আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩ ও ভর্তি তথ্য দেখতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনি ফলাফল পরবর্তী চূড়ান্ত ভর্তি সহ খুটিনাটি সকল কিছু জানতে পারবেন।
১ম রিলিজ স্লিপের ফল প্রকাশ | ২৭ জুলাই ২০২৩ |
১ম রিলিজ স্লিপের ভর্তি শুরু | ২৭ জুলাই ২০২৩ |
১ম রিলিজ স্লিপের ভর্তি শেষ | ০৬ আগস্ট পর্যন্ত |
কাগজপত্র জমার শেষ সময় | ০৭ আগস্ট পর্যন্ত |
এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ০১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।
অনার্স ১ম রিলিজ স্লিপের রেজাল্ট দেখার নিয়ম
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের ফলাফল ২৭ জুলাই ২০২৩ তারিখ, বিকাল ০৪:০০ ঘটিকার সময় প্রকাশ করা হবে। একইদিন উক্ত ফলাফল SMS -এর মাধ্যমে বিকাল ৪টা থেকে এবং ওয়েবসাইট থেকে রাত ৯ টার পর হতে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল সাধারণত দুইভাবে দেখা যায়। যথা : অনলাইন ও এসএমএস এর মাধ্যমে। অনলাইনে মেধাতালিকার ফলাফল জানতে নিচের লিংকে গিয়ে রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন। আপনি ভর্তির জন্য নির্বাচিত হলে বা ১ম রিলিজ স্লিপে উত্তীর্ণ হলে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন।
ফলাফল দেখার নিয়ম
লিংকে ক্লিক করার পর রোল নম্বর ও পিন নম্বর দিন। রোল নম্বরটি হচ্ছে প্রাথমিক আবেদন করার সময় ফরমের মধ্যে যে রোল নম্বর লেখা থাকে, ঐ রোল নম্বর। আর পিন নম্বর হচ্ছে অনলাইনে আবেদন করার পর সাথে সাথে মোবাইলের মধ্যে আসা মেসেজের মধ্যে তা পেয়ে যাবেন। উল্লেখ্য মেসেজের মাধ্যমে রোল ও পিন নম্বর জানিয়ে দেয়া হয়।
বি. দ্র. রেজাল্ট প্রকাশের দিন সবাই একসাথে চেষ্টা করার কারনে সার্ভার ডাউন হয়ে যায়। ফলে লিংকে ঢুকতে সময় লাগতে পারে।
ভর্তি রোল ও পিন পুনরুদ্ধার করার নিয়ম
আবেদন করার পর ভর্তি রোল বা পিন হারিয়ে গেলে বা ভুলে গেলে চিন্তার কোনো কারণ নেই। আপনি খুভ সহজে ভর্তি রোল ও পিন রিকোভার (পুনরুদ্ধার) করতে পারবেন। সে জন্য আপনাকে এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে। তারপর আবেদনকারির এইচএসসি রোল, বোর্ড ও পাসের সন, জন্মতারিখ এবং অনার্স সিলেক্ট করে Search বাটনে ক্লিক করলেই আপনার নতুন ভর্তি রোল বা পিন নম্বর এসে যাবে।
SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে দ্রুত ফলাফল জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে টাইপ করুন NU স্পেস ATHN স্পেস Roll No এবং তা সেন্ড করুন ১৬২২২ নম্বরে। এখানে NU মানে National University আর ATHN – Admission Test Honours এবং Roll no হচ্ছে প্রাথমিক আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর।
অনার্স ১ম রিলিজ স্লিপে উত্তীর্ণ না হলে যা করণীয়
তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম রিলিজ স্লিপে উত্তীর্ণ না হও, তাহলে চিন্তার কারণ নেই। কেননা আসন খালি থাকা সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ রেখেছে। তাও আবার সম্পূর্ণ নতুন করে এবং যেকোনো (আসন খালি থাকা) ৫ টি কলেজে আবেদন করতে পারবে। তো কি করবে? উত্তর হচ্ছে ২য় রিলিজ স্লিপের আবেদনের জন্য অপেক্ষা করো। অনার্স ২য় রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত তথ্য এখান থেকে জানতে পারবে।
অনার্স ১ম রিলিজ স্লিপে উত্তীর্ণ হলে করণীয়
অনার্স রিলিজ স্লিপে ১ম মেধাতালিকায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হলে ০৬ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে অনলাইন থেকে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। তারপর ভর্তি ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কলেজে যেতে হবে। ভর্তি হতে যা যা লাগবে তা সহ চূড়ান্ত ভর্তি হওয়ার পদ্ধতি নিম্নে দেখুন :
