একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২২-২০২৩

একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২২-২০২৩ | xi college transfer 2023 : আপনারা যদি একাদশ শ্রেণির কলেজ পরিবর্তন কবে শুরু হবে বা কিভাবে আবেদন করবেন বা কত টাকা লাগবে সেসব সম্পর্কে জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। শুধু তাই না আপনারা এই একই পোষ্ট হতে বাংলাদেশের সকল বোর্ডের একাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের তথ্যবলি জানতে পারবেন।

Latest Update : এখন পর্যন্ত ৫ টি বোর্ডের টিসি নোটিশ প্রকাশিত হয়েছে। সর্বশেষ আপডেট পেতে নিয়মিত এই পোস্ট ভিজিট করুন।

একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২২-২০২৩

সব কলজে একই সময়ে কলেজ পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন হয় না হলেও কলেজ ট্রান্সফারের নিয়ম প্রায় একই রকম। তবে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থী তাদের নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করার পর নিজ কলেজ অনুমতি দিলে আবেদনটি অন্য কলেজের কাছে যাবে।

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : HSC Helpline

অন্য কলেজ অনুমতি দিলে সেটা বোর্ডের কাছে যাবে। তখন বোর্ডও অনুমতি দিলে অর্থাৎ মোবাইলে মেসেজ আসলে টাকা পেমেন্ট করতে হবে। এরপর নিজ বোর্ডের ওয়েবসাইটে TC Order নোটিশ প্রকাশিত হবে। পরে সেটা প্রিন্ট করে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে।

আরও দেখুন : একাদশ শ্রেণির বিষয় ও গ্রুপ পরিবর্তন ২০২২

তবে আমরা একাদশ শ্রেণীর সকল কলেজ পরিবর্তনের তারিখ একত্রে গুলিয়ে ফেলি। তবে আপনারা এই পোষ্ট হতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলাদেশের সকল একাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের নিয়ম ও তারিখ সহ বিস্তারিত জানতে পারবেন। আমি চেষ্টা করবো একটি পোষ্টের মাধ্যমে সব কিছু শেয়ার করার। তাহলে শুরু করা যাক :

কলেজ পরিবর্তন ২০২৩ ঢাকা বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ১২/০৪/২০২৩ তারিখ হতে ১২/০৫/২০২৩ তারিখ পর্যন্ত। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এবং ম্যানুয়ালি বিটিসি (BTC) এর জন্য আবেদন করতে পারবে।

অনলাইনে ঢাকা বোর্ডের টিসি (e-TC) এবং বিটিসি (BTC) আবেদন করার নিয়ম সহ বিস্তারিত এখানে দেখুন

একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ঢাকা বোর্ড ২০২৩

কলেজ পরিবর্তন ২০২৩ চট্টগ্রাম বোর্ড

চট্টগ্রাম বোর্ডের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর অনলাইন টিসি ও বিটিসি (ভিন্ন বোর্ডে ম্যানুয়াল পদ্ধতিতে) এর কার্যক্রম ২৭/০৪/২০২৩ ইং হতে ২৪/০৫/২০২৩ ইং তারিখ পর্যন্ত চলবে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ও eSIF (রেজিস্ট্রেশন) -কৃত আগ্রহী শিক্ষার্থীরা কলেজ / বোর্ড পরিবর্তনের জন্য আবেদন ফরমের নিয়মাবলি গুরুত্বের সাথে অনুসরণ করে ফি ও প্রামাণ্য কাগজপত্রসহ উক্ত ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডের কলেজ শাখায় আবেদন জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না।

উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের টিসি (e-TC) এবং বিটিসি (BTC) আবেদন করার সময় ০৭/০৬/২০২২ তারিখ হতে ০৭/০৭/২০২২ তারিখ পর্যন্ত ছিল।

কলেজ পরিবর্তন ২০২৩ কুমিল্লা বোর্ড

কুমিল্লা বোর্ডের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর অনলাইন টিসি ও বিটিসি (ভিন্ন বোর্ডে ম্যানুয়াল পদ্ধতিতে) এর কার্যক্রম ১১/০৫/২০২৩ ইং হতে ১৫/০৬/২০২৩ ইং তারিখ পর্যন্ত চলবে।

