জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে ভর্তির নিয়মাবলিসহ প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া হলোঃ-
###প্রাথমিক আবেদনের সময়সীমাঃ ১০-০৮-২০২০ থেকে ১২-০৯-২০২০ পর্যন্ত।
###যেসব বিষয়ে এম ফিল ও পিএইচডি করা যাবেঃ
★★প্রাথমিক আবেদন ও চূড়ান্ত ভর্তির সিডিউল ২০২০
### এমফিল ও পিএইচডি ভর্তির যোগ্যতা
এম ফিল ভর্তির ক্ষেত্রেঃ
- সকল পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.২৫ /দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষোয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষার আলাদাভাবে ন্যূনতম ৫০% নম্বর বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পাচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫০% নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে, তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
- অথবা স্নাতক (পাস) সহ স্নাতকোত্তর ডীগ্রীধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষার আলাদাভাবে ন্যূনতম ৫৫% নম্বর বা সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। আর অধীভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের স্নাতক (পাস) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫৫% নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে, তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
পি এইচ ডি ভর্তির ক্ষেত্রেঃ-
- এম ফিল / সমমানের ডিগ্রিধারী হতে হবে।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস এম এ এস, এডভান্সড এম বি এ ডিগ্রিধারীগণও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। উভয়ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত জার্নালে ন্যূনপক্ষে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
- বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত কলেজ/ প্রতিষ্টানের শিক্ষকদের মধ্যে, যাদের শিক্ষা জীবনে ন্যূনতম ৩ টি প্রথম বিভাগ/শ্রেণী, ৩ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি স্বীকৃতমানের জার্নালে কমপক্ষে ২ টি গবেষণামূলক প্রবন্ধ রয়েছে, তারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবে। বাংলা ও ইঙ্গরেজি বিষয়ের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষা জীবনে ২ টি প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে।
###প্রোগ্রামের মেয়াদ
এম ফিল প্রোগ্রামের মেয়াদ এক বছরের কোর্সওয়ার্ক সহ দুই বছর এবং পি এইচ ডি প্রোগ্রামের মেয়াদ ৩ বছর।
###শর্তাবলিঃ
- এম ফিল প্রোগ্রামে ১টি এবং পিএইচডি প্রোগ্রামে ২ টি সেমিনার প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এখান থেকে
ফাযিল কামিল দিয়ে কি এমফিল করা যাবে ?
আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানেে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি।এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল/পি.এইচ.ডি করতে পারবো কি?জানালে উপকৃত হতাম।
হ্যা, যাবে
হ্যা, পারবেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল করেছি এমফিল করতে পারব কিনা
হ্যা, পারবেন। কেননা বিজ্ঞপ্তিতে এটা বলা নেই যে, শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর (পাস-অনার্স উভয় ক্ষেত্রে) পাশ হতে হবে। তাই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল ও কামিল (পাস-অনার্স উভয় ক্ষেত্রে) সম্পূর্ণ করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল কোর্সে ভর্তি হতে পারবেন। তবে (অনার্স এর ক্ষেত্রে) উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ আলাদাভাবে ২.৫০ থাকতে হবে আর (পাস এর ক্ষেত্রে) উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ আলাদাভাবে ২.৭৫ থাকতে হবে।
job kore ki ei course kora
possible?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছরের এমফিল ভর্তির কোন তথ্য দিতে পারবে?
বাংলাদেশে এমফিল আর কোথায় করা যায়? এখন কি আবেদনের সময় আছে?
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল ভর্তির আবেদন চলবে ১৮/১০/২০২০ তারিখ থেকে ১৮/১১/২০২০ তারিখ পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমফিল করতে পারবেন। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিলে আবেদন শুরু হয়েছে।
আগে এমপিল নাকি পিএইচডি? এমপিল এবং পিএইচডি কয় বছর মেয়াদী? ফাজিল বা অনার্স কি করা যায়?
হ্যা, যাবে। এমফিল করে পিএইচডি করতে হবে।
চাকুরি করে কি এম ফিল করা যাবে?
শিওর বলতে পারছি না ভাই।
ভর্তি পরীক্ষা কি কি বিষয়ে হবে? জানালে উপকৃত হবো ইনশা আল্লাহ।
গনিত শাস্ত্রে মুসলিমদের অবদান , এমফিল করা যাবে কি?
'গণিত' বিষয়ে এমফিল করে পিএইচডি করা যাবে। তবে 'গণিত শাস্ত্রে মুসলিমদের অবদান' নামে কোনো বিষয় নাই।
আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ(পাস কোর্স)669 নম্বর পেয়েছি, রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগ পেয়ে মাস্টার্স পাস করেছি, এখন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এমফিল প্রোগ্রাম করতে পারবো কিনা? তাছাড়া একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে এল এল বি ( দুই বছর মেয়াদী) 3.08ও এল এল এম 3.22( দুই বছর মেয়াদী) এবং ইংলিশ মাস্টার্স( দুই বছর মেয়াদী) সম্পন্ন করেছি,
আপনার বিএ (পাস) কোর্সের এই ৬৬৯ নম্বর যদি মোট নম্বরের ৫৫% হয় অথবা জিপিএ হিসেবে ২.৭৫ পয়েন্ট হয় তাহলে আপনি এমফিল করতে পারবেন। কেননা আমি বলতে পারছি না যে আপনি মোট কত নম্বরের পরীক্ষা দিয়েছেন। যদি বলতে পারেন তাহলে বলতে পারবো। আর মাস্টার্স এর পয়েন্ট ঠিক আছে।
আমি ইসলামিক বিষয় এ (কোরআন,হাদিস, বা ইসলামিক স্টাডিজ) এম ফিল করতে চাই।এখন কোথায় ভর্তি হতে পারবো। এ বিষয় এ বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করবেন প্লিজ
মাদরাসা থেকে ফাজিল কামিল পাশ করার পরে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এ এমফিল পিএইচডি করা যাবে???
এমফিল করা ছাড়া কি পিএইচডি করা যায় না?
না