অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট 2023 প্রকাশ

অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট 2023অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট ২০২৩ : আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল জানতে চান তাহলে সঠিক পেইজে এসেছেন। আপনি এখান থেকে ৪ টি পদ্ধতিতে ফলাফল জানার পাশাপাশি সমন্বিত সিজিপিএ ফলাফল বের করার পদ্ধতি জানতে পারবেন। আমরা সকল পদ্ধতি বিস্তারিতভাবে দেয়ার চেষ্টা করব। চলুন সামনে চলি!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট আজ (০৬/০৬/২০২৩) সন্ধ্যা সাড়ে ৫ টায় প্রকাশিত হয়েছে। ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৩০টি অনার্স বিষয়ে ৬৭৬ টি কলেজের — টি কেন্দ্রে ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় ৭৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। গতবার ছিল ৭২ শতাংশ।

প্রকাশিত ফলাফলে কোনো গড়মিল হলে পরীক্ষার্থী তা সংশোধনের জন্য আগামী এক (১) মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সহ লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্রক, জনাব বদরুজ্জামান স্যারের কাছে আবেদন করতে হবে। বি.দ্র. নির্ধারিত সময়ের পর কোনো আপত্তি / অভিযোগ গ্রহণ করা হবে না।

অর্থাৎ আপনাদের কারো রেজাল্ট না আসলে অথবা পরীক্ষা দেওয়া সত্তেও কোনো বিষয়ে অনুপস্থিত দেখালে অথবা অন্য কোনো সমস্যা হলে আপনি আপনার কলেজের অধ্যক্ষের কাছে বিষয়টি অবহিত করে লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। নিম্নে ফলাফল পুনঃনিরীক্ষণ করার পদ্ধতি দেখুন :

আরও দেখুন ; অনার্স ৪র্থ বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন নিয়ম ২০২১

অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট তিন ভাবে দেখা যায়। যথা ; অনলাইন, এসএমএস এবং কলেজ ভিত্তিক। নিম্নে ফলাফল দেখার পদ্ধতি দেওয়া হলো:

অনলাইন পদ্ধতি

আবার অনলাইন পদ্ধতিতে দুইভাবে ফলাফল দেখা যায়। নিম্নে উভয় পদ্ধতির লিংক সহ নিয়মাবলি তুলে ধরা হয়েছে। তবে এক্ষেত্রে ১ম লিংকের চেয়ে ২য় লিংকে দ্রুত ফলাফল দেখা যাবে।

  1. লিংকে ক্লিক করার পর প্রথমে honours -এ ক্লিক করুন। 
  2. তারপর ইয়ার সেলেক্ট করুন।
  3. তারপর বক্সের মধ্যে প্রথমে পরীক্ষার রোল।
  4. এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং এরপরে পরীক্ষার সন দিন।
  5. এরপর ক্যাপচা পূরণ করে search result -এ ক্লিক করুন।

২য় লিংক:  অথবা উপরিক্ত লিংকে ফলাফল দেখতে সমস্যা হলে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফলাফল দেখুন

  1. লিংকে ক্লিক করার পর, প্রথমে ইয়ার সেলেক্ট করুন।
  2. তারপর, বক্সের মধ্যে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর দিন। 
  3. এবং এরপরে search result -এ ক্লিক করুন।

আরও দেখুন

SMS পদ্ধতি

SMS এর মাধ্যমে দ্রুত ফলাফল দেখতে চাইলে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- NU তারপর একটা স্পেস দিয়ে H4 লিখুন। তারপর আবার একটা স্পেস দিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বের শেষ ৭ ডিজিট দিন এবং এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। যেমন :

NU H4 1234567 send to 16222

কলেজ ভিত্তিক পদ্ধতি

কলেজ ভিত্তিক ফলাফল দেখতে এই লিংকে ক্লিক করুন এবং নিম্নোক্ত ছবির মত একটি পেজ আস

  • উপরে দেওয়া ছবির মত আসা পেজের এড্রেস বারে দেখুন কলেজ কোড এবং সাবজেক্ট কোড দেওয়া আছে। 
  • উক্ত কোড দুটি এর পরিবর্তে আপনার কলেজের কোড এবং সাবজেক্ট কোড দিয়ে Enter প্রেস করুন। 
  • বেস, তারপর আপনার ফলাফল কলেজ ভিত্তিক দেখতে পারবেন।

