একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নিয়ম ২০২৪

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত দেশের সকল সরকারি-বেসরকারি কলেজ / মাদরাসা / কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন নিয়ম জানতে আসলে আপনাকে স্বাগতম। এখানে আপনি আবেদন পাশাপাশি প্রায় সকল পর্যায়ে আবেদন ফি দেওয়ার নিয়ম দেখতে পারবেন। তাছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির সকল পর্যায়ের আবেদন নিয়ম একই। তাই এক জায়গা থেকে সব পর্যায়ের আবেদন করতে পারবেন। তাহলে চলুন নিম্নে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন নিয়ম সহ বিকাশ ও টেলিটকের মাধ্যমে টাকা প্রেরনের বিস্তারিত তথ্যবলি জেনে নেই :

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নিয়ম ২০২৩ দেখুন এখান থেকে

একাদশ শ্রেণিতে আবেদন করার তারিখ ২০২৪

১ম পর্যায়ে আবেদন সময়২৬ মে হতে
১১ জুন পর্যন্ত
২য় পর্যায়ে আবেদন সময়— জুন হতে
— জুন (রাত ৮টা পর্যন্ত)
৩য় পর্যায়ে আবেদন সময়— জুন ২০২৪

১) যারা ১ম পর্যায়ে কোনো কলেজে selection বা নির্বাচিত হয়নি, তারা কোন প্রকার ফি দেওয়া ব্যতীত ২য় পর্যায়ে পূণরায় আবেদন অথবা মাইগ্রেশন করতে পারবে। ২) যারা ১ম পর্যায়ে কোনো কলেজে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি, তারা আবেদন ফি বাবত ১৫০/- টাকা দিয়ে ২য় পর্যায়ে আবেদন করতে পারবে। ৩) এবং যারা পূর্বে আবেদন ফি প্রদান করেছে কিন্তু আবেদন করেনি, তারাও আবেদন করতে পারবে।

আরও দেখুন : কলেজে (একাদশ শ্রেণিতে) চান্স পাওয়ার উপায় ২০২২

২য় পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে জরুরি তথ্য

১) যারা ১ম পর্যায়ে আবেদন করেনি তাদেরকে নতুন করে আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে। ২) আর যারা আবেদন করেছে কিন্তু কোন কলেজে নির্বাচিত হননি তারা ৫ (পাঁচবার) আবেদন পরিবর্তন করতে পারবে। ৩) আর যারা কলেজে নির্বাচিত হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি তাদেরকে নতুন করে আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে। ৪) দ্বিতীয় পর্যায়ের আবেদন –০৬.২০২৪ তারিখ রাত ৮ টা পর্যন্ত করা যাবে। ৫) গুরুত্বপূর্ণ তথ্য ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা-২০২৪ অনুযায়ী অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোন ভর্তির কার্যক্রম করা হবে না।

একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন নিয়ম ২০২৪

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদনের পুর্বে একজন শিক্ষার্থীকে প্রথমে টেলিটক / বিকাশ / শিওরক্যাশ / নগদ / রকেট / সোনালি ব্যাংক ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে। এরপর মোবাইল বা কম্পিউটার দিয়ে ভর্তির ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে যেভাবে ভর্তির আবেদন করবেন তা পেমেন্ট করার নিয়ম বর্ণনার পর দেওয়া আছে। নিম্নে বিকাশ ও টেলিটক, এই দুটি মাধ্যমে টাকা প্রেরনের পদ্ধতি দেওয়া আছে এবং পরে অনলাইনে প্রাথমিক আবেদন করার নিয়ম সহ পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়া হলো :

আবেদন ফিঃ  গতবারের মত এবারও অনলাইনে সর্বোচ্চ ১০ টি কলেজে এবং সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করা যাবে। তবে প্রত্যেকবার আবেদনের জন্য ১৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে, আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে। নিম্নে টেলিটক ও জনপ্রিয় বিকাশ এর মাধ্যমে আবেদন ফি প্রদান করার পদ্ধতি দেওয়া হলো :

