবে না। প্রার্থী/আবেদনকারী শুধুমাত্র ১টি কলেজে আবেদন করতে পারবে।
অনার্স ভর্তির প্রাথমিক আবেদন নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন পাচটি ধাপে সম্পন্ন করতে হয়ে থাকে। আবেদন করার আগে নিম্নোক্ত কাগজপত্র বা তথ্যাদি সাথে রাখুন। প্রাথমিক আবেদন করার নিয়ম এবং কলেজ নির্বাচন করার নিয়ম নিম্নের লিংক সমূহ থেকে দেখে নিন। প্রথমে আবেদন করতে যা যা লাগবে দেখুন নিম্নরুপ :
- SSC বা সমমান (দাখিল, ভোকেশনাল) পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর
- HSC বা সমমান (আলিম, ভোকেশনাল) পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর
- এক কপি রঙ্গিন ছবি (১২০ বাই ১৫০ পিক্সেল, সাইয ৫০ kb)
- একটি ইমেইল এড্রেস ও একটি মোবাইল নম্বর
আবেদন করার লিংক : http://app5.nu.edu.bd/
আরও দেখুন: অনার্স ভর্তির প্রাথমিক আবেদন নিয়ম এখানে দেখুন
এবং যেভাবে আবেদন করলে চান্স হবে
অনলাইনে আবেদন করার পর ফরমটি প্রিন্ট করতে হবে। ফরমটি প্রিন্ট করার পর আবেদনকারী ফরমটিতে সাক্ষর দিয়ে নিম্নোক্ত কাগজপত্র সহ আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে প্রদান করতে হবে। তারপর কাগজপত্র কলেজে জমা দিতে হবে। কলেজে এইসব জমা দেয়ার পর যদি আপনার (আবেদন ফরমে দেওয়া) নম্বরে “ফরম জমা হয়েছে বলে” একটি মেসেজ আসে, তখন বুঝবেন আপনার প্রাথমিক আবেদন সম্পূর্ণ হয়েছে। নতুবা অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করুন।
আবেদন ফরমের সাথে যা যা জমা দিতে হবে
আবেদনকারীকে প্রথমে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। তারপর উক্ত আবেদন ফরমের সাথে প্রার্থীর SSC ও HSC / সমমান পরিক্ষার সত্যায়িত নম্বরপত্র / মার্কশীট এর ফটোকপি এবং প্রার্থীর SSC ও HSC / সমমান পরিক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এবং আবেদন ফি বাবত ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
প্রাথমিক আবেদন করার পর করণীয়
প্রাথমিক আবেদন করার পর কিছুই করতে হবে না। তবে প্রাথমিক আবেদনের ফি জমা দেওয়ার পর কলেজ থেকে যদি প্রার্থীর মোবাইলে SMS না আসে তাহলে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন যে আপনার আবেদনের ফি কলেজে জমা হয়েছে কি না। তা দেখতে এখানে ক্লিক করুন
আবেদন ফরম জমা দেওয়ার কয়েকদিনের মধ্যে আবেদনকারী ভর্তির জন্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট কলেজ আবেদনকারীর প্রাথমিক আবেদন Online -এ নিশ্চায়ন করবে এবং সে সকল আবেদনকারীর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য যে, প্রাথমিক আবেদন নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না। কলেজে আবেদনের ফি জমা দেওয়ার পরে প্রার্থী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে, তার আবেদন কলেজ কর্তৃক নিশ্চায়ন করা হয়নি। এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে চেক করে নিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ফলাফল (১ম ও ২য় মেধাতালিকা) প্রকাশিত হয়। প্রাথমিক আবেদন শেষ হওয়ার ৩-৪ দিন পর ভর্তি রেজাল্ট প্রকাশিত হয়। তবে ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করা হয়। মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই ১ম মেরিটে ভর্তির সুযোগ পাবে। তবে কেউ ১ম মেধাতালিকায় চান্স না পেলে তার জন্য (আসন খালি থাকা সাপেক্ষে) ১ম মাইগ্রেশন ও ২য় মেধা তালিকা এবং রিলিজ স্লিপ রেজাল্ট এর সুযোগ থাকবে। মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পর যা যা করণীয় তা সহ মেধাতালিকার ফলাফল দেখুন এখানে –
