ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ফাজিল (পাস) পরীক্ষা শুরু হয়েছিল ১২/০৯/২০১৯ (১ম বর্ষ) তারিখে এবং শেষ হয় ১৯/১১/২০১৯ (৩য় বর্ষ) তারিখে। তাই, দেখা যাচ্ছে যে, ফাজিল পরীক্ষা শেষ হওয়ার প্রায় আড়াই মাস হয়ে গেলেও এখনও কোনো বর্ষের ফলাফল প্রকাশিত হয় নি। এমনকি ফাজিল (পাস) ১ম বর্ষ পরীক্ষা শেষ হওয়ার ৪ মাস এর উপরে। তা নিয়ে শিক্ষার্থীরা প্রায় হতাশায় জর্জরিত। কেউবা ফলাফলের আশাই ছেড়ে দিয়েছেন বলে সোশাল মিডিয়ায় মন্তব্য করছেন। তবে, অন্তত পক্ষে এত দিনে ফাজিল ১ম বর্ষের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা। চলুন নিম্নে বিস্তারিত জেনে নেই ২০১৯ সালের ফাজিল পরীক্ষার রেজাল্ট কবে দিবে:-
আপডেট খবর
০৩ সেপ্টেম্বর ২০২০ : সুপ্রিয় বন্ধুরা! অবশেষে অপেক্ষার প্রহর বুঝি এবার সমাপ্ত হলো🥰। কিছুক্ষণ পূর্বে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে, আগামী ০৭/০৯/২০২০ তারিখ, রোজ সোমবার ২০১৯ সালের ফাজিল পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২০ প্রকাশিত হবে। তবে ২০১৯ সালের ফাজিল অনার্স রেজাল্ট ২০২০ সম্বন্ধ্যে বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেনি। আমাদের সাথে থাকুন–
২৭ জুলাই, ২০২০: আইটি শাখায় কর্মরত জনাব এ. কে. এম. এ. তারিক সাহেবের সাথে ফোনালাপ করে আজ জানা গেছে যে, উনি বলেছেন ঈদ-উল-আযহার পূর্বে ফাজিলের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না বরং ঈদের পর প্রকাশিত হবে। তবে কবে নাগাদ প্রকাশিত হবে তা কিছু জানান নি।
১৪ জুলাই, ২০২০: (একটা সুখবর) ২০১৯ সালের কামিল ১ম ও ২য় পর্ব এর স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ১৮/০৭/২০২০ হতে ২০/০৮/২০২০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আজ নোটিশ প্রকাশ করেছে। তাই আশাকরা যায়, বিশ্ববিদ্যালয়ের অধীনে জনসংযোগ, তথ্য ও পরামর্শের দায়িত্বে থাকা এক জনাবের বাণী কার্যকর হবে। অর্থাৎ উনি বলেছেন যে চলতি মাসের শেষ দিকে ফাজিলের রেজাল্ট প্রকাশিত হবে।
০৭ জুলাই, ২০২০ : আপনাদের জন্য সুখবর হচ্ছে যে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শের দায়িত্বে কর্মরত জনাব অমিতাভ বিশ্বাস স্যারের সুত্রে জানা গেছে চলতি জুলাই মাসের শেষ দিকে ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে।
০১ জুন, ২০২০ : প্রিয় বন্ধুরা ফাজিল পরীক্ষা শেষ হওয়ার অর্ধ-বছরের চেয়ে বেশি হয়ে গেলেও রেজাল্ট সম্বন্ধ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এখনো কিছু বলেনি। এদিকে গত ০৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর, করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত ১৭ মার্চ এখন থেকে এখন পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া সাধারণ ছুটি সহ সড়ক পরিবহনও বন্ধ করা হয়। তাই রেজাল্ট প্রকাশিত হতে বিলম্ব হচ্ছে। কেননা খাতা সংগ্রহ করা, খাতার ওএমআর শীট সহ অফিসের নানান কাজ সম্পাদন করা সম্ভব হচ্ছে না।