বি:দ্র: কলেজের চাহিত ন্যূনতম জিপিএ এবং শিক্ষার্থীর পঠিত বিষয়ের মিল থাকা সাপেক্ষে বিভাগসমূহে (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা) আসন শূন্য থাকলে বা কোন কারনে শূন্য হলেই ছাড়পত্র প্রদানকারী অধ্যক্ষগণ APPROVE (অনুমোদন) করবেন। বিষয়ের মিল না থাকলে ছাড়পত্র পরবর্তীতে বাতিল করা হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন এবং ম্যানুয়ালি বিটিসি (BTC) করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ২৬/০৬/২০২২ তারিখ হতে ৩১/০৭/২০২২ তারিখ পর্যন্ত ছিল। অনলাইন টিসি’র আবেদন লিংক

কলেজ পরিবর্তন ২০২৩ যশোর বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ১০/০৫/২০২৩ তারিখ হতে ০৯/০৭/২০২৩ তারিখ পর্যন্ত। বিস্তারিত নিম্নে দেখুন :

একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২৩ যশোর বোর্ড

কলেজ পরিবর্তন ২০২৩ ময়মনসিংহ বোর্ড

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের টিসি (e-TC), বিটিসি, গ্রুপ পরিবর্তন, বিষয় পরিবর্তন, শিফট পরিবর্তন, ভার্সন পরিবর্তন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল কার্যক্রম আগামী ০৩/০৫/২০২৩ খ্রি. হতে ২৩/০৫/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।

শিক্ষার্থীগণ স্ব স্ব কলেজে তার চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের নির্ধারিত ফি শিক্ষার্থীদের নিকট হতে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে বোর্ডে জমা দিবে৷ অতঃপর বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলী কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে
পাবেন।

বি দ্র. টিসি আবেদন অনলাইনে করতে হবে। আবেদন করার পর ফি জমা দিতে হবে৷ শিফট, ভার্সন, ছবি পরিবর্তনের জন্য কোন ফি লাগবে না। ভর্তি বাতিল ফরম বোর্ডের ওয়েবসাইট হতে সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে। ম্যানুয়ালি টিসির আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন পরিবর্তন করার অনলাইনে আবেদনের সময় ০৮/০৬/২০২২ তারিখ হতে ৩০/০৬/২০২২ তারিখ পর্যন্ত ছিল।

কলেজ পরিবর্তন ২০২২ দিনাজপুর বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞিপ্তি অনুযায়ী ০১/০৭/২০২২ তারিখ হতে ৩১/০৮/২০২২ তারিখ পর্যন্ত (TC) কলেজ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এবং ম্যানুয়ালি বিটিসি (BTC) এর জন্য আবেদন করতে পারবে।

কলেজ পরিবর্তন ২০২২ রাজশাহী বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ১২/০৯/২০২২ তারিখ হতে ২৭/০৯/২০২৯ তারিখ পর্যন্ত। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC). নিম্নে বিজ্ঞপ্তি দেখুন

একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২১-২০২২ রাজশাহী বোর্ড
কলেজ পরিবর্তন ২০২১-২০২২ রাজশাহী বোর্ড নির্দেশিকা

কলেজ পরিবর্তন ২০২২ বরিশাল বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে কলেজ পরিবর্তন চলছে। বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) এবং ম্যানুয়ালি বিটিসি (BTC) এর জন্য আবেদন করতে পারবে।

কলেজ পরিবর্তন ২০২২ সিলেট বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট বোর্ড কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ১৮/০৭/২০২২ তারিখ হতে ১৭/০৮/২০২২ তারিখ পর্যন্ত।

