মাস্টার্স প্রফেশনাল (শেষ পর্ব) ভর্তি ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স শেষ পর্ব প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান, ২০২২ শিক্ষাবর্ষ অনুযায়ী বিএড/বিপিএড বিএমএড/বিএসএড/এমএড/এমএসএড/এমপিএড/এলএলবি ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে ২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তির বিভিন্ন কোর্সসমূহে আবেদন করার যোগ্যতা, প্রাথমিক আবেদন করার পদ্ধতিসহ মাস্টার্স প্রফেশনাল ভর্তি ২০২২ সংক্রান্ত বিস্তারিত তথ্যবলী দেখুন—

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে আবেদন ফি বাবদ ৩০০/- টাকাসহ আবেদন ফরমে উল্লিখিত কলেজে ০৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব প্রফেশনাল প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০১ জানুয়ারি ২০২২ তারিখ থেকে শুরু হবে।

মাস্টার্স প্রফেশনাল ভর্তির কোর্সসমূহ ২০২২

  • ব্যাচেলর অব এডুকেশন [বিএড] 
  • ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন [বিএমএড]
  • ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন [বিএসএড]
  • ব্যাচেলর ফিজিক্যাল এডুকেশন [বিপিএড]
  • মাস্টার অব এডুকেশন [ এমএড ]
  • মাস্টার অব স্পেশাল এডুকেশন [ এমএসএড ]
  • মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন [এমপিএড]
  • ব্যাচেলর অব ল’স [এলএলবি] শেষ পর্ব ভর্তি 
 
 

মাস্টার্স প্রফেশনাল ভর্তির বিভিন্ন কোর্সে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী :

 
  • ক) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণকে বিএড কোর্সে ভর্তির যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণকে বিএড কোর্সে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন না করে, সরাসরি প্রার্থিত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে (অর্থাৎ যে কলেজে ডেপুটেশন দেয়া হয়েছে) ০৩ থেকে ১৭ নভেম্বর, ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
  • এ ধরণের আবেদনকারীকে কলেজ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে শিক্ষাগত যােগ্যতার সকল নম্বরপত্র ও সনদপত্র, ডেপুটেশন প্রাপ্তির অফিস আদেশ, শিক্ষকতার প্রত্যয়ন পত্রের (প্রযােজ্য ক্ষেত্রে) মূলকপি, দুই কপি পাসপাের্ট সাইজের সম্প্রতি তােলা ছবি ও আবেদন ফি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
  • এ ক্ষেত্রে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এ সকল আবেদন পত্র যাচাই-বাছাই করে আবেদনকারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা ও প্রয়ােজনীয় তথ্য ১৯ নভেম্বর ২০১৪ তারিখের মধ্যে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর প্রেরণ করবেন।
  • খ) ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ব্যতীত অন্যান্যদের বিএড কোর্সে আবেদনের যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয় (ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদী স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) অথবা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে।
  • গ) বিপিএড/বিএমএড/বিএসএড কোর্সে আবেদনের যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদী স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) অথবা ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে।
  • বিপিএড কোর্সে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৫ বছরের অধিক হবে না (৩১/১২/২০১৯ তারিখ পর্যন্ত) তবে শিক্ষকগণের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযােগ্য। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ও কোর্সভিত্তিক যােগ্যতার বিষয়টি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ যাচাই করবেন।
  • ঘ) ২০২০ শিক্ষাবর্ষে এমএড কোর্সে ভর্তি যােগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড/বিএমএড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ২.২৫ পেতে হবে।
  • ঙ) ২০২০ শিক্ষাবর্ষে এমএসএড কোর্সে ভর্তি যােগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএড/বিএড/বিএমএড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ ২.২৫ পেতে হবে।
  • চ) ২০২০ শিক্ষাবর্ষে এমপিএড কোর্সে ভর্তি যােগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ ২.২৫ পেতে হবে।
  • ছ) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্বে ভর্তি যােগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সাল থেকে  ২০১৮ সাল পর্যন্ত এলএলবি ১ম পর্ব পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪০% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ ২.০০ পেতে হবে।
  • জ) প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর কোন তথ্য/ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
  • ঝ) জাতীয় বিশ্ববিদ্যালয়/অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রােগ্রামের কোন কোর্সে ভর্তি হতে পারবে না । তবে পূর্বের ভর্তি বাতিলপূর্বক ২০২২ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি হতে পারবে।
  • উল্লেখ্য যে, ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ব্যতীত অন্যান্য আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে নির্ধারিত সময়ে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
 
মাস্টার্স শেষ পর্ব প্রফেশনাল ভর্তির গুরুত্বপূর্ণ তারিখসমূহ ২০২২

 

  • প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় :  ২০/০১/২০২২ হতে ০৮/০২/২০২২ তারিখ পর্যন্ত। 
  • প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করে আবেদন ফি বাবদ ৩০০/- টাকাসহ প্রয়ােজনীয় কাগজপত্র জমা দেয়ার তারিখ : ০৯/০২/২০২২ তারিখ পর্যন্ত। 
  • কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ : ১০/০২/২০২২ তারিখ পর্যন্ত। 
 

বি. দ্র: কলেজ কর্তৃপক্ষকে Login এর মাধ্যমে Application Payment Info (Masters Prof.) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলােড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোন সােনালী সেবা প্রদানকারী নিকটস্থ সােনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

