জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (শেষ পর্ব) প্রাইভেট প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে প্রাথমিক আবেদন ২০ জানুয়ারি ২০২০ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০২ ফেব্রুয়ারি ২০২০ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
মাস্টার্স (শেষ পর্ব) প্রাইভেট আবেদন যােগ্যতা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ % নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত কোন শিক্ষার্থী ২০১৯ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রােগ্রামে আবেদন করতে পারবে না।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত/প্রাইভেট) বা প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ % নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট তিন বছর মেয়াদী স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- আবেদনের যােগ্যতা থাকা সাপেক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংশ্লিষ্ট দপ্তর হতে অনুমতি গ্রহণ ও উত্তম আচরণের প্রত্যয়নপত্র দাখিল সাপেক্ষে কারাবন্দীগণও আবেদন করতে পারবে।
- বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রয়ােজনীয় যােগ্যতা থাকা সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে।
- যারা ৪৫% এর নিচে নম্বর পেয়েছে বা তৃতীয় শ্রেণী পেয়েছে এবং যারা নিয়মিততে ভর্তি হয়ে গেছে, তারা আবেদন করতে পারবে না।
উল্লেখ্য যে, প্রাথমিক আবেদন ফরমে প্রার্থীর কোন তথ্য / ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
মাস্টার্স (শেষ পর্ব) প্রাইভেট ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:
- মাস্টার্স প্রাইভেট আবেদন ফরম পূরনের সময়সীমা: ২০/০১/২০২০ হতে ০২/০২/২০২০ তারিখ পর্যন্ত।
- ভর্তি ফরম জমা দেওয়ার সময়: রেজিস্ট্রেশন ফি সহ চড়ান্ত ভর্তি ফরমসহ অন্যান্য কাগজপত্র ২১/০১/২০২০ হতে ০৩/০২/২০২০ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
- কলেজ কর্তৃক নিশ্চয়নের তারিখ: ২১/০১/২০২০ হতে ০৫/০২/২০২০ তারিখ পর্যন্ত।
মাস্টার্স প্রাইভেটের আবেদন ও রেজি ফি :
- আবেদন ফি + রেজিঃ ফি (৩০০+৮০০) = ১১০০ টাকা (কলেজ ভেদে কম বেশ হতে পারে)
মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে প্রাথমিক আবেদন করতে যা লাগবে:
- মাস্টার্স ১ম বর্ষ ও ডিগ্রী / স্নাতক (অনার্স) এর রেজিঃ নং, রোল নং এবং পাসের সন
- ছবি এবং একটি মোবাইল নম্বর।
যেসব বিষয়ে মাস্টার্স প্রাইভেট কোর্স রয়েছে ঃ
বাংলা, ইংরেজী, ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবী, ইসলামিক স্টাডিস, সংস্কৃতি, পালি, অর্থনীতি, সমাজ বিঃ, রাষ্ট্র বিজ্ঞান ,হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং- এই ১৫ টি বিষয়ে প্রাইভেটে ভর্তি হওয়া যাবে।
বিঃদ্রঃ মাস্টার্স ১ম বর্ষ/স্নাতক (অনার্স) যে বিষয় নিয়ে পড়েছিলেন, সেটিই পাঠিত বিষয় হবে।
মাস্টার্স প্রাইভেটের সিলেবাস :
মাস্টার্স নিয়মিত (২০১৮-১৯) সেশনের যে সিলেবাস, সেটিই প্রাইভেট কোর্সের সিলেবাস হবে ৷
চুড়ান্ত ভর্তির সময় কলেজে ফরম জমা দিতে যা যা লাগবে:
- আবেদন ফরম।
- মাস্টার্স ১ম বর্ষ/ স্নাতক(অনার্স) পরীক্ষার রেজিঃকার্ড ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
- অঙ্গিকার পত্র।
- কলেজের অধ্যক্ষ/১ম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র।
- ছবি ২ কপি (কলেজভেদে ভিন্ন হতে পারে)
মাস্টার্স প্রাইভেটে আবেদনের সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে:
- কম্পিউটারে আবেদনপত্র ফরম পূরণ করার সময় সঠিক তথ্য দিতে হবে।
- ত্রুটিপূর্ণ ছবি দেওয়া যাবে না।
- রেজিঃকার্ড ইস্যু করার সময় ২০১৮-১৯ মাস্টার্স নিয়মিত সিলেবাস থেকে পত্রকোর্ড এন্টি দিতে হবে।
- রেজিঃ আবেদন করার পর পরবর্তীতে কলেজ পরিবর্তনে অনুমতি দেওয়া হবে না।