সিলেট বোর্ডের টিসি (e-TC) আবেদন করার বিস্তারিত পদ্ধতি এখান থেকে জানুন।

কলেজ পরিবর্তন ২০২০-২০২১ সিলেট বোর্ড

কলেজ পরিবর্তন ২০২২ মাদরাসা বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদরাসা কর্তৃক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন করার বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদনের সময় ২২ আগস্ট ২০২২ তারিখ থেকে শুরু হবে এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। উক্ত সময়ে শিক্ষার্থীরা অনলাইনে টিসি (e-TC) করতে পারবে।

একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন মাদ্রাসা বোর্ড ২০২২

উল্লেখ্য যে, কোনো বোর্ডের ২০২২ সালের একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বা জানা গেলে পোষ্টটি আপডেট করে দেওয়া হবে। সুতরাং এডু মাসাইল (edu masail) এর সাথে থাকুন।

একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২১-২০২২ কবে শুরু হবে?

২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন শুরু হয়েছে। কবে শুরু হবে, তা জানার আগে আমাদের বুঝতে হবে কলেজ ট্রান্সফার আসলে কখন শুরু হয়? ইতোমধ্যে ২০২২ সালের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ হয়েছে, তাই যাদের কলেজ মনমত হয়নি তারা আকুল হয়ে বসে আছে কবে কলেজ ট্রান্সফার শুরু হবে?

আমাদের বুঝতে হবে অনলাইনে যেকোনো ভর্তি সম্পন্ন হওয়ার পর কর্তৃপক্ষ / প্রতিষ্ঠান কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি ঢাকা বোর্ড কর্তৃক আজ প্রকাশিত হয়েছে, যা চলবে ১০ মে ২০২২ তারিখ পর্যন্ত। রেজিস্ট্রেশন করা মানে আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন তা বোর্ড জানবে। তাই রেজিস্ট্রেশন করার আগে আপনি একাদশে ভর্তিই হয়েছেন বলে বোর্ড বুঝবে না। আর তা না হলে আপনি কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন না।

আশাকরি এতক্ষণে আপনারা একটা ধারণা পেয়ে গেছেন যে একাদশ শ্রেণীর কলেজ ট্রান্সফার ২০২১-২০২২ কবে শুরু হচ্ছে? হ্যা ঠিক তাই আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর পরই কলেজ ট্রান্সফার শুরু হবে এবং একই সাথে বিষয় ও গ্রুপ পরিবর্তনের কার্যক্রম শুরু হবে।

128 thoughts on “একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন ২০২২-২০২৩”

  1. ঢাকা বোর্ড থেকে চট্টগ্রামে একটা কলেজে ভর্তি ট্রান্সফার করলে কিভাবে করতে হবে স্যার?যদি একটু হেল্প করতেন।

  2. প্রথমে আপনি যে কলেজের আবেদন করবেন সেই কলেজে সিট খালি থাকা লাগবে। তারপর আপনি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে অনলাইনে BTC ফরম পূরণ করে, উভয় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুপারিশ সহ ফি প্রদান করে বোর্ড ট্রান্সফার করতে পারবেন। বিস্তারিত উপরে দেখুন।

    1. md. Ansaruddin

      ভর্তি ট্রান্সফার এর শেষ তারিখ কবে?

        1. দ্বাদশ শ্রেণির টিসি নেওয়ার তারিখ কবে দিবে?
          আমি ঢাকা থেকে রাজশাহী বোর্ডে যেতে চাই।
          একটু হেল্প করবেন প্লীজ।

          1. দ্বাদশ শ্রেণির কলেজ ট্রান্সফার একাদশ শ্রেণির কলেজ ট্রান্সফার শেষ হওয়ার পর শুরু হবে। নিম্নের পোষ্ট থেকে দ্বাদশ শ্রেণির কলেজ ট্রান্সফারের আপডেট পাবেন দ্বাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন

          2. ইরফান আহমেদ নিলয়

            দিনাজপুর বোর্ডের একাদশ শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষে কলেজ পরিবর্তন নোটিশ কবে প্রকাশিত হবে?

        2. tahmid nur araf

          একাদশ শ্রেণির ট্রান্সফার এর ফলাফল কখন দিবে?

      1. আল আমিন

        রাজশাহীত বোর্ড কি নতুন নোটিশ প্রকাশ করেনি??

