(১ম ও ২য় পর্ব) কামিল ফরম ফিলাপ ২০২৪ (বিজ্ঞপ্তি প্রকাশ)

কামিল ফরম ফিলাপ ২০২৪ : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের কামিল ১ম পর্ব ও ২য় পর্ব পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় বর্ষের ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হলো:

কামিল ফরমপূরণ সময় ২০২৪
ফরম পূরণ শুরু০৩ মার্চ ২০২৪
ফরম পুরন শেষ১৮ মার্চ ২০২৪

কামিল ফরম ফিলাপ ২০২৪ বিজ্ঞপ্তি

কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি :

কামিল ১ম পর্ব পরীক্ষার ফরম পুরণের ফি (কেন্দ্র ফি ৪৫০/- টাকা সহ) সর্বমোট ফি ১৭৭৫/- টাকা এবং বিলম্ব ফি সহ ২০৭৫/- টাকা। আর রিটেইক/মান্নোয়ন এর জন্য (প্রতি পত্র) ৪০০/- টাকা।

আর কামিল ২য় পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি (কেন্দ্র ফি ৪৫০/- টাকা সহ) সর্বমোট ফি ২২২৫/- টাকা এবং বিলম্ব ফি সহ ২৩২৫/- টাকা। আর, রিটেইক/মান্নোয়ন এর জন্য (প্রতি পত্র) ৪০০/- টাকা।

কামিল ফরম ফিলাপ করার যোগ্যতা

নিম্নে ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষার নিয়মিত, অমিয়মিত, মানউন্নয়ন, রিটেক ও প্রাইভেট পরীক্ষার্থীদের যোগ্যতা দেয়া হলো :

নিয়মিত : ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কামিল ১ম পর্ব, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কামিল ২য় পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীরা ২০২০ (২০২২) সালের কামিল ১ম ও ২য় পর্ব ফাইনাল পরীক্ষার ফরম পূরণ করতে পারবে।

অনিয়মিত : যেসকল শিক্ষার্থী ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কামিল ১ম পর্ব শ্রেণিতে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে কিন্তু ২০১৮ বা ২০১৯ সালের কামিল ১ম পর্ব পরীক্ষায় অংশগ্রহন করেনি অথবা উত্তীর্ণ হয়নি, তারা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কামিল ১ম পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

আর, যেসকল শিক্ষার্থী ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কামিল ১ম পর্ব শ্রেণিতে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে২০১৭ সালেরকামিল ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ হইয়েছে, কিন্তু২০১৮ সালের কামিল ২য় পর্ব পরীক্ষায় অংশগ্রহন করেনি, তারা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কামিল ২য় পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

যে সকল শিক্ষার্থী কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষা -২০১৮ এ সকল বিষয়ে অংশগ্রহণ করে কোন ০১ টি বিষয়ে অকৃতকার্য হয়ে থাকলে, তারা পরবর্তী বছর (Immediate Year) হিসেবে ২০১৯ সালের ১ম ও ২য় পর্ব পরীক্ষয় শুধুমাত্র সেই অকৃতকার্য/অনুপ্তীর্ণ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে এ সুযােগ পরীক্ষার্থী শুধুমাত্র একরাই পাবে।

মানউন্নয়ন : যে সকল পরীক্ষার্থী কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষায় গ্রেড পয়েন্ট ৫.০০ এর কম পেয়েছে, তারা গ্রেড উন্নয়ন করতে চাইলে ২০১৯ সালের ১ম ও ২য় পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করে মান উন্নয়নের সুযােগ পাবে। এই সুযােগ পরীক্ষার্থী শুধুমাত্র একবারই পাবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থী অবশ্যই উক্ত বর্ষের পরীক্ষার Online এ (eFF মেনুতে  Improvement / মানউন্নয়ন ফরম পূরণ করতে হবে।

অনিয়মিত (Retake) ও গ্রেড উন্নয়ন (Improvement) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতি বিষয় ৪০০ টাকা ফি ব্যাংকে জমাদান সাপেক্ষে সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর আবেদন করতে হবে।

রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশাবলী

রেজিস্ট্রেশন নম্বর ব্যতীত ফরম পূরণের আবেদন ফরম কোনরূপ যােগাযােগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ সকল পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের নম্বর ও বিষয় কোড সম্পর্কে নিশ্চিত হয়ে পরীক্ষার ফরম পূরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

পরীক্ষায় অংশগ্রহণের সিলেবাস

পরীক্ষার্থীকে সর্বশেষ প্রচলিত কামিল ( স্নাতকোত্তর ) ১ম ও ২য় পর্বের জন্য প্রণীত পাঠক্রম-পাঠ্যসূচী অনুযায়ী পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।

যেভাবে অনলাইনে কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষার ফরম ফিলাপ করবেন

ফরম পূরণের জন্য এখানে প্রবেশ করুন এবং eFF -এর Login Password -এর ক্ষেত্রে eSIF এর Login Password ব্যবহার করতে হবে। প্রদর্শিত সম্ভাব্য তালিকায় টিক চিহ্ন দিয়ে শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী ব্যাংকের নিজস্ব জমা রশিদের মাধ্যমে সমপরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হবে এবং উক্ত মূল রশিদটি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষ নিয়ন্ত্রক দফতরে জমা দিতে হবে।

কোন অবস্থাতে ১৮ /০২/ ২০২২ খ্রি . এর পরে অনলাইনে eFF করা যাবে না। আর অসম্পূর্ণ আবেদন কোনরুপ যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে এবং এর দায়িত্ব সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষকে বহন করতে হবে।

কামিল ১ম পর্ব ও ২য় পর্ব পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২২

কামিল পরীক্ষার ফরম ফিলাপ ২০২২

6 thoughts on “(১ম ও ২য় পর্ব) কামিল ফরম ফিলাপ ২০২৪ (বিজ্ঞপ্তি প্রকাশ)”

  1. ফরম পুরনের সময়সীমা যদি হয় 30-01-2020!!!পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ কি করে হয় 19-02-19 শে। অনুগ্রহ পূর্বক সঠিক ধারনাটা দিন।

  2. মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। অজান্তে ভুল হয়েছে। এখন সঠিক করে দেওয়া হয়েছে।

    1. Md Parvez Mosharraf

      Kono student national University Theke Graduation kore IAU Theke Fiqah Department a kamil (Master’s) korte parbe? Circular Kobe?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!