টেলিটক এর মাধ্যমে অনলাইনের ফি প্রদানের নিয়ম

প্রথমে টেলিটকের প্রিপেইড মোবাইলের Message অপশনে যান। গিয়ে লিখুন : CAD<space>WEB <space> এসএসসি/সমমান পরীক্ষা পাসের Board এর নামের প্রথম তিন অক্ষর<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের Roll<space>এসএসসি/সমমান পরীক্ষা পাসের Year

উদাহরণস্বরূপ : CAD WEB DHA 123456 2021 sent to 16222 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। এরপর ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম এবং আবেদন ফি বাবদ ১৫০ টাকা কেটে নেয়া হবে, তা জানিয়ে একটি পিন কোড প্রদান করা হবে।

তারপর আবার মেসেজ অপশনে গিয়ে লিখুন CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER  এবং পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটিTransaction ID সহ SMS যাবে।

xi class application payment system byTeletalk-2022

বিকাশ এর মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়ম

বিকাশের মাধ্যমে একাদশ শ্রেণির আবেদন ফি প্রদান করলে কোনো সার্ভিস ফি চার্জ হবে না। বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ ও আবেদন ফি দেওয়ার পদ্ধতি : প্রথমে বিকাশ এপ এর হোম পেইজে যান এবং সেখান থেকে ‘পে বিল’ আইকনে ট্যাপ করুন। তারপর বিলের তালিকা থেকে ‘xi class admission’ সেলেক্ট করুন

এবার বোর্ডের নাম ও পাশের সন সিলেক্ট করে এসএসসি রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিন। তারপর পেমেন্ট -এর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান।

তারপর পিন নাম্বার ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখুন। পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে কনফার্মেশন মেসেজ ও বিল পেমেন্ট মেসেজ পাবেন। পরবর্তী ব্যবহারের জন্য ট্রান্সজেকশন আইডি সংরক্ষণ করুন। নিম্নোক্তভাবে মোবাইলে মেসেজ আসবে।

একাদশ শ্রেণীর আবেদন ফি দেওয়ার নিয়ম বিকাশ ২০২২
একাদশ শ্রেণীর আবেদন ফি দেওয়ার নিয়ম বিকাশ ২০২৪

আবেদন ফি প্রদান করার পর করণীয়

অনলাইনে আবেদন করার জন্য টেলিটক/বিকাশ/শিওর ক্যাশ/নগদ এর মাধ্যমে টাকা জমা দেওয়ার পর নির্ধারিত সাইট থেকে একাদশে ভর্তির জন্য এপ্লাই করতে হবে। সাইটটি নিম্নরূপ দেওয়া হলোঃ আবেদন করার লিংক:  http://www.xiclassadmission.gov.bd

লিংকে প্রবেশ করার পর করনীয়

উপরের লিংকে প্রবেশ করার পর, যে মেনু আসবে, তাতে ‘Apply Online’ এ ক্লিক করতে হবে। এরপর প্রার্থীর এসএসসি/সমমান পরীক্ষার পাসের সন, বোর্ড এর নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এন্ট্রি করতে হবে।

এন্ট্রি করার পর, আবেদনকারীর তথ্য সঠিক হলে, সে তার ব্যক্তিগত তথ্য এবং এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পারে। এরপর মোবাইল নম্বর দিতে হবে (আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছেন) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা দিবেন।

তারপর, তাকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফিট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী (এসএমএস ও অনলাইন উভয় পদ্ধতি মিলে সর্বমোট ১০টি কলেজ Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তার সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবে।

তারপর, আবেদনকারী ‘Preview Application’ Button -এ ক্লিক করে, তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবে। এখন, Preview তে দেখানো তথ্য সঠিক হলে, submit অপশনে ক্লিক করুন।

আবেদনটি সফলভাবে submit হলে, আবেদনকারী আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ sms পাবেন। এবং একটি security code ও যাবে। যা সংরক্ষণ করে রাখতে হবে। কেননা, পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তির সময় এটি লাগবে। এখন আবেদন প্রক্রিয়া শেষ হলো। তবে আবেদনকারী চাইলে তার আবেদনকৃত তথ্যাদিসহ উক্ত ফরম টি প্রিন্ট করে রাখতে পারেন।

