দাখিল পরীক্ষার রুটিন ২০২২ pdf download (প্রকাশিত)

দাখিল পরীক্ষার রুটিন ২০২২ | দাখিল পরীক্ষার রুটিন ২০২২ : আপনি যদি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক ২০২২ সালের দাখিল পরীক্ষার সময়সূচী দেখতে ও ডাউনলোড করতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখানে আমরা দাখিল পরীক্ষার রুটিনের পাশাপাশি দাখিল পরীক্ষা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে চেষ্টা করবো।

দাখিল পরীক্ষা কবে শুরু হবে ২০২২

২০২২ সালের দাখিল পরীক্ষার রুটিন কিছুক্ষণ পূর্বে প্রকাশিত হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী এবার শুধু নৈর্বাচনিক ৩ টি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেননা এবার কোনো আবশ্যিক ও অতিরিক্ত বিষয়ের পরীক্ষা হবে না এবং অস্টম শ্রেণির ফলাফল তথা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে উক্ত বিষয় গুলোর ফলাফল ঘোশণা করা হবে।

দাখিল পরীক্ষা শুরু১৫ সেপ্টেম্বর ২০২২
দাখিল পরীক্ষা শেষ০৩/১০/ ২০২২
পরীক্ষা আরম্ভের সময়সকাল ১১ টা
পরীক্ষা আরম্ভের সময় ২ ঘন্টা ০০ মিনিট

বি.দ্র : ২০২২ সালের স্থগিত হওয়া দাখিল পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত হয়েছে।

দাখিল পরীক্ষার রুটিন ২০২২

ইমেইজ আকারে ছবি ডাউনলোড করতে শুধুমাত্র রুটিনের উপর কিছুক্ষণ চেপে ধরুণ। তারপর save অপশনে ক্লিক করুন। আর পিডিএফ আকারে রুটিন ডাউনলোড করতে নিচের দিকে যান :

আলিম পরীক্ষার রুটিন ২০২২ pdf ডাউনলোড করুন

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ pdf ডাউনলোড করুন

দাখিল পরীক্ষার পরিবর্তিত রুটিন ২০২২
দাখিল পরীক্ষার পরিবর্তিত রুটিন ২০২২

দাখিল পরীক্ষার রুটিন ২০২২
দাখিল পরীক্ষার রুটিন ২০২২
দাখিল পরীক্ষার রুটিন ২০২২ part 2
দাখিল পরীক্ষার রুটিন ২০২২ part 2

দাখিল পরীক্ষার রুটিন 2022 pdf ডাউনলোড

২০২২ সালের দাখিল পরীক্ষার রুটিন পিডিএফ আকারে ডাউনলোড করতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। যেহেতু পিডিএফ ফাইলটির সাইয প্রায় 3.15 mb সেহেতু এটি ওপেন হতে একটু সময় নিতে পারে।

পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে

দাখিল পরীক্ষার রুটিন ২০২১

দাখিল রুটিন ২০২১
দাখিল রুটিন ২০২১

দাখিল পরীক্ষার রুটিন 2021 pdf ডাউনলোড

২০২১ সালের দাখিল পরীক্ষার রুটিন পিডিএফ আকারে ডাউনলোড করতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন। যেহেতু পিডিএফ ফাইলটির সাইয প্রায় 223 kb সেহেতু এটি ওপেন হতে একটু সময় নিতে পারে।

দাখিল পরীক্ষার বিশেষ নির্দেশাবলি ২০২১

(১) কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। (২) পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। (৩) পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট।

(৪) MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনাে বিরতি থাকবে না। সকাল ১০.০০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল ০৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী (OMR শিট বিতরণ। সকাল ১০.০০টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। সকাল ১০.১৫মি. বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শীট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।

৫) পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে। ৬) ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ সেশনের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার শিক্ষা (১৪৫) বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্তনম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা (নােট বুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৮/১১/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।

৭) পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। ৭। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতা (নােট বুক) এর নম্বরের অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮) প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ৯। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং এনালগ ঘড়ি সাথে রাখতে পারবে। প্রােগ্রামিং ক্যালকুলেটর
ব্যবহার করতে পারবে না।

১০। কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব যােগাযােগের স্বার্থে ফিচার ফোন (স্মার্ট ফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন। ১১। সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। ১২। পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

4 thoughts on “দাখিল পরীক্ষার রুটিন ২০২২ pdf download (প্রকাশিত)”

  1. Abul hossain renu

    স্যার! আসসালামু আলাইকুম। এইচএসসি মানবিক বিভাগ হতে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ, সমাজ কল্যাণ, ইসলামিক স্টাডিজ, কৃষি শিক্ষা, পৌর নীতি, অথনীতি এই বিযয়গুলো নিয়ে ভতি হওয়া যাবে কি?

    1. ওয়ালাইকুমুস সালাম। কোথায় ভর্তি হবে? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি তে নাকি অন্য কোথাও

  2. সুমাইয়া

    দাখিল ২০২২ পরিক্ষার্থীদের রুটিন কবে প্রকাশ হবে? স্কুলের রুটিন অনেক আগেই প্রকাশিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!