    2. ভাইয়া এক মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসায় ট্রান্সফার হব কিভাবে?

      1. একাদশ শ্রেণীর ট্রান্সফার কি শুরু হয়ে গেছে?

  3. My college transfer proces 3 step had been finished many days ago but step 4 is not being proced by the board but now i want to that How many time board will take to college transfer procees?

  4. স‍্যার আমি ২০২১ সালে মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। পরবর্তীতে কলেজে ভর্তি হয়েছি। এখন আমি আবার মাদ্রাসায় আলিমে ভর্তি হতে চাই। এখন আমার করনীয় কি স‍্যার প্লিজ স‍্যার যদি একটু বলতেন?

    1. এটা কলেজ বা বোর্ড ট্রান্সফার করা ছাড়া হবে না। তবে কলেজে থেকে মাদ্রাসায় আদৌ ট্রান্সফার হওয়া যায় কিনা আমার সঠিক জানা নেই।

    1. হ্যা অবশ্যই আছে। ২০২২ সালের একাদশ ভর্তি শেষ হওয়ার কিছুদিন পর একাদশ কলেজ ট্রান্সফার শুরু হবে।

      1. ভাইয়া প্রতিবছর কি শিওরলি কলেজ ট্রান্সফার হবে? আমি আসলে অনেক সমস্যায় পড়ে গেছি। কারো থেকে কোনো সুনিশ্চিত নিউজ পাচ্ছি না। এবছর কি কলেজ ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে? হলে কবে হবে? একটু জানাবেন প্লিজ।

        1. হ্যা হবে। একাদশ ভর্তিই তো এখনও শেষ হয়নি। অপেক্ষা করো। ২-১ মাসের মধ্যে শুরু হয়ে যাবে।

      2. আমি কলেজ ট্রান্সফারের জন্য চট্টগ্রাম বোর্ডে আবেদন করছি, কিন্তু বোর্ড ৯৪ জনের একটা তালিকা দিছে, কিন্তু আমারটা দেয় নাই কেনো

          1. Vai Rajshahi bourd ar gurp change ar notice kobe dibe are sob bourd ar i to diya hoye gse rajshahi bourd ar ta kobe dibe plz bolban vai 21-22 sikkka borsar plz vai boln 😭😭😭

            1. ওরা গতবারই দেরি করেছে, হয়ত এবারও দেরি করে দিবে। নতুবা এতদিনে দিয়ে দেওয়ার কথা।

    1. না। তবে লক্ষ্য রাখতে হবে এটা পুরাতন বছরের নাকি নতুন বছরের আপডেট। কেননা অসাবধানতা বশত আপডেট করা নাও থাকতে পারে। তাই সংশ্লিষ্ট কলেজে আগে ফোনে যোগাযোগ করে আপডেট তথ্য জেনে নিবেন।

  5. শাহাদাত হোসেন

    ভাই আমি কি এখন গ্রুপ পরিবর্তন করতে পারবো? আলিম প্রথম বর্ষ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আওতায়

  6. আমি কয়টা কলেজে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারব? আর যদি আমার ট্রান্সফার সাক্সেসফুল না হয়, তাহলে পূর্বের কলেজে কি পুনরায় ভর্তি হতে হবে নাকি স্বাভাবিক ভাবেই আগের মত ক্লাস করতে পারবো?

    1. যেকোনো এক কলেজে ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে, তবে সিট খালি থাকলে আর (তুমি) যোগ্য হলে ট্রান্সফার হতে পারবে। প্রাথমিক আবেদন করার পর উভয় কলেজ forward করে নিলে ট্রান্সফার সাক্সেসফুল হবে নতুবা আগের কলেজেই পড়তে পারবে।

      1. আমি কি ২ টা কলেজের জন্য ২ বার আবেদন করতে পারব? নাকি একবারেই ২ টার জন্য আবেদন করতে পারবো? এটা একটু ক্লিয়ার করলে ভাল হয়, আমি আমার বর্তমান কলেজে একবারেই পরতে চাচ্ছি না। একটু হেল্প করলে অনেক উপকৃত হতাম।

        1. যেকোনো এক কলেজে আবেদন করতে পারবে। তাই যে কলেজে ট্রান্সফার হতে চাইবে সেই কলেজে আগে যোগাযোগ করে নিয়ে তারপর আবেদন করবে, তাহলে আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ট্রান্সফারও হবে।

      2. স্যার 2021-2022 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর রাজশাহী বোর্ডের কলেজ পরিবর্তন এর সম্ভাব্য তারিখ কত?? Plz sir reply me!!!

