উত্তরঃ কোন অমুসলিম সালাম দিলে শুধু ‘ওয়া–লাইকুম‘ বলতে হবে। Answer: If any non-muslim gives salam, only we have to say Walaikum.
بَابُ تَحْرِيْمِ ابْتِدَائِنَا الْكُفَّارَ بِالسَّلَامِ وَكَيْفِيَّةِ الرَّدِّ عَلَيْهِمْ وَاسْتِحْبَابُ السَّلَامِ عَلٰى أَهْلِ مَجْلِسٍ فِيْهِمْ مُسْلِمُوْنَ وَكُفَّارٌ وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أهْلُ الكِتَابِ فَقُولُوا: وَعَلَيْكُمْ » متفقٌ عَلَيْهِ
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘কিতাবধারীরা (ইয়াহুদী-খ্রিষ্টানরা) যখন তোমাদেরকে সালাম দেয়, তখন তোমরা জবাবে বল, ‘ওয়া–লাইকুম।’’ (বুখারী ও মুসলিম) | Narratted from Anas (Ra), Rasul (sallallahu alaihi wa sallam) said, when ahle kitab (iyahudi or Christian) give salam you, you say in responding Walaikum.
তথ্যসুত্রঃ সহীহুল বুখারী ৬২৫৮, ৬৯২৬, মুসলিম ২১৬৩, তিরমিযী ৩৩০১, আবূ দাউদ ৫২০৭, ইবনু মাজাহ ৩৬৯৭ | Reference: Sahih Bukhari: 6258, 6926.
ব্যাখ্যাঃ ইসলামী শরীয়ার বিধান মতে, কোনো মুসলিমকে অমুসলিম ব্যক্তি সালাম দিলে, উত্তরে মুসলিম ব্যক্তি ওয়া আলাইকুম বা আলাইকুম বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো অমুসলিম ব্যক্তি তোমাদেরকে সালাম দিবে তখন তোমরা প্রতিউত্তরে ওয়া আলাইকুম বলবে। অন্য বর্ণনায় আলাইকুম বলবে। সহীহ মুসলিম, হাদীস ১৪/১৪৪।
আর কুরআনের বিধান “ যখন তোমাদেরকে সালাম দেয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে। অথবা জবাবে তাই দেবে। [সূরা নিসা, আয়াত: ৮৬]” । তবে এই নির্দেশ মুসলিমদের সাথে সম্পৃক্ত কিন্তু অমুসলিমগণ এ নির্দেশনার পর্যায়ভুক্ত নয়।
ইসলামে অমুসলিমকে কিভাবে সালামের উত্তর দিতে হয় পূর্বে জানতাম না। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম।
zajakallah