দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২৪ (xii class college transfer 2024) প্রতিবারের ন্যায় এবারও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির কলেজ ট্রান্সফার ২০২৪ শুরু হয়ে গেছে। তবে সব কলেজ একই সময়ে কলেজ পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করে না বরং ভিন্ন ভিন্ন সময়ে করে থাকে। চলুন নিম্নে বিস্তারিত জেনে নেই :
Latest Update
এখন পর্যন্ত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের সময় বর্ধিত করণের নোটিশ ২০২৪ প্রকাশিত হয়েছে।
আরও দেখুন : একাদশ শ্রেণির কলেজ পরিবর্তন
যেহেতু সব কলজে একই সময়ে কলেজ পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন হয় না সেহেতু আমরা একাদশ শ্রেণীর সকল কলেজ পরিবর্তনের তারিখ একত্রে গুলিয়ে ফেলি। তবে সুপ্রিয় বন্ধুরা! আপনারা এই পোষ্ট হতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলাদেশের সকল কলেজ পরিবর্তনের নিয়ম, তারিখ সহ বিস্তারিত জানতে পারবেন। আমি চেষ্টা করবো একটি পোষ্টের মাধ্যমে সব কিছু শেয়ার করার। তাহলে শুরু করা যাক :
আরও দেখুন : একাদশ শ্রেণির বিষয় ও গ্রুপ পরিবর্তন
দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ঢাকা বোর্ড ২০২৪
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার সময় ২২/০৮/২০২৪ তারিখ হতে ৩১/১০/২০২৪ তারিখ পর্যন্ত। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এবং ম্যানুয়ালি বিটিসি (BTC) এর জন্য আবেদন করতে পারবে।
ঢাকা বোর্ড টিসি (e-TC) আবেদন করুন : এখান থেকে
ঢাকা বোর্ড ম্যানুয়ালী BTC আবেদন পদ্ধতি : BTC অনলাইনে সম্পন্ন করা হবে না। ম্যানুয়াল পদ্ধতিতে এটির কার্যক্রম সম্পন্ন হবে।
উল্লেখ্য উক্ত বোর্ডের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার সময় ছিল ১৫-১২-২০২৩ তারিখ হতে ৩০-০৪-২০২৩ তারিখ পর্যন্ত। কেননা ৪ বার আবেদনের সময় দিয়েছিল ঢাকা বোর্ড।
দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন রাজশাহী বোর্ড ২০২৩
রাজশাহী বোর্ডের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের গ্রুপ, বিষয় পরিবর্তন, শিফট, ভার্সন ও ছবি পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার সময় ১২/১১/২০২৩ তারিখ হতে ২৭/১১/২০২৩ তারিখ পর্যন্ত।
রাজশাহী বোর্ডের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করা্র সময় ০১-১০-২০২৩ তারিখ হতে ৩১-১০-২০২৩ তারিখ পর্যন্ত।
উল্লেখ্য উক্ত বোর্ডের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার সময় ছিল ০৯-০৫-২০২৩ তারিখ হতে ১৩-০৫-২০২৩ তারিখ পর্যন্ত।
দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন চট্টগ্রাম বোর্ড ২০২৩
চট্টগ্রাম বোর্ডের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের আবেদন করা্র সময় ০৮/১১/২০২৩ তারিখ হতে ৩১/১২/২০২৩ তারিখ পর্যন্ত।
উল্লেখ্য উক্ত বোর্ডের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার সময় ছিল ৩১-০১-২০২৩ তারিখ পর্যন্ত।
দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২৩ কুমিল্লা বোর্ড
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করা্র সময় ১৩/১১/২০২২ তারিখ হতে ১৫/১২/২০২২ তারিখ পর্যন্ত।
দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন দিনাজপুর বোর্ড ২০২৩
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করা্র সময় ০১/০১/২০২৩ তারিখ হতে ১৫/০২/২০২৩ তারিখ পর্যন্ত। দিনাজপুর বোর্ডের কলেজ ট্রান্সফার বিজ্ঞপ্তি নিচে দেখুন। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এর জন্য আবেদন করতে পারবে।
দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন যশোর বোর্ড ২০২৩
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ছাড়পত্রের (TC) মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এবং আন্তঃবোর্ড ছাড়পত্রের (BTC) মাধ্যমে ভর্তির অনুমতির জন্য ০১-১০-২০২৩ খ্রি. তারিখ থেকে ৩০-১১-২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে (আবেদন ফরম এ বোর্ডের ওয়েবসাইটের ‘ডাউনলোড’ মেনুতে পাওয়া যাবে)।
শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা, নির্ধারিত জিপিএ থাকা এবং উভয় প্রতিষ্ঠান প্রধানের সম্মতি সাপেক্ষে বর্তমান কলেজ কর্তৃক বোর্ডের ওয়েবসাইটের (www.jessoreboard.gov.bd) ইনস্টিটিউট প্যানেলে (Institute Panel) আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদন দাখিলের পর সোনালী সেবার পেমেন্ট গেটওযের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২৩ ময়মনসিংহ বোর্ড
