২০১৯-২০ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে ২০১৯-২০ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতা, ভর্তি
পদ্ধতি ও মানবন্টনসহ ভর্তি তথ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০১৯-২০২০
- সাধারণ যোগ্যতা:
- ২০১৬ বা ২০১৭ সালের SSC (সাধারণ / কারিগরি) বা দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং ২০১৮ বা ২০১৯ সালের HSC (সাধারণ / কারিগরি) বা আলিম বা ডিপ্ললোমা-ইন-কমার্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- তবে, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে আগত শিক্ষার্থীদেরকে ২০১৪ বা ২০১৫ সালের SSC পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে HSC বা সমমান পরীক্ষায় পাশ করেছে, তারা A ও B ইউনিটে আবেদন করতে পারবে এবং অন্যরা শুধু A ইউনিটে আবেদন করতে পারবে।
- ইউনিট ভিত্তিক যোগ্যতা:
- A ইউনিটের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই- এসএসসি ও এইচএসসি পরিক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ সহ মোট ৬.৫০ পয়েন্ট থাকতে হবে।
- B ইউনিটের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই- এসএসসি ও এইচএসসি পরিক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ সহ মোট ৭.০০ পয়েন্ট থাকতে হবে।
- আবেদন শুরুঃ ১২ সেপ্টেম্বর ২০১৯ হতে এবং
- আবেদন শেষঃ ০৬ অক্টোবর ২০১৯
- ভর্তি পরীক্ষাঃ ২৬ অক্টোবর ২০১৯ তারিখ, সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে A Unit -এর পরীক্ষা এবং দুপুর ২ঃ৩০ মিনিটে শুরু হবে B Unit -এর পরিক্ষা।
- A ইউনিটঃ- ৮০০ টাকা
- B1 ইউনিটঃ- ৮০০ টাকা
- B2 ইউনিটঃ- ৯০০ টাকা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন পদ্ধতি ২০১৯-২০
যদি কোন শিক্ষার্থী A ও B উভয় ইউনিটে পরীক্ষা দিতে চায় তবে তাকে উভয় ইউনিটে আলাদাভাবে আবেদন করতে হবে। সাব-ইউনিটগুলাে এমনভাবে সাজানাে হয়েছে যে, কোনাে ইউনিটের একটি সাব-ইউনিটে আবেদন করলে ঐ ইউনিটের অন্য সাব-ইউনিটে আবেদন করা যাবে না।
আবেদন করার জন্য এখানে গিয়ে HSC -এর পাশের সন, বাের্ড, রােল নম্বর এবং মােবাইল নম্বর (নিজের বা অভিভাবকের) দিয়ে sign up করলে, প্রদত্ত মােবাইল নম্বরে User ID ও Password পাঠানাে হবে ।
অতঃপর প্রাপ্ত User ID ও Password দিয়ে উল্লিখিত সাইটে sign in করে SSC -এর রেজিস্ট্রেশন নম্বর, বাের্ড রােল নম্বর , পাশের সন , ৩০০x৮০০ পিক্সেলের অনুর্ধ 100 KB এর scanned ছবি এবং ইউনিট ও কোটা সংক্রান্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হলে প্রার্থীকে একটি Bill Number এবং প্রদেয় টাকার পরিমাণ জানিয়ে দেওয়া হবে ।
DBBL -এর Rocket -এর Bill Pay Service অথবা BKash -এর Pay Bill Service ব্যবহার করে উক্ত Bill Number দিয়ে উল্লেখিত টাকা ট্রান্সফার করতে হবে । এক্ষেত্রে Rocket -এর জন্য Biller ID হিসাবে 291 এবং bKash -এর ক্ষেত্রে Education menu -এর পর SUST ব্যবহার করতে হবে।
