জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স রিলিজ স্লিপের ফলাফল ২০২৪ শেষ পর্ব (নিয়মিত) ২০ মার্চ ২০২৪ প্রকাশিত হয়েছে। নিম্নে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে (শেষ পর্ব) মাস্টার্স রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৪, চূড়ান্ত ভর্তি তথ্য সহ বিস্তারিত তথ্যবলী দেখুন:-
সর্বশেষ আপডেট
মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের রেজাল্ট দুপুর ২ টার দিকে প্রকাশিত হয়েছে। (পোস্টটি সর্বশেষ আপডেট করা হয়েছে ২০ মার্চ দুপুর ২ টা ৩০ মিনিটে)
বিবরণ | সময় |
---|---|
১ম মেধা তালিকার ফল প্রকাশ | ২০ মার্চ ২০২৪ |
১ম পর্যায়ে ভর্তির সময় | ২৭ মার্চ ২০২৪ রাত ১১ : ৫৯ পর্যন্ত |
ভর্তি ফি প্রদান | ২৮ মার্চ ২০২৪ পর্যন্ত |
ক্লাস শুরু | — এপ্রিল ২০২৪ হতে |
মাস্টার্স ভর্তি রেজাল্ট দেখার নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স রেজাল্ট ২০২৪ সাধারণত দুইভাবে দেখা যায়। যথা : অনলাইন ও SMS এর মাধ্যমে। অনলাইনে মেধাতালিকার ফলাফল জানতে নিচের লিংকে গিয়ে রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন। আপনি ভর্তির জন্য নির্বাচিত হলে বা আপনি ১ম মেধাতালিকায় স্থান পেলে আপনি আপনার ফলাফল দেখতে পারবেন।
লিংক থেকে ফলাফল দেখার নিয়ম
লিংকে ক্লিক করার পর রোল নম্বর ও পিন নম্বর দিন। রোল নম্বরটি হচ্ছে প্রাথমিক আবেদন করার সময় ফরমের মধ্যে যে রোল নম্বর লেখা থাকে, ঐ রোল নম্বর। আর পিন নম্বর হচ্ছে অনলাইনে আবেদন করার পর সাথে সাথে মোবাইলের মধ্যে আসা মেসেজের মধ্যে তা পেয়ে যাবেন। উল্লেখ্য মেসেজের মাধ্যমে রোল ও পিন নম্বর জানিয়ে দেয়া হয়।
বি. দ্র. রেজাল্ট প্রকাশের দিন সবাই একসাথে চেষ্টা করার কারনে সার্ভার ডাউন হয়ে যায়। ফলে লিংকে ঢুকতে সময় লাগতে পারে।
ভর্তি রোল ও পিন পুনরুদ্ধার করার নিয়ম
আবেদন করার পর ভর্তি রোল বা পিন হারিয়ে গেলে বা ভুলে গেলে চিন্তার কোনো কারণ নেই। আপনি খুভ সহজে ভর্তি রোল ও পিন রিকোভার (পুনরুদ্ধার) করতে পারবেন। সে জন্য আপনাকে এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে। তারপর আবেদনকারির এইচএসসি রোল, বোর্ড ও পাসের সন, জন্মতারিখ এবং অনার্স সিলেক্ট করে Search বাটনে ক্লিক করলেই আপনার নতুন ভর্তি রোল বা পিন নম্বর এসে যাবে।
SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে দ্রুত ফলাফল জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে টাইপ করুন NU স্পেস ATMF স্পেস Roll No এবং তা সেন্ড করুন ১৬২২২ নম্বরে। এখানে NU মানে National University আর ATHN – Admission Test Masters Final এবং Roll no হচ্ছে প্রাথমিক আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর।
Such as: NU ATMF 456987 <send to> 16222
রিলিজ স্লিপে চান্স না পেলে যা করবেন
যদি কেউ মাস্টার্স (শেষ পর্ব) রিলিজ স্লিপে চান্স না পান, তাহলে এ বছর আর ভর্তি হওয়ার সুযোগ নেই বরং পরবর্তী বছর বা সেশনের জন্য অপেক্ষা করতে হবে।
রিলিজ স্লিপে উত্তীর্ণ হওয়ার পর যা করবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপে যারা উত্তীর্ণ হবেন, তাদেরকে অবশ্যই প্রথমে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। এই ফরম পুরণ আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। তারপর ভর্তি ফরমটি ডাউনলোড করে (অবশ্য ফরমটি পিডিএফ ফাইল আকারে থাকবে) কম্পিউটার ঘর থেকে প্রিন্ট করে নিতে হবে।
অবশ্য ফরম থাকবে দুইটি : একটি কলেজ কপি ও অন্যটি student কপি। তারপর কলেজ কর্তৃক নির্ধারিত টাকা পরিশোধের মাধ্যমে ভর্তি ফি প্রদান করে ০২ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে কলেজে কাগজপত্র জমা দিতে হবে। (ভর্তি ফি কোন মাধ্যমে প্রদান করবেন তা সংশ্লিষ্ট কলেজ থেকে জানতে পারবেন) এভাবে আপনার অনার্স ভর্তি সফলভাবে সম্পূর্ণ হবে।
