ফাজিল প্রাইভেট ভর্তি ২০২২ । নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে দেশের সকল ফাজিল ও কামিল মাদরাসায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৩ বছর মেয়াদি ফাজিল (পাস) প্রাইভেট শ্রেণিতে ভর্তি তথা রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থী কর্তৃক রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ৩০/০৮/২০২২ তারিখ হতে। নিম্নে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ফাজিল প্রাইভেট ভর্তি ২০২২ যোগ্যতা, রেজিস্ট্রেশন পদ্ধতি এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো:

ফাজিল প্রাইভেট ভর্তির যোগ্যতা ২০২২

১৯৮৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ফাজিল (পাস) প্রাইভেট শ্রেণিতে ভর্তি হতে পারবে (তথা রেজিস্ট্রেশন করতে পারবে)

চাকুরীরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

বিজ্ঞান বিভাগে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে কেউ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে না।

ফাজিল (পাস) প্রাইভেট শ্রেণিতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা ২০২০-২০২১ শিক্ষাবর্ষ ফাজিল (পাস) নিয়মিত পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে।

ফাজিল প্রাইভেট ভর্তির সময়

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ফাজিল প্রাইভেট শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে ৩০/০৮/২০২২ হতে ২৭/০৯/২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট মাদরাসায় গিয়ে ভর্তি তথা রেজিস্ট্রেশন তথা ভর্তি সম্পন্ন করতে হবে।

মাদরাসা কর্তৃক আদায়কৃত ফি জমাদানের তারিখ : ২৯/০৯/২০২২ পর্যন্ত।

অনলাইন রেজিস্ট্রেশনের সময় : ২৯/০৯/২০২২ তারিখ হতে ০২/১০/২০২২ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে, ০৩/১০/২০২২ তারিখ হতে ০৬/১০/২০২২ তারিখের মধ্যে Final Submit দিতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন চলাকালীন সময়ে Final Submit এর কোন অপশন দেয়া থাকবে না।

ফাজিল প্রাইভেট ভর্তিতে যা যা লাগবে

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম। ২) দাখিল ও আলিম পরীক্ষার মূল নম্বরপত্র। ৩) পাসপাের্ট সাইজের ২ (দুই) কপি (টুপি/ওড়না পরিহিত রঙিন) ছবি।

ফাজিল প্রাইভেট পরীক্ষার সিলেবাস ও মানবন্টন

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠ্যসূচী ও অন্যান্য নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রাইভেট পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া কর্তৃক ৩ বছর মেয়াদী ফাজিল (পাস) কোর্সের জন্য প্রণীত একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত অর্ডিন্যান্স এবং পাঠ্যসূচী অনুযায়ী (অন্তর্বর্তীকালীন সময়ের জন্য) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ফাজিল (পাস) প্রাইভেট পরীক্ষার্থীদের কার্যক্রম পরিচালিত হবে।

এ লক্ষ্যে ফাজিল (পাস) প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনুষ্ঠিতব্য ২০২০ সালের ১ম বর্ষ পরীক্ষা ৪০০ নম্বরের, ২০২১ সালের ২য় বর্ষ পরীক্ষা ৪০০ নম্বরের এবং ২০২২ সালের ৩য় বর্ষ পরীক্ষা ৬০০ নম্বরের অর্থাৎ সর্বমােট ১৪০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ফাজিল (পাস) প্রাইভেট ভর্তির ফি

প্রতি শিক্ষার্থীর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি- ৫০০/- টাকা ও তালিকাভুক্তি ফি ১০০/- টাকা।

যেসব মাদরাসায় ফাজিল প্রাইভেট কোর্স আছে

ফাজিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

ফাজিল প্রাইভেট ভর্তি ২০২২ p-1
ফাজিল প্রাইভেট ভর্তি ২০২২ p-2

ফাজিল (পাস) প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

62 thoughts on “ফাজিল প্রাইভেট ভর্তি ২০২২ । নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত”

  1. ইকবাল

    আমি ২০২০-২১ সেশনে একটি মাদ্রাসায় ফাজিলে ভর্তি হয়েছি। আমি এখন মাদ্রাসা ই আলিয়া, ঢাকা তে ট্রান্সফার নিতে চাই। ট্রান্সফার কি নেওয়া যাবে?

  2. Abdur Rahman

    আমি মাদরাসা থেকে দাখিল এবং কলেজ থেকে ইন্টার দিয়েছি এখন আমি কি ফাজিল প্রাইভেটে ভর্তি হতে পারব নাকি নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবো?

    1. নিয়মিত কোর্সে। তবে বিটিআইএস ছাড়া বাকি সব গ্রুপে ভর্তি হতে পারবে।

      1. মুহাম্মদ

        আসসালামু আলাইকুম।
        আমি ২০১৩ তে ফাজিল ১ম বর্ষে এ+ পেয়েছিলাম, পরে লন্ডন চলে যাই এবং ওখানে লেখা পডা করি। এখন আমি ফাজিলে এডমিশন নিতে চাইতেছি। আপনার নাম্বারটা দিলে খুশি হতাম।

  3. Shahadat hossain

    আমি ১৯৯৯ সালে দাখিল আর ২০০১ সালে আলিম পাস করেছি। এখন কি ফাযিল প্রাইভেটে ভর্তি হতে পারব?

  4. SHAIDUL ISLAM

    আমি দাখিল পরীক্ষা দিয়েছি ২০০৩ এবং ইন্টারমিডিয়েট ২০০৫ সনে। আমি এখন কিভাবে ফাজিলে ভর্তি হতে পারি? জানালে উপকৃত হব

  5. SHAIDUL ISLAM

    আমি যে ফাজিল প্রাইভেটে ভর্তি হতে পারব এর নীতিমালা দিলে উপকৃত হব।

  6. SHAIDUL ISLAM

    দাখিল পাশ ২০০৩ সন।কলেজ এইচ,এস,সি ২০০৫ সন। আমি ফাজিল প্রাইভেটে ভর্তি হতে চা। নীতিমালা পাঠালে কৃতজ্ঞ থাকব।

    1. ফাজিল প্রাইভেটে পড়তে হলে আলিম পাস লাগবে। আর ভর্তি নীতিমালা পোষ্টের বিজ্ঞপ্তিতে দেখুন

  7. আমি 2014 সালে ফাজিল করেছি। পয়েন্ট 2.75। কামিল 2019 এ 3.30 এখন কি মান উন্নয়ন অথবা এক বছরে প্রাইভেট তিন সেমিফাইনাল দেয়া যাবে?

  8. এখন কি করি আমার 2024 এ 30 বছর শেষ। কি করতে পারি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!