উত্তরঃ যদি কোনো ইমাম ডান পার্শ্বে একজন মুক্তাদি নিয়ে জামাত শুরু করেন। তারপর, আরও এক/একাধিক মুক্তাদি উপস্থিত হন। তাহলে প্রথম মুক্তাদির করনীয় হলো, পিছনে সরে আসা। যেন সকল মুক্তাদি ইমামের পিছনে দাড়াতে পারে৷
আর, যদি সে সরে না আসে, তবে আগত মুক্তাদিগনের উচিত, তাকে পিছনে টেনে নিয়ে আসা৷
আর যদি অজ্ঞতাবশতঃ আগত মুক্তাদিগণ প্রথম মুক্তাদিকে পিছনে না এনে তারাও ইমামের ডানে-বামে দাড়িয়ে যা। তবে ইমামের উচিত সম্মুখে চলে যাওয়া৷ এ অবস্থায় ইমাম যদি সম্মুখে চলে না যায় এবং মুক্তাদির সংখা শুধু দু-জনই হয়, তাহলে নামায মাকরুহে তানযীহি হবে৷
অার যদি মুক্তাদির সংখ্যা দুই-এর অধিক হয়, তাহলে নামায মাকরুহে তাহরীমী হবে৷ সুতরাং মুক্তাদির সংখ্যা দুই-এর অধিক হলে, ইমামের জন্য সামনে চলে যাওয়া ওয়াজিব হবে৷
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ
★তথ্যসূত্রঃ ফতোয়ায়ে শামী ১ম খঃ ৪২০ পৃঃ, ফতোয়ায়ে আলমগীরী ১ম খঃ ১১৮ পৃঃ,
ফতোয়ায়ে মাহমুদিয়া ২য় খঃ ২৪২ পৃঃ,
ফতোয়ায়ে দারুল উলুম ৩য় খঃ ৩৩৫ পৃঃ,
ইমদাদুল ফতোয়া ১ম খঃ ৩৯০ পৃঃ,