ফাজিল পরীক্ষার রেজাল্ট কবে দিবে
আমরা যদি গত বছরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখি যে, ফাজিল (পাস) ১ম বর্ষের পরীক্ষা শেষ হয়েছিল ১৯/০৯/২০১৮ তারিখে এবং ফলাফল প্রকাশিত হয়ছিল ০৯/০১/২০১৯ তারিখে। এদিকে ফাজিল (পাস) ২য় বর্ষের পরীক্ষা শেষ হয়েছিল ০৯/০৯/২০১৮ তারিখে এবং ফলাফল প্রকাশিত হয়েছিল ১৭/০২/২০১৯ তারিখে। আবার, ফাজিল (পাস) ৩য় বর্ষের পরীক্ষা শেষ হয়েছিল ২৯/১০/২০১৮ তারিখে এবং ফলাফল প্রকাশিত হয়েছিল ৩০/০৪/২০১৯ তারিখে।
উপরিক্ত বর্ণনায় আমরা দেখি যে, ২০১৮ সালের ফাজিল (পাস) ১ম বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছিল পরীক্ষা শেষ হওয়ার ৪ মাস ৬ দিন পর। আর, ২০১৮ সালের ফাজিল (পাস) ২য় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছিল পরীক্ষা শেষ হওয়ার ৫ মাস ৭ দিন পর। আবার, ২০১৮ সালের ফাজিল (পাস) ৩য় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছিল পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৬ মাস পর।
এদিকে ২০১৯ সালের ফাজিল (পাস) ১ম বর্ষের পরীক্ষা শেষ হয় ২৫/০৯/২০১৯ তারিখে। আর ফাজিল (পাস) ২য় বর্ষের পরীক্ষা শেষ হয় ০২/১০/২০১৯ তারিখে এবং ফাজিল (পাস) ৩য় বর্ষের পরীক্ষা শেষ হয় ১৯/১১/২০১৯ তারিখে।
তাহলে ২০১৯ সালের ফাজিল পরীক্ষার রেজাল্ট কবে দিবে
প্রথমত, আমরা দেখি যে, গত বছর ফাজিল পাস ১ম, ২য় এবং ৩য় বর্ষের পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হয় যথাক্রমে ৪ মাস, ৫ মাস এবং ৬ মাস পর। তাহলে এ হিসেবে বলা যেতে পারে, এবার ২০১৯ সালের ফাজিল পাস ১ম, ২য় এবং ৩য় বর্ষের পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে যথাক্রমে
ফেব্রুয়ারি, মার্চ এবং
এপ্রিল মাসের যেকোনো দিন। অর্থাৎ, ২০১৯ সালের
ফাজিল (পাস) ১ম বর্ষের রেজাল্ট প্রকাশিত হতে পারে ফেব্রুয়ারি মাসের যেকনোদিন। এভাবে ২য় বর্ষের মার্চ এবং ৩য় বর্ষের এপ্রিল মাসের যেকোনো দিন।
আমাদের ফেসবুক পেইজ→ Edu Masail
দ্বিতীয়ত, এবার যদি ফাজিল পাস ১ম, ২য় এবং ৩য় বর্ষের পরিক্ষার রেজাল্ট একসাথে প্রকাশিত হয়, তাহলে বলা যায় যে, ফেব্রুয়ারি অথবা মার্চের যেকোনো দিন ফাজিল পাস পরিক্ষার রেজাল্ট একসাথে প্রকাশিত হতে পারে।
Related
আমাদের নিদিষ্ট কোন সময় দেয়া হবেনা?
না, সাধারণত কোনো নির্দিষ্ট সময় আগে কখনো দেয় নি। তাই দেওয়ার সম্ভাবনা নেই।
৯ মাস হয়ে গেলো এটা কি ফাইজলামি শুরু করলো নাকি। তা হলে মানুষ মাদরাসায় লেখা পরা বাদ দিয়ে দিবে।
এই মাসে রেজাল্ট প্রকাশিত হতে পারে। বিস্তারিত উপরে দেখুন
রেজাল কে কি করুনা ভাইরাস আক্রান্ত করেছে না কি
Fazul pass 3d year 2020'r result kobe hote pare
সম্ভবত কামিল ১ম ও ২য় পর্বের টিউটোরিয়াল পরীক্ষার শেষ হওয়ার অপেক্ষা করা হচ্ছে।
আসসালামু আলাইকুম,
যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, ফাযিল পরীক্ষার রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ জানালে আপনার নিকট কৃতজ্ঞ থাকব……।
ভাই ফাজিল পরিক্ষার রেজাল্ট কেন দেখতে পারছিনা।