জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১ | জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২১জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে হবে ২০২১ | national university admission exam 2021

 জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২১

গত (১১ ফেব্রুয়ারি, ২০২০) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় যে, আসন্ন ২০২০-২১ শিক্ষা বর্ষ থেকেই জিপিএ ফলাফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ মোট ২৮টি বিশ্ববিদ্যালয়ের উপচার্যরা বিষয়টির সাথে একমত পোষণ করেছেন। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিপিএ ফলাফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া বাতিল হয়।

কিন্তু গত (৭ অক্টোবর, ২০২০) তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মতে এইচএসসি পরীক্ষার ফলাফল অটোপাশের মাধ্যমে দেয়া হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এরপরই (১৭ অক্টোবর, ২০২০ তারিখে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-উর-রশীদ প্রথম আলোকে বলেন ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স ভর্তিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ এইচএসসি ও এসএসসি এর জিপিএ ফলাফলের মাধ্যমে অনার্সে ভর্তি করানো হবে। বিষয়টি জগন্নাথ বিশ্ববিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমানও নিশ্চিত করেন।

পরে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষামন্ত্রীর কাছে দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি প্রক্রিয়ার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১৩টি শতবর্ষী ও ৮ টি প্রাক-মডেল কলেজগুলো যুক্ত হতে চেয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সম্মতির জন্য চিঠি দিয়েছেন।

কিছুদিন পূর্বে দৈনিক শিক্ষায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্ষ মাে. মশিউর রহমান জানান, তাদের মধ্যে একটি আলােচনা হয়েছে ১৩ টি শতবর্ষী কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। কিন্তু এটি এখনাে চূড়ান্ত হয়নি। যদি এটি হয়, তাহলে সব কলেজে গত কয়েক বছরের মতোই এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলের ভিডিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

Update (5/6/2021)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ১৩টি শতবর্ষীসহ বেশ কয়েকটি ঐতিহ্যবাহী কলেজে এবার ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা ছিল। এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নীতিনির্ধারকদের নিয়ে প্রাথমিক আলোচনা হলেও চলমান করোনা পরিস্থিতির কারণে চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষে তা আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে এসব কলেজে এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, একটা বিষয় আমাদের ভাবনায় ছিল, ১৩টি শতবর্ষী কলেজে পরীক্ষা নেওয়ার। এটির পরিকল্পনা ছিল আমাদের কিন্তু চলমান করোনা পরিস্থিতি আমরা সেটা থেকে সরে এসেছি। এসব কলেজেও এবার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে আগামীতে শতবর্ষী কিংবা ৫০ বছরের বেশি বয়সের কলেজে আলাদা পরীক্ষা নিয়ে ভর্তি করা হবে— সেটি আমাদের ভাবনায় রয়েছে।

১৩টি শতবর্ষী কলেজ হচ্ছে- রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল, মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট, এডওয়ার্ড কলেজ, পাবনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ, কারমাইকেল কলেজ, রংপুর, সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ, বাগেরহাট, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।

তবে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ শতবর্ষী হলেও এসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তাই ঢাবি থেকে এসব কলেজে আলাদাভাবে ভর্তি পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।

অন্যদিকে, ৮টি প্রাক-মডেল কলেজের মধ্যে রয়েছে- ঢাকা কমার্স কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমনিরহাটের উত্তরবাংলা কলেজ, বগুড়ায় সৈয়দ আহম্মদ কলেজ, টাঙ্গাইলে সখিপুর রেসিডেন্সিয়াল মহিলা কলেজ, কুষ্টিয়ায় দৌলতপুর কলেজ ও কিশোরগঞ্জে রফিকুল ইসলাম মহিলা কলেজ।

জানা গেছে, গত বছরের ডিসেম্বরে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি প্রক্রিয়ার সঙ্গে এসব কলেজ যুক্ত হতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে চিঠি দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে এ নিয়ে প্রাথমিক আলোচনা হলেও করোনা পরিস্থিতিতে বেশিদূর এগোতে পারেনি। তবে আগামীতে গুচ্ছভিত্তিক ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকরা।

————তথ্যসূত্র দৈনিকশিক্ষা

আরও পড়ুন

10 thoughts on “জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২১”

  1. শতবর্ষী কলেজ ছাড়া দেশের সকল কলেজে বিগত বছরের মত এবারও ভর্তি পরীক্ষা ছাড়াই অনার্সে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

  2. এটা "অনার্স ভর্তি ২০২০-২০২১" পোষ্টে বলা হয়েছে, তাই এখানে বলা হয় নি। ভর্তি র আবেদন শুরু ৮ জুন থেকে

  3. ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাই ।

    1. শতবর্ষী কলেজে এবার ভর্তি পরীক্ষা হবে কিনা এখনও কোনোকিছু জানা যায় নি। তবে অন্যান্য সকল কলেজে ভর্তি পরীক্ষা এবারও হবে না তা নিশ্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!