উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি তথ্য ২০২৩ : আপনি যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর “স্কুল অব বিজনেস” কর্তৃক পরিচালিত ২ বছর মেয়াদি এমবিএ (বাংলা ও ইংরেজি মাধ্যম) প্রােগ্রামে ভর্তি সম্বন্ধে জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। নিম্নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ প্রােগ্রামে ভর্তির বিস্তারিত তথ্যবলি দেখুন-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি তথ্য ২০২৩
প্রিয় শিক্ষার্থীগণ! আপনারা এই পোষ্ট হতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ (বাংলা ও ইংরেজি মাধ্যম) ভর্তির যোগ্যতা, ভর্তি পদ্ধতি, আবেদন প্রক্রিয়া, ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে এবং যেসব প্রতিষ্ঠানে বিবিএ প্রোগ্রাম চালু আছে তা সহ বিস্তারিত তথ্যবলি জানতে পারবেন। চলুন শুরু করা যাক :
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি যোগ্যতা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ বছর মেয়াদী বিবিএ (MBA) প্রোগ্রামে ভর্তির জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাসকৃত শিক্ষার্থী এমবিএ ভর্তির জন্য বিবেচিত হবেন।
আর বিবিএ তে ২.৭৫ অর্জনকারী শিক্ষার্থীগণ সরাসরি এমবিএ ৩য় সেমিস্টারে ভর্তি হতে পারবেন।
এমবিএ প্রােগ্রামে ভর্তির সময় যা যা প্রয়ােজন
- অনলাইনে পূরণকৃত আবেদন ফরম।
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- স্নাতক পরীক্ষায় উত্তীর্ণের সত্যায়িত সনদপত্র
- স্নাতক পরীক্ষায় উত্তীর্ণের সত্যায়িত নম্বরপত্র / মার্কশীট
- জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের কপি।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তির সময় ২০২২
আবেদন শেষ (বাংলা মাধ্যম) ব্যাচ ২০২৩ | ২৩ অক্টবর ২০২২ হতে ২৬ নভেম্বর ২০২২ পর্যন্ত |
আবেদন শেষ (ইংরেজি মাধ্যম) | ১৩ আগস্ট ২০২২ পর্যন্ত (সময় বর্ধিত) |
এমবিএ আবেদন করার লিংক
আবেদন করার লিংক (বাংলা মাধ্যম)
আবেদন করার লিংক (ইংরেজি মাধ্যম)
এমবিএ ইংরেজি মাধ্যম কোর্সের মান কেমন হবে?
পয়েন্ট ভালো হলে যেকোনো জায়গায় জব পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রী পাশ শিক্ষার্থীরা কি এমবিএ করতে পারবে? আর যদি পারে তাহলে রেজাল্ট কত পয়েন্ট থাকতে হবে?
শুধু পাশ করলেই হবে।
আমি এমবিএ করতে ইচ্ছুক, ২০১২ তে বিবিএ সম্পন্ন করি। আর বিভিন্ন কারনে এমবিএ করা হয়নি, এখন কি করা যাবে? আর এমবিএ করতে করনিয় কি কি?
পারবেন। আবেদনের সময় আসলে আবেদন করবেন।
NU.BBS course Complete kore ki MBA kora jabe
যাবে
আমি এমবিএ (ইংরেজি) তে ভর্তি হতে ইচ্ছুক। মৌখিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব?
আবার ভর্তি কবে নেওয়া হবে?