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চূড়ান্ত ভর্তির নিয়ম
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের চূড়ান্ত ভর্তির জন্য প্রার্থীকে এখান থেকে (Honours Tab -এ থেকে) Honours applicant’s Login -এ ক্লিক করে (ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে) প্রার্থীর রােল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিয়ে Login করুন। এরপর Admission Information নামে একটি পেইজ তথা আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন, তা দেখতে পাবেন। এবং একইসাথে Application Form নামে একটি অপশন থাকবে, চূড়ান্ত ভর্তির জন্য সেটাতে ক্লিক করতে হবে।
তারপর, যে পেজ আসবে তাতে আপনার নাম, পিতার সহ আপনি যে বিষয়ে চান্স পেয়েছেন তা সম্বলিত একটি পেজ আসবে। সেখানে আপনাকে Nationality এর বক্সে Bangladeshi লিখবেন। তারপর, নিজ ধর্ম select করবেন। এরপর, একজন গার্জিয়ান এর নাম দিবেন। তারপর, গার্জিয়ান এর ফোন নম্বর এবং তার বার্ষিক আয় দিবেন।
এরপর নিচে একটি লেখা থাকবে যে, Do you want to change your assignment subject on based your preference list? অর্থাৎ আপনি যদি ১ম চয়েজ না পান তাহলে Yes এ ক্লিক করবেন নতুবা No তে ক্লিক করবেন। এরপর নিচের দিকে (বাম পাশে) আপনার স্বায়ী এবং (ডান পাশে) বর্তমান ঠিকানা দিবেন। তারপর সবকিছু সঠিক হলে Save Information এ ক্লিক করুন।
তারপর যে পেজ আসবে, সেখান থাকা Download অপশনে ক্লিক করে, ভর্তি ফরম ডাউনলোড করে প্রিন্ট করুন। একটি থাকবে কলেজ কপি এবং একটি থাকবে স্টুডেন্ট কপি। এরপর কলেজে উপরিউক্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ ফরমটি জমা দিবেন। তারপর কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আপনাকে নিশ্চায়ন করলে আপনার ভর্তির প্রক্রিয়া শেষ হবে।
অনার্স ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে
একেক কলেজ একেক ধরণের কাগজপত্র জমা নিচ্ছে। তবে নিম্নে দেওয়া ১ থেকে ৪ পর্যন্ত কাগজপত্র গুলো সবারই লাগবে। বাকিগুলো কলেজভেদে লাগবে। তাই আপনি যে কলেজে ভর্তি হবেন সে কলেজের ভর্তি বিজ্ঞপ্তিটি দেখবেন, তাহলে বুঝে যাবেন মোট কতটি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে।
- অনলাইনে পূরণকৃত ভর্তি ফরম – ২ কপি। (একটি কলেজ কপি এবং অন্যটি স্টুডেন্ট কপি)
- পাসপোর্ট সাইজ ছবি ৪ টি এবং পেছনে নাম লিখে দিতে হবে। (কলেজভেদে কম বেশি হতে পারে)
- SSC বা সমমান পরীক্ষার নম্বরপত্র বা মার্কশিট – মূলকপি সহ ফটোকপি ২ টি
- HSC বা সমমান পরীক্ষার নম্বরপত্র বা মার্কশিট – মূলকপি সহ ফটোকপি ২ টি
- SSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি – ২ কপি।
- HSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি – ২ কপি।
- HSC বা সমমান পরীক্ষার প্রশংসাপত্র – মূলকপি সহ ফটোকপি ২ টি
- পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০২১ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য)
- কোটার সনদপত্র। যারা মুক্তিযোদ্ধা বা পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।
