২০২১-২০২২ শিক্ষাবর্ষে (২ বছর মেয়াদী) কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ খুভ শীঘ্র প্রকাশিত হবে। আনুমানিক বলা যায়, আগামী ডিসেম্বর মাসের যেকোনো দিন কামিল প্রাইভেট শুরু হয়ে যাবে। তাহলে এখন চলুন নিম্নে ২০২৪ সালের কামিল ১ম পর্ব প্রাইভেটে ভর্তি যোগ্যতা এবং রেজিস্ট্রেশন বা ভর্তির শর্তাবলীসহ রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেই:-
ফেসবুক গ্রুপে যোগ দিন👇👇 Islamic Arabic University Helpline
কামিল প্রাইভেট ভর্তি যোগ্যতা ২০২৪
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের (৩ বছর মেয়াদী) ফাজিল পাস (নিয়মিত) এবং ২০১৯, ২০২০ ও ২০২১ সালের ফাজিল পাস (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে (২ বছর মেয়াদী) কামিল প্রাইভেট ১ম পর্বে ভর্তি হতে পারবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে ২০১৬ সাল পর্যন্ত (৩০০ নম্বরের) ফাজিল পাস নিয়মিত ও প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে (২ বছর মেয়াদী) কামিল প্রাইভেট ১ম পর্বে ভর্তি হতে পারবে।
কামিল প্রাইভেট রেজিস্ট্রেশন ফি
- রেজিস্ট্রেশন ফি (প্রতি ছাত্র-ছাত্রী) ৮০০/- টাকা।
- তালিকাভুক্তি ২০০/- টাকা
- এবং তন্মধ্য থেকে সংশ্লিষ্ট মাদ্রাসার রাখবে ১০০/-
- তাই সর্বমোট রেজিস্ট্রেশন ফি ১,০০০/- টাকা।
কামিল প্রাইভেট ১ম পর্বে রেজিস্ট্রেশনের অন্যান্য শর্তাবলী
- প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আবেদনের সাথে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার পাসের মূল সনদ বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট মাদরাসাকে সংরক্ষণ করতে হবে।
- মাদরাসায় কামিল পর্যায়ে যে বিভাগ চালু আছে শিক্ষার্থীণণকে শুধুমাত্র ঐ সকল বিষয়ে রেজিস্ট্রেশন ও পরীক্ষায় অংশ করতে পারবে।
- অর্ডিন্যান্স অনুযায়ী কামিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ ৩ বছর পর্যন্ত বহাল থাকবে।
- কামিল প্রাইভেটে রেজিস্ট্রেশনকৃত শিক্ষর্থীদেরকে নিয়মিত পরীক্ষার্থীদের সাথে একই সিলেবাস ও একই বিধি অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
- চাকুরীরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
২০১১ ফাজিল করি। এখন কী কামিল অনিয়মিতভাবে করা যাবে?
হ্যা, অবশ্যই। তবে কামিল অনিয়মিতভাবে নয়, বরং কামিল প্রাইভেটে ভর্তি হতে পারবেন।
আমি ২০০৫ সালে ফাজিল পাস করি। আমার কি কোন ওয়েতে কামিল করার সুযোগ আছে? প্রাইভেট হউক বা অনিয়মিত হউক
হ্যা কামিল প্রাইভেটে পারবেন