  7. একাদশ শ্রেণির 2021-22 সালের কলেজ ট্রান্সফার কি শুরু হয়েছে স্যার যশোর বোর্ডের? যদি না হয় তাহলে সেই সম্ভাব্য ডেটটা কবে?

    1. আগামী বছর অথবা চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে। বিস্তারিত যশোর শিক্ষাবোর্ডের অংশে দেখো—

  8. Jashore board e college transferer date Kobe deba. Plz kew blbn. .ami college transfer hote chi

  9. Sir akados 2021-2022 er college TC khn suru Hobe? Rajshahi bord ar? Plz reply me.. asola kub somossay aci

  10. vaia chattrogram r mymensing board er collage transfer 2021-2022 Biggopti prokasito hoyni, kintu online suru hoyese etar mane ki vaia?

    1. বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা নিজেই দেখো। পোষ্টের মধ্যে উভয় বোর্ডের স্পষ্ট ও চলতি মাসে প্রকাশিত নোটিশ (বিজ্ঞপ্তি) দেওয়া আছে। আর কোনো নোটিশ ছাড়া অনলাইনের কোনো আবেদন শুরু হয় না। যে বলছে সে আসলে জানে না।

  11. আমি চট্টগ্রাম বোর্ড থেকে ঢাকা বোর্ডে যেতে চাই সেজন্য আমর করণীয় কি?

    1. নিজ কলেজে গিয়ে আবেদন ফরম তুলে, উক্ত ফরম পূরণ করে ঐ ফরমে নিজ কলেজের অধ্যক্ষ এবং ভর্তিচ্ছু কলেজের অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষর করিয়ে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে হবে। না বুঝলে বলবে। এ নিয়ে আলাদাভাবে পোষ্ট করব ইন-শা-আল্লাহ

  12. ভাইয়া আমি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট। আমি দিনাজপুর বোর্ড থেকে ঢাকা বোর্ডে যেতে চাচ্ছি। আমি কি দিনাজপুর বোর্ডের ফর্ম তুলে ২ অধ্যক্ষর সই নিয়ে ফর্মটা ঢাকা বোর্ডে জমা দিব নাকি ঢাকা ও দিনাজপুর উভয় বোর্ড এ দিতে হবে? জানতে পারলে খুব উপকৃত হব।
    আর ভাইয়া আমি অনলাইনে কিভাবে কলেজ চেঞ্জ এর জন্য অ্যাপ্লিকেশন করব? প্লিজ একটু জানাবেন প্লিজ ভাইয়া একটু তাড়াতাড়ি রিপ্লাই দিয়েন

    1. তুমি যেটা করতে চাচ্ছো তা হচ্ছে BTC অর্থাৎ বোর্ড পরিবর্তন। এটা অনলাইনে করা যায় না। সরাসরি নিজ কলেজে গিয়ে আবেদন ফরম তুলে অন্য বোর্ডে জমা দিতে হবে। বিস্তারিত কলেজে বুঝতে পারবে।

      1. ভাইয়া আর একটা প্রশ্ন আমি যেই বোর্ডে যাবো সেই বোর্ডে ফর্ম জমা দিতে হবে তাইতো?

  13. দুই কলেজ থেকে আবেদনটি forword করার পর যদি বোর্ড থেকে অনুমতি দেওয়া হয় অথবা টিসির আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর কিভাবে নতুন কলেজটিতে ভর্তি হব?

    1. Order TC ডাউনলোড করে ম্যানুয়ালি (সরাসরি উপস্থিত হয়ে) ভর্তি হতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!