চূড়ান্ত ভর্তি ফরম পূরণের নিয়ম সহ ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে তা নিম্নে দেখুন।
ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে
- চূড়ান্ত ভর্তি ফরম – ২ কপি (একটি কলেজ কপি, অন্যটি স্টুডেন্ট কপি)
- পাসপোর্ট সাইজ ছবি ৪ টি এবং পেছনে নাম লিখে দিতে হবে।
- স্নাতক (সম্মান) বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট – মূলকপি সহ ফটোকপি ২ টি
- স্নাতক (সম্মান) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ কপি।
- অঙ্গিকারনামা। মাস্টার্স অঙ্গিকারনামা পূরণ করার নিয়ম এখান থেকে দেখুন।
উল্লেখ্য, সকল কাগজপত্রগুলোকে ২ সেট বানাতে হবে যার এক সেট বিভাগীয় সেমিনারে এবং অন্য সেট অফিসে জমা দিতে হবে।
→উক্ত সেটের একটির মধ্যে, ভর্তি ফরমের দুই কপি এবং এর কপিতে রঙ্গিন ছবি লাগাতে হবে। তাছাড়া, স্নাতক (সম্মান) বা মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার রেজিস্ট্রেশন ও মার্কশিটের ফটোকপি দিবেন।
→আর অন্যটিতে আবার ভর্তি ফরমের কলেজ কপি, স্নাতক (সম্মান) বা মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার রেজিস্ট্রেশন ও মার্কশিটের উভয়ের পত্রের মূল কপি, ৩-৪ টি ছবি দিতে হবে এবং অন্যান্য কাগজপত্র।
যাদেরকে ভর্তি বাতিল করতে হবে
যদি কোনো শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্সে ভর্তি হয়ে এবারও মাস্টার্সে আবেদন করেন এবং রিলিজ স্লিপে উত্তীর্ণ হোন, এমন শিক্ষার্থীকে অবশ্যই ২৫ মার্চ ২০২৪ তারিখের মধ্যে পূর্বের ভর্তি বাতিল করে নতুন ভর্তি ফরম তুলতে হবে।
অনার্স চূড়ান্ত ভর্তির নিয়ম
২০২০-২০২১ শিক্ষাবর্ষের masters ১ম বর্ষের চূড়ান্ত ভর্তির জন্য প্রার্থীকে নিম্নোক্ত লিংকে (ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে) প্রার্থীর রােল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিয়ে Login করতে হবে। এরপর Admission Information নামে একটি পেইজ তথা আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন তা দেখতে পাবেন। এবং একইসাথে Application Form নামে একটি অপশন থাকবে, চূড়ান্ত ভর্তির জন্য সেটাতে ক্লিক করতে হবে।
তারপর, যে পেজ আসবে তাতে আপনার নাম, পিতার সহ আপনি যে বিষয়ে চান্স পেয়েছেন তা সম্বলিত একটি পেজ আসবে। সেখানে আপনাকে Nationality এর বক্সে Bangladeshi লিখবেন। তারপর, নিজ ধর্ম select করবেন। এরপর, একজন গার্জিয়ান এর নাম দিবেন। তারপর, গার্জিয়ান এর ফোন নম্বর এবং তার বার্ষিক আয় দিবেন।
এরপর নিচের দিকে (বাম পাশে) আপনার স্বায়ী এবং (ডান পাশে) বর্তমান ঠিকানা দিবেন। তারপর সবকিছু সঠিক হলে Save Information এ ক্লিক করুন।
তারপর যে পেজ আসবে, সেখান থাকা Download অপশনে ক্লিক করে, চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন। এর মধ্যে একটি থাকবে কলেজ কপি এবং অন্যটি থাকবে স্টুডেন্ট কপি।
এরপর কলেজ কর্তৃক নির্ধারিত পেমেন্ট গেটওয়ের (মোবাইল ব্যাংকিং / ব্যাংক) মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিবেন। তারপর কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আপনাকে নিশ্চায়ন করলে আপনার ভর্তির প্রক্রিয়া শেষ হবে।
মাস্টার্স চূড়ান্ত ভর্তি ফি
বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫/- টাকা সহ কলেজের বেতন ও সেশন ফি সব মিলিয়ে একটি সরকারি কলেজে আনুমানিক সাড়ে ৩ থেকে ৫ হাজার টাকার মত লাগবে আর বেসরকারি কলেজ হলে ১০ থেকে ১৫ হাজার বা তার বেশি লাগতে পারে। এসব ফি কলেজ কর্তৃক নির্ধারিত মাধ্যমে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে ফি প্রদান করতে দেরি করা যাবে।