নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৩-২০২৪ (সময় বর্ধিত)

নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৩এসএসসি রেজিস্ট্রেশন 2023নবম শ্রেণিতে ভর্তি ২০২৩ : আপনি যদি একজন স্কুলের শিক্ষার্থী হোন এবং নবম শ্রেণিতে ভর্তি বা রেজিস্ট্রেশন সম্বন্ধে জানতে চান তাহলে আপনাকে স্বাগতম। যাইহোক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আমরা রেজিস্ট্রেশন ফি সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যবলি প্রদান করব।

আপডেট

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় ২০/১০/২০২৩ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ♦Last Updated at 09:27 pm on 04 September 2023

নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৩ (ভর্তি)

জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ০৩ বছরের মধ্যে দেশের যেকোন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড / বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অবশ্যই নবম শ্রেণিতে ভর্তি হবার সুযােগ পাবে। নবম শ্রেণিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর অভিভাবকের মােবাইল নম্বরসহ সকল তথ্য অনলাইনে আপলােড করতে হবে। অনলাইনে আপলােডকৃত তথ্য না থাকলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন দাবী করা যাবে না।

নিবন্ধনের সময় লক্ষ্য রাখতে হবে যে, কোন শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের অধিক হলে নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না এবং নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ব্যতীত অন্য কোন শিক্ষার্থীকে কোন অবস্থাতেই রেজিস্ট্রেশন ভুক্ত করা যাবে না। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মােতাবেক ব্যবস্থা নেয়া হবে।

নমব শ্রেণির রেজিস্ট্রেশনসময় ২০২৩
রেজিস্ট্রেশন শুরু০১/০৬/২০২৩ হতে
রেজিস্ট্রেশন শেষ (সময় বর্ধিত)২০/১০/২০২৩ পর্যন্ত
রেজিস্ট্রেশন ফি১৭১/- টাকা
রেজিস্ট্রেশন ফি (বিলম্ব সহ)৩১১/- টাকা

নমব শ্রেণিতে ভর্তি হওয়ার নিয়ম

যারা জেএসসি বা জেডিসি পরীক্ষা দেয়ার পর এখনও নবম শ্রেণিতে ভর্তি হও নাই, তারা ২০/১০/২০২৩ তারিখের মধ্যে ভর্তি হতে পারবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। আর যারা আগে ভর্তি হয়ে গেছো তাদের শুধু রেজিস্ট্রেশন করলেই হবে।

আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : SSC Helpline

তাছাড়া যারা বিভাগ, গ্রুপ বা বিষয় পরিবর্তন করতে চাও তাদেরকে ২০/১০/২০২৩ তারিখের মধ্যে পরিবর্তন করে নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত বা ভর্তিকৃত শিক্ষার্থীরা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবে।

নবম শ্রেণিতে ভর্তি হওয়ার যোগ্যতা

কোনো শিক্ষার্থীর জেএসসি বা জেডিসি পরীক্ষা দেয়ার পর ৩ বছর গ্যাপ হয়ে গেলে অথবা কোনো শিক্ষার্থীর ১২ বছর পূর্ণ না হলে অথবা কোনো শিক্ষার্থীর বয়স ১৮ বছরের অধিক হলে সে নবম শ্রেণিতে ভর্তি বা রেজিস্ট্রেশন করতে পারবে না।

তবে আপনারা যারা বয়স বেশি হওয়ার কারণে ভর্তি হতে পারবেন না, তাদের জন্য উন্মুক্ত এর অধীনে নবম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। নিম্নের লিংকে বিস্তারিত দেখুন :

আরও পড়ুন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি তথ্য

নবম শ্রেণির রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ২০২৩

নবম শ্রেণির রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ২০২৩

আরও দেখুন : এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ

নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২২
নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২২-২০২৩

শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলােড করার লক্ষ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে ০৩ সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর চুড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের পূর্বে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দ্বারা বিদ্যালয়ে রক্ষিত ভর্তি ফরম ও সনদের সাথে মিলিয়ে ভালভাবে চেক করবেন। নিশ্চিত হবার পর ফাইনাল সাবমিট করবেন। রেজিস্ট্রেশন কার্যক্রমে কোন অবস্থায় শিক্ষার্থীদের সংযুক্ত করা যাবে না , প্রয়ােজনের মােবাইল ফোনে অভিভাবকের সাথে যােগাযােগ করবেন। চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট ( হার্ড কপি ) প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল – ত্রুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যগণ যৌথভাবে দায়ী থাকবেন।

৭। ঢাকা বাের্ডের ওয়েবসাইটে OEMS / eSIF বাটনে ক্লিক করে EIIN ও Password দিয়ে লগইন ( Login ) করলে Dashboard থেকে eSIF SSC- তে ক্লিক করলে Payable Fees of SSC 2021 Registration 4 Applicant name , Mobile no . 472 Number of Student free Print sonali seba slip – 4 ক্লিক করে সােনালী সেবার পিটি প্রিন্ট করতে হবে ( বিঃ দ্রঃ- ফরমটি কোনভাবেই ফটোকপি করে ব্যাংকে জমা দেয়া যাবে না ) ; ব্যাংকে ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে । পেমেন্ট ক্লিয়ারের পরে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সােনালী সেবার স্লিপ বের করা যাবে।

ফি জমাদানের জন্য বাের্ডে আসার প্রয়ােজন নেই। ব্যাংকে টাকা জমাদানের ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান eSIF পূরণ শুরু করতে পারবে। ১২। উপরােক্ত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনাে সমস্যা হলে এর দায় – দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

105 thoughts on “নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৩-২০২৪ (সময় বর্ধিত)”

  1. Md Shahadat

    আমার সব কিছু জমা দেওয়া ছিলো কিন্তু স্যার আমার রেজিস্ট্রেশন করেন নাই সুধু বলে করে দিমু দিমু দিমু বলে এখন সময় চলে গেছে এখন বলে আমার মনে ছিলো না এখন আমি কি করব আমার জীবন টা একদম শেষ হয়ে যাবে

    1. আমার সব কিছু জমা দেওয়া ছিলো কিন্তু স্যার বুল করে দিমু দিম বলে এখন সম চলে গেছে. এখন আমি পরীক্ষা দিতে পারবো কি?