 
মাস্টার্স শেষ পর্ব প্রফেশনাল ভর্তির জন্য প্রাথমিক আবেদন করার পদ্ধতি
 
  • ক) আবেদনকারীকে এখান থেকে  Master’s Tab -এ গিয়ে Apply Now (Masters Prof.) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে আবেদনকারীর স্নাতক (সম্মান)/ স্নাতক (পাস)/বিপিএড/বিএ/বিএড (সম্মান)/বিএসএড/বিএমএড/এলএলবি পার্ট -১  পরীক্ষার রােল নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, ব্যক্তিগত মােবাইল নম্বর ও ই-মেইল। নম্বর সঠিকভাৰে এন্ট্রি দিতে হবে। 
  • খ) Blank Data Entry Form ( Masters Prof . ) এর মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণের ক্ষেত্রে আবেদনকারীকে সতর্কতার সংগে নিজের নাম, পিতা/মাতার নাম, শিক্ষাগত যােগ্যতার সকল তথ্য (রােল, রেজিঃ, পাসের সন, রেজাল্ট ইত্যাদি) নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে! প্রার্থীর স্নাতক পর্যায়ে অর্জিত সনদ ও মার্কশীটের সত্যায়িত কপি স্ক্যান করে আপলােড করতে হবে।
  • গ) জাতীয় বিশ্ববিদ্যালয়/অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রােগ্রামের কোন কোর্সে ভর্তি হতে পারবে না। তবে পূর্বের ভর্তি বাতিলপূর্বক ২০২২ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি হতে পারবে। এ লক্ষ্যে “জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবাে” -মর্মে আবেদনকারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা অনলাইন আবেদনে স্ক্যান করে আপলােড করতে হবে। এ শর্ত ভঙ্গ করে কোন শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
  • ঘ) এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তিযােগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স প্রফেশনাল কোর্সের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সংগে তার প্রার্থিত কোর্সের পছন্দ নির্ধারণ করতে হবে।
  • ঙ) মুক্তিযােদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পােষ্য (Ward) কোটায় ভর্তি হতে ইচ্চুক প্রার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযােজ্য কোটা Select করতে হবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজন আবেদনকারী এক বা একাধিক কোটায় যােগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে।
  • চ) ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপাের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ হবে ১২০*১৫০ pixels, Image, Type: jpg এবং maximum file size: 50Kb .
  • ছ) সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রােল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলােড করে [A4] অফসেট সাদা কাগজে প্রিন্ট (Print) নিতে হবে। আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলােড করা হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফরমের সাথে যা যা জমা দিতে হবে

  • প্রাথমিক আবেদন ফরমের সংগে আবেদনকারীর স্নাতক পর্যায়ের শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত নম্বরপত্র।
  • স্নাতক পর্যায়ের রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি।
  • দ্বৈত ভর্তির অঙ্গিকারনামার পত্র।
  •  প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- টাকা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

মাস্টার্স প্রফেশনাল ভর্তির প্রাথমিক আবেদন সংশোধন বা বাতিল করার পদ্ধতি 

  • প্রাথমিক আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant Login (Masters Prof.) অপশনে গিয়ে আবেদন ফরমে উল্লিখিত রােল নম্বর ও পিন কোড এন্ট্রি দিতে হবে। 
  • এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo change Option এ গিয়ে Click to Generate the OTP লিংক ক্লিক করতে হবে। 
  • এ সময়ে আবেদনকারী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে One TImo Password (OTP) পাবে। 
  • এই OTP এন্ট্রি দিয়ে আবেদনকারী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও সঠিক ছবি আপলােড করতে পারবে। 

মাস্টার্স প্রফেশনাল ভর্তির মেধা তালিকা যেভাবে নির্ণয় করা হয়

  • ক) সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণকে বিএড কোর্সে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। পরবর্তীতে এ সকল কলেজে শূন্য আসন সাপেক্ষে অন্যান্য আবেদনকারীদের (অর্থাৎ যারা Blank Data Entry Form -এর মাধ্যমে আবেদন করেছে) বিএড কোর্সে মেধা তালিকা প্রণয়ন করে কোর্স বরাদ্দ দেয়া হবে। 
  • খ) মাস্টার্স (প্রফেশনাল) কোর্সসমূহে ভর্তির জন্য আবেদনকারী প্রার্থীদের স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/বিএড/বিএড (সম্মান)/বিএমএড/বিএসএড/বিপিএড/এলএলবি পার্ট -১ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতকরা হার অনুযায়ী মেধাক্রম নির্ধারণ করে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা তৈরী করা হবে। যদি দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম একই হয়, তাহলে তাদের মধ্যে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধামে প্রণয়ন করা হবে। 
  • গ) এ ভর্তি কার্যক্রমের ফলাফল পর্যায়ক্রমে মেধা তালিকা, কোটা ও রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে। 

মাস্টার্স প্রফেশনাল ভর্তির কোর্সওয়ারী ফলাফল যেভাবে দেখতে পারবেন

  • সংশ্লিষ্ট কলেজ User ID, Password ও OTP ব্যবহার করে ভর্তির কোর্সওয়ারী ফলাফল দেখতে পারবে। আবেদনকারী ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Login করে ফলাফল জানতে পারবেন।
  • অথবা SMS (nu<space>atpm<space>roll no টাইপ করে 16222 নাম্বারে send করতে হবে) এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
  • অথবা সংশ্লিষ্ট কলেজ থেকে ফলাফল জানতে পারবেন।
 
 
মাস্টার্স শেষ পর্ব প্রফেশনাল কোর্সে ভর্তি তথ্য বিজ্ঞপ্তি ২০২২
মাস্টার্স প্রফেশনাল শেষপর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ part-1
মাস্টার্স প্রফেশনাল শেষপর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ part - 2
মাস্টার্স প্রফেশনাল শেষপর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ part - 3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!