নফল নামায কোনো প্রকার ওজর ছাড়া সুস্থ সবল ব্যক্তির জন্যও বসে পড়া জায়েয। তবে বসে পড়লে দাঁড়িয়ে পড়ার তুলনায় অর্ধেক সওয়াব পাবে।
কেননা হাদীস শরীফে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এতে দাঁড়িয়ে নামায পড়ার তুলনায় অর্ধেক সওয়াব হবে।
-মুসনাদে আহমাদ, হাদীস : ৬৮৮৩; ফাতহুল কাদীর ১/৪০০; আলবাহরুর রায়েক ২/৬২৷