ময়মনসিংহ বোর্ডের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের গ্রুপ, বিষয় পরিবর্তন, শিফট, ভার্সন ও ছবি পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার সময় ০৮/১১/২০২৩ তারিখ হতে ১৬/১১/২০২৩ তারিখ পর্যন্ত।
আবার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ ও বিভাগ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার সময় ১৯/১১/২০২৩ তারিখ হতে ২৩/১১/২০২৩ তারিখ পর্যন্ত।
উল্লেখ্য, উক্ত বোর্ডের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ, বিষয়, গ্রুপ (আসন শূন্য থাকা সাপেক্ষে), শিফট, ভার্সন, ভর্তি বাতির ও ছবি পরিবর্তন আবেদন করার সময় ০৬/১২/২০২২ তারিখ হতে ১৫/১২/২০২২ তারিখ পর্যন্ত।
টিসি আবেদন অনলাইনে করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন। অনলাইনে টিসি আবেদন পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন। শিফট, ভার্সন, ছবি পরিবর্তনের জন্য কোন ফি লাগবে না। বাের্ডের ওয়েবসাইট হতে সংগৃহিত ভর্তি বাতিল ফরম পূরণ করে জমা দিতে হবে। বাের্ডের নির্ধারিত ফি : প্রতি বিষয় পরিবর্তন ৫০০/- টাকা, গ্রুপ পরিবর্তন ১০০০/- টাকা, ভর্তি বাতিল ৮০০/- টাকা এবং টিসি ৮০০/- টাকা।
শিক্ষার্থীগণ স্ব স্ব কলেজে তার চাহিদা মােতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বাের্ডের সাথে যােগাযােগ করে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বাের্ডের প্রয়ােজনীয় ফি শিক্ষার্থীদের নিকট থেকে গ্রহণ করে সােনালী সেবার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ময়মনসিংহে জমা দিবে। অতঃপর বাের্ডের অনুমােদন সাপেক্ষে সংশােধনী কার্যকর হবে এবং সংশােধিত তথ্যাবলি কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পাবেন।
দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন সিলেট বোর্ড ২০২৩
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার সময় ১৫/০২/২০২৩ তারিখ হতে ২২/০২/২০২৩ তারিখ পর্যন্ত। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এর জন্য আবেদন করতে পারবে। সিলেট শিক্ষা বাের্ডে টিসির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন।
দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন বরিশাল বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি এখনও জানা যায় নি। আবেদন করা্র সময় –/–/২০২০ তারিখ হতে –/–/২০২০ তারিখ পর্যন্ত। দিনাজপুর বোর্ডের কলেজ ট্রান্সফার বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে. উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এর জন্য আবেদন করতে পারবে।
দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন মাদরাসা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদরাসা কর্তৃক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি এখনও জানা যায় নি। আবেদন করা্র সময় –/–/২০২০ তারিখ হতে –/–/২০২০ তারিখ পর্যন্ত। দিনাজপুর বোর্ডের কলেজ ট্রান্সফার বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে. উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এর জন্য আবেদন করতে পারবে।
উল্লেখ্য যে, কোনো বোর্ডের ২০২৩ সালের দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বা জানা গেলে পোষ্টটি আপডেট করে দেওয়া হবে। সুতরাং এডু মাসাইল (edu masail) এর সাথে থাকুন।
আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন : HSC Helpline
প্লিজ দয়া করে আমাকে জানাবেন। আমি যদি ট্রান্সফার আবেদন কনর্ফাম করে পেলি তারপর যদি টিসি না নিয়ে অন্য কলেজে ভর্তি না হয়ে আগের কলেজেই থেকে যাতে চাই তাহলে কোন সমস্যা হবে? প্লিজ জানাবেন আমাকে
ফি না দিলে কোনো সমস্যা হবে না। আর ফি দিয়ে দিলে কলেজে যোগাযোগ করুন।
আমি কলেজ পরিবর্তন করতে চাচ্ছি। ট্রান্সফার এর সময় চলে গেছে একবার। আর কি সুযোগ আছে সিলেট বোর্ড ২৪ ব্যাচ এইচএসসি।
অগ্রিম ধন্যবাদ
না, দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তনের সময় আর বাড়াবে বলে মনে হয় না।
2022 সালের দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তন দিনাজপুর বোর্ড এ কবে চালু হবে??
