মাস্টার্স প্রফেশনাল ভর্তি ফলাফল ২০২২ । ১ম মেধাতালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব, পােষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পােষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সের ১ম মেধাতালিকার ফলাফল ২০ অক্টোবর ২০২২ তারিখে প্রকাশিত হবে।

বিবরণসময়
১ম মেধা তালিকার ফল২০ অক্টোবর ২০২২
মাস্টার্স ভর্তি শুরু২০ অক্টোবর ২০২২
ভর্তি চলবে৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত
ভর্তি ফি প্রদান৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত
ক্লাস শুরু০৬ নভেম্বর ২০২২ হতে

উল্লেখ্য যে, মাস্টার্স প্রফেশনাল ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী অন্য কোন কোর্সে বা শিক্ষাবর্ষে কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে, তাকে অবশ্যই ২৭ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চুড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।

মাস্টার্স প্রফেশনাল ভর্তি ফলাফল দেখার নিয়ম (১ম মেধাতালিকা)

মাস্টার্স প্রফেশনাল ১ম পর্ব ১ম মেধাতালিকার ফলাফল ২০২২-২০২৩ দুইভাবে দেখা যায়। যথা: এসএমএস এবং অনলাইন। তবে, এসএমএসের মাধ্যমে ২০ অক্টোবর ২০২২ বিকাল ৪:০০ টার পর এবং অনলাইন এর মাধ্যমে রাত ৯:০০ টার পর থেকে ফলাফল জানা যাবে।

ফলাফল দেখার নিয়ম : লিংকে ক্লিক করার পর রোল নম্বর ও পিন নম্বর দিন। রোল নম্বরটি হচ্ছে প্রাথমিক আবেদন করার সময় ফরমের মধ্যে যে রোল নম্বর লেখা থাকে, ঐ রোল নম্বর। আর পিন নম্বর হচ্ছে অনলাইনে আবেদন করার পর সাথে সাথে মোবাইলের মধ্যে আসা মেসেজের মধ্যে তা পেয়ে যাবেন। উল্লেখ্য মেসেজের মাধ্যমে রোল ও পিন নম্বর জানিয়ে দেয়া হয়।

বি. দ্র. রেজাল্ট প্রকাশের দিন সবাই একসাথে চেষ্টা করার কারনে সার্ভার ডাউন হয়ে যায়। ফলে লিংকে ঢুকতে সময় লাগতে পারে।

SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম

এসএমএস এর মাধ্যমে দ্রুত ফলাফল জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে টাইপ করুন NU স্পেস ATPM স্পেস Roll No এবং তা সেন্ড করুন ১৬২২২ নম্বরে। এখানে NU মানে National University আর ATPM – Admission Test Professional Masters এবং Roll no হচ্ছে প্রাথমিক আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর।

ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে

  • অললাইন থেকে মূল আবেদন ফর্মের –২ কপি।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪-৬ টি (কলেজভেদে কম বেশি হতে পারে)
  • স্নাতক (সম্মান) / মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট এবং ফটোকপি
  • স্নাতক (সম্মান) / মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি ও ফটোকপি
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র ( কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।

উল্লেখ্য যে সকল কাগজপত্র গুলোকে ২ সেট বানাতে হবে যার এক সেট বিভাগীয় সেমিনারে এবং অন্য সেট অফিসে জমা দিতে হবে।

→উক্ত সেটের একটির মধ্যে ভর্তি ফরমের দুই কপি এবং এর কপিতে রঙ্গিন ছবি লাগাতে হবে। তাছাড়া স্নাতক (সম্মান) বা মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার রেজিস্ট্রেশন ও মার্কশিটের ফটোকপি দিবেন।

→আর অন্যটিতে আবার ভর্তি ফরমের কলেজ কপি, স্নাতক (সম্মান) বা মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার রেজিস্ট্রেশন ও মার্কশিটের উভয়ের পত্রের মূল কপি, ৩-৪ টি ছবি দিতে হবে এবং অন্যান্য কাগজপত্র। 

মাস্টার্স প্রফেশনাল ভর্তি ফলাফল ২০২২

মাস্টার্স প্রফেশনাল ভর্তি ফলাফল ২০২২ । ১ম মেধাতালিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!