      1. রেজিস্ট্রেশন না হলে ভর্তিই তো হোন নাই। যাক এবার স্কুলের স্যারকে চাপ দেন। উনি কিছু করলে করুক। তাছাড়া আর কিছু করার নেই।

  2. আরাফ

    রেজিস্ট্রেশন হইসে কিন্তু একটা ছবি জমা দেয়া হয় নাই ছবি না দিয়ে ফুলের ছবি দিয়ে কি রেজিস্ট্রেশন হবে?

    1. ফুলের ছবি কিনা আপনার ছবি এটা দেখার দায়িত্ব প্রতিষ্ঠান বা শিক্ষকের। যদি তারা কিছু না বলে তাহলে টেনশন করার দরকার নাই। কেননা তারা দেখে শুনেই ছবি আপলোড দিবে।

      1. আরাফ

        আমি ছবি দিতে দেরি করেছি তাই ফুলের ছবি দিয়ে করেছে আমি কি ssc পরিক্ষা দিতে পারবো? জানাবেন দয়া করে

          1. আরাফ

            এখন পর্যন্ত রেজিস্ট্রেশন এর কার্ড পাই নাই। ছবির জন্যে কি রেজিস্ট্রেশন বাতিল হতে পারে জানাবেন আমি ভয়ে আছি।

            1. ফুলের ছবি কেউ দিবে না। আর দিলেও পরীক্ষা দিতে পারবেন না। সুতরাং এখন স্কুলে জানিয়ে রাখেন। তারা কিছু করতে পারলে করল।

  3. Noor Mohammad

    ২০০৪ সালের এসএসসি পরীক্ষার্থী। রেজিষ্ট্রেশন কার্ডে জন্ম তারিখ সংশোধনের সুযোগ পাব কি?

  4. Md. Tareq Hossain

    আমার একজন ছোট যিনি ২০২৩ সালের পরীক্ষার্থী ছিলো। এখন দেখতেছি ও কিছুই পারতেছেনা।তাই আমি চাচ্ছি ওকে ক্লাস নাইনে ভর্তি করিয়ে দিতে কিন্তু স্যাররা বলতেছে রেজিষ্ট্রেশন যেহেতু হয়ে গেছে তাই আর নাইনে ভর্তি হতে পারবে না। এখন আমি যদি ওকে ক্লাস নাইনে ভর্তি করাইতে চায় তাইলে কি করতে হবে?

    1. স্যারেরা যা বলছে আমিও তাই বলব। তবে উন্মুক্ততে চেষ্টা করে দেখতে পারেন। তবে আপনার প্রতি আমার পরামর্শ থাকবে ওর ইয়ার লস করাবেন না। দরকার হয় আপনি অকে নাইনের পড়া পড়ান। পাশাপাশি এইচএসসি;র পড়াও পড়ুক।

  5. এসএসসি ২০২৩ তে এক সাবজেক্ট ফেল করছে। এখন এসএসসি ২০২৪ পরিক্ষা দেওয়ার জন্য অন্য কোন স্কুলে নতুন করে রেজিষ্ট্রেশন করা যাবে?

    1. অন্য স্কুলে রেজিস্ট্রেশন করা যাবে না। যে স্কুলে ছিলেন সেই স্কুলে রেজিস্ট্রেশন করতে হবে।

  6. Diya deb nath

    আমি ৯ম শ্রেণীর ছাত্রী আমার স্কুলে রেজিস্ট্রেশন হবে।আমি চাইছি যে, আমি ১০ম শ্রেণীতে স্কুল পরিবর্তন করতে চাই। এখন আমি কী পারবো স্কুল পরিবর্তন করতে না কোনো সমস্যা হবে?

  7. আব্রাহাম খুমী

    এখনো যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করা সুযোগ আছে? একটু তাড়াতাড়ি জানালে খুবই উপকৃত হতো। 01828739196 এই নাম্বার একটু যোগাযোগ করেন প্লিজ।

    1. হ্যা, পোস্টের মধ্যে যে সময় দেয়া আছে। সেই সময়ের মধ্যে যেকোনো প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করাতে পারবেন।

  8. আমি 2023-2024 এর নবম শ্রেণির শিক্ষার্থী। আমার গ্রুপ সাইন্স।
    ফোর্থ সাবজেক্ট কৃষি এখন কি সাবজেক্ট চেইন্জ করা যাবে? হায়ারম্যাথ নেওয়া যাবে???

  9. Farhat Ahmed Rifat

    আমি নবম শ্রেনীর একজন ছাএ। আমি নবম শ্রেনীতে ফেইল করার কারনে অন্য ইস্কুলে নবম শ্রেনীতে ভর্তি হই। এখন ইস্কুল থেকে বলতাছে বোর্ড থেকে নাকি রেজিষ্ট্রেশন চেঞ্জ করা যাবে না।

    আমি কি আমার রেজিষ্ট্রেশন অন্য ইস্কুলে ট্রান্সফার করতে পারবো?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!