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত আবেদন কারীদের ক্ষেত্রে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর একই বলে বিবেচিত হবে। এ ক্ষেত্রে রোল নম্বরে অন্তর্ভুক্ত ‘-‘ চিহ্নটি উপেক্ষা করতে হবে। উল্লেখ্য যে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীদেরকে শুধুমাত্র টেলিটক এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির পূর্ণাঙ্গ নির্দেশিকা ২০২৪

Xi class admission Nirdeshika 2022-p-1
Xi class admission Nirdeshika 2022-p-2
Xi class admission Nirdeshika 2022-p-3
Xi class admission Nirdeshika 2022-p-4
Xi class admission Nirdeshika 2022-p-5
Xi class admission Nirdeshika 2022-p-6
Xi class admission Nirdeshika 2022-p-7
Xi class admission Nirdeshika 2022-p-8

12 thoughts on “একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নিয়ম ২০২৪”

  1. আমি মাএ একটি কলেজে কি আবেদন করতে পারব?
    যেমন – সরকারি তিতুমির কলেজ, ঢাকা। From Comilla দয়া করে জানাবেন।

      1. আমার দ্বিতীয় পর্যায়ে কলেজ চয়েস দিতে ভুল হয়েছে এডিট করার কোন নিয়ম আছে কি?

  2. কোনো কলেজেই আসি নি😔 আমি সাইন্স থেকে Gpa-5 পেয়েছি। তৃতীয় পর্যায়েও আমার কোনো কলেজ আসে নি। এখন আমার করনীয় কি?
    প্লিজ আমাকে একটু হেল্প করবেন আমি খুব ডিপ্রেশনে আছি…

    1. পয়েন্ট তো ভালোই আছে, হয়তো কলেজ সিলেকশন ঠিক ছিল না তাই চান্স হয় নি। এদিকে আন্তঃ শিক্ষাবোর্ড বলছে এবার ম্যানুয়ালি ভর্তির সুযোগ নাই, তাই তোমরা যারা ভালো পয়েন্ট পেয়েও চান্স পাওনি, তারা বিভিন্ন গণমাধ্যমে দাবি তুলো। হয়তো তোমাদের আহাজারি দেখে ম্যানুয়ালি ভর্তির জন্য কোনো পদক্ষেপ নিতে পারে।

    2. রেজওয়ানা

      আমি এস এস সি ২০২২ ব্যাচ। আমার ১ম পর্যায়ে যে কলেজ আসছিলো সেই কলেজ পছন্দ হয় নি। ২য় পর্যায়ে চয়েজ দিয়েছি কোনো কলেজ আসে নি। এখন তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে, আমার প্রশ্ন হলো যদি ৩য় পর্যায়েও আমার কোনো কলেজ এই না আসে, তহলে আমি কি করবো?🙂

      1. কিছু করার নেই। ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। কারন গতবারের মত যদি এবারও ৪র্থ পর্যায়ে আবেদনের সুযোগ দেয় তাহলে ভর্তি হতে পারবে নতুবা না।

  3. ভাই আমি কি এখন একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবো যদিও পারি তাহলে আমাকে ওয়েব সাইট পাঠানো শিখাবেন,,,, দয়াকরে

    1. হ্যা, ৪র্থ পর্যায়ে অনলাইনে আবেদন করার সুযোগ পাবে। আবেদন করার নিয়ম ঠিক আগের মতই থাকবে।

  4. Rifaiya Jannat

    আমার যেই কলেজে সিলেকশন হয়েছে সেটা আমাদের শহরের বাইরে অন্য একটা শহরে কিন্তু আম্মু এখন চাইছে না যে আমি সেখানে এডমিট হই। আম্মু চায় যে আমি আমাদের শহরের কোনও কলেজ এ ভর্তি হই এখন কী করবো কিভাবে আবার আমাদের শহরের কোনো কলেজ এ অ্যাপ্লিকেশন করবো বুঝতে পারছি না।
    আপনি কী আমায় কোনো advice দিতে পারবেন।?

    1. যদি তোমার প্রথম চয়েজের কলজে চান্স হয় তাহলে ভর্তি নিশ্চায়ন করবে না। ৯ তারিখ ২য় পর্যায়ে আবেদন শুরু হবে, তখন তুমি তোমার শহরের কলেজ ১-৫ পর্যন্ত চয়েজ দিয়ে আবেদন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!