→→রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত আবেদনকারীদের বিষয় পরিবর্তনের সুযােগ থাকবে না।
অনার্স স্লিজ স্লিপে ভর্তি নিয়ম
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ১ম রিলিজ স্লিপে চূড়ান্ত ভর্তির জন্য প্রার্থীকে এখান থেকে (Honours Tab -এ থেকে) Honours applicant’s Login -এ ক্লিক করে (ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে) প্রার্থীর রােল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিয়ে Login করুন।
এরপর Admission Information নামে একটি পেইজ তথা আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন, তা দেখতে পাবেন এবং একই সাথে Application Form নামে একটি অপশন থাকবে, চূড়ান্ত ভর্তির জন্য সেটাতে ক্লিক করতে হবে। তারপর, যে পেজ আসবে তাতে আপনার নাম, পিতার সহ আপনি যে বিষয়ে চান্স পেয়েছেন তা সম্বলিত একটি পেজ আসবে।
সেখানে আপনাকে Nationality এর বক্সে Bangladeshi লিখবেন। তারপর, নিজ ধর্ম select করবেন। এরপর, একজন গার্জিয়ান এর নাম দিবেন। তারপর, গার্জিয়ান এর ফোন নম্বর এবং তার বার্ষিক আয় দিবেন।
এরপর, নিচের দিকে (বাম পাশে) আপনার স্বায়ী এবং (ডান পাশে) বর্তমান ঠিকানা দিবেন। তারপর সবকিছু সঠিক হলে Save Information এ ক্লিক করুন। তারপর যে পেজ আসবে, সেখান থাকা Download অপশনে ক্লিক করে, ভর্তি ফরম ডাউনলোড করে প্রিন্ট করুন। একটি থাকবে কলেজ কপি এবং একটি থাকবে স্টুডেন্ট কপি।
এরপর কলেজে উপরিউক্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ ফরমটি জমা দিবেন। তারপর কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আপনাকে নিশ্চায়ন করলে আপনার ভর্তির প্রক্রিয়া শেষ হবে।
রিলিজ স্লিপে ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে
- অললাইন থেকে মূল আবেদন ফরম– ২ কপি (অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে) একটি কলেজ কপি আর অন্যটি স্টুডেন্ট কপি।
- পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
- SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট -১টি করে ২ টি।
- SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ১ করে ২ কপি।
- পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০২১ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
অনার্স ১ম রিলিজ স্লিপ ফলাফল বিজ্ঞপ্তি ২০২৩
রেজাল্ট কি আজকেই দিবে? না পরে? শিওর খবরটা একটু জানান।
আরে ভাই! আগে (টেবিলের মধ্যে) তো সম্ভাব্য তারিখ লেখা ছিল। এখন তো সেটা নাই। তার মানে এখন যে তারিখ দেয়া আছে সেটাই ফল প্রকাশের নিশ্চিত তারিখ।
রেজাল্ট কি দিছে?
হ্যা অবশ্যই দিছে
ভাইয়া! আমি ফাজিল ভর্তি হয়ে আছি। অটো প্রোমোশনে ২য় বর্ষে উঠেছি। এখন রিলিজ স্লিপে চান্স পেয়েছি। আমাকে কি ফাজিল (ডিগ্রী) ভর্তি chancel করতে হবে নাকি যারা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়ে আছে তাদের করতে হবে? প্লিজ একটু জানান।
হ্যা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য প্রোগ্রাম বা কোর্সে ভর্তি আছে তাদেরকে ভর্তি কেনসেল করতে হবে।
1st release slip e Vorti howar por ki abar 2nd release slip e abedon kora jabe?
হ্যা, অবশ্যই যাবে। তবে ১ম রিলিজ স্লিপের ভর্তি বাতিল করতে হবে।
ভাইয়া, রিলিজ স্লিপে চান্স পেয়েছি। এখন অনলাইনে ভর্তি সংক্রান্ত তথ্য দিয়ে সেভ করে রেখেছি। কোনো টাকা জমা দেওয়া হয়নি সেই কলেজে। আমি যদি ২য় রিলিজ স্লিপে আবেদন করতে চাই তাহলে কি কোনো সমস্যা হবে। কিংবা আবেদন করতে পারবো ২য় রিলিজ স্লিপে?
না, সমস্যা হবে না। তবে হুদাই রেখে লাভ কি? উক্ত (১ম) রিলিজ স্লিপে ভর্তি না হলে, ভর্তি ক্যানসেল করে দাও।
ভাইয়া একটা বিষয় জানার ছিলো? যেহেতু আমি ১ম রিলিজ স্লিপে চান্স পেয়েছি সেক্ষেত্রে আমি যদি ১ম রিলিজ স্লিপ ক্যানসেল করে ২য় রিলিজ স্লিপে আবেদন করি তাহলে কি আমি চান্স পাবো? বিষয়টি রিস্ক হবে তবুও তার সম্ভবনা কতটুকু?
