প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৩ । মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ ২০২৩

আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ ২২০২৩ বা প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৩ সম্বন্ধে জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখানে ফরম পূরণের বিজ্ঞপ্তি সহ ফরম পূরণের নিয়ম, তারিখ ও যোগ্যতা সহ বিস্তারিত তথ্যবলী জানতে পারবেন।

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৩

২০২৩ সালে প্রকাশিত প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার ফরম ফিলাপের বিজ্ঞপ্তিটি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। কেননা করোনা মহামারির কারণে ২০২০ সালের পরীক্ষা ২০২৩ সালে অনুষ্ঠিত হবে। যাইহোক নিম্নে ফরম পূরণের তারিখ সহ বিস্তারিত দেখুন :

মাস্টার্স ১ম পর্বফরম ফিলাপ সময়
ফরম ফিলাপ শুরু২৪ মে ২০২৩ হতে
ফরম ফিলাপ শেষ১৫ জুন ২০২৩ পর্যন্ত
ডাটা এন্ট্রির সময়১৮ জুন ২০২৩ পর্যন্ত
ফরম ফিলাপ লিংক http://nubd.info/mf/index_exm.php

মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ যোগ্যতা

১) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।

২) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব পরীক্ষার্থী ২০১৯ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা ২০২০ সালের অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সকল পত্রের / কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

৩) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব পরীক্ষার্থী ২০১৯ সালের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক পরে ‘ F ‘ গ্রেড পেয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২০ সালের পরীক্ষায় সে সকল পত্রে অংশগ্রহণ করতে পারবে।

৪) ২০১৯ সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল পরীক্ষার্থী ‘ C ‘ এবং ‘ D ‘ গ্রেড প্রাপ্ত কোর্সের গ্রেড উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ ০২ ( দুই ) টি পত্রে অংশগ্রহণ করতে পারবে । সকল পরীক্ষার্থী ২০২০ সালের পরীক্ষায় উত্তীর্ণ হলে মান উন্নয়ন / গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্লাহণের আর কোন সুযোগ থাকবে না ।

৫) ২০১৯ সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল পরীক্ষার্থী CGPA 2.50 এর নীচে পেয়েছে এবং যে সকল পত্রে / কোর্সে ‘ C ‘ এবং ‘ D ‘ গ্রেড প্রাপ্ত হয়েছে সে সকল পত্রের / কোর্সের সর্বোচ্চ ০২ ( দুই ) টি পত্রে কোর্সে অংশ নিয়ে গ্রেড এবং CGPA উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে।

মাস্টার্স ১ম পর্ব (নতুন সিলেবাস) এর পাঠ্যসূচি :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের হেডিং পদ্ধতির পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনষ্ঠিত হবে। ২০১৭-২০১৮ এ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত সিলেবাস অনুযায়ী ২০১৯ সালের এম.এ / এম.এস.এস / এম.বি.এ / এম.এসসি / এম মিউ প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত আসছে…….

প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২৩

 প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৩ । মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ ২০২৩ (১)
 প্রিলিমিনারি টু মাস্টার্স ফরম ফিলাপ ২০২৩ । মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ ২০২৩ (২)

যেহেতু ফরম ফিলাপের বিজ্ঞপ্তিটি অস্পষ্ট তাই নিম্নে পিডিএফ আকারে দেওয়া হলো. তবে পিডিএফ ফাইলটি প্রায় mb হওয়ায় লোড হতে সময় নিতে পারে। তাই কিছুক্ষণ অপেক্ষা করবেন।

মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ ২০২২

মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ ২০২২ (নতুন সিলেবাস)

মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ ২০২২ (নতুন সিলেবাস)

    মাস্টার্স ১ম পর্ব ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২১

মাস্টার্স ১ম পর্ব (নতুন সিলেবাস) ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২১
মাস্টার্স ১ম পর্ব (নতুন সিলেবাস) ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২১
মাস্টার্স ১ম পর্ব (পুরাতন সিলেবাস) ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!