অনার্স ভর্তি হতে কত ফি লাগবে
আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কোনো কলেজে ভর্তি হোন তাহলে সর্বনিম্ন ৪০০০/- টাকা এবং সর্বোচ্চ ৫০০০/- টাকা লাগবে আর যদি কোনো বেসরকারি কলেজে ভর্তি হতে চান তাহলে সর্বনিম্ন ৭০০০/- টাকা এবং সর্বোচ্চ ২০,০০০/- টাকা লাগতে পারে।
অনার্স কম্পলিট করতে যত টাকা লাগবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কলেজ সমূহ দুই ধরণের হয়ে থাকে। যথা: সরকারি ও বেসরকারি। সরকারি কলেজে পড়লে বেতন লাগে না। তাই সরকারি কলেজে অনার্স করতে টাকা কম টাকা লাগে। আর বেসরকারিতে দ্বিগুণ বা তার চেয়েও বেশি লাগে।
তবে বেসরকারিতে পড়াশুনার মান ভালো হয় এবং চাকরির বেলায়ও মান থাকবে। তবে শর্ত হচ্ছে আপনি যেখানেই পড়ুন না কেন, ভালো মানের রেজাল্ট করতে হবে। কেননা চাকরির বেলায় সার্টিফিকেট সরকারি না বেসরকারি তা দেখে না। বরং রেজাল্ট টাই দেখে।
আপনি যদি সরকারি কোনো কলেজে অনার্স পড়তে চান তাহলে ৪ বছর মিলে ভর্তি ফি সহ মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকা লাগবে। আর যদি বেসরকারিতে অনার্স করতে চান তাহলে ৪ বছর মিলে ভর্তি ফি সহ ৭৫ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা লাগবে। এছাড়া থাকা খাওয়ার খরচ আলাদা। তাই সেগুলো মিলে বেসরকারি কলেজে ২ থেকে ৩ লক্ষ টাকা লেগে যেতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩


Download Honours Admission Circular 2022-2023 from here
Download Honours Admission Guideline 2022-2023 from here
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২


আরও পড়ুন
National এ এপ্লাই করার জন্য SSC o HSC পয়েন্টের ব্যাপারে কোনো বিজ্ঞপ্তি দিলে জানাবেন প্লিজ।
আমার SSC 3.17 ও HSC 4.42.
তাই এই ব্যাপারে টেনশনে আছি।
অবশ্যই জানানো হবে।
Ssc point er bepare kono bigopti diyeche ki??
অনার্স ভর্তির নোটিশ প্রকাশিত হলে বুঝা যাবে। আগামী ৩-৪ দিনের ভিতর নোটিশ দিয়ে দিবে।
আমি প্রথম
শুধু মাত্র কি একটা কলেজেই apply করা যাবে? এটা নিয়ে খুবই টেনশন এ আছি।অনকেই বলছে যে নাকি ৫ টি কলেজ এ আবেদন করা যাবে।
না, প্রথমদিকে শুধুমাত্র একটা কলেজে আবেদন করা যাবে। তবে শেষদিকে যখন রিলিজ স্লিপ দিবে তখন ৫ টা কলেজে আবেদন করা যায়।
যে করেজ চয়েস দিবো সেই কলেজে প্রাথমিক আবেদন ফর্ম জমা দিতে হবে?
হ্যা অবশ্যই
1 ta College a ki ekbar e apply kora jay?
না। রিলিজ স্লিপেও আবার এপ্লাই করা যাবে। তবে প্রাথমিক আবেদনের সময় শুধুমাত্র একটা কলেজে এপ্লাই করা যাবে।
প্রথম আবেদনে কয়টা কলেজ দিতে পারব
একটাই। তবে বিষয় একাধিক দিতে পারবে।
Accha 1st je College dibo oi college a jodi kono sub a ashe…..
Tarpor borti conform kore onno college a 2nd bar apply kota jay na?
না
SSC 2018, HSC 2020 honours abedon kora jabe ki 2023??
দুঃখিত! না
release slip mane ki vaiya?
রিলিজ স্লিপ মানে আসন খালি থাকা সাপেক্ষে পূণরায় আবেদন করা।
আমি ভুল বসত ফিলোসোফি সাবজেক্ট ১ম চয়েজ দিয়ে দিয়েছি। এখন আমি এই সাবজেক্ট নিয়ে পরতে চাই না।এখন যদি কলেজ কর্তৃক এই সাবজেক্ট দিয়ে দে তাহলে আমি কি উক্তি সাবজেক্টে ভর্তি না হয়ে আবার অন্য কলেজে আবেদন করতে পারবো।? না কি আমার এক বছর বাদ দিতে হবে?