আর ভাইয়া আমি যদি ২য় রিলিজ স্লিপে পছন্দের সাবজেক্ট টি একটি করে দেই। আর যদি সে বিষয়ে আসন খালি থাকে, তাহলে কি আমি পছন্দের বিষয়টিতে চান্স পাবো ভাইয়া? আমাকে একটু বুঝিয়ে বলুন ভাইয়া।
প্রথমত তুমি শহরের কলেজে আবেদন করবে নাকি উপজেলার কলেজে আবেদন করবে সেটা বললে ভালো হত। যাক! ৯.০০ এর উপর পয়েন্ট থাকলে শহরে আবেদন করতে পারবে। এ ব্যাপারে আমি বিস্তারিত এই লিংকে বলেছি দেখে নাও। তাছাড়া উপজেলা কেন্দ্রিক কলেজে আবেদন করার ব্যাপারেও বলেছি।
আর হ্যা, একটি বিষয়ে আবেদন করতে পারবে। আর সেটাতে যদি ৫ টার বেশি সিট খালি থাকে আর তুমার পয়েন্টও মোটামোটি ভালো (৮-৯ পয়েন্ট) থাকে আর উপজেলা কেন্দ্রিক কলেজে আবেদন করো, তাহলে ৯০% চান্স হবে। আর ৯ এর উপরে থাকলে ৯৮% সম্ভাবনা থাকবে।
ভাইয়া, আমার এসএসসি তে ৩.৭৩ আর এইচএসসিতে ৩.৮৩। তাহলে কি চান্স পাবো না আমি? প্রথম রিলিজ স্লিপে চান্স হয়েছে ম্যানেজমেন্ট সাবজেক্ট টিতে কিন্তু আমার কলেজ টা পছন্দ না। ভালো লাগে না কলেজ টা।
দুঃখজনক হলেও সত্য যে অনার্স ২য় রিলিজ স্লিপে ৭.৫৬ পয়েন্ট নিয়ে শহরের কোনো সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা নাই। তবে চাইলে শহরের একটা সরকারি কলেজ চয়েজ দিয়ে দিতে পারো। যেহেতু ৫ টা কলেজ চয়েজ দেয়া যাবে তাই আর কি! আর বাকি গুলো শহরের প্রাইভেট আর উপজেলা কেন্দ্রিক কলেজ মিলিয়ে চয়েজ দিয়ে দিয়ো। অবশ্যই সিট খালি দেখে চয়েজ দিবে। আর যদি ভাবো ভালো কোনো কলেজের সিট খালি থাকবে না অথবা থাকলেও ৫ সিটের কম খালি আছে তাহলে আর ভর্তি কেনসেল করবে না। যেখানে চান্স পেয়েছো সেখানেই ভর্তি হয়ে যাবে।
ভাই! আমি ৮.১৭ নিয়ে উপজেলা পর্যয়ে ইংলিশ সাবজেক্টে চান্স পেয়েছি, আমি যদি কোনো ২য় রিলিজে আবেদন করি সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা আছে কি?
তখন ভালো সাবজেক্ট হয়ত পাবে না, আবার সিট খালি নাও থাকতে পারে, তাই রিস্ক বেশি হয়ে যাবে।
আমি ১ম রিলিজ স্লিপে আবেদন করিনি। ২য় স্লিপে কি আবেদন করতে পারবো?
হ্যা অবশ্যই পারবে
২য় স্লিপে আবেদন কবে থেকে? আর জন্য কি আবার নতুন করে আবেদন করতে হবে?
সেপ্টেম্বর মাসের ১২ থেকে ১৪ তারিখের মধ্যে শুরু হবে আর হ্যা নতুন করে আবার আবেদন করতে হবে।
অর্নাস রিলিজ স্লিপের ভর্তির লাষ্ট ডেড কত তারিখ ও ৬ তারিখ কাগজপত্র জমা দেওয়া যাবে কি না? 2023.8.6 তারিখে
৭ তারিখের মধ্যে কাগজপত্র জমা দেওয়া যাবে। তবে ভর্তি হতে হবে ৬ তারিখের মধ্যে
ভাই ৭.২৫ দিয়ে উপজেলার ৫ টি সরকারি কলেজে আবেদন করেছিলাম প্রথম রিলিজ স্লিপে বাট চান্স হয়নি। ২য় রিলিজ স্লিপে কি ভাবে আবেদন করলে চান্স পাইতে পারি। প্লিজ একটু জানাবেন
২ টি বেসরকারিতে আবেদন করা উচিত ছিল। ২য় রিলিজ স্লিপে ২ টি সরকারি এবং ৩ টি বেসরকারিতে আবেদন করবে।