অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২২ । ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন 2022 । অষ্টম শ্রেণিতে ভর্তি ২০২২ : আপনি যদি একজন স্কুলের শিক্ষার্থী হোন এবং অষ্টম শ্রেণিতে ভর্তি বা রেজিস্ট্রেশন সম্বন্ধে জানতে চান তাহলে আপনাকে স্বাগতম। যাইহোক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আমরা রেজিস্ট্রেশন ফি সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যবলি প্রদান করবো।
অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২২ নিয়ম
জেএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালার ১ (খ) ধারা অনুযায়ী JSC পরীক্ষা বছরের ১ জানুয়ারী পরীক্ষার্থীর নূন্যতম বয়স ১১+ এবং ৩১ ডিসেম্বর সর্বোচ্চ ১৭ বছর হতে হবে।
ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স ১৯৬১ -এর ৩৯ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে, শিক্ষা মন্ত্রণালয়ের ২৩/০৪/১৯৯৭ তারিখে জারিকৃত বেসরকারি উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসা) স্থাপন , চালুকরণ ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা কেবলমাত্র নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।
বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্ন মাধ্যমিক / মাধ্যমিক / স্কুল এন্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে । কোন অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না।
আরও দেখুন : জেএসসি পরীক্ষার রুটিন
অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন সময় ২০২২
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৪ মার্চ ২০২২ |
রেজিস্ট্রেশন শুরু | ০১ এপ্রিল ২০২২ হতে |
রেজিস্ট্রেশন চলবে (সময় বর্ধিত) | ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত |
অষ্টম শ্রেণিতে শ্রেণিতে ভর্তি হওয়ার নিয়ম
যারা ৭ম শ্রেণির পরীক্ষা দেয়ার পর এখনও ৮ম শ্রেণিতে ভর্তি হও নাই, তারা ১৫/১২/২০২২ তারিখের মধ্যে ভর্তি হতে পারবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। আর যারা আগে ভর্তি হয়ে গেছো তাদের শুধু রেজিস্ট্রেশন করলেই হবে। তবে কোনো শিক্ষার্থীর বয়স ১১ বছর পূর্ণ না হলে অথবা ১৭ বছরের অধিক হলে সে অষ্টম শ্রেণিতে ভর্তি হতে পারবে না।
অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ২০২২



ঢাকা বোর্ডের ওয়েবসাইটে OEMS / eSIF বাটনে ক্লিক করে EIIN ও Password দিয়ে লগইন ( Login ) করলে Dashboard থেকে eSIF JSC- তে ক্লিক করলে Payable Fees of JSC 2021 Registration- এ Applicant name , Mobile no . এবং Number of Student দিয়ে Print Sonali Seba -এ ক্লিক করে সোনালী সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে ( বিঃ দ্রঃ- ফরমটি কোনভাবেই ফটোকপি করে ব্যাংকে জমা দেয়া যাবে না ) ।
ব্যাংকে ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে । পেমেন্ট ক্লিয়ারের পরে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সোনালী সেবার স্লিপ বের করা যাবে । 21 শিক্ষা মন্ত্রণালয়ের ১৭/১২/২০২০ তারিখের স্মারক নং- ৩৭.০০.0000.072.88.022.17.৪৩৬ মোতাবেক ৬ ষ্ঠ থেকে ৮ ম শ্রেণি পর্যন্ত ( ২০ + ২০ + ২০ ) = ৬০ টাকা যুব রেড ক্রিসেন্ট ফি নির্ধারন করা হয়েছে । উক্ত ৬০ টাকা হতে ৬০ শতাংশ অর্থাৎ ৩৬ ( ছত্রিশ ) টাকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ( আলাদা রেডক্রিসেন্ট হিসাব একাউন্টে ) যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনার জন্য রেখে অবশিষ্ট ৪০ শতাংশ ( ২৪ ( চব্বিশ ) টাকা শিক্ষা প্রেরণ করতে হবে।
৬। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করার লক্ষ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে ০৩ ( তিন ) সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে । অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের পূর্বে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দ্বারা বিদ্যালয়ে রক্ষিত ভর্তি ফরম ও সনদের সাথে মিলিয়ে যথাযথভাবে নিশ্চিত করবেন । নিশ্চিত হবার পর ফাইনাল সাবমিট করবেন । রেজিস্ট্রেশন কার্যক্রমে কোন অবস্থায় শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না । চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট ( হার্ড কপি ) প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে । শিক্ষার্থীর তথ্যে ভুল – ত্রুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যগণ যৌথভাবে দায়ী থাকবেন।
রেজিষ্ট্রেশন করতে চাই।
ধন্যবাদ
নিজ প্রতিষ্ঠানের সাথে দ্রুত যোগাযোগ করো।
অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন এখনো করতে পারেনি এখন করার চান্স কোন প্রাণী আছে স্যারেরা 8000 টাকা চাচ্ছে এখন করবো তাই ছাড়া. এত টাকা দিয়ে করা তো সম্ভব না, তা কি করবো