মাস্টার্স (প্রফেশনাল) ১ম পর্ব ১ম মেধাতালিকার ফলাফল ২০২০-২০২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব, পােষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পােষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহে্র ১ম মেধাতালিকার ফলাফল ২৪ আগস্ট ২০২০ তারিখে প্রকাশিত হয়।
![]() |
মাস্টার্স (প্রফেশনাল) ১ম পর্ব ১ম মেধাতালিকার ফলাফল ২০২০-২০২১ |
মাস্টার্স (প্রফেশনাল) ১ম পর্ব মেধাতালিকার ফলাফল জানার পদ্ধতি ২০২০-২০২১
মাস্টার্স (প্রফেশনাল) ১ম পর্ব ১ম মেধাতালিকার ফলাফল ২০২০-২০২১ দুইভাবে দেখা/জানা যায়। যথা: এসএমএস এবং অনলাইন। তবে, এসএমএসের মাধ্যমে ২৪ আগস্ট ২০২০ বিকাল ৪:০০ টার পর এবং অনলাইন এর মাধ্যমে রাত ৯:০০ টার পর থেকে ফলাফল জানা যাবে।
এসএমএস এর মাধ্যম
- এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
- nu <space> atmp <space> roll number
- এবং তা ১৬২২২ নম্বরে সেন্ড কররুন।
অনলাইন এর মাধ্যম
- অনলাইন এর মাধ্যমে ফলাফল দেখতে নিম্নোক্ত লিংকে গিয়ে,
- প্রথমে আপনার রোল নম্বর
- এবং পরে পিন নম্বর দিয়ে submit করুন।
- অনলাইনে ফলাফল দেখুন এখান থেকে।
মাস্টার্স (প্রফেশনাল) ১ম পর্ব ১ম মেধাতালিকায় ভর্তি সংক্রান্ত তারিখ ২০২০-২০২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত মাস্টার্স (প্রফেশনাল) ১ম পর্বে ভর্তি হওয়ার গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেওয়া হলো:
- ভর্তি ফরম পূরণের তারিখ : ২৪/০৮/২০২০ তারিখ হতে ৩১/০৮/২০২০ তারিখ পর্যন্ত।
- কলেজে কাগজপত্র জমা দেওয়ার তারিখ : শিক্ষার্থীকে রেজিঃ ফি বাবত ৮৩৫/- টাকা সহ চূড়ান্ত ভর্তি ফরমসহ অন্যান্য কাগজপত্র ২৫/০৮/২০২০ হতে ০১/০৯/২০২০ তারিখ পর্যন্ত কলেজে জমা দিতে পারবে।
- কলেজ কর্তৃক নিশ্চায়নের তারিখ : ২৬/০৮/২০২০ হতে ০২/০৯/২০২০ তারিখ পর্যন্ত।
মাস্টার্স (প্রফেশনাল) ১ম পর্ব ১ম মেধাতালিকার বিজ্ঞপ্তি ২০২০-২০২১