মাস্টার্স (নিয়মিত) কোটা মেধাতালিকার ফলাফল ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির কোটা মেধাতালিকার ফলাফল প্রকাশ হবে আগামী ১০/১২/২০১৯ তারিখে। উক্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে বিকাল ৪:০০ টার পর এবং অনলাইন এর মাধ্যমে রাত ৯:০০ টার পর থেকে ফলাফল জানা যাবে।নিম্নে ফলাফল দেখার পদ্ধতিসহ ফলাফল পরবর্তী করণীয় সম্বন্ধ্যে জানুন:

মাস্টার্স শেষ পর্ব প্রফেশনাল কোটা মেধা তালিকার ফলাফল দেখার পদ্ধতি:

—–অনলাইলে রেজাল্ট দেখতে চাইলে এডমিশন রোল ও পিন নম্বর লাগবে।

এখানে (link), রোল নম্বর হচ্ছে= ভর্তির জন্য প্রাথমিক আবেদন করার সময়, ফরমের মধ্যে যে রোল নম্বর লেখা থাকে, ঐ রোল নম্বর।

আর, পিন নম্বর= অনলাইনে আবেদন করার পর, সাথে সাথে মোবাইলের মধ্যে আসা মেসেজের মধ্যে তা পেয়ে যাবেন। ঐ পিন নম্বর অথবা আবেদন ফরমের রোল নম্বরের পাশে পাবেন।

  • SMS এর মাধ্যমে ফলাফল: 

NU ATPM Roll No এবং সেন্ড করুন ১৬২২২ নম্বরে।

—-এখানে, NU – National University
ATMF – Admission Test Professional Masters
Roll no – প্রাথমিক আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর।

ভর্তি রোল ও পিন নাম্বার পুনরুদ্ধার করুন এখান থেকে



মাস্টার্স শেষ পর্ব নিয়মিত কোটা মেধাতালিকায় ভর্তি হওয়ার তারিখসমূহ:
  • ভর্তি ফরম পূরণের তারিখ: ১০/১২/২০১৯ তারিখ হতে ১৪/১২/২০১৯ তারিখ পর্যন্ত।
  • ভর্তির ফরম সহ অন্যান্য কাগজপত্র কলেজে জমা দেওয়ার তারিখ: ১১/১২/২০১৯ তারিখ হতে ১৫/১২/২০১৯ তারিখ পর্যন্ত।
  • কলেজ কর্তৃক নিশ্চায়নের তারিখ: ১১/১২/২০১৯ তারিখ হতে ১৭/১২/২০১৯ তারিখ পর্যন্ত।
  • কলেজ কর্তৃক সোনালি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ: ১৮/১২/২০১৯ তারিখ হতে ২৩/১২/২০১৯ তারিখ পর্যন্ত।


কোটা মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের করণীয়: 

যারা কোটা মেধাতালিকায় স্থানপ্রাপ্ত হবে, তাদেরকে চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে ১১/১২/২০১৯ হতে ১৫/১২/২০১৯ তারিখের মধ্যে নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ উক্ত ফরম জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তি পদ্ধতি নিম্নে দেখুন-

মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) প্রোগ্রামে চূড়ান্ত ভর্তি পদ্ধতি: 

  •  ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) প্রোগ্রামে চূড়ান্ত ভর্তির জন্য প্রার্থীকে এখান থেকে  Masters/phd অপশনে ক্লিক করে applicant Login সিলেক্ট করুন। তারপর Masters Login অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর রােল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।
  • এরপর আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন, তা দেখা যাবে। এবং একইসাথে Application Form নামে একটি অপশন থাকবে, চূড়ান্ত ভর্তির জন্য সেটাতে ক্লিক করতে হবে।
  • তারপর, যে পেজ আসবে তাতে আপনার নাম, পিতার নাম সহ আপনি যে বিষয়ে চান্স পেয়েছেন তা সম্বলিত একটি পেজ আসবে। 
  • সেখানে আপনাকে Nationality এর বক্সে Bangladesh লিখবেন। তারপর, নিজ ধর্ম select করবেন। এরপর, একজন গার্জিয়ান এর নাম দিবেন। তারপর, গার্জিয়ান এর ফোন নম্বর এবং তার বার্ষিক আয় দিবেন।
  • এরপর, নিচের দিকে (বাম পাশে) আপনার স্বায়ী এবং(ডান পাশে) বর্তমান ঠিকানা দিবেন। তারপর সবকিছু সঠিক হলে Save Information এ ক্লিক করুন। নিম্নের ছবিটি দেখুন-

     

  • তারপর যে পেজ আসবে, সেখান থাকা Download অপশনে ক্লিক করে, ভর্তি ফরম ডাউনলোড করে প্রিন্ট করুন। 
  • এরপর কলেজে উপরিউক্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ ফরমটি জমা দিবেন। 
  • তারপর কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আপনাকে নিশ্চায়ন করলে আপনার ভর্তির প্রক্রিয়া শেষ হবে।

মাস্টার্সে কোটায় ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে: নিম্নে ভর্তি হতে যা যা লাগবে, তা দেওয়া হলো:

  1. অললাইন থেকে মূল আবেদন ফর্মের –২ কপি (একটি কলেজ কপি এবং অন্যটি স্টুডেন্ট কপি)
  2. পাসপোর্ট সাইজের ছবি ৪-৬টি (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  3. স্নাতক (সম্মান/মাস্টার্স প্রিলিমিনারি) পরীক্ষার মূল মার্কশিট। 
  4. স্নাতক (সম্মান/মাস্টার্স প্রিলিমিনারি) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।
  5. স্নাতক (সম্মান/মাস্টার্স প্রিলিমিনারি) পরীক্ষার প্রসংশা পত্রের ফটোকপি।
  6. কোটার মূল সনদপত্র। 
  7. টাকা জমার রশিদ।
উল্লেখ্য, সকল কাগজপত্রগুলোকে ২ সেট বানাতে হবে যার এক সেট বিভাগীয় সেমিনারে এবং অন্য সেট অফিসে জমা দিতে হবে।

→উক্ত সেটের একটির মধ্যে, ভর্তি ফরমের দুই কপি এবং এর কপিতে রঙ্গিন ছবি লাগাতে হবে। তাছাড়া, স্নাতক (সম্মান) বা মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার রেজিস্ট্রেশন ও মার্কশিটের ফটোকপি দিবেন।

→আর অন্যটিতে আবার ভর্তি ফরমের কলেজ কপি, স্নাতক (সম্মান) বা মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার রেজিস্ট্রেশন ও মার্কশিটের উভয়ের পত্রের মূল কপি, ৩-৪ টি ছবি দিতে হবে এবং অন্যান্য কাগজপত্র। 

২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি তথ্যসহ বিস্তারিত তথ্যবলী এখান থেকে দেখুন


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!