ভারী বর্ষণে সৃষ্ট বন্যার কারণে কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্সের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত করা হয়েছিল। উক্ত স্থগিত প্রথম ০৪ দিনের পরীক্ষার পরিবর্তিত রুটিন আজ ১৪ আগস্ট প্রকাশিত হয়েছে। এছাড়া অন্যান্য দিনের পরীক্ষা পূর্বের রুটিনানুযায়ী অনুষ্ঠিত হবে।
কারিগরি পরীক্ষার পরিবর্তিত রুটিন ২০২৩
পরিবর্তিত রুটিন অনুযায়ী, আগামী ১৭, ২০, ২২ ও ২৪ আগস্টের এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা যথাক্রমে আগামী ১৭, ১৯, ২১ ও ২৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর হতে ০২ অক্টোবরের মধ্যে।
অন্যদিকে ১৭, ২০, ২২ ও ২৪ আগস্টের এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স এর পরীক্ষা যথাক্রমে আগামী ০৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর হতে ২১ সেপ্টেম্বরের মধ্যে।
নিম্নে কারিগরি পরীক্ষার পরিবর্তিত রুটিন ২০২৩ এবং পূর্বের পূর্ণাঙ্গ রুটিন দেখুন