তবে এক্ষেত্রে আপনি কত পয়েন্ট বা কত জিপিএ পেয়েছেন, তা জানতে পারবেন না। শুধু promote কি promote নয় তা জানতে পারবেন। প্রত্যেক কলেজের কোড দেখতেএখানে ক্লিক করুন। আর, এখানে কলেজের কোড না পেলে, গুগলে আপনার কলেজের নাম নাম এর পাশে code লিখে সার্চ দিন, পেয়ে যাবেন।

অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত সিজিপিএ রেজাল্ট ২০২১ কবে দিবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত সিজিপিএ রেজাল্ট আগামী ২৪ থেকে ৩০ জুলাইর মধ্যে প্রকাশিত হবে। কেননা গত ২০ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী সাপ্তাহে ৪ বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হবে।

২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিঃ যে সকল শিক্ষার্থী অনার্স ১ম বর্ষ,২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীর চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আজ ২৬/০৭/২০২১ইং তারিখ বিকাল ৪.০০টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তে পাওয়া যাবে।

অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত সিজিপিএ ফলাফল দেখার নিয়ম

  • অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষার ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ রেজাল্ট দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংকে প্রবেশ করুন।
  • এরপর সার্চ অপশনে honours অপশনে ক্লিক করলে ৫ টা রেজাল্ট অপশন আসবে এর ভিতর থেকে consolidated result আপশন সিলেক্ট করুন।
  • এরপর বক্সে আপনার ৪র্থ বর্ষের পরীক্ষার রোল, রেজিষ্ট্রেশন নম্বর এবং পরীক্ষার বছর ২০১৮ দিয়ে সার্চ করতে হবে। পেয়ে যাবেন আপনার অনার্সের বর্ষের ৪ বছরের সিজিপিএ রেজাল্ট।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম

সুপ্রিয় পাঠক! আমরা প্রায়ই ফলাফল প্রকাশের পর নিজেদের CGPA নির্ণয় করতে একটু সমস্যায় পড়ি। কত পয়েন্টে কোন ক্লাস / শ্রেণী হয় তা নির্ণয় করতে আমরা হিমশিম খেয়ে যাই। কারণ ডিগ্রি অনার্স লেভেলের গ্রেডি সিস্টেম আর এইচএসসি লেভেলের গ্রেডিং সিস্টেম সম্পূর্ণ আলাদা। যাইহোক এখানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং পদ্ধতি সম্বন্ধ্যে সংক্ষেপে বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক :

প্রাপ্ত নম্বরগ্রেড পয়েন্টলেটার গ্রেডক্লাস / বিভাগ / শ্রেণী
80-1004.00A+১ম বিভাগ
75-793.75A ১ম বিভাগ
70-743.50A- ১ম বিভাগ
65-693.25B+ ১ম বিভাগ
60-643.00B ১ম বিভাগ
55-592.75B- ২য় বিভাগ
50-542.50C+ ২য় বিভাগ
45-492.25C ২য় বিভাগ
40-442.00D ৩য় বিভাগ
39-000.00F
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং পদ্ধতি

সিজিপিএ (cgpa) বের করার পদ্ধতি

সংক্ষেপে বলি : আপনার যতটি সাবজেক্ট বা বিষয় থাকবে, সেইসব বিষয়ের পয়েন্টস গুলোকে যোগ করুন। তারপর ঐ যোগফল কে মোট বিষয় সংখ্যা (১০) দ্বারা ভাগ করলেই আপনার অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ পয়েন্ট বের হয়ে যাবে।

ঠিক তেমনিভাবে অনার্স ৪ বছরের সমন্বিত (সিজিপিএ) বের করতে চাইলে প্রথমে উক্ত চার বছরের সিজিপিএ পয়েন্টস গুলোকে যোগ করুন। তারপর ঐ যোগফল কে ৪ (চার) দ্বারা ভাগ করলেই আপনার সমন্বিত ফলাফল সিজিপিএ পয়েন্ট বের হয়ে যাবে।

অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট বিজ্ঞপ্তি ২০২২

অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট ২০২২

উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল আজ (২২-০৯-২০১৯) বিকাল ৭:০০ টায় প্রকাশিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৩০টি অনার্স বিষয়ে ৬১৩ টি কলেজের ১৮২ টি কেন্দ্রে ১ লাখ ৮৪ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় ৭৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!