অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩ (সময় বর্ধিত)

অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩ এর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ২য় বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন।

অনার্স ২য় বর্ষের ফরমফিলাপ টাইমলাইন ২০২৩
ফরম পূরণ শুরু১৮ সেপ্টেম্বর ২০২৩ হতে
ফরম পূরণ শেষ১২ নভেম্বর ২০২৩ পর্যন্ত
ফরম জমার তারিখ১২ নভেম্বর ২০২৩ পর্যন্ত

বি.দ্র : কলেজ কর্তৃক নিশ্চায়ন আবেদনের দিন থেকেই শুরু হবে।

অনার্স ২য় বর্ষে যারা ফরম পূরণ করতে পারবে

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৯-২০২০, ২০১৮-২০১৯, ২০১৭-২০১৮, ২০১৬-১৭ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৭-২০১৮ (২য় বর্ষ Promoted), ২০১৬-২০১৭ (৩য় বর্ষ Promoted) এবং ২০১৫-২০১৬ (৪র্থ বর্ষ Promoted) শিক্ষাবর্ষের শুধুমাত্র Promoted শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্সে ২০২২ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নিম্নে ফরম ফিলাপের যোগ্যতা সহ ফরমপুরণের বিস্তারিত তথ্যবলি দেখুন :

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্র-ছাত্রী যারা ২০২০ সালের অনার্স ১ম বর্ষের নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়েছে, তারা ২০২১ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য  :

২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, 2018-2019 শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী অনার্স ১ম বর্ষে উত্তীর্ণ হয়ে ২০১৮, ২০১৯, 2020 সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশ গ্রহণ করে Not Promoted হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি, ঐ সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবে।

Not Promoted শিক্ষার্থীকে পূর্ববর্তী বছরের পাসকৃত কোর্সের পরীক্ষা দিতে হবে না। তবে যারা ২০২০ সালের অনার্স ২য় বর্ষে প্রথম বারের মত পরীক্ষায় অংশগ্রহণ করে C বা  D  গ্রেড পেয়েছে শুধুমাত্র তারাই ২০২০ সালের পরীক্ষায় উচ্চতর গ্রেডে উন্নীত করার জন্য পরীক্ষা দেয়ার সুযােগ পাবে এবং  F’ গ্রেড প্রাপ্ত সকল কোর্সে পরীক্ষা দিতে হবে।

২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে C-Promoted প্রাপ্ত পরীক্ষার্থীদের অনুপস্থিত ১টি পত্রে ২০২১ সালের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। অনথায় শর্ত সাপেক্ষে দেওয়া Promotion বাতিল হয়ে যাবে।

গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য  :

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০২০ সালের অনার্স ২য় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় বর্ষে প্রমােশন পেয়েছে, ঐ সকল শিক্ষার্থীরা শুধুমাত্র C এবং D গ্রেড প্রাপ্ত কোর্স/কোর্সসমূহে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

যে সকল শিক্ষার্থী ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় বর্ষে প্রমােশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে F গ্রেড রয়েছে তারা ২০২০ সালের পরীক্ষায় F গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে অংশগ্রহণ করতে পারবে।

সকল F গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষা দিয়ে (রেজিস্ট্রেশনের মেয়াদে) অবশ্যই ন্যূনতম “D’ গ্রেড এ উন্নীত করতে হবে। F গ্রেডকে উচ্চতর গ্রেডে উন্নীত করলে পরবর্তীতে গ্রেড উন্নয়নের কোন সুযােগ থাকবে না এবং ফলাফল যাই হােক না কেন B+ গ্রেড এর বেশি প্রাপ্য হবে না

অনুপস্থিত বা F গ্রেড প্রাপ্ত কোর্সে পরবর্তি বছর C বা D গ্রেড পেলে সে কোর্সে আর মান উন্নয়ন পরীক্ষার সুযোগ পাবে না। সকল বর্ষের পরীক্ষা শেষে CGPA নির্ধারিত হলে কোন মান উন্নয়ন বা গ্রেড উন্নয়ন পরীক্ষার সুযোগ থাকবে না।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৪র্থ বর্ষে Promoted ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩য় বর্ষে Promoted শিক্ষার্থীগণ শুধুমাত্র F গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

ব্যবহারিক ও ইনকোর্স পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোন সুযােগ নাই।

অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩ কত টাকা

  1. তত্ত্বীয় (প্রতি পূর্ণ পত্র ২৫০/-)  :   ১৭৫০/- টাকা
  2. তত্ত্বীয় (প্রতি অর্ধ পত্র)  :   ২০০/- টাকা
  3. ইনকোর্স পরীক্ষার ফি (প্রতি পরীক্ষার্থী)  :  ৩০০/- টাকা
  4. ব্যবহারিক ফি (প্রতি বিষয়ে)  :  ২৫০/- টাকা
  5. কেন্দ্র ফি (প্রতি পরীক্ষার্থী)  :  ৪৫০/- টাকা
  6. কেন্দ্র ব্যবহারিক ফি (প্রতি বিষয়ে)  :  ১৫০/- টাকা
  7. মানােন্নয়ন/গ্রেড উন্নয়ন/অনিয়মিত (পত্র প্রতি ফি)  : ৩০০/-  টাকা

এভাবে হিসেব করলে (ব্যবহারিক ও অর্ধ তত্ত্বীয় দ্বয়ের ফি ব্যতীত) আনুমানিক নিয়মিত শিক্ষার্থীদের জন্য ফি আসবে প্রায় ২,৫০০ টাকা হতে পারে। তবে কারো ব্যবহারিক পত্র থাকলে আরও বেশি লাগবে। আপনি আপনার ফরমপুরণ পরই দেখতে পারবেন আপনাকে কত টাকা ফরম ফিলাপের ফি দিতে হবে।

অনলাইনে ফরম পূরণ করার নিয়ম

অনলাইনে ফরম পূরণ করার জন্য এখানে ক্লিক করে প্রবেশ করুন। তারপর যে পেজ আসবে তাতে ২০২৩ সালের অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপের বক্সের Apply to Online Form fill-up অপশনে ক্লিক করুন।

তারপর যে পেজ আসবে, তাতে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন এবং next / submit বাটনে ক্লিক করুন।

তারপর আবেদনকারীর নাম, পিতার নাম, কলেজের নাম এবং সাবজেক্ট এর নাম সহ অনার্স ২য় বর্ষের সাবজেক্টের তালিকা আসবে। 

তো, ১) এই পেযে শুধু আপনাকে নির্দিষ্ট স্থানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং ২) আপনার অপশনাল যে বিষয় সেটা (খুভ সতর্কতার সাথে) সেলেক্ট করবেন। তাছাড়া আরকিছু করা লাগবে না। মোবাইল নম্বর ও অপশনাল বিষয় সঠিক থাকলে, submit অপশনে ক্লিক করুন।

তারপর একটি ফরম প্রদর্শিত হবে। সেটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করুন। এরপর ফরম পূরণের ফি জমা দিয়ে, RB নম্বর ফরমের উপর লিখে ফরমটিসহ নিম্নোক্ত কাগজপত্রসহ ছবি নিয়ে সংশ্লিষ্ট কলেজে নিয়ে যান এবং সেগুলো জমা দিন।

ফরম জমা দিতে যা লাগবে

  • অনলাইনে পুরণকৃত ফরম- সর্বনিম্ন ১ কপি। 
  • পাসপোর্ট সাইজ ছবি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত) সর্বনিম্ন – ১ কপি। কলেজভেদে ২-৩ কপি লাগতে পারে।
  • টাকা ১০০/-  (কলেজের উপর নির্ভরশীল

ফরম ফিলাপের সময় পরীক্ষার্থীদের জন্য করণীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে পরীক্ষার্থীগণ আবেদন ফরম সংগ্রহ করার পর নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দিবে এবং কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী ফরমে বিষয়কোড সঠিক এন্ট্রি করা হয়েছে কি না তা দেখে নিশ্চিত হয়ে স্বাক্ষর করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  থেকে আবেদন ফরম Download করার সময় ফরমের নির্দিষ্ট স্থানে সিলেবাসে উল্লিখিত বিষয়কোড (ব্যবহারিকসহ) পূরণ করতে হবে। বিষয়কোড ভুল পূরণের জন্য বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না।  

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত অনার্স বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে আবেদন ফরমপূরণ করলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে কোন প্রকার ভুল থাকলে তা প্রবেশপত্র ইস্যুর আগেই সংশােধন করে নিতে হবে। 

আবেদন ফরমে কোন প্রকার ভুল হলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফরম Cancel করে পুনরায় আবেদন ফরম Download করতে হবে। আবেদন ফরমের সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নির্ধারিত তারিখের মধ্যে স্ব স্ব কলেজের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩ বিজ্ঞপ্তি

অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩  (১)
অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩ (১)
অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩  (২)
অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩ (২)

অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২২ বিজ্ঞপ্তি

অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২২

অনার্স ২য় বর্ষের প্রমােশন

ক) গ্রেডিং পদ্ধতির সম্মান পরীক্ষায় BA, BSS, BBA এবং BSc এর ক্ষেত্রে ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমােশনের জন্য সকল কোর্সে পরীক্ষা দিয়ে অন্তত ০৩ টি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম D গ্রেড পেতে হবে।   খ) ০১ টি কোর্সে অনুপস্থিত থেকে শিক্ষার্থী অন্যান্য সকল কোর্সে পরীক্ষা দিয়ে সে সব কোর্সে ন্যূনপক্ষে D গ্রেড পেলে পরবর্তী বর্ষে প্রমােশন পাবে। পরবর্তী বছরের পরীক্ষার্থীদের সঙ্গে তাকে অনুপস্থিত বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে।  

অনার্স 2য় বর্ষের সিলেবাস : সকল বিষয়ের পরীক্ষা ০৪ বছর মেয়াদী অনার্স কোর্সের পাঠ্যসূচি ও সংশােধিত রেগুলেশন ২০১৩-২০১৪ সালের শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পরীক্ষা পরিচালনা : সংশ্লিষ্ট কলেজ কেন্দ্র ফি বাবদ আদায়কৃত ৪৫০/- টাকা হতে ১৫০/- টাকা কলেজে জমা থাকবে যা দ্বারা পরীক্ষা সংক্রান্ত ব্যয় যেমন বিশ্ববিদ্যালয়ে যাতায়াত, বিবরণী প্রিন্ট / ফটোকপি ইত্যাদি নির্বাহ করবে। অবশিষ্ট ৩০০/- টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (যে কেন্দ্রের সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে কেন্দ্রের) নিকট পরীক্ষার পূর্বেই জমা দিতে হবে । যা দ্বারা কেন্দ্রের যাবতীয় ব্যয় (বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষার উত্তরপত্র, প্রশ্নপত্র সংগ্রহ, আনুষঙ্গিক দ্রব্যাদি গ্রহণ, পরীক্ষানুষ্ঠান ও উত্তরপত্র প্রেরণ ইত্যাদি) নির্বাহ করবে।

ইনকোর্স পরীক্ষার নম্বর প্রেরণ :  শিক্ষার্থীদের ফরমপূরণের সময় software-এর মাধ্যমে 2019-2020 শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৮-২০১৯, ২০১৭-২০১৮ ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কোর্সের পেপার কোড নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরের বিপরীতে প্রাপ্ত মােট নম্বর On-Line এ প্রেরণ করতে হবে, এর এক কপি নম্বরপত্র সংশ্লিষ্ট শাখার উপ-পরীক্ষা নিখকের নিকট প্রেরণ এবং এক কপি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের অফিসে সংরক্ষণ করতে হবে।

ফলাফল : এ পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে।

আরও দেখুন

অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ

অনার্স ৩য় বর্ষের ফরম ফিলাপ

অনার্স ৪র্থ বর্ষের ফরম ফিলাপ

10 thoughts on “অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩ (সময় বর্ধিত)”

  1. মোঃ আব্দুল্ল্যাহ মিয়া

    কিছু দিন সময় বাড়ানো হোক, আমরা অর্থের অভাবে ফরম পূরণ করতে পারছি না। আপনাদের আকুল আবেদন যে কিছু দিন বাড়ায়ে দিয়ে ফরম পুরণ করার সুযোগ করে দিন।

    1. দুঃখিত! এটা সম্পূর্ণ NU কর্তৃপক্ষের ইচ্ছাধীন। আমাদের কিছু করার নেই। তবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইমেইল এড্রেসে এটা বলে ইমেইল করতে পারেন। হয়ত কাজ হবে।

  2. Farbej ahmed

    এখন ২ nd year এর registration করা যাবে কি না বা registration ছাড়া 2 nd year ও উটা যাবে কি?

    1. আসলে ১ম বর্ষে পাশ করলে অথবা ১ম বর্ষে promoted হলে ২য় বর্ষে উঠবেন কিন্তু ২য় বর্ষে এসে রেজিস্ট্রেশন বা ফরম ফিলাপ না করলে পরীক্ষা দিতে পারবেন না।

    1. কলেজে যোগাযোগ করো। রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা অথবা মেয়াদ আছে কিনা দেখো

    2. আমি অনার্স ২য় বর্ষের ফ্রম ফিলাপের ডেট মিস করেছি এখন আমার করনীয় কি?

  3. ফরম পূরণ করতে গিয়ে ভুল সাবজেক্ট সিলেক্ট করে ফেলেছি। Cancel করবো কিভাবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!