নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৩ । এসএসসি রেজিস্ট্রেশন 2023 । নবম শ্রেণিতে ভর্তি ২০২৩ : আপনি যদি একজন স্কুলের শিক্ষার্থী হোন এবং নবম শ্রেণিতে ভর্তি বা রেজিস্ট্রেশন সম্বন্ধে জানতে চান তাহলে আপনাকে স্বাগতম। যাইহোক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আমরা রেজিস্ট্রেশন ফি সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যবলি প্রদান করব।
আপডেট
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় ২০/১০/২০২৩ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ♦Last Updated at 09:27 pm on 04 September 2023
নবম শ্রেণির রেজিস্ট্রেশন ২০২৩ (ভর্তি)
জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ০৩ বছরের মধ্যে দেশের যেকোন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড / বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অবশ্যই নবম শ্রেণিতে ভর্তি হবার সুযােগ পাবে। নবম শ্রেণিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর অভিভাবকের মােবাইল নম্বরসহ সকল তথ্য অনলাইনে আপলােড করতে হবে। অনলাইনে আপলােডকৃত তথ্য না থাকলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন দাবী করা যাবে না।
নিবন্ধনের সময় লক্ষ্য রাখতে হবে যে, কোন শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের অধিক হলে নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না এবং নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ব্যতীত অন্য কোন শিক্ষার্থীকে কোন অবস্থাতেই রেজিস্ট্রেশন ভুক্ত করা যাবে না। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মােতাবেক ব্যবস্থা নেয়া হবে।
নমব শ্রেণির রেজিস্ট্রেশন | সময় ২০২৩ |
---|---|
রেজিস্ট্রেশন শুরু | ০১/০৬/২০২৩ হতে |
রেজিস্ট্রেশন শেষ (সময় বর্ধিত) | ২০/১০/২০২৩ পর্যন্ত |
রেজিস্ট্রেশন ফি | ১৭১/- টাকা |
রেজিস্ট্রেশন ফি (বিলম্ব সহ) | ৩১১/- টাকা |
নমব শ্রেণিতে ভর্তি হওয়ার নিয়ম
যারা জেএসসি বা জেডিসি পরীক্ষা দেয়ার পর এখনও নবম শ্রেণিতে ভর্তি হও নাই, তারা ২০/১০/২০২৩ তারিখের মধ্যে ভর্তি হতে পারবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। আর যারা আগে ভর্তি হয়ে গেছো তাদের শুধু রেজিস্ট্রেশন করলেই হবে।
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন : SSC Helpline
তাছাড়া যারা বিভাগ, গ্রুপ বা বিষয় পরিবর্তন করতে চাও তাদেরকে ২০/১০/২০২৩ তারিখের মধ্যে পরিবর্তন করে নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত বা ভর্তিকৃত শিক্ষার্থীরা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবে।
নবম শ্রেণিতে ভর্তি হওয়ার যোগ্যতা
কোনো শিক্ষার্থীর জেএসসি বা জেডিসি পরীক্ষা দেয়ার পর ৩ বছর গ্যাপ হয়ে গেলে অথবা কোনো শিক্ষার্থীর ১২ বছর পূর্ণ না হলে অথবা কোনো শিক্ষার্থীর বয়স ১৮ বছরের অধিক হলে সে নবম শ্রেণিতে ভর্তি বা রেজিস্ট্রেশন করতে পারবে না।
তবে আপনারা যারা বয়স বেশি হওয়ার কারণে ভর্তি হতে পারবেন না, তাদের জন্য উন্মুক্ত এর অধীনে নবম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। নিম্নের লিংকে বিস্তারিত দেখুন :
আরও পড়ুন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি তথ্য
নবম শ্রেণির রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ২০২৩
আরও দেখুন : এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ
শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলােড করার লক্ষ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে ০৩ সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর চুড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের পূর্বে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দ্বারা বিদ্যালয়ে রক্ষিত ভর্তি ফরম ও সনদের সাথে মিলিয়ে ভালভাবে চেক করবেন। নিশ্চিত হবার পর ফাইনাল সাবমিট করবেন। রেজিস্ট্রেশন কার্যক্রমে কোন অবস্থায় শিক্ষার্থীদের সংযুক্ত করা যাবে না , প্রয়ােজনের মােবাইল ফোনে অভিভাবকের সাথে যােগাযােগ করবেন। চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট ( হার্ড কপি ) প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল – ত্রুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যগণ যৌথভাবে দায়ী থাকবেন।
৭। ঢাকা বাের্ডের ওয়েবসাইটে OEMS / eSIF বাটনে ক্লিক করে EIIN ও Password দিয়ে লগইন ( Login ) করলে Dashboard থেকে eSIF SSC- তে ক্লিক করলে Payable Fees of SSC 2021 Registration 4 Applicant name , Mobile no . 472 Number of Student free Print sonali seba slip – 4 ক্লিক করে সােনালী সেবার পিটি প্রিন্ট করতে হবে ( বিঃ দ্রঃ- ফরমটি কোনভাবেই ফটোকপি করে ব্যাংকে জমা দেয়া যাবে না ) ; ব্যাংকে ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে । পেমেন্ট ক্লিয়ারের পরে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সােনালী সেবার স্লিপ বের করা যাবে।
ফি জমাদানের জন্য বাের্ডে আসার প্রয়ােজন নেই। ব্যাংকে টাকা জমাদানের ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান eSIF পূরণ শুরু করতে পারবে। ১২। উপরােক্ত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনাে সমস্যা হলে এর দায় – দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
নবম শ্রেণির রেজিস্ট্রেশন করা যাবে এখন?
