আমি জানতে চাচ্ছি এক বছরে কিভাবে এইচএসসি পরীক্ষা দেওয়া যায়?
Edu Masail Answered question 02/09/2024
SSC পরীক্ষা দেওয়ার পর যাদের স্টাডি গ্যাপ ৩ বছর বা তারও বেশি হয়ে গেছে, তারা চাইলে এইচএসসি প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে ১ বছরে HSC পরীক্ষা দিতে পারবেন।
সে জন্য প্রতি বছর এইচএসসি পরীক্ষার আগে ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তখনই সাথে সাথে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
এটার পরীক্ষা নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীর সাথে হয়।
Edu Masail Changed status to publish 02/09/2024