bKash -এ পেমেন্ট সম্পন্ন করার নিয়ম এখানে দেখুন । পেমেন্ট সম্পন্ন হলে অনুর্ধ ২৪ ঘন্টার মধ্যে প্রার্থীকে প্রদত্ত মােবাইল নম্বরে ভর্তি পরীক্ষার Roll Number জানিয়ে দেয়া হবে । প্রার্থীগণ User ID এবং Password ব্যবহার করে admission.sust.edu তে সাইন-ইন করেও, তার ভর্তি পরীক্ষার Roll Number সহ অন্যান তথ্যাদি দেখতে পারবে ।
একাধিক ইউনিট এ পরীক্ষা চাইলে একই User ID ও Password ব্যবহার করে একই নিয়মে আবেদন করতে হবে। কোটায় আবেদনকারীগণ প্রতি ইউনিটের ক্ষেত্রে একটিমাত্র কোটা ব্যবহার করতে পারবে। Ethnic Minority Quota (EMQ) আবেদনকারীগণকে জাতিগােষ্ঠী সংক্রান্ত তথ্যও দিতে হবে ।
Diploma in Engineering (DIE) এবং General Certificate of Education (CCE) -এর আবেদনকারীগণকে admission.sust.edu সাইটে DIE রেজিস্ট্রেশন নম্বর/A লেভেলের Candidate নম্বর, পাশের সন এবং মােবাইল নম্বর দিয়ে sign up করার পর সাইটের নির্দিষ্ট জায়গায় গিয়ে SSC/ ও লেভেল -এর তথ্যসহ DIE লেভেলের বিষয়ভিত্তিক গ্রেড দিতে হবে।
SSC ও HSC এর তথ্যাদি দেওয়ার সময় প্রার্থীদের কে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। এক্ষেত্রে SSC এর GPA ও পাশের সন লিখতে ভুল হলে বা মিথ্যা তথ্য দিলে প্রার্থী আবেদন / ভর্তি বাতিল হয়ে যাবে।
একবার আবেদন সম্পন্ন হয়ে গেলে (Bill Number পাওয়ার পর) ছবি এবং কোন একাডেমিক তথ্য পরিবর্তন করা যাবে না । তবে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবার পর কোন প্রার্থীকে ইউনিট বা সাব-ইউনিট পরিবর্তন করতে চাইলে অতিরিক্ত সম্পরক ফি (প্রযােজ্য ক্ষেত্রে) এবং ২০০ টাকা ইউনিট-পরিবর্তন ফি দিতে হবে । উদাহরণ স্বরূপ , A বা B1 থেকে B2 -এ পরিবর্তন করতে চাইলে ৯৫০-৮৫০ = ১০০+২০০ = ৩০০ টাকা দিতে হবে।
বিজ্ঞান বিভাগের জন্যঃ-
- লিখিত পরীক্ষা-৭০ = ইংরেজি-২০ + বাংলা-১০ + পদার্থবিজ্ঞান-১০ + গণিত/জীববিজ্ঞান-১০ + রসায়ন-১০ + বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি-১০
- রেজাল্টঃ SSC+HSC=১৫+১৫=৩০
- সর্বমোট -১০০
- সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
মানবিক বিভাগের জন্যঃ-
- লিখিত পরীক্ষা-৭০ = ইংরেজি-২০ + বাংলা-১০ + মাধ্যমিক পর্যায়ের গণিত-১০ + অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস ও ইসলামের ইতিহাস, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়-৩০
- রেজাল্টঃ SSC+HSC=১৫+১৫=৩০
- সর্বমোট -১০০
- সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
বাণিজ্য বিভাগের জন্যঃ-
- লিখিত পরীক্ষা -৭০ = ইংরেজি-২০ + বাংলা-১০ + মাধ্যমিক পর্যায়ের গণিত-১০ + হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসংগ-৩০
- রেজাল্টঃ SSC+HSC=১৫+১৫=৩০
- সর্বমোট -১০০
- সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
B ইউনিট (B-1 ইউনিট)ঃ-
- লিখিত পরীক্ষা-৭০ = ইংরেজি -১০ + পদার্থ- ২০ + রসায়ন -২০ + গণিত -২০
- রেজাল্টঃ SSC+HSC=১৫+১৫=৩০
- সর্বমোট = ১০০
- সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
B ইউনিট B-2 ইউনিটঃ
- লিখিত পরীক্ষা-১০০ = ইংরেজি -১০ + পদার্থ- ২০ + রসায়ন -২০ + গণিত -২০ + ড্রইং ও স্থাপত্য বিষয়ে সাধারণ জ্ঞান-৩০
- সর্বমোট = ১০০
- সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট+ ১ ঘন্টা= ২ঘন্টা ৩০ মিনিট