হ্যা, যাবে
২০২১ সালে আমি ক্লাস ৯ এ যে স্কুলে পড়তাম সে স্কুলে আমার রেজিস্ট্রেশন করায় নি। আমার বাবা বদলি হওয়ার কারণে আমি ২০২২ সালে টিসি নিয়ে ক্লাস ১০ এ ভর্তি হতে যাই অন্য স্কুলে কিন্তু আমাকে ক্লাস ১০ এ ভর্তি করায় না। কারণ আমার রেজিস্ট্রেশন করানো হয়নি বলে। এখন আমি কিভাবে ক্লাস ১০ এ ভর্তি হবো যদি উপায়টা বলতেন?
দুঃখিত! রেজিস্ট্রেশন করা না হলে তুমি নবম শ্রেণিতে ভর্তিই হওনি বলে বিবেচিত হবে। কিছু করার নাই। তবে টিসি নিলেও রেজিস্ট্রেশন করানো যেত।
ভাই দয়া করে রিপ্লাই দিন, আমি এই বছর এখনো ৯ম শ্রেনীতে ভর্তি হয়নি, শুনলাম ডেট নাকি ২ বার দেয়। এই বছর কি আবারো ৯ম শ্রেনীর রেজিস্ট্রেশন এর ডেট দিবে? খুব উপকার হয় তাহলে riply din
মেয়াদ বর্ধিত হয়েছে
আমি নবম শ্রেনীতে পড়ি এখনো রেজিস্টন করি নি।এখন কি করা যাবে বল্লে ভালো হতো স্যার
আমি ক্লাস ৯ ভর্তি হতে চায় তার জন্য ভর্তি ফী কত? আমি কি অনলাইনে ভর্তি হতে পারবো নাকি অফিস আসতে হবে?
না, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া জেনারেল লাইনের নবম শ্রেণিতে ভর্তি হতে সরাসরি প্রতিষ্ঠানের অফিসে যেতে হবে। আর ভর্তি ফি (রেজিস্ট্রেশন) আনুমানিক ২-৩ হাজার হবে।
এসএসসি এক্সাম (২০১৪) দেয়ার পর কোন কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়। আমি কি এখন আবার নতুন করে ক্লাস নাইনে সাইন্সে ভর্তি হতে পারবো?
না, ক্লাস নাইনে আবার ভর্তি হবে কেন? এসএসসি পাশ করলে এইচএসসি তে ভর্তি হোন।
আমার স্ত্রী ২০১২ সালে জেএসসি পরিক্ষা দিয়েছেন তারপর কোন কারন বশত আর স্কুলে যাওয়া হয়নি এখন কি উন্মুক্ততে ভর্তি হতে পারবে? যদি পারে তাহলে কিভাবে কি করবো প্লিজ প্লিজ প্লিজ একটু জানাবেন
হ্যা, পারবেন। তবে গত মাসের ৩১ তারিখ পর্যন্ত ভর্তির সময় ছিল। তাই ভর্তির ডেট না বাড়ালে পারবেন না। এ সম্বন্ধে আপডেট পেতে নিম্নের লিংকে প্রতিদিন ভিজিট করবেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি তথ্য ২০২১-২০২২
২০২১ সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। কিন্তু ছবি ভুল দেয়া হয়েছে। এখন রেজিস্ট্রেশনের ছবি কিভাবে সংশোধন করা যাবে?
প্রতিষ্ঠানের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করো। অনলাইনে কিছু করার নেই।
2021 -22 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর পরিক্ষা হবে না অটোপাস হবে।
পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষার প্রস্তুতি নেও।
আমি ৯ম শ্রেনীতে ভর্তি চাই
অপেক্ষা করো, বছরের মাঝ অথবা শেষ দিকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু হবে।
ভাই আমি গত বছর এক দাখিল মাদ্রাসার ক্লাস 9 এ সাইন্স নিয়ে ভর্তি হয় কিন্তু এখন জানতে পারলাম আমার এখনও রেজিস্টেশন হয়নি এখন কোনো ভাবে কি দরকার হলে বোর্ডের মাধ্যমে Ssc 2023 এ রেজিস্টেশন করতে পারবো কি Plz Plz Plz জানান ভাই
নতুন করে রেজিস্ট্রেশন এই বছরই করতে পারবে। তবে এখন না, বছরের শেষ দিকে। তবে এ জন্য এক ইয়ার লস হবে। আর যখন ভর্তি হইছো তখনকার সেশনে রেজিস্ট্রেশন করতে হলে মাদ্রাসায় যোগাযোগ করো। যদিও সময় নাই এখন তবুও তারা কিছু করতে পারলে করল!
