কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

২০২০-২০২১ শিক্ষাবর্ষে (২ বছর মেয়াদী) কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। নিম্নে ২০২৩ সালের কামিল ১ম পর্ব প্রাইভেটে ভর্তি যোগ্যতা এবং রেজিস্ট্রেশন বা ভর্তির শর্তাবলীসহ রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়া হলো:-

কামিল প্রাইভেট ভর্তির সময়

ভর্তি শুরু ১৬ ফেব্রুয়ারি ২০২৩ হতে
ভর্তি চলবে ১২ মার্চ ২০২৩ পর্যন্ত

সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃক অনলাইনে রেজিস্ট্রেশনের তারিখঃ ১২ মার্চ ২০২৩ হতে ১৯ মার্চ ২০২৩ রেজিস্ট্রেশন সম্পন্ন করে। পরবর্তীতে ২২ মার্চ ২০২৩ তারিখের মধ্যে  ফাইনাল সাবমিট দিতে হবে

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন :  Islamic Arabic University Helpline

কামিল প্রাইভেট ভর্তি যোগ্যতা ২০২৩

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের (৩ বছর মেয়াদী) ফাজিল পাস (নিয়মিত) এবং ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের ফাজিল পাস (প্রাইভেট)  পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে (২ বছর মেয়াদী) কামিল প্রাইভেট ১ম পর্বে ভর্তি হতে পারবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে ২০১৫ সাল পর্যন্ত (৩০০ নম্বরের) ফাজিল পাস নিয়মিত ও প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে (২ বছর মেয়াদী) কামিল প্রাইভেট ১ম পর্বে ভর্তি হতে পারবে।

কামিল প্রাইভেট রেজিস্ট্রেশন ফি

  • রেজিস্ট্রেশন ফি (প্রতি ছাত্র-ছাত্রী) ৮০০/- টাকা। 
  • তালিকাভুক্তি ২০০/- টাকা 
  • এবং তন্মধ্য থেকে সংশ্লিষ্ট মাদ্রাসার রাখবে ১০০/- 
  • তাই সর্বমোট রেজিস্ট্রেশন ফি ১,০০০/- টাকা। 

কামিল প্রাইভেট ১ম পর্বে রেজিস্ট্রেশনের অন্যান্য শর্তাবলী

  • প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আবেদনের সাথে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার পাসের মূল সনদ বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট মাদরাসাকে সংরক্ষণ করতে হবে।
  • মাদরাসায় কামিল পর্যায়ে যে বিভাগ চালু আছে শিক্ষার্থীণণকে শুধুমাত্র ঐ সকল বিষয়ে রেজিস্ট্রেশন ও পরীক্ষায় অংশ করতে পারবে। 
  • অর্ডিন্যান্স অনুযায়ী কামিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ ৩ বছর পর্যন্ত বহাল থাকবে।
  • কামিল প্রাইভেটে রেজিস্ট্রেশনকৃত শিক্ষর্থীদেরকে নিয়মিত পরীক্ষার্থীদের সাথে একই সিলেবাস ও একই বিধি অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
  • চাকুরীরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

 

কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (১)
কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (১)

কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (২)

কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (৩)

 

কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯

কামিল প্রাইভেট ১ম পর্ব ভর্তি বিজ্ঞপ্তি

4 thoughts on “কামিল প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩”

  1. ২০১১ ফাজিল করি। এখন কী কামিল অনিয়মিতভাবে করা যাবে?

  2. হ্যা, অবশ্যই। তবে কামিল অনিয়মিতভাবে নয়, বরং কামিল প্রাইভেটে ভর্তি হতে পারবেন।

  3. Harunur Rashid

    আমি ২০০৫ সালে ফাজিল পাস করি। আমার কি কোন ওয়েতে কামিল করার সুযোগ আছে? প্রাইভেট হউক বা অনিয়মিত হউক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!