হ্যা, রিলিজ স্লিপে অন্য কলেজে আবেদন করতে পারবে।
ভাইয়া আমি সঠিক সময় ফ্রম উঠাইছি। কিন্তু তা কলেজে জমা দিতে পারি নাই। আমি কি সেকেন্ড টাইম ফর্ম তুলতে পারবো।
দুঃখিত! এবার আর পারবে না। এমনকি রিলিজ স্লিপেও আবেদন করতে পারবে না। কারন তোমার প্রাথমিক আবেদন সম্পন্ন হয়নি তাই।
তাহলে ভাইয়া সেকেন্ড টাইমে কারা ভর্তি হতে পারবে
সেকেন্ড টাইম মানে হল এক বছর গ্যাপ দিয়ে যারা আবেদন করে। তুমিও যদি সেকেন্ড টাইমে আবেদন করতে চাও তাহলে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও রিলিজ স্লিপে আবেদন করা যাবে তবে তুমি পারবে না। যারা প্রথমিক আবেদন করেছে শুধু তারাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
আমি ২০২৩ সালে অনার্সের প্রাথমিক অবস্থায় মেধা তালিকায় আবেদন করি নাই দ্বিতীয় মেধা তালিকায় আবেদন করতে পারবো কি। জানলে একটু বলবেন প্লিজ।
দুঃখিত! না, আপনি এবার আর পারবেন না।
১ম চয়েস কি মাইগ্রেশন করা যাবে?
na
রিলিজ স্লিপে বেসরকারি কলেজে সাবজেক্ট আসছে। এখন কি এই কলেজ থেকে কোন সরকারি কলেজে মাইগ্রেশন করা যাবে? মাইগ্রেশন করা গেলেও কত টাকা খরচ হতে পারে? দয়া করে কেউ জানাবেন প্লিজ।।
রিলিজ স্লিপে মাইগ্রেশন করা যায় না। আর পরে বেসরকারি থেকে সরকারিতে টিসিও নিতে পারবে না।
আসসালামু আলাইকুম ভাইয়া। আমার SSC 2020 (4.17) এবং HSC 2022 (4.81) আমার প্রথমে পদার্থবিজ্ঞান বিয়ষ এসেছিল কিন্তু একটা সমস্যার কারনে ভর্তি হতে পারি নি। রিলিজ স্লিপে রসায়ন আসছে কিন্তু কলেজ পছন্দ হয়নি। এখন আমি কি করব?
উল্লেখ্য: আমি প্রথম তিনটি চয়েজ জেলা পর্যায় দিছিলাম বাকি দুইটি উপজেলা পর্যায়। আমার উপজেলা পর্যায় বেসরকারী তে আসছে এখন কি করব মাথা কাজ করছে না। আবার আমি যে কলেজ পেয়েছি সেই কলেজে অনার্স বিজ্ঞান বিভাগের মাত্র একটা কোর্স আাছে রসায়ন। আগে জানতাম না। এখন কি করতে পাারি আপনাদের পরামর্শ চাচ্ছি। আমি কি আগামি বছর জন্য অপেক্ষা করব?
ওয়ালাইকুমুস সালাম। ২য় রিলিজ স্লিপ এখনও আছে। চাইলে ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পার। তবে রিলিজ স্লিপে চান্স পাওয়া সরকারিতে অনেক কঠিন। তাই সেটা মাথায় রেখে আবেদন করবা। অবশ্য ১ম রিলিজ স্লিপে যেভাবে আবেদন করছ, সেভাবে আবেদন করবা। যে বেসরকারি কলেজ তোমার পছন্দের সেগুলো ৪,৫ এ চয়েজ দিবা।
আমি এস এস সি ২০১৯ এবং এইচ এস সি ২০২১, আমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারব?
এবার অনার্সে আবেদন করতে পারতেন কিন্তু এখন সময় নাই। তবে ডিগ্রিতে আবেদন করতে পারবে।
ডিগ্রী ও অনার্সের জন্য আবেদন করেছি, অনুগ্রহ করে জানাবেন কবে ফলাফল দিবে?
ডিগ্রির ভর্তি রেজাল্ট অক্টোবরের ১ তারিখ আর অনার্সের রেজাল্ট ২১ বা ২৪ সেপ্টেম্বর দিতে পারে।