ঢাকা বোর্ড এর নোটিস দিয়ে দিনাজপুর বোর্ড এ কলেজ পরিবর্তন করা যাবে??
না, নিজ বোর্ডের নোটিশ দিলে আবেদন করতে পারবে।
দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তন দিনাজপুর বোর্ড কবে চালু হবে 2022
রেজিস্ট্রেশন শেষ হোক, আশাকরি এর পর পরই দিয়ে দিবে।
আমি জানতে চাচ্ছি যে, আমাদের তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ ,এখন সেকেন্ড ইয়ারে ভর্তি হতে যদি আমি অন্য কলেজে ভর্তি হতে চাই,, তাহলে কি ভর্তি হতে পারবো?
আর যদি আমি ভর্তি হতে পারি তাহলে কি আমার ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলো ছিল এগুলো থাকবে নাকি সাবজেক্টগুলো আবার চেঞ্জ করার সুযোগ পাবো,,,? Please answer
সরাসরি অন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ নাই। তবে ট্রান্সফার করে যেতে পারবে। তবে যে কলেজে ট্রান্সফার হবে সেই কলেজে একই বিষয় বা গ্রুপ থাকতে হবে।
কুমিল্লা বোর্ডের সময় কি আর দিবে?? প্লিজ একটু জানাবেন।
দুঃখিত! জানা নেই। তবে নিজ কলেজে জানিয়ে রাখুন। হয়ত বাড়াতে পারে।
Rajsahi borde kobe notice dibe?
আমার জানা খুবই দরকার, যে আমি 1st year এর এক্সম দিছি এখন আমি অন্য কলেজে ভর্তি হতে চাচ্ছি,তা 2nd year এ,
২০২৩ সালের অনলাইন ভর্তি কিভাবে করতে হবে,কেও যদি জানাতেন খুবই উপকার হতো
১ম বর্ষের মত, এভাবে ভর্তি হওয়ার সুযোগ নেই। তবে কলেজ ট্রান্সফার করে অন্য কলেজে যেতে পারবে। একেক কলেজ একেক সময় ট্রান্সফারের সময় দেয়
আমি 2য় বষের, এখন অন্য কলেজে যেতে চাই
আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দেন
ঢাকা বোর্ডে 2023 hsc কলেজ ট্রান্সফার কখন শুরু হবে। একটু জানালে ভালো হত।
ভর্তি শেষ হওয়ার ২ মাস পর
২০২১-২০২২শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন রাজশাহী বোর্ডের কবে নোটিশ দিবে? জানা খুব জরুরী ভাইয়া
জানি না। তবে বোর্ডে দেখলাম কলেজ বদলির অনুমতির নোটিশ দিছে কিন্তু বিজ্ঞপ্তি দেয় নাই। তাই নিজ করেজে যোগাযোগ কর।
Rajshahi board a Kobe suru hobe?
এদের কোনো নোটিশ পাওয়া যায় না। নিজেই কনফিউজড
Sneha Ghosh
Ami 1year exam diyeche Ami 2nd year college change korte chai amake please bolun college change kora jabe ki na 2nd year
আচ্ছা রাজশাহী বোর্ডে কী দ্বাদশ শ্রেণীর টিসির নোটিশ দিছে কি ২০২১-২০২২ শিক্ষাবর্ষের
আমি ২য় বর্ষে ট্রান্সফার হতে চাচ্ছি। এখন যদি আমি যে কলেজ থেকে ১ম বর্ষের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম সেই কলেজে আর ২য় বর্ষে ভর্তি না হই তাহলে ট্রান্সফার হতে পারব কিনা?
কাইন্ডলি জানাবেন.
না ভর্তি হতে হবে।
দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তন করার কবে সময় দিবে বলতে পারেন? ২০২৪ সালে পরীক্ষার্থী