ভাই আমি দশম শ্রেণীর পরম ফিলাপ করতে পারিনি নিও টেন আমি এখন কি করবো
নিজ প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করো
৯ম শ্রেণির রেজিষ্ট্রেশনের জন্য স্কুলে কি জন্ম নিবন্ধন সনদ দিয়েই রেজিষ্ট্রেশন হবে? নাকি নতুন কোন ফরমে রেজিষ্ট্রেশন এর জন্য লিখতে হবে? কারণ, জন্ম নিবন্ধন সনদে পিতা মাতার নাম ভুল রয়েছে
৮ম শ্রেণি এর রেজিস্ট্রেশন যেভাবে যে নামে করা আছে সেভাবে ৯ম শ্রেণির করবে। পরে সংশোধন করতে পারবে।
SSC ২০২৩ পরীক্ষার্থী রেজিস্ট্রেশন ট্রান্সফার কি ভাবে করবে?
রেজিস্ট্রেশন ট্রান্সফারের কোনো সিস্টেম নাই। বরং অন্য স্কুলে যেতে হলে উক্ত (বর্তমান) রেজিস্ট্রেশন ক্যানসেল করে অন্য স্কুলে রেজিস্ট্রেশন (ভর্তি) করতে হবে। সে জন্য নিজ কলেজের স্যারদের সাথে যোগাযোগ করতে হবে।
Ami jsc exam diye passed hoyechi kinto kichu karon er jonno akhono class 9 e vorti hote pari nei…. Ami ki akhn class nine e vorti hote parbo??
নির্দিষ্ট বয়সের অভার হয়ে গেলে ভর্তি হতে পারবে না। পোষ্টের মধ্যে দেখো রেজিস্ট্রেশন করার নির্ধারিত বয়স দেয়া আছে।
Registrition jodi dui jaigai taka deya hoi taholi ki hobe duijaigai kagojpatio disi kono somossa hobe ki
হ্যা হবে। যেকোনো একটাতে পড়তে হবে।
মানে দুইটাতেই টাকা দিছে এবং কাগজপত্র দিছি যে কোন একটাতে তো রেজিস্ট্রেশন হবে নাকি প্লিজ একটু আজকে জানাবেন
না, দুটাতেই রেজিস্ট্রেশন হবে। পরে যখন মিল পাবে তখন সমস্যা হবে। উভয়টা বাতিল করে দিতে পারে। তাই যেকোনো একটাতে রেজিস্ট্রেশন করতে হবে।
ami 2017 te j.s.c exam diye pass korechi. Amar jonmonibondone 03/08/2005 dewa ache, 18 years hote ekhono 14 months baki ache. ami ki ekhon class 9 e vorti hote parbo? please janaben..!!
১৮ বছর হলে তো ভর্তিই হতে পারবে না। ১৮ এর কম হতে হবে। সুতরাং এখনই ভর্তি হওয়ার শেষ সুযোগ
আমি ২০২০ সালের জেএসসি অটোপাস। নবম শ্রেণিতে এখন রেজিস্ট্রেশন করব। আমি কি এখন রেজিস্ট্রেশন করতে পারবো? অবশ্যই বলবেন
অবশ্যই পারবে। তবে ১৮ বছরের অধীক হলে রেজিস্ট্রেশন করতে পারবে না।
মাদরাসার নবম শ্রেণিতে রেজিষ্ট্রেশন করার কি সুযোগ আছে এখন?
এখন সময় নাই। তবে মেয়াদ বাড়াতে পারে। নিজ মাদ্রাসার সাথে যোগাযোগ রাখো
আমি ২০২১ সালে ক্লাস ৮ এ ছিলাম কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি ২০২২ সালে আমি ক্লাস ৮ এ রেজিস্ট্রেশন করেছি ২০২৩ সালে কি আমি ক্লাস টেনে ভর্তি হতে পারবো যদি একটু বলতেন প্লিজ স্যার
তখন বয়স ১৮ বছরের কম হলে ভর্তি হতে পারবে।
এসএসসি ২০২৪ সালে যারা পরিক্ষা তাদের কি রেজিস্ট্রেশন হয়ে গেছে? আর রেজিস্ট্রেশন ক্লাস রোল অনুযায়ী বোর্ডে জমা দেয় স্কুল থেকে?
হ্যা হয়ে গেছে। আর রেজিস্ট্রেশন ক্লাস রোল অনুযায়ী হয়
দুই স্কুল থেকে কি রেজিস্ট্রেশান করা যায়?
na
SIr ami to 2021 ssc exam diyeci kintu poient kom pici abar ami ki abar 2025 sale ssc exam dite ci dite parbo
na. 2022 sale exam dite caile parte.
ভাইয়া নবম শ্রেণির রেজিষ্ট্রেশন হয়ে গেলে অন্য স্কুলে ভর্তি কিভাবে হয় বলবেন প্লিজ
স্কুল ট্রান্সফার করে যেতে হবে।